চট্টগ্রাম অতিরিক্ত মহানগর দায়রা জজ কার্যালয় নিয়োগ
চট্টগ্রাম অতিরিক্ত মহানগর দায়রা জজ কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি Chittagong Additional Metropolitan Sessions Judge Office Job Circular 2022
চট্টগ্রাম অতিরিক্ত মহানগর দায়রা জজ কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তিঃ মহানগর দায়রা জজ আদালত, চট্টগ্রাম-এ নবসৃজিত দুইটি অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের জনা নিম্নবর্ণিত শূন্য পদে সরাসরি জনবল নিয়ােগের নিমিত্ত বর্ণিত শর্তসাপেক্ষে উল্লেখিত পদের বিপরীতে যােগ্যতাসম্পন্ন বাংলাদেশী নাগরিকদের নিকট হতে স্বহস্তে লিখিত দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। চট্টগ্রাম অতিরিক্ত মহানগর দায়রা জজ কার্যালয় মোট 06 জনকে নিয়োগ দেবে 03 টি পদে। যোগ্যতা ও আগ্রহ থাকলে আবেদন করতে পারবেন আপনিও। নারী ও পুরুষ উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন। সরকারি এবং বেসরকারি সকল ধরনের চাকরির খবর সবার আগে পেতে ভিজিট করুন bdlatestjobs.com। নিচে বিস্তারিত (Chittagong Additional Metropolitan Sessions Judge Office Job Circular 2022) দেওয়া হলঃ
01. চাকরির (পদের) নামঃ সাঁট-মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর
পদের সংখ্যাঃ ০২টি
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
ক) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ-তে স্নাতক বা সমমানের ডিগ্রি
খ) কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত;
গ) সাঁটলিপিতে ইংরেজি ও বাংলায় গতি যথাক্রমে (প্রতি মিনিটে) ৭০ ও ৪৫ শব্দ এবং টাইপে ইংরেজি ও বাংলায় গতি যথাক্রমে (প্রতি মিনিটে) ৩০ ও ২৫ শব্দ থাকতে হবে।
বেতন স্কেল)ঃ ১০,২০০-২৪৬৮০ টাকা।
গ্রেডঃ ১৪
02. চাকরির (পদের) নামঃ বেঞ্চ সহকারী
পদের সংখ্যাঃ ০২টি
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
ক) কোন স্বীকৃত শিক্ষা বাের্ড হতে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ এম.এস, অফিস, ইউনিকোড ও বেসিক ডাটাবেজ পরিচালনায় প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে।
বেতন স্কেল)ঃ ৯,৩০০-২২,৪৯০ টাকা।
গ্রেডঃ ১৬
03. চাকরির (পদের) নামঃ অফিস সহায়ক
পদের সংখ্যাঃ ০২টি
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
ক) কোন স্বীকৃত শিক্ষা বাের্ড হতে মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
বেতন স্কেল)ঃ ৮,২৫০-২০,০১০ টাকা।
গ্রেডঃ ২০
শর্তাবলীঃ
1. প্রার্থীকে চেয়ারম্যান, নিয়ােগ সংক্রান্ত বাছাই কমিটি ও অতিরিক্ত মহানগর দায়রা জজ, ১ম আদালত, চট্টগ্রাম বরাবরে স্বহস্তে লিখিত আবেদনপত্রে
(ক) প্রার্থীর নাম
(খ) পিতা/স্বামীর নাম
(গ) মাতার নাম
(ঘ) স্থায়ী ঠিকানা
(ঙ) বর্তমান ঠিকানা
(চ) নিজ জেলা
(ছ) জন্ম তারিখ
(জ) ১৫.১১.২০২২ খ্রিঃ তারিখে প্রার্থীর বয়স
(ঝ) জাতীয়তা
(ঞ) জাতীয় পরিচয়পত্র নম্বর
(ট) ধর্ম
(ঠ) শিক্ষাগত যােগ্যতা
(ড) অভিজ্ঞতা (যদি থাকে) উল্লেখ করতে হবে।
2. আবেদনপত্র আগামী ১৫.১১.২০১২ খ্রিঃ তারিখ বেলা ০৩.০০ ঘটিকার মধ্যে অফিস চলাকালীন সময়ে ডাকযােগে অথবা সাসার চেয়ারম্যান, নিয়োগ সংক্রান্ত বাছাই কমিটি, অতিরিক্ত মহানগর দায়রা জজ, প্রথম আদালতের কার্যালয়, চট্টগ্রাম ঠিকানায় পৌছাতে হবে। উক্ত তারিখ এবং সময়ের পর কোন আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।
3. ১৫.১১.২০২২ খ্রিঃ তারিখে প্রার্থীর বয়স ১৮-৩০ বৎসর হতে হবে। তবে প্রার্থী যদি মুক্তিযােদ্ধা শহীদ মুক্তিযােদ্ধার সন্তান হন সেক্ষেত্রে তাদের বয়সসীমা ৩২ (বত্রিশ) বৎসর পর্যন্ত শিথিলযােগা। মুক্তিযােদ্ধা শহীদ মুক্তিযােদ্ধার সন্তানদের আবেদনপত্রের সাথে মুক্তিযােদ্ধা পিতামাতার মুক্তিযোদ্ধা সনদের সত্যায়িত অনুলিপি (যা যথাযথভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক স্বাক্ষরিত এবং প্রতিস্বাক্ষরিত) দাখিল করতে হবে। বয়সের ক্ষেত্রে কোন হলফনামা গ্রহণযােগ্য হবে না।
৪। আবেদনপত্রের সাথে নিম্নোক্ত কাগজপত্রসমূহ সংযুক্ত করতে হবেঃ
(ক) শিক্ষাগত যােগ্যতার সনদপত্রের সত্যায়িত অনুলিপি ।
(খ) সদ্য তােলা ০৩ (তিন) কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি (প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত) ।
(গ) চারিত্রিক সনদপত্র (প্রথম শ্রেণীর গেজেটড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত)।
(ঘ) স্থানীয় ওয়ার্ড কমিশনার/ পৌরসভার মেয়র/ সিটি কর্পোরেশন/ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদের ফটোকপি।
(ঙ) জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন সনদপত্রের সত্যায়িত অনুলিপি।
(চ) প্রার্থীর নাম ঠিকানাসহ ১০/-(দশ) টাকার ডাকটিকিট সম্বলিত ৯.৫ ইঞ্চি x ৪.৫ ইঞ্চি মাপের একটি ফেরত খাম ।
5. চাকুরীরত প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
6. পরীক্ষার ফি বাবদ কে বর্ণিত ০১ ও ০২ নং পদের জন্য ২০০/- (দুইশত) টাকা এবং ০৩ নং পদের জনা ১০০/- (একশত) টাকা বাংলাদেশ ব্যাংক/সােনালী ব্যাংক লিমিটেড-এর ট্রেজারী চালানের মাধ্যমে ১-২১৪১-০০০০-২০৩১ নম্বর কোডে জমা প্রদান করতঃ চালানের মূলকপি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে।
7. ত্রুটিপূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।
8. উপযুক্ত আবেদনকারীদের লিখিত পরীক্ষার তারিখ, সময় ও স্থান প্রবেশপত্রের মাধ্যমে জানানাে হবে।
9. মৌখিক পরীক্ষার সময় প্রার্থীকে অবশ্যই শিক্ষাগত যােগ্যতা ও অন্যান্য সকল সনদের মূল কপি প্রদর্শন করতে হবে।
১০। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টি.এ/ডিএ প্রদান করা হবে না।
১১। খামের উপর পদের নাম ও নিজ জেলা অবশ্যই স্পষ্টাক্ষরে উল্লেখ করতে হবে।
12. বিজ্ঞাপিত পদের সংখ্যা প্রয়ােজনে কমবেশি করার এবং এ বিজ্ঞপ্তি আংশিক বা সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।
13. প্রচলিত নিয়ােগ বিধি/প্রচলিত মুক্তিযােদ্ধা কোটাসহ অন্যান্য কোটা/নিয়ােগ সংক্রান্ত সরকারের অপরাপর বিধি/আদেশ ও আনুষ্ঠানিকতা যথাযথভাবে অনুসরণ করা হবে।
১৪। ছবি ও প্রয়ােজনীয় কাগজপত্র সত্যায়নের ক্ষেত্রে সত্যায়নকারী কর্মকর্তার নাম ও সীল ব্যবহৃত হতে হবে।
১৫। নিয়ােগ সংক্রান্ত বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।
মূল বিজ্ঞপ্তিটি নিচে দেখুন…