বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি

বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি Bangladesh Navy Job Corcular 2022

বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি Bangladesh Navy Job Corcular 2022


বাংলাদেশ নৌবাহিনী তে -২০২৩ ব্যাচে নৌবাহিনী জাহাজের জন্য টেকনিক্যাল শাখায় ডাইরেক্ট এন্ট্রি আর্টিফিসার-৪র্থ ভর্তি কার্যক্রম

(শুধুমাত্র অনলাইনে আবেদন গ্রহণ করা হবে)

পদের নামঃ ডাইরেক্ট এন্টি আর্টিফিসার

১। শিক্ষাগত যােগ্যতাঃ এসএসসি/সমমান পরীক্ষায় জিপিএ-৩.০০ (ন্যূনতম) এবং পরিচয় পত্রের সত্যায়িত কপি। আর্টিফিসার-৪র্থ সরকার অনুমােদিত পলিটেকনিক ইনস্টিটিউট হতে ন্যূনতম সিজিপিএ ৩.০০ সহ নিম্নবর্ণিত বিষয়ে ডিপ্লোমা সম্পন্নকারীঃ

ক। ইঞ্জিনিয়ারিং শাখা - ডিপ্লোমা-ইন-মেরিন টেকনােলজি/পাওয়ার/মেকানিক্যাল/ জাহাজের জন্য) রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং।

খ। ইলেকট্রিক্যাল শাখা - ডিপ্লোমা-ইন-ইলেকট্রিক্যাল।

গ। রেডিও ইলেকট্রিক্যাল শাখা - ডিপ্লোমা-ইন-ইলেকট্রনিক্স/কম্পিউটার/ ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন।

ঘ। অর্ডন্যান্স শাখা - ডিপ্লোমা-ইন-ইলেকট্রিক্যাল/মেকানিক্যাল/মেকাট্রনিক্স ।

ঙ। শীপরাইট শাখা- ডিপ্লোমা-ইন-মেরিন টেকনােলজি/শীপ বিল্ডিং/মেকানিক্যাল

২। বয়সঃ ০১ জানুয়ারি ২০২৩ তারিখে ১৮-৩০ বৎসরের মধ্যে হতে হবে।

৩। বৈবাহিক অবস্থা। বিবাহিত/অবিবাহিত।

৪। বাংলাদেশী পুরুষ নাগরিক।

২। শারীরিক যােগ্যতা (ন্যূনতম) সকল পদের জন্য।
ক। উচ্চতাঃ ১৬২.৫ সেঃ মিঃ (৫'-৪")।
খ। বুকের মাপঃ ৭৬-৮১ সেঃ মিঃ (৩০''-৩২'') সম্প্রসারণ ৫ সেঃ মিঃ (২'')।
গ। ওজনঃ বয়স ও উচ্চতা অনুযায়ী।
ঘ। চোখের দৃষ্টি ও ৬/৬।

৩। অযােগ্যতা।
ক। বাংলাদেশ বা অন্য কোন দেশে প্রচলিত বলবৎযােগ্য কোন আইন ও বিধির অধীনে গ্রেফতার, দোষী, সাব্যস্ত, বন্দী, আটক অথবা কোন মামলায় অভিযুক্ত হয়ে কোন বিচারালয়ে বিচারাধীন থাকলে।
খ। সশস্ত্র বাহিনী অথবা সরকারি চাকুরি থেকে অপসারিত/বহিস্কৃত হলে।

মূল বিজ্ঞপ্তিটি নিচে দেখুন…

বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি Bangladesh Navy Job Corcular 2022
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url