নেত্রকোনা জেলা জজ কার্যালয় -এ নিয়োগ বিজ্ঞপ্তি
নেত্রকোনা জেলা জজ কার্যালয় -এ নিয়োগ বিজ্ঞপ্তি
নেত্রকোনা জেলা জজ কার্যালয় -এ নিয়োগ বিজ্ঞপ্তিঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নেত্রকোনা জেলা জজ কার্যালয় -এর শূন্য পদে লোক নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নেত্রকোনা জেলা জজ কার্যালয় মোট 02 জনকে নিয়োগ দেবে 02 টি পদে। যোগ্যতা ও আগ্রহ থাকলে আবেদন করতে পারবেন আপনিও। সরকারি এবং বেসরকারি সকল ধরনের চাকরির খবর সবার আগে পেতে ভিজিট করুন bdlatestjobs.com। নিচে বিস্তারিত (নেত্রকোনা জেলা জজ কার্যালয় -এ নিয়োগ বিজ্ঞপ্তি) দেওয়া হলঃNetrakona District Judge Office Job Circular 2022
নেত্রকোণাস্মারক নং- ৭৫/এল,এস,টি/নেত্রঃ
১২ আশ্বিন ১৪২৯ বঙ্গাব্দ তারিখ : ----
২৭ সেপ্টেম্বর ২০২২ খ্রিঃ
নেত্রকোণা জেলা ও দায়রা জজ আদালত এর নিম্নবর্ণিত শূন্য পদের জন্য সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়ােগের জন্য জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী প্রত্যেকটি পদের বিপরীতে বর্ণিত যােগ্যতাসম্পন্ন বাংলাদেশের প্রার্থীদের নিকট হতে নিম্নবর্ণিত শর্ত স্বাপেক্ষে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত নির্দিষ্ট চাকুরীর আবেদন ফরমে প্রার্থীর স্বহস্তে পূরণকৃত দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
পদের নামঃ সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পদের সংখ্যাঃ একটি
শিক্ষাগত যোগ্যতাঃ যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে নূন্যতম দ্বিতীয় শ্রেনী বা সমমানের সিজিএপি -তে স্নাতক বাা সমমানের ডিগ্রী পাস হতে হবে।
কম্পিউটার স্কীলঃ কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত ও প্রাকিষ্ঠানিক নির্ধারিত গতি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তবে সাঁট লিপি জান থাকলে ভালো হয়।
বেতন (স্কেল)ঃ 10200 - 24680 টাকা
চাকরির (পদের) নামঃ অফিস সহায়ক
পদের সংখ্যাঃ একটি
শিক্ষাগত যোগ্যতাঃ যে কোন স্বীকৃত বোর্ড হতে নূন্যতম মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
বেতন (স্কেল)ঃ 8250 - 20010 টাকা
১। উপরে বর্ণিত সকল পদসমূহ নিয়ােগের জন্য সকল প্রার্থীকে জেলা জজ, নেত্রকোণা বরাবর আবেদন পাঠাতে হবে।
২। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২৯ ডিসেম্বর, ২০১৪ তারিখে ০৫.১১০.০০০০.০০.০০.০৮৯.১৪-০১ সংখ্যক স্মারকে জারিকৃত চাকুরীর নির্ধারিত আবেদন ফরম এবং ০২ (দুই) কপি প্রবেশপত্র যথাযথভাবে পূরণক্রমে আগ্রহী প্রার্থীগণকে নিম্নস্বাক্ষরকারীর কার্যালয়ে আগামী ১৩/১০/২০২২ খ্রিঃ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে ডাক/কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অথবা সরাসরি পৌছাতে হবে। আবেদনপত্রের নমুনা জেলা জজ, নেত্রকোণা-এর ওয়েবসাইট (http://netrakona.judiciary.org.bd) হতেও ডাউনলােড করা যাবে।
৩। প্রার্থীর বয়স ২৮/০৯/২০২২ খ্রিষ্টাব্দ তারিখে ১৮ হতে ৩০ বৎসরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযােদ্ধা/শহীদ মুক্তিযােদ্ধার পুত্র/কন্যা এবং পুত্র/কন্যার পুত্র/কন্যার ক্ষেত্রে সরকারি বিধি মােতাবেক সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযােগ্য। বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযােগ্য নয়।
৪। চাকুরীরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে দরখাস্ত করতে হবে।
৫। আবেদনপত্রের সাথে জেলা জজ, নেত্রকোণা-এর অনুকূলে সােনালী ব্যাংক লি.-এর যে কোন শাখা হতে সঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদের জন্য ২০০/- টাকা মূল্যের এবং অফিস সহায়ক পদের জন্য ১০০/- টাকা মূল্যের অফেরৎযােগ্য ব্যাংক ড্রাফট/পে-অর্ডার সংযুক্ত করতে হবে।
৬। দরখাস্তের সাথে নিমবর্ণিত কাগজপত্রাদি সংযুক্ত করতে হবে : (সত্যায়নের ক্ষেত্রে সত্যায়নকারী কর্মকর্তার সুস্পষ্ট নাম, পদবি ও সিলমােহর থাকতে হবে) :
(ক) সম্প্রতি তােলা পাসপাের্ট সাইজের ৩ (তিন) কপি রঙ্গিন ছবি (প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত)।
(খ) সকল শিক্ষাগত যােগ্যতা, কোটা ও অভিজ্ঞতার প্রমাণস্বরূপ সনদপত্রসমূহের সত্যায়িত ফটোকপি। (গ) প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্রের মূলকপি।
(ঘ) স্থানীয় ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি করপােরেশনের চেয়ারম্যান/মেয়র/কমিশনার কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্রের ফটোকপি (সত্যায়িত)।
(ঙ) জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন সনদের সত্যায়িত ফটোকপি।
৭। সরকার কর্তৃক জারীকৃত বিধিবিধান অনুযায়ী সকল প্রকার কোটা সংরক্ষণ করা হবে।
৮। প্রত্যেক দরখাস্তের সহিত ৯.৫ x ৪.৫” আকৃতির ১৫/- টাকার ডাকটিকিট সম্বলিত প্রার্থীর বর্তমান ঠিকানাযুক্ত ফেরত খাম সংযুক্ত করতে হবে।
৯। মৌখিক পরীক্ষার সময়ে প্রার্থী/প্রার্থিীদের সকল শিক্ষাগত যােগ্যতার ও অন্যান্য সনদের মূলকপি অবশ্যই প্রদর্শন করতে হবে।
১০। খামের উপরে স্পষ্ট অক্ষরে আবেদনকারীর নাম, ঠিকানা, পদের নাম, কোটার নাম (কোটা যদি থাকে) অবশ্যই লিখতে হবে।
১১। সকল পদসমূহ অস্থায়ী ভিত্তিতে পূরণ করা হবে।
১২। অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ এবং বিলম্বে প্রাপ্ত সকল আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে। ১৩। কোন প্রার্থী ভুয়া/জাল/তঞ্চকীমূলক কাগজ প্রদর্শন করে নিয়ােগ লাভ করলে পরবর্তীতে কর্তৃপক্ষের গােচরীভূত হলে কর্তৃপক্ষ কোন | কোন কারণ দর্শানাে ছাড়াই তার নিয়ােগ বাতিল পূর্বক যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারবে।
১৪। লিখিত/মৌখিক পরীক্ষার জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
১৫। যে কোন সংগত কারণে কর্তৃপক্ষ আবেদনপত্র বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে।
১৬। এই বিজ্ঞপ্তি আংশিক/সম্পূর্ণ বাতিল করার এবং প্রয়ােজনবােধে পদসংখ্যা কমানাে অথবা বৃদ্ধি করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
নিয়ােগের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।
(শরাফ উদ্দিন আহূমেদ)
সভাপতি বাছাই কমিটি
ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল এর বিচারক, (যুগ্ম জেলা ও দায়রা জজ)
নেত্রকোণা।
মূল বিজ্ঞপ্তিটি নিচে দেখুন…