হিসাব নিয়ন্ত্রক এর দপ্তর নিয়োগ

COA Job Circular 2022 হিসাব নিয়ন্ত্রক (রাজস্ব) এর দপ্তর নিয়োগ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
হিসাব নিয়ন্ত্রক (রাজস্ব) এর দপ্তর
ভূমি মন্ত্রণালয়
বাংলাদেশ সচিবালয়, ঢাকা
(ভবন নং-৪, ৫ম তলা)
www.coa-revenue.gov.bd

নথি নং- ৩১.০৫.০০০০.৭৯১.১১.০১৯.২১-৯৬৭ তারিখ : ০৫/০৯/২০২২খ্রি:।

হিসাব নিয়ন্ত্রক (রাজস্ব) এর দপ্তর নিয়োগ

ভূমি মন্ত্রণালয়ের তারিখ : ১৫/১১/২০২১খ্রি: ও ৩০ কার্তিক ১৪২৮ বঙ্গাব্দের স্মারক নং- ৩১.০০.০০০০.০৩৫.৬৮.২৯৩.২১.১৬১৩ এর মাধ্যমে প্রাপ্ত ছাড়পত্র মোতাবেক হিসাব নিয়ন্ত্রক (রাজস্ব) দপ্তরের শূণ্য পদে বিধি অনুযায়ী সরাসরি কোটায় জনবল নিয়ােগের লক্ষ্যে নিম্নবর্ণিত পদসমূহে শর্তসাপেক্ষে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে অনলাইনে (http://coarevland.teletalk.com.bd ওয়েবসাইটে) আবেদনপত্র আহবান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোন আবেদন গ্রহণ করা হবে না।

হিসাব নিয়ন্ত্রক (রাজস্ব) এর দপ্তর নিয়োগ COA Job Circular 2022

চাকরির (পদের) নামঃ নিরীক্ষক (রাজস্ব)
পদের সংখ্যাঃ ১২ (বার) টি
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রী। তবে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেয়া হবে।
বেতন (স্কেল)ঃ ১২৫০০ – ৩০২৩০
গ্রেডঃ ১১
যেসকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেনঃ
(ক) সরকারি/বেসরকারি এতিমখানা নিবাসী ও শারীরিক প্রতিবন্ধীগণের ক্ষেত্রে সকল জেলাসমূহের প্রার্থীগণ আবেদন করতে পারবেন।
(খ) জেলাসমূহ : ঢাকা, গাজীপুর, নরসিংদী, রাজবাড়ী, কিশােরগঞ্জ, শেরপুর, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, ব্রাহ্মণবাড়ীয়া, খাগড়াছড়ি, নােয়াখালী, রাঙ্গামাটি, জয়পুরহাট, পাবনা, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, নওঁগা, বগুড়া, রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, পঞ্চগড়, খুলনা, যশাের, ঝিনাইদহ, মাগুরা, বাগেরহাট, সাতক্ষীরা, কুষ্টিয়া, মেহেরপুর, বরগুনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ।

চাকরির (পদের) নামঃ অফিস সহকারী-কামকম্পিউটার মুদ্রাক্ষরিক
পদের সংখ্যাঃ ০৪ (চার) টি
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) কোন স্বীকৃত বাের্ড হতে অনুন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক
সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
(খ) কম্পিউটার ব্যবহারে দক্ষতা;এবং সর্বনিম্ন গতি (প্রতি মিনিটে) ইংরেজি ২০ শব্দ ও বাংলা ২০ শব্দ।
বেতন (স্কেল)ঃ ৯৩০০-২২৪৯০
গ্রেডঃ ১৬
যেসকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেনঃ
(ক) সরকারি/বেসরকারি এতিমখানা নিবাসী ও শারীরিক প্রতিবন্ধীগণের ক্ষেত্রে সকল জেলাসমূহের প্রার্থীগণ আবেদন করতে পারবেন।
(খ) জেলাসমূহ : ঢাকা, গাজীপুর, নরসিংদী, রাজবাড়ী, কিশােরগঞ্জ, শেরপুর, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, ব্রাহ্মণবাড়ীয়া, খাগড়াছড়ি, নােয়াখালী, রাঙ্গামাটি, জয়পুরহাট, পাবনা, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, নওঁগা, বগুড়া, রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, পঞ্চগড়, খুলনা, যশাের, ঝিনাইদহ, মাগুরা, বাগেরহাট, সাতক্ষীরা, কুষ্টিয়া, মেহেরপুর, বরগুনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ।

চাকরির (পদের) নামঃ অফিস সহায়ক
পদের সংখ্যাঃ ০৬ (ছয়) টি।
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) যে কোন স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
বেতন (স্কেল)ঃ ৮২৫০ – ২০০১০
গ্রেডঃ ২০
যেসকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেনঃ
(খ) জেলাসমূহঃ ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, টাঙ্গাইল, ময়মনসিংহ, নেত্রকোণা, শেরপুর, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, ব্রাহ্মণবাড়ীয়া, খাগড়াছড়ি, নােয়াখালী, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, জয়পুরহাট, সিরাজগঞ্জ, নাটোর, বগুড়া, রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, পঞ্চগড়, ঠাকুরগাঁও, খুলনা, মাগুরা, কুষ্টিয়া, মেহেরপুর, ভােলা, বরগুনা।

নিম্নলিখিত শর্তাবলী অনুযায়ী আবেদন ফরম পূরণ ও পরীক্ষায় অংশগ্রহণের জন্য অবশ্যই অনুসরণ করতে হবেঃ

১. ১৫/১০/২০২২খ্রি: তারিখে সাধারণ প্রার্থীর বয়সসীমা ১৮-৩০ বছর। তবে মুক্তিযােদ্ধা/শহীদ মুক্তিযােদ্ধাদের পূত্র কন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ১৮-৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযােগ্য নয়।

২. সরকারি, স্বায়ত্বশাসিত এবং আধা সরকারি প্রতিষ্ঠানে কর্মরত আবেদনকারীগণকে অবশ্যই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতিপত্র মৌখিক পরীক্ষা অংশগ্রহনের সময় প্রদর্শন করতে হবে।

3. অনলাইন আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলীঃ

ক) পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তি http://coareyland.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপঃ

(i) অনলাইনে আবেদনপত্র পূরণেএবং আবেদন ফি জমা দেওয়ার শুরুর তারিখ ও সময়ঃ ১৫/০৯/২০২২ইং সকাল- ১০.০০ ঘটিকা।

(ii) Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় ১৫/১০/২০২২খ্রি:, বিকাল ০৫-০০ ঘটিকা। উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে এসএমএস-এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন।

খ. অনলাইন আবেদনপত্রে প্রার্থীর নিজের স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ x প্রস্থ ৮০ pixel) এবং রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০ x প্রস্থ ৩০০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে।

গ. অনলাইন আবেদনপত্রে পূরণকৃত সকল তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমের জন্য ব্যবহৃত হবে, সুতরাং অনলাইনে আবেদনপত্র সাবমিট করার আগেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে আবেদনকারী নিজে শতভাগ নিশ্চিত হবেন।

ঘ. আবেদনকারী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্টকপি (রঙ্গিন) পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়ােজনেরর জন্য সংরক্ষণ করবেন।

ঙ.এসএমএস পাঠানের নিয়ম এবং পরীক্ষার ফি প্রদান পদ্ধতিঃ
অনলাইনে আবেদনপত্র (Application Form) সঠিকভাবে পূরণ করে নির্দেশনা অনুযায়ী ছবি ও স্বাক্ষর আপলেডপূর্বক আবেদনপত্র সাবমিট করলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। সঠিকভাবে আবেদনপত্র সাবমিট করা আবেদনকারী একটি User ID, ছবি ও স্বাক্ষরযুক্ত একটি Applicant's copy ডাউনলোড করতে পারবেন। উক্ত Applicant's copy আবেদনকারী Download পূর্বক রঙ্গিন প্রিন্ট কপি সংরক্ষণ করবেন। Applicant's কপিতে একটি User ID নম্বর দেয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিচে দেওয়া পদ্ধতি অনুসরন করে যে কোন Teletalk pre-paid mobile নম্বরে থেকে ০২ (দুই) টি SMS করে পরীক্ষার ফি পরিশোধ বাবদ ১ ও ২নং ক্রমিকের জন্য ১০০/টাকা এবং টেলিটকের এর সার্ভিস চার্জ এর জন্য ১২.০০ টাকাসহ, (অফেরতযােগ্য) মােট ১১২/- (একশত বার) টাকা এবং ৩নং ক্রমিকের জন্য ৫০/- টাকা এবং টেলিটকের এর সার্ভিস চার্জ এর জন্য ৬.০০ টাকাসহ, (অফেরত যােগ্য) মােট ৫৬/- (ছাপ্পান্ন) টাকা সর্বোচ্চ ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে জমা দিতে হবে। এখানে উল্লেখ্য যে, ‘অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পুরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি যতক্ষন জমা না দেয়া হবে ততক্ষন পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোন অবস্থাতেই গ্রহন করা হবে না।

প্রথম SMS: COAREVLAND<space>User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।

Example: COAREVLAND ABCDEF

রিপ্লে: Applicant's Name, Tk- 112 / 56 (application fee) will be charged as application fee. Your PIN is 87654321. To pay fee Type ............ <স্পেস> Yes<স্পেস>PIN and send to 16222.

দ্বিতীয় SMS: COAREVLAND<স্পেস>Yes<স্পেস>PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে।

Example: COAREVLAND YES 87654321 Reply: Congratulations Applicant's Name, payment completed successfully for.................. Application for post XXXXXXXXX User ID is (ABCDEF) and Password (xXXXXXXX).

চ) প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://coareyland.teletalk.com.bd ওয়েসবাইটে এবং প্রার্থীর মােবাইল ফোনে SMS-এর মাধ্যমে (শুধুমাত্র যােগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানাে হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মােবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যােগাযােগ সম্পন্ন করা হবে। সুতরাং উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, এসএমএস পড়া ও প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করতে হবে।

ছ) এসএমএস-এ পাঠানো User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে পদের নাম,রােল নম্বর, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থানের বা কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্র আবেদনকারী ডাউনলোড করে রঙ্গিন প্রিন্ট করে নিবেন। আবেদনকারী প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়ে ও পরীক্ষায় উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময়ে অবশ্যই প্রদর্শণ করতে হবে।

জ) শুধুমাত্র টেলিটক প্রি-পেইড মােবাইল ফোন থেকে আবেদকারীগণ নিম্নোক্ত এসএমএস পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং Password পূনরুদ্ধার করতে পারবেন।

(i) User ID জানা থাকলে COAREVLAND<স্পেস>Help<স্পেস>User<স্পেস>User ID & Send to 16222.

Example: COAREVLAND Help User AAAAAA & send to 16222.

(ii) PIN Number জানা থাকলে COAREVLAND<স্পেস>Help<space>PIN<স্পেস>PIN No & send to 16222.

Example: COAREVLAND Help PIN 87654321 & send to 16222.

ঝ) অনলাইনে আবেদন এবং টাকা জমার কাজটি আবেদনকারী নিজে করবেন। এ ক্ষেত্রে অন্য কোন মাধ্যম থেকে উক্ত কাজটি সম্পন্ন করে আবেদনকারী প্রতারিত হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

ঞ) পত্রিকা ছাড়াও হিসাব নিয়ন্ত্রক (রাজস্ব) এর কার্যালয়, ভূমি মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা এর ওয়েবসাইট www.c0a-revenue.gov.bd নােটিশবাের্ডে বিজ্ঞপ্তিসহ এ সংক্রান্ত সকল তথ্য দেখা যাবে। অথবা QR Code স্ক্যান করে বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় মােবাইল অপারেটর টেলিটকের জবপাের্টাল https://alljobs.teletalk.com.bd ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করেও বিজ্ঞপ্তি পাওয়া যাবে। নিয়ােগ পরীক্ষার সময়, তারিখ, ও অন্যান্য তথ্য www.c0arevenue.gov.bd ওয়েবসাইট ও নােটিশবাের্ডে হতে জানা যাবে।।

ট) অনলাইনে আবেদন করতে কোন ধরনের সমস্যা পরিলক্ষিত হলে টেলিটক নম্বর থেকে ১২১ বা vas.query@teletalk.com.bd ই-মেইলে যােগাযােগ করতে পারবেন। তাছাড়াও টেলিটক ওয়েবসাইটের জবপাের্টাল পেইজ https://www.facebook.com/alljobsbdTeletalk এ মেসেজ করেও যােগাযােগ করা যাবে। (মেসেজে Mail 07 Subject-a Organization Name: COAREVLAND, Post Name**, Applicant's User ID ও Contact Number অবশ্যই উল্লেখ করতে হবে)।

ঠ) ডিক্লারেশন: প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘােষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক আবেদনপত্রের প্রদত্ত সকল তথ্য সঠিক ও সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোন অযােগ্যতা ধরা পড়লে এমনকি নিয়ােগের পরে যে কোনাে পর্যায়ে প্রার্থীতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।

4. প্রার্থীর যােগ্যতা যাচাইঃ
(ক) প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনাে তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা ভুয়া প্রমানিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুল তথ্য/জাল কাগজপত্র প্রদর্শিত হলে পরীক্ষায় উত্তীর্ণ যেকোন প্রার্থীর প্রার্থিতা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত (ক্রমিক নং- ১ -৬) পর্যন্ত কাগজপত্রের মূলকপি প্রদর্শণপূর্বক প্রতিটির ০১টি করে সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে।

1. প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র (প্রযোজ্য ক্ষেত্রে অবিজ্ঞতার সনদপত্র সহ)

2. যে ইউনিয়ন/পৌরসভা-এর বাসিন্দা সে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের সনদপত্র।

3. মহিলা কোটা ব্যতীত অন্যান্য কোটা দাবির সমর্থনে প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ/প্রমাণপত্রের সত্যায়িত ছায়ালিপি।

4. ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/কাউন্সিলর/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর/প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র।

5, জাতীয় পরিচয়পত্র/জন্ম সনদের সত্যায়িত অনুলিপি।

6. Online-এ পূরণকৃত আবেদনপত্রের কপি (Applicant's Copy).

পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য হিসাব নিয়ন্ত্রক (রাজস্ব) দপ্তরের ওয়েবসাইটে পাওয়া যাবে। নিয়ােগ পরীক্ষা সংক্রান্ত যে কোন বিষয়ে নিয়ােগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। নিয়ােগে সরকারের প্রচলিত বিধি-বিধান ও কোটা নীতি অনুসরণ করা হবে এবং পরবর্তীতে সংশ্লিষ্ট বিধি-বিধানে কোন সংশােধন হলে তা অনুসরণ করা হবে। কর্তৃপক্ষ পদের সংখ্যা হ্রাসবৃদ্ধি/বাতিল করার অধিকার সংরক্ষণ করেন। নিয়ােগ সংক্রান্ত বিষয়ে নিয়ােগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।

লিখিত/ব্যবহারিক বা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন ধরনের টিএ/ডিএ দেওয়া হবে না।

উপরে উল্লেখ করা হয়নি এমন ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত বিধি-বিধান প্রযােজ্য হবে।

(মাে: মশিউর রহমান)
হিসাব নিয়ন্ত্রক (রাজস্ব)
হিসাব নিয়ন্ত্রক (রাজস্ব) এর দপ্তর
ভূমি মন্ত্রণালয়
বাংলাদেশ সচিবালয়, ঢাকা।

মূল বিজ্ঞপ্তিটি নিচে দেখুন…

হিসাব নিয়ন্ত্রক (রাজস্ব) এর দপ্তর নিয়োগ COA Job Circular 2022
হিসাব নিয়ন্ত্রক (রাজস্ব) এর দপ্তর নিয়োগ COA Job Circular 2022
হিসাব নিয়ন্ত্রক (রাজস্ব) এর দপ্তর নিয়োগ COA Job Circular 2022
হিসাব নিয়ন্ত্রক (রাজস্ব) এর দপ্তর নিয়োগ COA Job Circular 2022
হিসাব নিয়ন্ত্রক (রাজস্ব) এর দপ্তর নিয়োগ COA Job Circular 2022

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url