নােয়াখালী সিভিল সার্জনের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি

নােয়াখালী সিভিল সার্জনের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি Noakhali Civil Surgeon Office Job Circular 2022

নােয়াখালী সিভিল সার্জনের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তিঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নোয়াখালী সিভিল সার্জনের কার্যালয় এর MNCAH and Nutrition Service Delivery for Rohingya refugees FDMN at Bhasanchar- এর আওতায় নিম্নবর্ণিত পদ সমূহে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়ােগ করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নােয়াখালী সিভিল সার্জনের কার্যালয় এ মোট 19 জনকে নিয়োগ দেবে 10 টি পদে। যোগ্যতা ও আগ্রহ থাকলে আবেদন করতে পারবেন আপনিও। নারী ও পুরুষ উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীদের ডাকযোগে আবেদন করতে হবে। সরকারি এবং বেসরকারি সকল ধরনের চাকরির খবর সবার আগে পেতে ভিজিট করুন bdlatestjobs.com। নিচে বিস্তারিত ( নােয়াখালী সিভিল সার্জনের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি) দেওয়া হলঃ

নােয়াখালী সিভিল সার্জনের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি Noakhali Civil Surgeon Office Job Circular 2022

01. চাকরির (পদের) নামঃ কো-অর্ডিনেটর
পদের সংখ্যাঃ 01 টি
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) এম.বি.বি.এস/স্নাতকোত্তর (জনস্বাস্থ্য/পুষ্টি) ডিগ্রীধারীগণ অগ্রাধিকার পাবেন।
(খ) স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে ২ বছরের পেশাগত কাজের অভিজ্ঞতা।
বয়সঃ সর্বোচ্চ ৪০ বছর।
বেতনঃ আলোচনা স্বাপেক্ষে

02. চাকরির (পদের) নামঃ শিশু বিশেষজ্ঞ
পদের সংখ্যাঃ 01 টি
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) এম.বি.বি.এস/সংশ্লিষ্ট বিষয়ে স্বীকৃত প্রতিষ্ঠান হতে স্নাতকোত্তর ডিগ্রী (এফসিপিএস, এমডি, ডিপ্লোমা)।
(খ) সংশ্লিষ্ট বিষয়ে ২ বছরের পেশাগত কাজের অভিজ্ঞতা।
বয়সঃ সর্বোচ্চ ৪৫ বছর।
বেতনঃ আলোচনা স্বাপেক্ষে

03. চাকরির (পদের) নামঃ মেডিকেল অফিসার
পদের সংখ্যাঃ 02 টি
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) এম.বি.বি.এস
(খ) পেডিয়াট্রিক্স বিষয়ে ২ বছরের কাজের অভিজ্ঞতা এবং স্ক্যানুতে ১ বছরের কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীগণ অগ্রাধিকার পাবেন।
বয়সঃ সর্বোচ্চ ৩২ বছর।
বেতনঃ আলোচনা স্বাপেক্ষে

04. চাকরির (পদের) নামঃ নার্স
পদের সংখ্যাঃ 05 টি
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) স্বীকৃত প্রতিষ্ঠান হতে বি.এস.সি ইন নার্সিং/নার্সিং এন্ড মিডওয়াইফারী
(খ) পেডিয়াট্রিক্স বিষয়ে ২ বছরের কাজের অভিজ্ঞতা এবং স্ক্যানুতে ১ বছরের কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীগণ অগ্রাধিকার পাবেন।
বয়সঃ সর্বোচ্চ ৩২ বছর।
বেতনঃ আলোচনা স্বাপেক্ষে

05. চাকরির (পদের) নামঃ প্যারামেডিক্স
পদের সংখ্যাঃ 03 টি
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) বিএমডিসি স্বীকৃত ম্যাটস্ হতে ডিএমএফ ডিগ্রী
(খ) স্বীকৃত প্রতিষ্ঠানে ২ বছরের পেশাগত কাজের অভিজ্ঞতা।
বয়সঃ সর্বোচ্চ ৩২ বছর।
বেতনঃ আলোচনা স্বাপেক্ষে

06. চাকরির (পদের) নামঃ নিউট্রিশন কাউন্সিলর
পদের সংখ্যাঃ 01 টি
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) স্বীকৃত প্রতিষ্ঠান হতে নিউট্রিশন এন্ড ফুড সায়েন্স বিষয়ে স্নাতক ডিগ্রী।
(খ) সংশ্লিষ্ট বিষয়ে ১ বছরের পেশাগত কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীগণ অগ্রাধিকার পাবেন।
বয়সঃ সর্বোচ্চ ৩২ বছর।
বেতনঃ আলোচনা স্বাপেক্ষে

07. চাকরির (পদের) নামঃ ইসিসিডি প্রমােটর
পদের সংখ্যাঃ 01 টি
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) এইচ.এস.সি পাস/স্নাতক ডিগ্রীধারীগণ অগ্রাধিকার পাবেন।
(খ) কমিউনিটি নিউট্রিশন প্রােগ্রামে কমপক্ষে ১ বছরের পেশাগত কাজের অভিজ্ঞতা।
বয়সঃ সর্বোচ্চ ৩২ বছর।
বেতনঃ আলোচনা স্বাপেক্ষে

08. চাকরির (পদের) নামঃ পরিসংখ্যান সহকারী
পদের সংখ্যাঃ 01 টি
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) ব্যাচেলর ডিগ্রী/সমমান, কম্পিউটার স্কিল এবং ডাটা ম্যানেজমেন্ট এর উপর উচ্চতর প্রশিক্ষণ।
(খ) পরিসংখ্যান সহকারী হিসাবে ২ বছরের পেশাগত কাজের অভিজ্ঞতা।
বয়সঃ সর্বোচ্চ ৩২ বছর।
বেতনঃ আলোচনা স্বাপেক্ষে

09. চাকরির (পদের) নামঃ সিকিউরিটি গার্ড
পদের সংখ্যাঃ 02 টি
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) এস.এস.সি পাশ উচ্চতা: সর্বনিম্ন ৫ ফুট ৫ ইঞ্চি
(খ) ২ বছরের পেশাগত কাজের অভিজ্ঞতা।
বয়সঃ সর্বোচ্চ ৩২ বছর।
বেতনঃ আলোচনা স্বাপেক্ষে

10. চাকরির (পদের) নামঃ ৮ম শ্রেণী পাশ
পদের সংখ্যাঃ 02 টি
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) এস.এস.সি পাশ উচ্চতা: সর্বনিম্ন ৫ ফুট ৫ ইঞ্চি
(খ) ২ বছরের পেশাগত কাজের অভিজ্ঞতা।
বয়সঃ সর্বোচ্চ ৩২ বছর।
বেতনঃ আলোচনা স্বাপেক্ষে

বিশেষ দ্রষ্টব্যঃ
০১। চাকরির ধরন ও চুক্তি ভিত্তিক এবং ফুলটাইম।

০২। আবেদন পদ্ধতি ও কেবলমাত্র যােগ্য প্রার্থীদেরকে মােবাইল নাম্বার উল্লেখ পূর্বক জীবন বৃত্তান্ত, সকল শিক্ষাগত যােগ্যতার সনদপত্র, নাগরিকত্বের সনদ, জন্ম নিবন্ধন/জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, অভিজ্ঞতার সনদ এবং দুই কপি পাসপাের্ট সাইজের রঙ্গিন ছবিসহ লিখিত আবেদনপত্র আগামী ২৭ অক্টোবর ২০২২ইং তারিখের মধ্যে সিভিল সার্জন, নােয়াখালী বরাবরে সরাসরি আবেদন করতে হবে। আবেদনপত্র এবং খামের উপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে।

০৩। শুধুমাত্র বাছাইকৃত ও যােগ্যতা সম্পন্ন প্রার্থীদের সাথে মৌখিক পরীক্ষার জন্য যােগাযােগ করা হবে। 

০৪। মৌখিক পরীক্ষায় অংশগ্রহনের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না ।

০৫। নিয়ােগ সংক্রান্ত শর্তবলীর যে কোন অংশ সংশােধন/সংযােযনসহ যেকোন আবেদনপত্র বাতিল অথবা নিয়ােগ সংক্রান্ত যেকোন সিদ্ধান্ত গ্রহণের পূর্ণ অধিকার সংরক্ষণ করেন।

মূল বিজ্ঞপ্তিটি নিচে দেখুন…

নােয়াখালী সিভিল সার্জনের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি Noakhali Civil Surgeon Office Job Circular 2022
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url