বাংলাদেশ নৌবাহিনীতে বেসামরিক পদে চাকরির খবর
বাংলাদেশ নৌবাহিনীতে বেসামরিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি Bangladesh Navy Civilian Job Circular 2022
Bangladesh Navy Civilian Job Circular 2022ঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর বাংলাদেশ নৌবাহিনীতে বেসামরিক শূন্য পদে লোক নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাংলাদেশ নৌবাহিনীতে বেসামরিক পদে মোট ১৬৭ জনকে নিয়োগ দেবে ০৯টি পদে। সংশ্লিষ্ট পদের জন্য নির্দিষ্ট কিছু জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে। যোগ্যতা ও আগ্রহ থাকলে আবেদন করতে পারবেন আপনিও। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। সরকারি এবং বেসরকারি সকল ধরনের চাকরির খবর সবার আগে পেতে ভিজিট করুন bdlatestjobs.com। আগ্রহী আবেদনকারীগণ আগামী 23/10/2022 তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। নিচে বিস্তারিত (Navy Civilian Job Circular 2022 ) দেওয়া হলঃবাংলাদেশ নৌবাহিনীতে বেসামরিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি
চাকরির (পদের) নামঃ জুনিয়র ইন্সট্রাক্টরপদের সংখ্যাঃ ০১ টি ।
বেতন (স্কেল)ঃ ১১,০০০-২৬,৫৯০ টাকা।
চাকরির (পদের) নামঃ ড্রাফটসম্যান
পদের সংখ্যাঃ ০৬ টি।
বেতন (স্কেল)ঃ ১১,০০০-২৬,৫৯০ টাকা।
চাকরির (পদের) নামঃ সহকারী লিডিংম্যান
পদের সংখ্যাঃ ২৯ টি।
বেতন (স্কেল)ঃ ১০,২০০-২৪,৬৮০ টাকা।
চাকরির (পদের) নামঃ হাইলী স্কীল্ড মিস্ত্রী
পদের সংখ্যাঃ ৩৭ টি।
বেতন (স্কেল)ঃ ১০,২০০-২৪,৬৮০ টাকা।
চাকরির (পদের) নামঃ হাইলী স্কীল্ড (গ্রেড-১)
পদের সংখ্যাঃ ৩৮ টি।
বেতন (স্কেল)ঃ ৯,৭০০-২৩,৪৯০ টাকা।
চাকরির (পদের) নামঃ হাইলী স্কীল্ড (গ্রেড-২)
পদের সংখ্যাঃ ৪৩ টি।
বেতন (স্কেল)ঃ ৯,৩০০-২২,৪৯০ টাকা।
চাকরির (পদের) নামঃ স্কীল্ড গ্রেড
পদের সংখ্যাঃ ০৭ টি।
বেতন (স্কেল)ঃ ৯,০০০-২১,৮০০ টাকা।
চাকরির (পদের) নামঃ সেমি স্কীল্ড (গ্রেড-১)
পদের সংখ্যাঃ ০৫ টি।
বেতন (স্কেল)ঃ ৮,৮০০-২১,৩১০ টাকা।
চাকরির (পদের) নামঃ সেমি স্কীল্ড (গ্রেড-২)
পদের সংখ্যাঃ ০১ টি।
বেতন (স্কেল)ঃ ৮,৫০০-২০,৫৭০ টাকা।
আবেদন পদ্ধতিঃ http://bndcp.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।
আবেদন শুরুঃ 29/09/2022 তারিখ সকাল ১০:০০ টা ।
আবেদনের শেষঃ 23/10/2022 তারিখ বিকাল ০৫:০০ টা ।
মূল বিজ্ঞপ্তিটি নিচে দেখুন…