পটুয়াখালীতে গ্রাম পুলিশ নিয়োগ বিজ্ঞপ্তি

পটুয়াখালীতে গ্রাম পুলিশ নিয়োগ বিজ্ঞপ্তি  Patuakhali village police job circular

পটুয়াখালীতে গ্রাম পুলিশ নিয়োগ বিজ্ঞপ্তি  Patuakhali village police job circular

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়
পটুয়াখালী সদর।

www.sadar.patuakhali.gov.bd

স্মারক নম্বর- ০৫.১০.৭৮৯৫.০০২.১১.১৩৮.২২- ৭৫৭।                তারিখ: ২১ সেপ্টেম্বর ২০১২ খ্রি.

নিয়ােগ বিজ্ঞপ্তি

স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) গ্রাম পুলিশ বাহিনীর গঠন, প্রশিক্ষণ, শৃঙ্খলা ও চাকরির শর্তাবলী সম্পর্কিত বিধিমালা, ২০১৫ এর ৩ ধারা মােতাবেক পটুয়াখালী সদর উপজেলার নিম্নলিখিত ইউনিয়ন পরিষদসমূহের মহল্লাদার’ এর শূন্য পদে নির্ধারিত শর্তাবলি ও শিক্ষাগত যােগ্যতা সাপেক্ষে আগ্রহী প্রার্থী কর্তৃক পটুয়াখালী জেলার উল্লেখিত ইউনিয়নের সংশ্লিষ্ঠ ওয়ার্ডের স্থায়ী বাসিন্দাদের নিকট থেকে স্বহস্তে লিখিত দরখাস্ত আহবান করা যাচ্ছে।

ক্রঃ নং      ইউনিয়নের নাম       ওয়ার্ড নম্বর        পদের নাম         শিক্ষাগত যােগ্যতা ও অন্যান্য যােগ্যতা
০১                লােহালিয়া                       ৯                মহল্লাদার                  কোন স্বীকৃত প্রতিষ্ঠান হতে
০২.               কমলাপুর              ২, ৫, ৮ ও ৯                                     অষ্টম শ্রেণী উত্তীর্ণ অথবা কোন
০৩               জৈনকাঠী                   ৩ ও ৫                                           স্বীকৃত বাের্ড হতে জুনিয়র স্কুল
০৪                লাউকাঠী              ১, ৩, ৬, ৭ ও ৮                                      সার্টিফিকেট বা সমমানের
০৫                মৌকরণ        ২, ৩, ৪, ৫, ৭, ৮ ও ৯                                            পরীক্ষায় উত্তীর্ণ
০৬             মরিচবুনিয়া                         ৯
০৭              মাদারবুনিয়া                   ৩ ও ৭
০৮              কালিকাপুর                       ০৯


• উল্লেখ্য, লােহালিয়া ও কমলাপুর ইউনিয়নে পূর্বে যারা ২৪ জানুয়ারি, ২০২২খ্রি. তারিখের ৮৯ ও ৮৭ নম্বর স্মারকের আলােকে আবেদন দাখিল করেছেন, তাদের পুনরায় আবেদন করার প্রয়ােজন নেই।

• আবেদনের শর্তাবলী ও আবেদন ফরম http://sadar.patuakhali.gov.bd -এর নােটিশ বাের্ড, ইউনিয়ন পরিষদের ওয়েব সাইট ও নােটিশ বাের্ড, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের নােটিশ বাের্ড ও সংশ্লিষ্ট শাখায় পাওয়া যাবে।

BD Latest Jobs App
আবেদনের শর্তাবলী:
১. প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক ও পটুয়াখালী জেলার, পটুয়াখালী সদর উপজেলার উল্লেখিত ইউনিয়নের সংশ্লিষ্ট ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা হতে হবে।

২. প্রার্থীর উচ্চতা (পুরুষ) সর্বনিম্ন ৫ ফুট ২ ইঞ্চি; বুকের মাপ ৩০ ইঞ্চি (স্বাভাবিক) ৩২ ইঞ্চি (সম্প্রসারণ) সর্বনিম্ন ওজন ৫০ কেজি। | (মহিলা) সর্বনিম্ন ৫ ফুট; বুকের মাপ ২৮ ইঞ্চি (স্বাভাবিক) ৩০ ইঞ্চি (সম্প্রসারণ) সর্বনিম্ন ওজন ৪৫ কেজি।

৩, আগ্রহী প্রার্থীগণকে স্পষ্টাক্ষরে লিখিত আবেদন করতে হবে।

৪. আবেদনপত্র বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে আগামী ২০.১০.২০২২ খ্রি. তারিখের মধ্যে সরকারি ডাকযােগে | উপজেলা নির্বাহী অফিসার, পটুয়াখালী বরাবর আবেদন পোঁছাতে হবে।

৫, সদ্য তােলা পাসপাের্ট সাইজের ০৩(তিন) কপি সত্যায়িত রঙ্গিন ছবি আবেদনের সাথে লাগাতে হবে। ছবিতে প্রার্থীর নাম লিখতে হবে।

৬. প্রার্থীর বয়স ২০.১০.২০২২খ্রি. তারিখে ১৮ হতে ৩০ বৎসরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযােদ্ধা/শহীদ মুক্তিযােদ্ধাদের সন্তান বা সন্তানের সন্তান বা প্রতিবন্ধীদের ক্ষেত্রে সরকারি বিধি মােতাবেক সর্বোচ্চ বয়সসীমা ৩২ বৎসর পর্যন্ত শিথিলযােগ্য। বয়সের ক্ষেত্রে কোন এফিডেভিট গ্রহণযােগ্য হবে না। আবেদনকারীর জন্মনিবন্ধন, জাতীয় পরিচয়পত্র ও শিক্ষাগতযােগ্যতা সনদের জন্ম তারিখের সাথে হুবহু মিল থাকতে হবে।

৭. আবেদনের সাথে ১০০/- (একশত) টাকার অফেরতযােগ্য ব্যাংক ড্রাফট/পে-অর্ডার উপজেলা নির্বাহী অফিসার, পটুয়াখালী সদর বরাবর দাখিল করতে হবে।

৮ . আবেদনের সাথে সকল শিক্ষাগত যােগ্যতার সনদপত্রের সত্যায়িত অনুলিপি, বিশেষ কোটার ক্ষেত্রে প্রযােজ্য সনদপত্রের সত্যায়িত অনুলিপি, চারিত্রিক সনদপত্র, পৌরসভা/ইউনিয়ন পরিষদ কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র ও জাতীয় পরিচয়পত্রের অনুলিপি ১ম শ্রেণির কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে সংযুক্ত করতে হবে। পরীক্ষার দিন সকল সনদের (জাতীয় পরিচয়পত্রসহ) মূলকপি সাথে আনতে হবে।

৯. কর্তৃপক্ষ কোন কারণ দর্শানাে ব্যতিরেকে এ নিয়ােগ কার্যক্রম স্থগিত/সময় পরিবর্তন/বাতিলের ক্ষমতা সংরক্ষণ করেন।

জান্নাত আরা নাহিদ
উপজেলা নির্বাহী অফিসার
পটুয়াখালী সদর।
মােবাইল: ০১৭৩৩-৩৩৪১৪৩
e-mail: unopatuakhali@mopa.gov.bd

স্মারক নম্বর- ০৫.১০.৭৮৯৫.০০২.১১.১৩৮.২২-৭৫৭। তারিখ: ২১ সেপ্টেম্বর ২০২২ খ্রি.

অনুলিপি সদয় জ্ঞাতার্থে কার্যাথে:
০১. জেলা প্রশাসক, পটুয়াখালী। 
০২. চেয়ারম্যান, উপজেলা পরিষদ, পটুয়াখালী সদর।
০২. অফিসার-ইন-চার্জ, পটুয়াখালী সদর থানা, পটুয়াখালী।
০৩. চেয়ারম্যান, ............, ইউনিয়ন পরিষদ, পটুয়াখালী সদর। তাঁকে বিজ্ঞপ্তিটি | ইউনিয়ন তথ্য বাতায়ন, ইউনিয়ন ও ওয়ার্ডের গুরুত্বপূর্ন স্থান, হাট-বাজারে বহুল প্রচারের ব্যবস্থা গ্রহণ করবেন।
০৪. নােটিশ বাের্ড।

উপজেলা নির্বাহী অফিসার |
পটুয়াখালী সদর।

মূল বিজ্ঞপ্তিটি নিচে দেখুন…

পটুয়াখালীতে গ্রাম পুলিশ নিয়োগ বিজ্ঞপ্তি  Patuakhali village police job circular

পটুয়াখালীতে গ্রাম পুলিশ নিয়োগ বিজ্ঞপ্তি  Patuakhali village police job circular


পটুয়াখালীতে গ্রাম পুলিশ নিয়োগ বিজ্ঞপ্তি  Patuakhali village police job circular
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url