বরিশাল বিশ্ববিদ্যালয় নিয়ােগ বিজ্ঞপ্তি

বরিশাল বিশ্ববিদ্যালয় নিয়ােগ বিজ্ঞপ্তি  Barisal University Job Circular 

বরিশাল বিশ্ববিদ্যালয়ে নিম্নবর্ণিত শূণ্য পদসমূহ পূরণের জন্য যােগ্যতাসম্পন্ন বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে নির্দিষ্ট ফরমে আবেদন আহবান করা যাচ্ছে।
বরিশাল বিশ্ববিদ্যালয় নিয়ােগ বিজ্ঞপ্তি Barisal University Job Circular
পদের নামঃ সহযােগী অধ্যাপক ০১টি স্থায়ী পদ (ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগ)
পদ সংখ্যাঃ ০১টি
গ্রেডঃ ৪
জাতীয় বেতন স্কেলঃ ২০১৫

ক) সহযােগী অধ্যাপক পদে আবেদনের জন্য স্নাতকোত্তর ডিগ্রিধারীদের ক্ষেত্রে স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক পদে ৫ (পাঁচ) বছর শিক্ষকতার অভিজ্ঞতা সহ ১০ (দশ) বছরের শিক্ষকতা/গবেষনার অভিজ্ঞতা থাকতে হবে এবং সহকারী অধ্যাপক হিসেবে স্বীকৃত মানের জার্নালে ০৩ (তিন) টি সহ কমপক্ষে ০৫ (পাঁচ) টি প্রকাশনা থাকতে হবে।

খ) যাদের এমফিল অথবা সমমান ডিগ্রি রয়েছে তাদের স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক পদে ০৪ (চার) বছরের শিক্ষকতার দ্বায়িত্ব পালন সহ মােট ০৮ (আট) বছরের শিক্ষকতা বা গবেষণার অভিজ্ঞতা থাকতে হবে। তাছাড়া সহকারী অধ্যাপক হিসেবে স্বীকৃত মানের জার্নালে ০৩ (তিন) টি সহ কমপক্ষে মােট ০৫ (পাঁচ) টি প্রকাশনা থাকতে হবে।

গ) পিএইচডি অথবা সমমান ডিগ্রিধারীদের ক্ষেত্রে স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক পদে ০৩ (তিন) বছরের শিক্ষকতার অভিজ্ঞতাসহ মােট ০৭ (সাত) বছরের শিক্ষকতা/গবেষণার অভিজ্ঞত থাকতে হবে এবং সহকারী অধ্যাপক হিসেবে স্বীকৃত মানের জার্নালে ০৩ (তিন) টি সহ কমপক্ষে মােট ০৫ (পাঁচ) টি প্রকাশনা থাকতে হবে।

ঘ) শিক্ষক হিসেবে অতিরিক্ত অভিজ্ঞতা ও দক্ষ এবং বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ক্ষেত্রে বিশেষ করে ছাত্র ছাত্রীদের সামগ্রিক শিক্ষা ও শিক্ষা আনুষঙ্গিক কর্মকান্ড পরিচালনায় অবদান অতিরিক্ত যোগ্যতা হিচাবে গণ্য করা হবে।

ঙ) শিক্ষাগত যােগ্যতার কোনাে পরীক্ষায় ৩য় শ্রেণি বা বিভাগ গ্রহণযােগ্য নয়।

পদের নামঃ সহকারী অধ্যাপক ০১টি স্থায়ী পদ (দর্শন বিভাগ)
পদ সংখ্যাঃ ০১টি
গ্রেডঃ ৬
জাতীয় বেতন স্কেল - ২০১৫

সহকারী অধ্যাপক পদের জন্য প্রার্থীর এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষায় উভয়টিতে প্রথম বিভাগ অথবা জিপিএ ৪.০০ থাকতে হবে। স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর পরীক্ষায় কমপক্ষে যে কোনাে একটিতে ১ম শ্রেণি থাকতে হবে এবং শিক্ষাজীবনের কোনাে ক্ষেত্রে ৩য় শ্রেণি গ্রহণযোগ্য নয়। সিজিপিএর ক্ষেত্রে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর পরীক্ষায় উভয়টিতে কমপক্ষে ৩.৫০ (স্কেল ৪.০০) থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি ডিগ্রিধারী প্রার্থীকে অগ্রাধিকার দেয়া যেতে পারে। প্রার্থীর স্বীকৃত জার্নাল বা বইয়ে অন্তত একটি প্রকাশনা থাকতে হবে এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে অথবা স্বীকৃত মানের গবেষণা প্রতিষ্ঠানে অন্তত ৩ (তিন) বছরের শিক্ষকতা গবেষণার অভিজ্ঞতা থাকতে হবে।

ক) প্রার্থীদের বরিশাল বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত ফরম www.buac.bd ওয়েবসাইট থেকে ডাউনলােড করে অথবা বরিশাল বিশ্ববিদ্যালয় এর ডিসপ্যাচ শাখা থেকে ফরম প্রতি ৫০/-(পঞ্চাশ) টাকা দিয়ে ফরম সংগ্রহ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ ০১নং পদের জন্য মোট ১১ (এগার) সেট ও ২নং পদের জন্য মোট ০৮ (আট) সেট, বিশ্ববিদ্যালয় এর রেজিস্ট্রার বরাবর জমা দিতে হবে।

আবেদনের শেষ তারিখঃ ০১ নং পদের জন্য ১৬/১০/২০২২ এবং ০২ নং পদের জন্য ০৯/১০/২০২২।

খ) আবেদনকারীকে আবেদনপত্রের সাথে প্রথম শ্রেণির কর্মকর্তা কর্তৃক নিম্নলিখিত কাগজপত্র (সত্যায়িত) সংযুক্ত করতে হবে- (১) শিক্ষাগত যােগ্যতার সনদপত্র, নম্বরপত্র এবং অভিজ্ঞতা (যদি থাকে) ও প্রশিক্ষণ সংক্রান্ত সকল সনদের ফটোকপি; (২) ০৪ কপি রঙিন ছবি (সদ্য তােলা পাসপোর্ট সাইজের) ও প্রতি সেট আবেদনের সাথে এক কপি রঙিন ছবি; (৩) অনলাইনে সম্পন্নকৃত জাতীয় পরিচয়পত্র ও জন্ম সনদপত্রের ফটোকপি।

গ) চাকুরিতে নিয়ােজিত আবেদনকারীদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।

ঘ) অসম্পূর্ণ বা ত্রুটিপূর্ণ এবং নির্ধারিত সময়ের পর প্রাপ্ত কোন আবেদনপত্র গ্রহণ করা হবে না।

ঙ) আবেদনকালে আবেদনকারীর আবেদনপত্রে শিক্ষাগত যােগ্যতা ও অভিজ্ঞতার যেরুপ বর্ণনা দেয়া হবে চাকুরিতে যােগদানের পরে পূর্বের অর্জিত এর অতিরিক্ত যে কোন যােগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্র গ্রহণযােগ্য।

চ) দরখাস্তের সাথে ট্রেজারার, বরিশাল বিশ্ববিদ্যালয়-এর অনুকুল সােনালী ব্যাংক লিমিটেডের যে কোনাে শাখা থেকে গ্রেড-০৪ পদের জন্য ১৫০০/- টাকা এবং গ্রেড-৬ পদের জন্য ১২০০/টাকার পে-অর্ডার/ব্যাংক ড্রাফট (অফেরতযােগ্য) সংযুক্ত করতে হবে।

ছ) প্রত্যেক প্রার্থীকে তার প্রার্থিত পদের নাম খামের উপর স্পষ্ট করে লিখতে হবে।

জ) বরিশাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনাে ধরনের কারণ দর্শানাে ছাড়াই নিয়ােগ বিজ্ঞপ্তি ও আবেদনপত্র সংশােধন বা বাতিল করার অধিকার সংরক্ষণ করে। এছাড়াও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পদের সংখ্যা হ্রাস-বৃদ্ধির অধিরার সংরক্ষণ করে।

(ঝ) অভ্যন্তরীণ প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।

স্মারক নং- বিইউ/রেজি/জনকল/নিয়ােগ বিজ্ঞপ্তি (শিক্ষক)/৪২৭/১২৫১৪(ক)
তারিখ: ১০ আশ্বিন ১৪২৪ বঙ্গাব্দ ২৫ সেপ্টেম্বর ২০১২ খ্রিস্টাব্দ

কর্তৃপক্ষের নির্দেশক্রমে
(প্রফেসর ড. মােঃ মুহসিন উদ্দীন)
রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব)
বরিশাল বিশ্ববিদ্যালয়

মূল বিজ্ঞপ্তিটি নিচে দেখুন…

বরিশাল বিশ্ববিদ্যালয় নিয়ােগ বিজ্ঞপ্তি Barisal University Job Circular
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url