খামার ব্যবস্থাপক পদে নিয়োগ
খামার ব্যবস্থাপক পদে নিয়োগ
গ্রামীন কৃষি ফাউন্ডেশনে খামার ব্যবস্থাপক পদে নিয়োগ বিজ্ঞপ্তি
মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটির সনদপ্রাপ্ত প্রতিষ্ঠান (সনদ নং ০০৭০৬-০০৯৬০-০০৪৫৪) গ্রামীণ কৃষি ফাউন্ডেশনে মাইক্রে ক্রেডিট প্রগ্রামে "খামার ব্যবস্থাপক" পদে নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন।
কাজের দায়িত্বঃ
👉 ক্ষুদ্র ঋণ কর্মসূচী পরিচালনা করা।
👉খামার ব্যবস্থাপক পদে ০৬ মাস শিক্ষাণবিশকাল। যারা সফলভাবে শিক্ষানবিশকাল উত্তীর্ণ করতে পারবে তাদের গ্রামীন কৃষি ফাউন্ডেশনের বিধি মোতাবেক চাকুরিতে নিয়মিত করা হবে।
👉 প্রার্থীকে অবশ্যই বাইসাইকেল চালাতে জানতে হবে।
👉 দেশের যে কোন স্থানে চাকরী করার মানসিকতা থাকতে হবে।
👉 কম্পিউটারে দক্ষতা থাকা প্রার্থীদের চাকুরীতে অগ্রাধিকার দেয়া হবে।
চাকরীর ধরনঃ ফুলটাইম
শিক্ষাগত যোগ্যতাঃ
এইচ এস সি পাশ বা সমমান।তবে সকল পরীক্ষায় নূন্যতম ৩.৫০ জিপিএ থাকতে হবে।
বয়সঃ 18 থেকে 27 বছর
বেতনঃ শিক্ষানবিশকালীন মাসিক বেতন ১০,০০০ টাকা (স্থিরকৃত)।
অন্যান্য সুবিধা ঃ
টিএ, মোবাইল বিল, প্রভিডেন্ট ফান্ড, ট্যুর এলাউন্স
উৎসব বোনাসঃ দুইটি
আগ্রহী প্রার্থীদের এক কপি জীবন বৃত্তান্ত, নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয় পত্রের ফটোকপি, জন্ম সনদের ফটোকপি, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ পত্রের ফটোকপি, সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, মোবাইল নাম্বর এবং স্বহস্তে লিখিত আবেদনসহ ব্যবস্থাপনা পরিচালক, গ্রামীণ কৃষি ফাউন্ডেশন, #প্রধান কার্যালয়, #বাসা নং- ৩৪০, #পূর্ব কামাল কাছনা, #জিএলরায় রোড, #রংপুর বরাবরে আবেদনপত্র জমা দিতে হবে।
আবেদনের শেষ তারিখঃ 30/09/2022
বয়সঃ 18 থেকে 27 বছর
বেতনঃ শিক্ষানবিশকালীন মাসিক বেতন ১০,০০০ টাকা (স্থিরকৃত)।
অন্যান্য সুবিধা ঃ
টিএ, মোবাইল বিল, প্রভিডেন্ট ফান্ড, ট্যুর এলাউন্স
উৎসব বোনাসঃ দুইটি
আগ্রহী প্রার্থীদের এক কপি জীবন বৃত্তান্ত, নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয় পত্রের ফটোকপি, জন্ম সনদের ফটোকপি, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ পত্রের ফটোকপি, সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, মোবাইল নাম্বর এবং স্বহস্তে লিখিত আবেদনসহ ব্যবস্থাপনা পরিচালক, গ্রামীণ কৃষি ফাউন্ডেশন, #প্রধান কার্যালয়, #বাসা নং- ৩৪০, #পূর্ব কামাল কাছনা, #জিএলরায় রোড, #রংপুর বরাবরে আবেদনপত্র জমা দিতে হবে।
আবেদনের শেষ তারিখঃ 30/09/2022