সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি

সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি Civil Aviation School and College Job Circular 2022

সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজ নিয়োগ বিজ্ঞপ্তিঃ সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজ সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়ােগ করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজ মোট 15 জনকে নিয়োগ দেবে 07 টি পদে। যোগ্যতা ও আগ্রহ থাকলে আবেদন করতে পারবেন আপনিও। নারী ও পুরুষ উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীদের ডাকযোগে আবেদন করতে হবে। সরকারি এবং বেসরকারি সকল ধরনের চাকরির খবর সবার আগে পেতে ভিজিট করুন bdlatestjobs.com। নিচে বিস্তারিত (Civil Aviation School and College Job Circular 2022) দেওয়া হলঃ

সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি Civil Aviation School and College Job Circular 2022

সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজ, কুর্মিটোলা-কাওলার, ঢাকা-১২২৯ এ প্রতিষ্ঠানের নিজস্ব অর্থায়নে অস্থায়ী ভিত্তিতে নিম্নলিখিত | পদে প্রভাষক, প্রদর্শক, সহকারী শিক্ষক ও কর্মচারী নিয়ােগ করা হবে। বাংলাদেশের প্রকৃত নাগরিক (পুরুষ/মহিলা)-এর নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। মােবাইল নম্বর উল্লেখপূর্বক শিক্ষাগত যােগ্যতার সকল সনদ, জাতীয় পরিচয়পত্র ও অভিজ্ঞতা সনদের (যদি থাকে) সত্যায়িত কপি, সদ্য তােলা ০২ (দুই) কপি পাসপাের্ট আকারের ও ০১ (এক) কপি স্ট্যাম্প আকারের ছবি (আলাদা খামে) এবং “অধ্যক্ষ, সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজ, কুর্মিটোলা-কাওলার, ঢাকা-১২২৯”-এর অনুকূলে প্রভাষক ও প্রদর্শক পদের জন্য ৮০০/- (আটশত টাকা), সহকারী শিক্ষক পদের জন্য ৭০০/- (সাতশত টাকা) ও অন্যান্য পদের জন্য ৫০০/-(পাঁচশত টাকা)-এর ‘পেঅর্ডারসহ আবেদনপত্র আগামী ৩১/১০/২০২২ তারিখের মধ্যে অত্র প্রতিষ্ঠানে পৌছাতে হবে।

01. চাকরির (পদের) প্রভাষক।
পদের সংখ্যাঃ বাংলা-০১, পদার্থ বিজ্ঞান-০১, রসায়ন-০২
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকে সংশ্লিষ্ট বিষয়সহ ২য় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিয়য়ে ৪ বছর মেয়াদি ২য় শ্রেণি/সমমানের স্নাতক (সম্মান) ডিগ্রি। বর্ণিত সর্বশেষ ডিগ্রি ব্যতীত সমগ্র শিক্ষা জীবনের কোন স্তরে ১টির বেশি ৩য় শ্রেণি/বিভাগ/সমমান গ্রহণযােগ্য হবে না।
বেতন স্কেল)ঃ ২২০০০-৫৩০৬০ টাকা।শিক্ষানবিশকালীন এক বছর সর্বসাকুল্যে ২৫,০০০/- টাকা প্রদান করা হবে এবং শিক্ষানবিশকাল সন্তোষজনক মূল্যায়ন সাপেক্ষে স্কেলে বেতন প্রাপ্য হবেন।
গ্রেডঃ ৯

02. চাকরির (পদের) প্রদর্শক
পদের সংখ্যাঃ প্রাণিবিজ্ঞান-০১
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়সহ ২য় শ্রেণির স্নাতক ডিগ্রি/সমমান। বর্ণিত সর্বশেষ ডিগ্রি ব্যতীত সমগ্র শিক্ষা জীবনের কোন স্তরে ১টির বেশি ৩য় শ্রেণি/বিভাগ/সমমান গ্রহণযােগ্য হবে না।
বেতন স্কেল)ঃ ১৬০০০-৩৮৬৪০ টাকা। শিক্ষানবিশকালীন এক বছর সর্বসাকুল্যে ১৮,০০০/- টাকা প্রদান করা হবে এবংশিক্ষানবিশকাল সন্তোষজনক মূল্যায়ন সাপেক্ষে স্কেলে বেতন প্রাপ্য হবেন।
গ্রেডঃ ১০

03. চাকরির (পদের) সহকারী শিক্ষক
পদের সংখ্যাঃ ইসলাম ও নৈতিক শিক্ষা-০১
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) ফাজিল ডিগ্রি। সমগ্র শিক্ষা জীবনের কোন স্তরে ১টির বেশি ৩য় শ্রেণি/বিভাগ/সমমান গ্রহণযােগ্য হবে না।
বেতন স্কেল)ঃ ১২৫০০-৩০২৩০ টাকা। শিক্ষানবিশকালীন এক বছর সর্বসাকুল্যে ১৪,৫০০ টাকা প্রদান করা হবে এবংশিক্ষানবিশকাল সন্তোষজনক মূল্যায়ন সাপেক্ষে স্কেলে বেতন প্রাপ্য হবেন। ইংরেজি ভার্সনের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ৩০০০ টাকা অতিরিক্ত ভাতা প্রাপ্য হবেন।
গ্রেডঃ ১১

04. চাকরির (পদের) সহকারী শিক্ষক
পদের সংখ্যাঃ বিজ্ঞান-০১
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। সমগ্র শিক্ষা জীবনের কোন স্তরে ১টির বেশি ৩য় শ্রেণি/বিভাগ/সমমান গ্রহণযােগ্য হবে না।
বেতন স্কেল)ঃ ১২৫০০-৩০২৩০ টাকা। শিক্ষানবিশকালীন এক বছর সর্বসাকুল্যে ১৪,৫০০ টাকা প্রদান করা হবে এবংশিক্ষানবিশকাল সন্তোষজনক মূল্যায়ন সাপেক্ষে স্কেলে বেতন প্রাপ্য হবেন। ইংরেজি ভার্সনের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ৩০০০ টাকা অতিরিক্ত ভাতা প্রাপ্য হবেন।
গ্রেডঃ ১১

05. চাকরির (পদের) সহকারী শিক্ষক (ইংরেজি ভার্সন)
পদের সংখ্যাঃ ইংরেজি-০৩, বিজ্ঞান-০৩
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। সমগ্র শিক্ষা জীবনের কোন স্তরে ১টির বেশি ৩য় শ্রেণি/বিভাগ/সমমান গ্রহণযােগ্য হবে না।
বেতন স্কেল)ঃ ১২৫০০-৩০২৩০ টাকা। শিক্ষানবিশকালীন এক বছর সর্বসাকুল্যে ১৪,৫০০ টাকা প্রদান করা হবে এবংশিক্ষানবিশকাল সন্তোষজনক মূল্যায়ন সাপেক্ষে স্কেলে বেতন প্রাপ্য হবেন। ইংরেজি ভার্সনের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ৩০০০ টাকা অতিরিক্ত ভাতা প্রাপ্য হবেন।
গ্রেডঃ ১১

06. চাকরির (পদের) অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর
পদের সংখ্যাঃ একটি
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ|স্কেল-টাকা এবং ইংরেজিতে ২৫ শব্দের গতি থাকতে হবে। সমগ্র শিক্ষা জীবনের কোন স্তরে ১টির বেশি ৩য় শ্রেণি/বিভাগ/সমমান গ্রহণযােগ্য হবে না।
বেতন স্কেল)ঃ ৯৩০০-২২৪৯০ টাকা। শিক্ষানবিশকালীন এক বছর সর্বসাকুল্যে ১৪,০০০/- টাকা প্রদান করা হবে এবংশিক্ষানবিশকাল সন্তোষজনক মূল্যায়ন সাপেক্ষে স্কেলে বেতন প্রাপ্য হবেন। অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের বয়সসীমা শিথিলযােগ্য।
গ্রেডঃ ১৬

07. চাকরির (পদের) ক্লিনার
পদের সংখ্যাঃ তিনটি
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) অষ্টম শ্রেণি পাস
বেতন স্কেল)ঃ ৮২৫০-২০০১০ টাকা। শিক্ষানবিশকালীন এক বছর সর্বসাকুল্যে ১২,৫০০/- টাকা প্রদান করা হবে এবংশিক্ষানবিশকাল সন্তোষজনক মূল্যায়ন সাপেক্ষে স্কেলে বেতন প্রাপ্য হবেন। অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের বয়সসীমা শিথিলযােগ্য।
গ্রেডঃ ২০

শর্তাবলীঃ
নিয়ােগকৃত সকল পদের ব্যয়ভার প্রতিষ্ঠানের নিজস্ব অর্থায়নে নির্বাহ করা হবে। শিক্ষানবিশকাল শেষে প্রতিষ্ঠানের বিধি অনুযায়ী অন্যান্য সুযােগ-সুবিধা (পিএফ, গ্রাচ্যুইটি, অবসর সুবিধা ও কল্যাণ ভাতা) প্রদান করা হবে। বয়সসীমা ৩০ বছর। সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযােগ্য। অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। যাচাই-বাছাই করে শুধুমাত্র যােগ্য প্রার্থীদের লিখিত পরীক্ষার জন্য মােবাইল ফোনে এসএমএস-এর মাধ্যমে জানানাে হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের প্রদর্শনী ক্লাস (প্রযােজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে। নিয়ােগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার যাতায়াত ভাতা প্রদান করা হবে না। প্রয়ােজনে কর্তৃপক্ষ এ বিজ্ঞপ্তি বাতিল/স্থগিত/সংশােধন করার ক্ষমতা সংরক্ষণ করেন। যে কোনাে ধরনের সুপারিশ প্রার্থীর অযােগ্যতা বলে বিবেচিত হবে।

মূল বিজ্ঞপ্তিটি নিচে দেখুন…

সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি Civil Aviation School and College Job Circular 2022
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url