মাগুরা অতিরিক্ত জেলা ও দায়রা জজের কার্যালয় নিয়োগ

মাগুরা অতিরিক্ত জেলা ও দায়রা জজের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি Magura Additional District and Sessions Judge Office Job Circular 2022

মাগুরা অতিরিক্ত জেলা ও দায়রা জজের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি Magura Additional District and Sessions Judge Office Job Circular 2022
মাগুরা অতিরিক্ত জেলা ও দায়রা জজের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তিঃ মাগুরা জজশীপের অধীন বিভিন্ন সহকারী জজ আদালত-এ নিম্নে উল্লিখিত শূন্য পদসমূহ সরাসরি নিয়ােগের মাধ্যমে পূরণের নিমিত্ত প্রত্যেকটি পদের বিপরীতে উল্লেখিত যােগ্যতাসম্পন্ন আগ্রহী বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে নিম্নবর্ণিত শর্তসাপেক্ষে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে । মাগুরা অতিরিক্ত জেলা ও দায়রা জজের কার্যালয় মোট 06 জনকে নিয়োগ দেবে 02 টি পদে। যোগ্যতা ও আগ্রহ থাকলে আবেদন করতে পারবেন আপনিও। নারী ও পুরুষ উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন। সরকারি এবং বেসরকারি সকল ধরনের চাকরির খবর সবার আগে পেতে ভিজিট করুন bdlatestjobs.com। নিচে বিস্তারিত (Magura Additional District and Sessions Judge Office Job Circular 2022) দেওয়া হলঃ

01. চাকরির (পদের) নামঃ নাজির (সহকারী জজ আদালত)
পদের সংখ্যাঃ ০৩টি
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষা বাের্ড হইতে ন্যূনতম এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন স্কেল)ঃ ৯,৩০০-২২৪৯০ টাকা।
গ্রেডঃ ১৬

02. চাকরির (পদের) নামঃ হিসাবরক্ষক (সহকারী জজ আদালত)
পদের সংখ্যাঃ ০৩টি
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষা বাের্ড হইতে ন্যূনতম এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন স্কেল)ঃ ৯,৩০০-২২৪৯০ টাকা।
গ্রেডঃ ১৬

শর্তাবলীঃ
1) নিয়ােগের ক্ষেত্রে প্রচলিত সকল বিধি-বিধান অনুসরণ করা হবে ।

2) আগ্রহী প্রার্থীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের স্মারক নং-০৫.১১০.০০০.০০.০০.০৮৯-১৪-০১, তারিখ-২৯.১২.২০১৪ খ্রিঃ অনুযায়ী www.imopa.gov.bd'www.forms.gov.bd ওয়েবসাইটে প্রদত্ত সরকারি চাকুরির আবেদন ফরমে জেলা জজ, মাগুরা”-কে সম্বােধন করে স্ব-হস্তে পূরণপূর্বক সভাপতি, নিয়ােগ সংক্রান্ত বাছাই কমিটি এবং অতিরিক্ত জেলা ও দায়রা জজ, ১ম আদালত, মাগুরা"-এর অফিসে রেজিষ্ট্রি ডাকযােগে বা সরাসরি আগামী ১৩/১১/২০২২ খ্রিঃ তারিখ বিকাল ৩.০০ ঘটিকার মধ্যে পৌছাতে হবে। ত্রুটিপূর্ণ, অসম্পূর্ণ এবং বিলম্বে প্রাপ্ত আবেদনগুলো সরাসরি বাতিল বলে গণ্য হবে।

৩। চাকুরিরত আবেদনকারীদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।

৪। আবেদনপত্রের সাথে প্রার্থীদের নিন্মোক্ত কাগজপত্রসমূহ সংযুক্ত করতে হবে :

(ক) সদ্যতােলা পাসপাের্ট সাইজের (প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত) ০৩ (তিন) কপি রঙ্গিন ছবি।

(খ) সকল শিক্ষাগত যােগ্যতা, কোটা, অন্যান্য যােগ্যতার এবং অভিজ্ঞতার সনদপত্রের সত্যায়িত ফটোকপি।

(গ) স্থানীয় ইউপি চেয়ারম্যান/সিটি কর্পোরেশনের মেয়র বা কমিশনার/পৌরসভার মেয়র কর্তৃক প্রদত্ত নাগরিক ও চারিত্রিক সনদপত্রের মূল বা সত্যায়িত ফটোকপি।

(ঘ) জাতীয় পরিচয়পত্রের জন্মনিবন্ধন সনদের সত্যায়িত ফটোকপি।

(ঙ) অর্থনৈতিক কোড নং ১-২১০১-০১-২০৩১ তে ট্রেজারী চালানমূলে প্রত্যেক আবেদনকারীকে ১০০/- (একশত) টাকা জমা প্রদান | সংক্রান্ত চালানের কপি।

(চ) প্রার্থীগণ যে ঠিকানায় সংশ্লিষ্ট চিঠিপত্র পেতে আগ্রহী, সেই ঠিকানা উল্লেখ করে ১৫ (পনের) টাকা মূল্যমানের ডাকটিকিট সম্বলিত (৯.৫ x ৪.৫ ইঞ্চি) মাপের ১টি ফেরৎ খাম।

(ছ) মুক্তিযােদ্ধা কোটায় আবেদনকারীর ক্ষেত্রে

(i) মুক্তিযােদ্ধার মূল সনদের সত্যায়িত ফটোকপি ও

(ii) বিজ্ঞপ্তিতে উল্লেখিত ছকে তথ্য উল্লেখ করতে হবেঃ

আবেদনের শেষ তারিখঃ ১৩/১১/২০২২ খ্রিঃ তারিখ বিকাল ৩.০০ ঘটিকার

মূল বিজ্ঞপ্তিটি নিচে দেখুন…

মাগুরা অতিরিক্ত জেলা ও দায়রা জজের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি Magura Additional District and Sessions Judge Office Job Circular 2022
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url