জননিরাপত্তা বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি 2022
PSD Job Circular 2022 - জননিরাপত্তা বিভাগের নিয়োগ বিজ্ঞপ্তি
জননিরাপত্তা বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি 2022ঃ বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের শূন্য পদের জন্য সরাসরি লোক নিয়োগ করা হবে। জননিরাপত্তা বিভাগ 31 জনকে নিয়োগ দেবে 03 টি পদে। সংশ্লিষ্ট পদগুলোর জন্য নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। সম্পূর্ণ বিজ্ঞপ্তি (জননিরাপত্তা বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি 2022) বিস্তারিতভাবে নিচে দেওয়া হয়েছে।
জননিরাপত্তা বিভাগের নিয়োগ বিজ্ঞপ্তি 2022
চাকরির (পদের) নামঃ সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পদের সংখ্যাঃ তিনটি।
শিক্ষাগত যোগ্যতাঃ নূন্যতম স্নাতক বা সমমানের ডিগ্রি পাস হতে হবে।
কম্পিউটার স্কীলঃ কম্পিউটার টাইপিং-এ প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ২৫ ও ৩০।
সাঁট লিপি স্কীলঃ সাঁট লিপিতে প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ৪৫ ও ৭০,
বেতন (স্কেল)ঃ 11,000 – 26,590 টাকা।
চাকরির (পদের) নামঃ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদের সংখ্যাঃ তেরটি
শিক্ষাগত যোগ্যতাঃ নূন্যতম উচ্চ মাধ্যমিক বা সমমানের পাস হতে হবে।
কম্পিউটার স্কীলঃ কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে ২০ শব্দ।
বেতন (স্কেল)ঃ 9,300 – 22,490 টাকা।
চাকরির (পদের) নামঃ অফিস সহকারী
পদের সংখ্যাঃ পনেরটি
শিক্ষাগত যোগ্যতাঃ নূন্যতম এসএসসি পাস হতে হবে।
বেতন (স্কেল)ঃ 8,250 – 20,010 টাকা।
আবেদনের পদ্ধতিঃ আগ্রহী প্রার্থীগণ http://mhapsd.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন অনলাইনে করতে পারবেন।
আবেদন শুরুঃ 25/09/2022 সকাল 10:00 AM থেকে।
আবেদন শেষঃ 16/10/2022 বিকাল 05:00 পর্যন্ত।
মূল বিজ্ঞপ্তি দেখুন…