কুষ্টিয়া অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে নিয়োগ

কুষ্টিয়া অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে নিয়োগ Kushtia Additional District and Sessions Judge Court Job Circular 2022

কুষ্টিয়া অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে নিয়োগ Kushtia Additional District and Sessions Judge Court Job Circular 2022

কুষ্টিয়া অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে নিয়োগ বিজ্ঞপ্তিঃ কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের নিম্নে উল্লেখিত শূন্য পদসমূহে সরাসরি নিয়ােগের কন্য যােগ্যতাসম্পন্ন বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট থেকে নিম্নবর্ণিত শর্তসাপেক্ষে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। কুষ্টিয়া অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত মোট 10 জনকে নিয়োগ দেবে 07 টি পদে। যোগ্যতা ও আগ্রহ থাকলে আবেদন করতে পারবেন আপনিও। নারী ও পুরুষ উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন। সরকারি এবং বেসরকারি সকল ধরনের চাকরির খবর সবার আগে পেতে ভিজিট করুন bdlatestjobs.com। নিচে বিস্তারিত (Kushtia Additional District and Sessions Judge Court Job Circular 2022) দেওয়া হলঃ


01. চাকরির (পদের) নামঃ সাঁটলিপিকার কাম-কম্পিউটার অপারেটর
পদের সংখ্যাঃ 01 টি
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক)নূন্যতম এইচ, এস, সি বা সমমানে পরীক্ষায় উত্তীর্ণ এবং
(খ) সাঁটলিপিতে প্রতি মিনিটে ইংরেজিতে ১০০ (একশত) এবং বাংলায় ৮০ (আশি) শব্দ সহ কম্পিউটার টাইপকরণে প্রতি মিনিটে ইংরেজিতে 35 (পয়ত্রিশ) এবং বাংলায় ৩০ (ত্রিশ) শব্দ গতিসম্পন্ন হতে হবে।
(গ) সাঁটলিপি ও কম্পিউটার প্রশিক্ষণ সংক্রান্তে সরকার কর্তৃক অনুমােদিত প্রতিষ্ঠান থেকে সনদপ্রাপ্ত হতে হবে।
বেতন স্কেল)ঃ ১১,০০০-২৬,৫৯০ টাকা।
গ্রেডঃ ১৩

02. চাকরির (পদের) নামঃ রেকর্ড-সহকারী
পদের সংখ্যাঃ 01 টি
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) নূন্যতম এইচ, এস, সি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন স্কেল)ঃ ৯,৩০০-২২,৪৯০ টাকা।
গ্রেডঃ ১৬

03. চাকরির (পদের) নামঃ হিসাবরক্ষক
পদের সংখ্যাঃ 01 টি
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) নূন্যতম এইচ, এস, সি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন স্কেল)ঃ ৯,৩০০-২২,৪৯০ টাকা।
গ্রেডঃ ১৬

04. চাকরির (পদের) নামঃ নাজির
পদের সংখ্যাঃ 01 টি
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) নূন্যতম এইচ, এস, সি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন স্কেল)ঃ ৯,৩০০-২২,৪৯০ টাকা।
গ্রেডঃ ১৬

05. চাকরির (পদের) নামঃ অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর
পদের সংখ্যাঃ 03 টি
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) নূন্যতম এইচ, এস, সি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
(খ) ইংরেজি ও বাংলায় যথাক্রমে প্রতি মিনিটে ৩০ ও ২০ শব্দ কম্পিউটার টাইপ করার গতিসম্পন্ন।
বেতন স্কেল)ঃ ৯,৩০০-২২,৪৯০ টাকা।
গ্রেডঃ ১৬

06. চাকরির (পদের) নামঃ টাইপিষ্ট/কপিস্ট
পদের সংখ্যাঃ 01 টি
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) নূন্যতম এইচ, এস, সি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
(খ) ইংরেজি ও বাংলায় প্রতি মিনিটে যথাক্রমে ৩০ ও ২০ শব্দ কম্পিউটার টাইপ করায় গতিসম্পন্ন।
বেতন স্কেল)ঃ ৯,৩০০-২২,৪৯০ টাকা।
গ্রেডঃ ১৬

07. চাকরির (পদের) নামঃ অফিস সহায়ক
পদের সংখ্যাঃ 02 টি
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) অষ্টম শ্রেণি পাস।
(খ) ইংরেজি ও বাংলায় প্রতি মিনিটে যথাক্রমে ৩০ ও ২০ শব্দ কম্পিউটার টাইপ করায় গতিসম্পন্ন।
বেতন স্কেল)ঃ ৮,২৫০-২০,০১০ টাকা।
গ্রেডঃ ২০

আবেদনের শেষ তারিখঃ ১৩.১১.২০২২ খ্রিঃ তারিখ বিকাল ৩.০০ ঘটিকার মধ্যে পৌঁছাতে হবে

মূল বিজ্ঞপ্তিটি নিচে দেখুন…

কুষ্টিয়া অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে নিয়োগ Kushtia Additional District and Sessions Judge Court Job Circular 2022
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url