ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি Dhaka Mass Transit Company Limited Job Circular 2022
মেট্রোরেলের স্বত্বাধিকারী শতভাগ সরকারি মালিকানাধীন Dhaka Mas Transit Company Limited (DMTCL)-এর নিম্নলিখিত শূন্য পদসমূহ পূরণের লক্ষ্যে পদের পাশে বর্ণিত কোম্পানির আকণীয় বেতন গ্রেডে যােগ্যতাসম্পন্ন বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে।Dhaka Mass Transit Company Limited (DMTCL) Job Circular: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর অধীনে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) শূন্য পদে লোক নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড মোট 330 জনকে নিয়োগ দেবে 15 টি পদে।যোগ্যতা ও আগ্রহ থাকলে আবেদন করতে পারবেন আপনিও। নারী ও পুরুষ উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন। সরকারি এবং বেসরকারি সকল ধরনের চাকরির খবর সবার আগে পেতে ভিজিট করুন bdlatestjobs.com। নিচে বিস্তারিত (ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড) দেওয়া হলঃ
01. চাকরির (পদের) নামঃ সহকারী ব্যবস্থাপক (রাজস্ব)
পদের সংখ্যাঃ ০১ টি।
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
হিসাব বিজ্ঞান অথবা ফিন্যান্স-এ স্নাতকোত্তর এবং ৪ বছর মেয়াদী স্নাতক (সম্মান) ডিগ্রি অথবা ৪ বছর মেয়াদী বিবিএ-তে হিসাব বিজ্ঞান/ ফিন্যান্স মেজর এবং এমবিএ। উভয় পরীক্ষায় ৪.০০ স্কেলে ন্যূনতম সিজিপিএ ৩.০০ থাকতে হবে।
বেতন গ্রেডঃ 09
02. চাকরির (পদের) নামঃ সহকারী ব্যবস্থাপক (মার্কেটিং)
পদের সংখ্যাঃ ০১ টি।
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
মার্কেটিং অথবা ফিন্যান্স-এ স্নাতকোত্তর এবং ৪ বছর মেয়াদী স্নাতক (সম্মান) ডিগ্রি অথবা ৪ বছর মেয়াদী বিবিএ-তে মার্কেটিং/ ফিন্যান্স মেজর এবং এমবিএ। উভয় পরীক্ষায় ৪.০০ স্কেলে ন্যুনতম সিজিপিএ ৩.০০ থাকতে হবে।
বেতন গ্রেডঃ 09
03.চাকরির (পদের) নামঃ রাজস্ব কর্মকর্তা
পদের সংখ্যাঃ 02 টি।
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
হিসাব বিজ্ঞান অথবা ফিন্যান্স-এ ৪ বছর মেয়াদী স্নাতক (সম্মান) ডিগ্রি অথবা ৪ বছর মেয়াদী বিবিএ-তে হিসাব বিজ্ঞান/ফিন্যান্স মেজর। স্নাতক পরীক্ষায় ৪,০০ স্কেলে ন্যূনতম সিজিপিএ ৩.০০ থাকতে হবে।
বেতন গ্রেডঃ 10
04. চাকরির (পদের) নামঃ মার্কেটিং অফিসার
পদের সংখ্যাঃ 02 টি।
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
মার্কেটিং অথবা ফিন্যান্স-এ ৪ বছর মেয়াদী স্নাতক (সম্মান) ডিগ্রি অথবা ৪ বছর মেয়াদী বিবিএ-তে মার্কেটিং/ফিন্যান্স মেজর। ঘাতক পরীক্ষায় ৪,০০ স্কেলে ন্যূনতম সিজিপিএ ৩.০০ থাকতে হবে।
বেতন গ্রেডঃ 10
05.চাকরির (পদের) নামঃ ট্রেন অপারেটর
পদের সংখ্যাঃ 29 টি।
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
রসায়ন, পদার্থবিদ্যা এবং গণিতসহ প্রথম বিভাগে স্নাতক বা সমমানের সিজিপিএ।
বেতন গ্রেডঃ 10
06.চাকরির (পদের) নামঃ সেকশন ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল)
পদের সংখ্যাঃ 17 টি।
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
বাংলাদেশ কারিগরি শিক্ষা বাের্ড অথবা সরকার অনুমােদিত পলিটেকনিক ইনষ্টিটিউট হতে চার বৎসর মেয়াদী ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল টেকনলজি অথবা ডিপ্লোমা ইন ইলেকট্রনিক্স টেকনলজি অথবা সমমানের ডিগ্রি। ডিপ্লোমায় ৪,০০ স্কেলে নুনতম সিজিপিএ ৩.৫০ থাকতে হবে।
বেতন গ্রেডঃ 10
07.চাকরির (পদের) নামঃ সেকশন ইঞ্জিনিয়ার (সিগন্যালিং এন্ড টেলিকমিউনিকেশন)
পদের সংখ্যাঃ 19 টি।
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
বাংলাদেশ কারিগরি শিক্ষা বাের্ড অথবা সরকার অনুমােদিত পলিটেকনিক ইনস্টিটিউট হতে চার বৎসর মেয়াদী ডিপ্লোমা ইন ইলেকট্রক্যাল টেকনলজি অথবা ডিপ্লোমা ইন ইলেকট্রনিক্স টেকনলজি অথবা ডিপ্লোমা ইন টেলিকমিউনিকেশন টেকনলজি অথবা ডিপ্লোমা ইন কম্পিউটার সাইন্স এন্ড টেকনলজি অথবা ডিপ্লোমা ইন ডাটা টেলিকমিউনিকেশন এন্ড নেটওয়ার্কিং টেকনলজি অথবা সমমানের ডিগ্রি। ডিপ্লোমায় ৪.০০ স্কেলে ন্যূনতম সিজিপিএ ৩.৫০ থাকতে হবে।
বেতন গ্রেডঃ 10
08. চাকরির (পদের) নামঃ সেকশন ইঞ্জিনিয়ার [ইলেকট্রিক্যাল (রােলিং স্টক)]
পদের সংখ্যাঃ 04 টি।
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
বাংলাদেশ কারিগরি শিক্ষা বাের্ক অথবা সরকার অনুমােদিত পলিটেকনিক ইনস্টিটিউট হতে চার বৎসর মেয়াদী ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল টেকনলজি। ডিপ্লোমায় ৪,০০ স্কেলে ন্যূনতম সিজিপিএ ৩.৫০ থাকতে হবে।
বেতন গ্রেডঃ 10
09. চাকরির (পদের) নামঃ সেকশন ইঞ্জিনিয়ার [মেকানিক্যাল (রােলিং স্টক)]
পদের সংখ্যাঃ 11 টি।
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
বাংলাদেশ কারিগরি শিক্ষা বাের্ড অথবা সরকার অনুমোদিত পলিটেকনিক ইনস্টিটিউট হতে চার বৎসর মেয়াদী ডিপ্লোমা ইন মেকানিক্যাল টেকনলজি অথবা ডিপ্লোমা ইন পাওয়ার টেকনলজি। ডিপ্লোমায় ৪.০০ স্কেলে ন্যূনতম সিজিপিএ ৩.৫০ থাকতে হবে।
বেতন গ্রেডঃ 10
10. চাকরির (পদের) নামঃ হিসাবরক্ষক
পদের সংখ্যাঃ 01 টি।
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
হিসাব বিজ্ঞান অথবা ফিন্যান্স অথবা ব্যবসায় প্রশাসনে ন্যূনতম স্নাতক ডিগ্রি। প্রথম শ্রেণি অথবা ৪০০ স্কেলে ন্যনতম সিজিপিএ ৩.০০ থাকতে হবে। এরং সরকার কর্তৃক অনুমােদিত কোন প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে কম্পিউটার বিষয়ে কমপক্ষে ৬ মাসের মৌলিক প্রশিক্ষণ থাকতে হবে। বাংলা ও ইংরেজি কম্পিউটার মুদ্রাক্ষরে দক্ষতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেয়া হবে।
বেতন গ্রেডঃ 14
11. চাকরির (পদের) নামঃ সহকারী হিসাবরক্ষক কাম ক্যাশিয়ার
পদের সংখ্যাঃ 04 টি।
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বাের্ড থেকে বাণিজ্য বিভাগে এইচএসসি। এইচএসসিতে ৪.০০ স্কেলে ন্যূনতম সিজিপিএ ৩.৫০ থাকতে হবে। এবং সরকার কর্তৃক অনুমােদিত কোন প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে কম্পিউটার বিষয়ে কমপক্ষে ৬ মাসের মৌলিক প্রশিক্ষণ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ ও ইংরেজিতে ৩০ শব্দ। প্রতি ৫টি স্ট্রোক একটি শব্দ হিসেবে গণ্য হবে।
বেতন গ্রেডঃ 16
12. চাকরির (পদের) নামঃ সেমি স্কিল্ড মেইনটেইনার
পদের সংখ্যাঃ 78 টি।
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
এইচএসসি (ভোকেশনাল) ইন মেশিন টুলস অপারেশন এন্ড মেইনটেন্যান্স/ জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস/ ইলেকট্রিক্যাল ওয়ার্কস এন্ড মেইনটেন্যান্স/ রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং/ ইলেক্ট্রনিক্স কন্ট্রোল এন্ড কমিউনিকেশন/ অটোমােটিভ/ অটোমােবাইল/ বিল্ডিং মেইনটেন্যান্স এন্ড কন্সট্রাকশন/ ওয়েল্ডিং এবং ফেরিকেশন অথবা সমমানের ডিগ্রি। এইচএসসি (ভােকেশনাল)-এ ৫.০০ স্কেলে ন্যূনতম সিজিপিএ ৩.০০ থাকতে হবে।
বেতন গ্রেডঃ 16
13. চাকরির (পদের) নামঃ সহকারী স্টোর কিপার
পদের সংখ্যাঃ 01 টি।
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
সরকার অনুমােদিত ভােকেশনাল ইনস্টিটিউট অথবা বাংলাদেশ কারিগরি শিক্ষা বাের্ড হতে এইচএসসি (ভােকেশনাল) ইন মেশিন টুলস অপারেশন এন্ড মেইনটেন্যান্স অথবা ইলেকট্রিক্যাল ওয়ার্কস এন্ড মেইনটেন্যান্স অথবা জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস অথবা সমমানের ডিগ্রি। এইচএসসি (ভােকেশনাল)-এ ৫.০০ স্কেলে ন্যূনতম সিজিপিএ ৩.০০ থাকতে হবে।
বেতন গ্রেডঃ 16
14. চাকরির (পদের) নামঃ টিকেট মেশিন অপারেটর
পদের সংখ্যাঃ 80 টি।
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
এইচএসসি অথবা সমমান। এইচএসসিমমান পরীক্ষায় ৫.০০ স্কেলে ন্যূনতম সিজিপিএ ৩.০০ থাকতে হবে। এবং সরকার কর্তৃক অনুমােদিত কোন প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে কম্পিউটার বিষয়ে কমপক্ষে ৬ মাসের মােলিক প্রশিক্ষণ থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজি ও বাংলায় দক্ষতা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ কর্তৃক যাচাই করা হবে।
বেতন গ্রেডঃ 16
15. চাকরির (পদের) নামঃ কাস্টমার রিলেশন এ্যাসিস্টেন্ট
পদের সংখ্যাঃ 80 টি।
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
এইচএসসি অথবা সমমান। এইচএসসিমমান পরীক্ষায় ৫.০০ স্কেলে ন্যূনতম সিজিপিএ ৩.০০ থাকতে হবে। এবং সরকার কর্তৃক অনুমােদিত কোন প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে কম্পিউটার বিষয়ে কমপক্ষে ৬ মাসের মােলিক প্রশিক্ষণ থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজি ও বাংলায় দক্ষতা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ কর্তৃক যাচাই করা হবে।
বেতন গ্রেডঃ 16
আবেদন শেষঃ:31/10/2022 তারিখ বিকাল ০৫:০০ টা ।
আবেদন পদ্ধতিঃ প্রার্থীকে Dhaka Mass Transit Company Limited (DMTCL)-এর website: www.dmtel.gov.bd থেকে আবেদন ফরমের নমুনা সংগ্রহ করে আবেদন দাখিল করতে হবে। নিয়ােগ বিজ্ঞপ্তিটি DMTCL-এর website: www.dmitel.gov.bd; এবং বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়নের website: www.bangladesh.gov.bd এবং সড়ক পরিবহন ও মহাসত্বক বিভাগের website: www.rthd.gov.bd এ পাওয়া যাবে।
মূল বিজ্ঞপ্তিটি নিচে দেখুন…