ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ
ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ Dhaka Palli Bidyut Samity Job Circular 2022

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তিঃ ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এ “কাজ নাই মজুরী নাই” ভিত্তিতে নিম্নোক্ত শর্তাবলী প্রতিপালন সাপেক্ষে সম্পূর্ণ অস্থায়ীভাবে “বিলিং সহকারী (কাজ নাই মজুরী নাই)” পদে জনবল নিয়ােগের প্যানেল তৈরীর নিমিত্ত ছকে বর্ণিত ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ভৌগলিক এলাকার স্থায়ী বাসিন্দা হিসেবে নিম্নবর্ণিত যােগ্যতা সম্পন্ন মহিলা নাগরিকদের নিকট হতে নির্ধারিত ফরমে স্বহস্তে পূরণকৃত দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। যোগ্যতা ও আগ্রহ থাকলে আবেদন করতে পারবেন আপনিও। শুধু নারী প্রার্থীরাই আবেদন করতে পারবেন। সরকারি এবং বেসরকারি সকল ধরনের চাকরির খবর সবার আগে পেতে ভিজিট করুন bdlatestjobs.com। নিচে বিস্তারিত (Dhaka Palli Bidyut Samity Job Circular 2022) দেওয়া হলঃ
চাকরির (পদের) নামঃ বিলিং সহকারী “কাজ নাই মজুরী নাই” (মহিলাদের জন্য সংরক্ষিত)
পদের সংখ্যাঃ ০৫ টি
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমমান পরীক্ষায় জিপিএ ৫.০০ এর মধ্যে জিপিএ ন্যূনতম ৩.০০ সহ উত্তীর্ণ হতে হবে।
(খ) প্রার্থীর গাণিতিক বিষয়ে ভাল জ্ঞানসহ কম্পিউটার ও দাপ্তরিক যন্ত্রপাতি পরিচালনায় অভিজ্ঞতা থাকতে হবে।
(গ) প্রার্থীকে বাংলায় প্রতি মিনিটে ন্যূনতম ১০ হতে (দশ) ও ইংরেজীতে প্রতি মিনিটে ৩০ (ত্রিশ) শব্দ কম্পিউটারে টাইপ করতে সক্ষম হতে হবে।
দৈনিক মজুরীঃ ৮০০.০০ (আটশত) টাকা
বয়স সীমাঃ ২৫/০৩/২০২০ খ্রিঃ তারিখে সর্বোচ্চ ৩০ বছর।
যে জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেনঃ ঢাকা পবিস-২ এর ভৌগােলিক এলাকায় স্থায়ীভাবে বসবাসকারী অর্থাৎ ঢাকা জেলার নবাবগঞ্জ ও দোহার উপজেলা, মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার বাড়ৈখালী ইউনিয়ন, মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার শায়েস্তা ইউনিয়ন ও হরিরামপুর উপজেলার ধুলশুরা ইউনিয়ন এবং ফরিদপুর জেলার সদরপুর উপজেলার নারিকেলবাড়ীয়া ইউনিয়ন এর যােগ্যতা সম্পন্ন শুধু মাত্র মহিলা আবেদনকারীগণ আবেদন করতে পারবেন।
শর্তাবলীঃ
০১। আবেদন ফরম পূরণ ও জমাদানঃ
আগ্রহী প্রার্থীগণ ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ওয়েবসাইট (pbs2.dhaka.gov.bd) হতে আবেদন ফরম (ফরম নংপমাসপ-১১০-০০২, ভার্সন-১) A-4 সাইজের কাগজে ডাউনলােডপূর্বক স্ব-হস্তে পূরণ করে আগামী ২৩/১১/২০২২ খ্রিঃ তারিখ রােজ বুধবার অফিস চলাকালীন সময়ের মধ্যে সিনিয়র জেনারেল ম্যানেজার, ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২,পানালিয়া, নবাবগঞ্জ, ঢাকা-১৩২০ বরাবর খামের উপর পদের নাম উল্লেখ করে ডাকযােগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদন পত্র পৌঁছাতে হবে। সরাসরি কোন আবেদন পত্র গ্রহণ করা হবে না।।
উল্লেখ্য নির্ধারিত ফরম ব্যতীত সাদা কাগজে ও টাইপকৃত কোন আবেদন পত্র এবং উল্লিখিত তারিখের পরে প্রাপ্ত কোন আবেদন পত্র গ্রহণযােগ্য বলে বিবেচিত হবে না।
০২। আবেদনপত্রের সাথে নিম্নোক্ত কাগজপত্র সংযুক্ত করতে হবেঃ
(ক) সদ্য তােলা পাসপাের্ট সাইজের ০৩ (তিন) কপি সত্যায়িত রঙ্গিন ছবি ;
(খ) শিক্ষাগত যােগ্যতার সকল সনদপত্রের সত্যায়িত ফটোকপি;
(গ) নাগরিকত্ব সনদপত্র (ইউনিয়ন পরিষদ/পৌরসভা মেয়র/ওয়ার্ড কমিশনার কর্তৃক প্রদত্ত)
(ঘ) জাতীয় পরিচয়পত্র /জন্ম সনদ এর সত্যায়িত ফটোকপি;
(ঙ) সিনিয়র জেনারেল ম্যানেজার, ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২, পানালিয়া, নবাবগঞ্জ, ঢাকা-১৩২০ এর অনুকূলে ১০০.০০ (একশত)টাকার পে-অর্ডার/ব্যাংক ড্রাফট সংযুক্ত করতে হবে;
উল্লেখ্য সকল কাগজপত্র ও ছবি প্রথম শ্রেণীর কর্মকর্তা নাম সম্বলিত সীল দ্বারা) কর্তৃক সত্যায়িত হতে হবে।
০৩) ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর এলাকা পরিচালক/মহিলা পরিচালক এবং অত্র পবিস-এ কর্মরত কর্মকর্তা/কর্মচারীদের রক্তের সম্পর্কিত প্রার্থীদের আবেদন করার প্রয়ােজন নাই।
০৪)। দুই বা তার অধিক সহােদর বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন করলেও একজনের বেশি নিয়ােগপ্রাপ্ত হবেন না। দুই সহােদর বােন নিয়ােগপ্রাপ্ত হলেও পরবর্তীতে তা প্রমাণিত হলে উভয়ের চাকুরী বাতিল করা হবে।
০৫)। এ ধরণের অস্থায়ী ভিত্তিতে নিয়ােগ ভবিষ্যতে কোন ক্রমেই স্থায়ী করা হবে না এবং এ বিষয়ে প্রার্থীর কোন দাবিও গ্রহণযােগ্য হবে না। কর্তৃপক্ষের চাহিদা অনুযায়ী যতদিন প্রয়ােজন ততদিন “কাজ নাই মজুরী নাই” ভিত্তিতে এ নিয়ােগ বলবৎ থাকবে।
০৬) স্থায়ী ঠিকানা ভুল দিলে অথবা তথ্য গােপন করে কোন প্রার্থী আবেদন করলে/নিয়ােগ প্রাপ্ত হলে তার বিরুদ্ধে কোন কারণ দর্শানাে ব্যতিরেকে তাৎক্ষণিকভাবে চাকুরীচ্যুত করা হবে।
07) নিয়োগ পরীক্ষা যে তারিখে অনুষ্ঠিত হবে তা আবেদনকারীকে ডাকযোগে প্রেরিত প্রবেশ পত্রের মাধ্যমে জানানো হবে। এছাড়াও পূরণকৃত ফরমে প্রদত্ত মোবাইল নম্বরে এসএমএস এর মাধ্যমে জানানো হবে।
08) বর্ণিত পদে লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে।
09) প্রার্থী চুড়ান্তভাবে নির্বাচিত হলে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর যে কোন অফিসে চাকুরী করতে বাধ্য থাকবেন।
10) অসম্পূর্ণ/ভুল আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে এবং নিয়োগ সংক্রান্ত যে কোন বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
মূল বিজ্ঞপ্তিটি নিচে দেখুন…