বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ নিয়ােগ

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ নিয়ােগ বিজ্ঞপ্তি BIWTA Job Circular 2022

BIWTA Job Circular 2022ঃ বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ এর শূন্য পদে লোক নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ নিয়ােগ বিজ্ঞপ্তি এ মোট ৩৮ জনকে নিয়োগ দেবে ০৩ টি পদে। সংশ্লিষ্ট পদের জন্য দেশের সব জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে। যোগ্যতা ও আগ্রহ থাকলে আবেদন করতে পারবেন আপনিও। নারী ও পুরুষ উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। সরকারি এবং বেসরকারি সকল ধরনের চাকরির খবর সবার আগে পেতে ভিজিট করুন bdlatestjobs.com। নিচে বিস্তারিত (BIWTA Job Circular 2022) দেওয়া হলঃ

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ নিয়ােগ বিজ্ঞপ্তি BIWTA Job Circular 2022

01. চাকরির (পদের) নামঃ তত্ত্বাবধায়ক-কাম- রক্ষণাবেক্ষণকারী, গুদাম সহকারী/তৎসহ
পদের সংখ্যাঃ 01 টি
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) স্নাতক ডিগ্রী।
বয়সঃ 18 - 30 বছর
বেতন (স্কেল)ঃ ১১,৩০০-২৭,৩০০ টাকা এবং নিয়মানুযায়ী প্রদেয় অন্যান্য ভাতাদি।
গ্রেডঃ ১২তম

02. চাকরির (পদের) নামঃ এসএসবি অপারেটর/ওয়ারলেস অপারেটর
পদের সংখ্যাঃ 01 টি
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) এসএসসিসহ ট্রেড সার্টিফিকেট। অথবা সশস্ত্র বাহিনী হতে সমমানের সনদপত্রসহ ২য় গ্রেডের ওয়ারলেস অপারেটিং সার্টিফিকেট।
বয়সঃ 18 - 30 বছর
বেতন (স্কেল)ঃ ১১,৩০০-২৭,৩০০ টাকা এবং নিয়মানুযায়ী প্রদেয় অন্যান্য ভাতাদি।
গ্রেডঃ ১২তম

03. চাকরির (পদের) নামঃ লস্কর
পদের সংখ্যাঃ 36 টি
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) ডিইপিটিসি হতে ০১ বছর মেয়াদী কোর্স পাস অথবা এসএসসি পাস এবং সুস্বাস্থ্যের অধিকারী।
বয়সঃ 18 - 30 বছর
বেতন (স্কেল)ঃ ৮,৫০০-২০,৫৭০ টাকা এবং নিয়মানুযায়ী প্রদেয় অন্যান্য ভাতাদি।
গ্রেডঃ ১২তম


আগ্রহী প্রার্থীদেরকে ১৫/১০/২০২২ হতে ২৪/১০/২০২২ তারিখ পর্যন্ত শুধুমাত্র www.jobsbiwta.gov.bd এর মাধ্যমে অনলাইনে আবেদন দাখিল করতে হবে।

আবেদন ফরম পূরণের নিয়ম এবং শর্তাবলী www.jobsbiwta.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাবে । অন-লাইনে আবেদন করার পর প্রাপ্ত Applied IDটি যথাযথভাবে সংরক্ষণ করতে হবে। উক্ত Applied IDটি রকেটের Biller Number হিসেবে ব্যবহার করে ৭২ ঘন্টার মধ্যে ডাচ্ বাংলা মােবাইল ব্যাংকিং রকেটের মাধ্যমে বিআইডব্লিউটিএ'র বিলার আইডি নং-৪২২ এ আবেদন ফি বাবদ বর্ণিত পদসমূহের জন্য ২১৫/- (দুই শত পনেরাে) টাকা হারে (অফেরতযােগ্য) আবেদন ফি জমা দিতে হবে, অন্যথায় আবেদনপত্রটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।

মূল বিজ্ঞপ্তিটি নিচে দেখুন…

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ নিয়ােগ বিজ্ঞপ্তি BIWTA Job Circular 2022
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url