বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে নিয়োগ
BIRTAN Job Circular ।। বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে নিয়োগ বিজ্ঞপ্তি - 2022
বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট নিয়োগ - 2022ঃ বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (BARTAN), হেড অফিস, ঢাকায় শূন্য পদের জন্য লোক নিয়োগ করা হবে। বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট 40 জনকে নিয়োগ দেবে মোট 09টি পদে । সংশ্লিষ্ট পদগুলোর জন্য দেশের সব জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে। উক্ত পদের জন্য পুরুষ ও মহিলা উভয় আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। নিচে বিস্তারিত দেওয়া হলঃBIRTAN Job Circular ।। বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে নিয়োগ বিজ্ঞপ্তি - 2022
চাকরির (পদের) নামঃ নির্বাহী পরিচালকের ব্যক্তিগত সহকারী
পদের সংখ্যাঃ ০১টি
শিক্ষাগত যোগ্যতাঃ নূন্যতম স্নাতক (সম্মান) ডিগ্রি পাশ হতে হবে।
বেতন (স্কেল)ঃ: 11,300 – 27,300 টাকা।
চাকরির (পদের) নামঃ পরিসংখ্যান সহকারী
পদের সংখ্যাঃ 02 টি
শিক্ষাগত যোগ্যতাঃ নূন্যতম গণিত বা পরিসংখ্যানে স্নাতক (সম্মান) ডিগ্রি পাশ হতে হবে।
বেতন (স্কেল)ঃ: 10,200 – 24,680 টাকা।
চাকরির (পদের) নামঃ গ্রন্থাগার সহকারী
পদের সংখ্যাঃ 02 টি
শিক্ষাগত যোগ্যতাঃ নূন্যতম গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমা সহ স্নাতক (সম্মান) ডিগ্রি পাশ হতে হবে।
বেতন (স্কেল)ঃ: 10,200 – 24,680 টাকা।
চাকরির (পদের) নামঃ হিসাব রক্ষক
পদের সংখ্যাঃ 04 টি
শিক্ষাগত যোগ্যতাঃ নূন্যতম বাণিজ্যে স্নাতক (সম্মান) ডিগ্রি পাশ হতে হবে।
বেতন (স্কেল)ঃ:10,200 – 24,680 টাকা।
চাকরির (পদের) নামঃ ফটোগ্রাফার
পদের সংখ্যাঃ 01 টি
শিক্ষাগত যোগ্যতাঃ নূন্যতম স্নাতক (সম্মান) ডিগ্রি পাশ হতে হবে।
বেতন (স্কেল)ঃ:10,200 – 24,680 টাকা।
চাকরির (পদের) নামঃ ডাট এন্ট্রি/কন্ট্রোল অপারেটর
পদের সংখ্যাঃ 01 টি
শিক্ষাগত যোগ্যতাঃ নূন্যতম এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
বেতন (স্কেল)ঃ: 9,300-22,490 টাকা।
চাকরির (পদের) নামঃ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদের সংখ্যাঃ 06 টি
শিক্ষাগত যোগ্যতাঃ নূন্যতম এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
কম্পিউটর স্কীলঃ কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে শব্দের গতি হতে হবে বাংলা ও ইংরেজিতে ২০ শব্দ।
বেতন (স্কেল)ঃ: 9,300-22,490 টাকা।
চাকরির (পদের) নামঃ ল্যাব সহকারী
পদের সংখ্যাঃ 12 টি
শিক্ষাগত যোগ্যতাঃ নূন্যতম বিজ্ঞান বিভাগে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
বেতন (স্কেল)ঃ: 9,300-22,490 টাকা।
চাকরির (পদের) নামঃ মাঠ সহকারী
পদের সংখ্যাঃ 11 টি
শিক্ষাগত যোগ্যতাঃনূন্যতম বিজ্ঞান বিভাগে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
বেতন (স্কেল)ঃ: 9,300-22,490 টাকা।
আবেদন পদ্ধতিঃ http://birtan.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার পর ৭২ ঘণ্টার মধ্যে মোবাইলে এসএমএসের মাধ্যমে অবশ্যই পরীক্ষার ফি জমা দিতে হবে।
আবেদন শুরুঃ 22/09/2022 সকাল 10:00 AM থেকে।
আবেদন শেষঃ 15/10/2022 বিকাল 05:00 পর্যন্ত।
মূল বিজ্ঞপ্তিটি নিচে দেখুন…