সমাজকল্যাণ মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি 2022
msw gov job circular 2022
সমাজকল্যাণ মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি 2022ঃ বাংলাদেশ সমাজকল্যাণ মন্ত্রনালয়ের শূন্য পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সমাজকল্যাণ মন্ত্রণালয় 20 জনকে নিয়োগ দেবে 03টি পদে। সংশ্লিষ্ট পদের জন্য পুরুষ ও মহিলা উভয় আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। নিচে বিস্তারিত দেওয়া হলঃসমাজকল্যাণ মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি 2022
চাকরির (পদের) নামঃ পোস্ট-কারিকুলার কাম কম্পিউটার অপারেটরপদের সংখ্যা: ০৪টি।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি।
সাঁট লিপি স্কীলঃ সাঁট লিপিতে প্রতি মিনিটে শব্দের গতি হতে হবে বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ৪৫ ও ৭০,
কম্পিউটর স্কীলঃ কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে শব্দের গতি হতে হবে বাংলা ও ইংরেজিতে যথাক্রমে 25 ও 30 শব্দ।
বেতন (স্কেল)ঃ 11,000 – 26,590 টাকা।
চাকরির (পদের) নামঃ ক্যাশিয়ার
পদের সংখ্যাঃ 01টি
শিক্ষাগত যোগ্যতাঃ নূন্যতম স্নাতক বা সমমানের ডিগ্রি পাশ হতে হবে।
বেতন (স্কেল)ঃ: টাকা 10,200-24,680।
চাকরির (পদের) নামঃ অফিস সহকারী কাম কম্পিউটার নিউমারোলজিস্ট
পদের সংখ্যাঃ 02 টি
শিক্ষাগত যোগ্যতাঃ নূন্যতম এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
কম্পিউটর স্কীলঃ কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে শব্দের গতি হতে হবে বাংলা ও ইংরেজিতে ২০ শব্দ।
বেতন (স্কেল)ঃ 9,300-22,490 টাকা।
চাকরির (পদের) নামঃ অফিস সহকারী
পদের সংখ্যাঃ ১৩ টি
শিক্ষাগত যোগ্যতাঃ নূন্যতম এসএসসি পাস হতে হবে।
বেতন (স্কেল)ঃ 8,250 – 20,010 টাকা।
আবেদন শুরুঃ 20/09/2022 সকাল 10:00 টা
আবেদন শেষঃ 19/10/2022 বিকাল 05:00 টা
আবেদন পদ্ধতিঃ http://msw.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার পর ৭২ ঘণ্টার মধ্যে মোবাইলে এসএমএসের মাধ্যমে অবশ্যই পরীক্ষার ফি জমা দিতে হবে।
মূল বিজ্ঞপ্তিটি নিচে দেখুন…