CEDAR Job Circular

CEDAR Job Circular - 2022

সিডার (কনসার্ন ফর এনভায়রনমেন্টাল ডেভেলপমেন্ট এন্ড রিসার্চ) জাতীয় পর্যায়ে কর্মরত বেসরকারী উন্নয়ন সংস্থা। যার এমআরএ সনদ নং- ০০৯২৯-০৪৩৬৬-০০৩৬১। সিডার (কনসার্ন ফর এনভায়রনমেন্টাল ডেভেলপমেন্ট এন্ড রিসার্চ) মাইক্রোফিন্যান্স কর্মসূচিতে পিকেএসএফ অর্থায়নে পরিচালিত ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, নরসিংদী ও মুন্সিগঞ্জ জেলায় চলমান নতুন শাখা এবং শাখাসমূহ সম্প্রসারণের লক্ষ্যে জরুরী ভিত্তিতে শাখা ব্যবস্থাপক পদে লোক নিয়োগ করা হবে।
CEDAR Job Circular - 2022 - সিডার নিয়োগ বিজ্ঞপ্তি

সিডার নিয়োগ বিজ্ঞপ্তি - 2022


পদের নামঃ শাখা ব্যবস্থাপক (Branch Manager)

পদ সংখ্যাঃ 05 টি

কর্মস্থলঃ ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, নরসিংদী, ও মুন্সিগঞ্জ জেলা।

দ্বায়িত্বঃ
টীম পরিচালনার দক্ষতা, উন্নয়নকর্মী হিসাবে চাকুরি করার মানসিকতা সম্পন্ন এবং কর্মএলাকায় সার্বক্ষনিক বসবাসসহ এককভাবে শাখার সার্বিক ব্যবস্থাপনা সহ সকলের সাথে মিলেমিশেে ঐক্যবদ্ধভাবে দ্বায়িত্ব পালন করার মানসিকতা থাকতে হবে।

শাখার সার্বিক তদারকি, মনিটরিং সহ শাখায় কর্মরত কর্মীর কাজ পরিদর্শন, পরামর্শ এবং প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা।

শাখা পর্যায়ে কোন ধরনের সমস্যা দেখা দিলে তাৎক্ষনিকভাবে যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করা এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা।

মাসিক ও সাপ্তাহিক সভা পরিচালনা সহ প্রয়োজনীয় সকল দিক নির্দেশনা প্রদান করা।

সংস্থার কর্মসূচি বাস্তবায়নের জন্য বিভিন্ন ধরনের প্রতিবেদন প্রস্তুত করা ও তা যথাসময়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকের নিকট প্রেরন করা।

সংশ্লিষ্ট শাখায় সম্পাদিত সকল প্রকার কাজের প্রতিবেদন সংরক্ষন এবং পূর্ণাঙ্গ মাসিক প্রতিবেদন প্রস্তুত করা ও উর্ধ্বতন কর্তৃপক্ষকের নিকট প্রেরন করা।

ঋণ কার্য্ক্রম সংক্রান্ত সফটওয়্যর পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে।

সংস্থা যদি কোন প্রশিক্ষণের আয়োজন করে তাহেলে সেই প্রশিক্ষনে অংশগ্রহণ করা।

বার্ষিক, মাসিক ও সাপ্তাহিক পরিকল্পনা প্রস্তুত করা সহ তা উর্ধ্বতন কর্তৃপক্ষকের নিকট প্রেরন করা।

প্রকল্প বাস্তবায়নের জন্য নতুন ধারণা সৃষ্টি ও তার বাস্তবায়ন কৌশল নির্ধারণ করা।

কর্ম এলাকায় দায়িত্ব পালনরত অন্যান্য সিবিএ, এনজিও এবং স্থানীয় সরকারের বিভিন্ন সমন্বয় সভায় যোগদান করা।

কর্মী মূল্যায়নপত্র ও কর্মসূচি প্রস্তুত করে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষকের নিকট প্রেরন করা।

সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দ্বারা আরোপিত বিভিন্ন কর্মদায়িত্ব পালন করা।

সংস্থার আদর্শ, মূল্যবোধ, উদ্দেশ্য ও প্রচলিত সকল নিয়ম-নীতি মেনে চলা।

জেন্ডার সংশ্লিষ্ট বিষয়ে সংবেদনশীল হওয়া।

নারী-পুরুষ সমঅধিকার সংক্রান্ত বিষয়ে একমত পোষণ করা।

নিয়মিতভাবে সমিতি পরিদর্শন করাে এবং রেকর্ড সংরক্ষন করা।

নথিপত্রের যেকোন ধরনের ভুলত্রুটি সংশোধনের জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা।

ত্রুটি সংশোধন বা সমাধানপূর্বক কর্তৃপক্ষকে দ্রুত অবহিত করা।

ঋণ প্রস্তাবের পরে শতভাগ নির্ভুলভাবে যাচাই-বাছাই সম্পন্ন করে ঋণ প্রদান নিশ্চিত করা।

ঋণের কিস্তি আদায় এবং বকেয়া রোধেকল্পে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা।

মেয়াদ উত্তীর্ণ ঋণীখেলাপীদের নিকট হতে ঋণের কিস্তি আদায়ের জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা।

চাকরির ধরনঃ ফুল টাইম

শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক/স্নাতকোত্তর পাস হতে হবে।

অভিজ্ঞতাঃ 2 থেকে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সঃ সর্বোচ্চ 40 বছর

অতিরিক্ত আবশ্যকঃ
পুরুষ ও মহিলা উভয়েই আবেদন করতে পারবে।

মাইক্রোফিন্যান্স কর্মসূচিতে (পিকেএসএফ অর্থায়নে পরিচালিত) শাখা ব্যবস্থাপক হিসাবে দায়িত্ব পালনে ২/৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

বৈধ মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্সসহ মোটরসাইকেল চালনায়পারদর্শিতাসহ থাকতে হবে। আবেদনকারীর ব্যক্তিগত মোটরসাইকেল থাকলে চাকরিতে অগ্রাধিকার প্রদান করা হবে। তবে যদি ব্যক্তিগত মোটরসাইকেল না থাকে তাহলে মোটরসাইকেলের জন্য ঋণ প্রদান করা হবে।

মাইক্রোফিন্যান্স কর্মসূচির Microfin-360 সফটওয়্যার পরিচালনায় দক্ষতা সহ কম্পিউটার-এমএস অফিস- এ দক্ষতা থাকতে হবে।

সংস্থার যেকোন কর্মএলাকায় চাকরি করার মানসিকতা থাকতে হবে।

বেতনঃ শিক্ষানবীশকাল (প্রথম ছয় মাস) মাসিক বেতন সর্বসাকূল্যে ২৫,০০০/- (পঁচিশ হাজার মাত্র) টাকা। এছাড়াও ঋণ কর্মসূচি বাস্তবায়নে অভিজ্ঞদের দ্রুত পদোন্নতি সহ আর্থিক সুবিধা বা প্রনোদনা দেওয়া হবে।

অন্যান্য সুবিধাঃ
চাকুরী স্থায়ীকরণ হওয়ার পর অন্যান্য সকল সুবিধাদি সিডার (কনসার্ন ফর এনভায়রনমেন্টাল ডেভেলপমেন্ট এন্ড রিসার্চ) নীতিমালা অনুযায়ী প্রদান করা হবে। বাই-সাইকেল বা মোটরসাইকেল ঋণ সুবিধা, স্থায়ী কর্মকর্তা বা কর্মীদের বাৎসরিক দু'টি উৎসব বোনাস, চিকিৎসা ভাতা, মূল বেতনের ১০% খাদ্যভাতা, মোবাইল বিল, মাঠভাতা, যানবাহন ভাতা, একক আবাসন সুবিধা, প্রনোদনা ভাতা এবং গ্রাচুইটি ও প্রভিডেন্ট ফান্ড সহ সংস্থা কর্তৃক অন্যান্য সকল সুযোগ- সুবিধাদি প্রাপ্ত হবেন।

লক্ষনীয়ঃ পুরুষ ও মহিলা উভয় প্রার্থীগণ চাকরির জন্য আবেদন করতে পারবেন। তবে ছাত্র বা অধ্যয়নরত, সমবায় সমিতিতে অথবা অন্য যে কোন সংস্থায় কোন ধরনের অনিয়মের জন্য চাকুরীচ্যুৎদের অত্র সংস্থায় আবেদন করার প্রয়োজন নেই। নিয়োগপ্রাপ্ত শাখা ব্যবস্থাপক`দের সিডার (কনসার্ন ফর এনভায়রনমেন্টাল ডেভেলপমেন্ট এন্ড রিসার্চ) অনুকূলে ২০,০০০/- (বিশ হাজার মাত্র) টাকা ফেরতযোগ্য জামানতসহ প্রতিষ্ঠিত এবং সমাজে স্বীকৃত দুইজন নিশ্চয়তাকারীর অঙ্গীকারনামা বা সুপারিশপত্র প্রদান করতে হবে। আগ্রহী প্রার্থীদের পূর্ণ জীবনবৃত্তান্ত,, শিক্ষাগত যোগ্যতার সনদপত্রসমূহের মূলকপি, দুইকপি রঙ্গিন ছবি, অভিজ্ঞতার প্রমাণপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, বর্তমানে কর্মরত হলে বৈধ ছাড়পত্রসহ (সর্বশেষ কর্মস্থলের) নির্বাহী পরিচালক, সিডার, ৬৮ (নতুন) ৭৬৮ (পুরাতন), সাতমসজিদ রোড (শংকর বাসস্ট্যান্ড এর নিকটে), ধানমন্ডি, ঢাকা-১২০৯ ঠিকানায় লিখিত আবেদনসহ আগামী ০৭ অক্টোবর ২০২২ ইং তারিখ সকাল ০৯:০০ ঘটিকায় উপস্থিত হয়ে লিখিত ও মৌখিক পরীক্ষা দেওয়ার জন্য আহবান জানানো যাচ্ছে। উক্ত পরীক্ষা দেওয়ার জন্য কোন প্রকার টিএ বা ডিএ প্রদান করা হবেনা।

আবেদনের শেষ তারিখঃ 7 Oct 2022

ওয়েবসাইটঃ www.cedar-bd.org

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url