পেট্রোবাংলা নিয়োগ বিজ্ঞপ্তি
পেট্রোবাংলা নিয়োগ বিজ্ঞপ্তি Petrobangla Job Circular 2022
পেট্রোবাংলা নিয়োগ বিজ্ঞপ্তিঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জনবল নিয়ােগ করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পেট্রোবাংলা মোট 18 জনকে নিয়োগ দেবে 10 টি পদে। যোগ্যতা ও আগ্রহ থাকলে আবেদন করতে পারবেন আপনিও। নারী ও পুরুষ উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। সরকারি এবং বেসরকারি সকল ধরনের চাকরির খবর সবার আগে পেতে ভিজিট করুন bdlatestjobs.com। নিচে বিস্তারিত (Petrobangla Job Circular 2022) দেওয়া হলঃ01. চাকরির (পদের) নামঃ হিসাব সহকারী
পদের সংখ্যাঃ তিনটি
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) ন্যূনতম এইচ, এস, সি, পাশসহ হিসাব/অডিট/অর্থ বিষয়ে কমপক্ষে ৪ (চার) বছরের অভিজ্ঞতা।
বেতন স্কেল)ঃ ১১০০০-২৬৫৯০ টাকা
গ্রেডঃ ১৩
02. চাকরির (পদের) নামঃ কেয়ারটেকার
পদের সংখ্যাঃ একটি
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) স্নাতক ডিগ্রী অথবা ন্যূনতম এইচ, এস, সি, পাশসহ সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ৪ (চার) বছরের অভিজ্ঞতা।
বেতন স্কেল)ঃ ১১০০০-২৬৫৯০ টাকা
গ্রেডঃ ১৩
03. চাকরির (পদের) নামঃ ফোরম্যান
পদের সংখ্যাঃ একটি
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) সংশ্লিষ্ট কারিগরি বিষয়ে ডিপ্লোমা/অনুমােদিত (এক)টি সার্টিফিকেট কোর্সসহ কমপক্ষে ২ (দুই) বছরের অভিজ্ঞতা।
বেতন স্কেল)ঃ ১১০০০-২৬৫৯০ টাকা
গ্রেডঃ ১৩
04. চাকরির (পদের) নামঃ নিরাপত্তা সহকারী
পদের সংখ্যাঃ একটি
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) স্নাতক ডিগ্রী অথবা ন্যূনতম এইচ, এস, সি, (এক)টি পাশসহ সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ৪ (চার) বছরের অভিজ্ঞতা।
বেতন স্কেল)ঃ ১১০০০-২৬৫৯০ টাকা
গ্রেডঃ ১৩
05. চাকরির (পদের) নামঃ ইউডিএ
পদের সংখ্যাঃ দুইটি
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) স্নাতক ডিগ্রী অথবা ন্যূনতম এইচ, এস, সি (দুই)টি পাশসহ সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ৪ (চার) বছরের অভিজ্ঞতা।
বেতন স্কেল)ঃ ১১০০০-২৬৫৯০ টাকা
গ্রেডঃ ১৩
06. চাকরির (পদের) নামঃ স্টেনাে টাইপিস্ট
পদের সংখ্যাঃ দুইটি
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) ন্যূনতম এইচ.এস.সি. পাশ সাঁটলিপিতে প্রতি মিনিটে ৮০ শব্দ এবং টাইপিং-এ প্রতি মিনিটে ৩৫ শব্দ।
বেতন স্কেল)ঃ ১০২০০-২৪৬৮০ টাকা
গ্রেডঃ ১৪
সাধারন জেলা কোটায় প্রার্থীগণের আবেদন করার প্রয়ােজন নেইঃ বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, মেহেরপুর ও ঝালকাঠি। তবে, সকল জেলার শারীরিক প্রতিবন্ধী ও এতিমখানার নিবাসী প্রার্থীগণ আবেদন করতে পারবেন।
07. চাকরির (পদের) নামঃ ইলেকট্রিশিয়ান
পদের সংখ্যাঃ একটি
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) ন্যূনতম অষ্টম শ্রেণি পাশ এবং সংশ্লিষ্ট কারিগরি বিষয়ে অনুমােদিত ট্রেড/সার্টিফিকেট কোর্সসহ কমপক্ষে ২ (দুই) বছরের অভিজ্ঞতা। তাছাড়া, অনুমােদিত প্রতিষ্ঠান হতে জারীকৃত লাইসেন্স আবশ্যক।
বেতন স্কেল)ঃ ৯৩০০-২২৪৯০ টাকা
গ্রেডঃ ১৬
সাধারন জেলা কোটায় প্রার্থীগণের আবেদন করার প্রয়ােজন নেইঃ ঢাকা, গােপালগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী, শরীয়তপুর, শেরপুর, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, জয়পুরহাট, নাটোর, লালমনিরহাট, পঞ্চগড়, মাগুরা, নড়াইল, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝালকাঠি,পিরােজপুর ও বরগুনা। তবে, সকল জেলার শারীরিক প্রতিবন্ধী ও এতিমখানার নিবাসী প্রার্থীগণ আবেদন করতে পারবেন।
08. চাকরির (পদের) নামঃ কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদের সংখ্যাঃ পাঁচটি
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) ন্যুনতম এইচ.এস.সি পাশ এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং ও ডাটা এন্ট্রি-তে দক্ষতাসহ কম্পিউটার টাইপিংয়ে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২০ শব্দ ও বাংলায় ২০ শব্দ।
বেতন স্কেল)ঃ ৯৩০০-২২৪৯০ টাকা
গ্রেডঃ ১৬
সাধারন জেলা কোটায় প্রার্থীগণের আবেদন করার প্রয়ােজন নেইঃ টাঙ্গাইল, নেত্রকোনা, শেরপুর, ব্রাহ্মণবাড়িয়া, নােয়াখালী, রাজশাহী, পাবনা, বগুড়া, গাইবান্ধা, খুলনা, যশাের, সাতক্ষীরা, বরিশাল ও হবিগঞ্জ। তবে, সকল জেলার শারীরিক প্রতিবন্ধী ও এতিমখানার নিবাসী প্রার্থীগণ আবেদন করতে পারবেন।
09. চাকরির (পদের) নামঃ টেলিফোন অপারেটর
পদের সংখ্যাঃ একটি
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) ১ ন্যূনতম ১ (এক) বছরের অভিজ্ঞতাসহ এইচ,এস,সি, পাশ।
বেতন স্কেল)ঃ ৯৩০০-২২৪৯০ টাকা
গ্রেডঃ ১৬
সাধারন জেলা কোটায় প্রার্থীগণের আবেদন করার প্রয়ােজন নেইঃ গােপালগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী, শরীয়তপুর, নেত্রকোনা, শেরপুর, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, জয়পুরহাট, লালমনিরহাট, পঞ্চগড়, মাগুরা, নড়াইল, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝালকাঠি, পিরােজপুর ও বরগুনা। তবে, সকল জেলার শারীরিক প্রতিবন্ধী ও এতিমখানার নিবাসী প্রার্থীগণ আবেদন করতে পারবেন।
10. চাকরির (পদের) নামঃ স্টোর এটেনডেন্ট
পদের সংখ্যাঃ একটি
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) ন্যূনতম এস.এস.সি পাশসহ ১ (এক) বছরের অভিজ্ঞতা।
বেতন স্কেল)ঃ ৯০০০-২১৮০০ টাকা
গ্রেডঃ ১৮
সাধারন জেলা কোটায় প্রার্থীগণের আবেদন করার প্রয়ােজন নেইঃ গােপালগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী, শরীয়তপুর, শেরপুর, চট্টগ্রাম, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, জয়পুরহাট, লালমনিরহাট, পঞ্চগড়, মাগুরা, নড়াইল, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝালকাঠি, পিরােজপুর ও বরগুনা। তবে, সকল জেলার শারীরিক প্রতিবন্ধী ও এতিমখানার নিবাসী প্রার্থীগণ আবেদন করতে পারবেন।
বয়সঃ ২৫.০৩.২০২০তারিখে প্রার্থীর বয়স ১৮ (আঠার) হতে ৩০ (ত্রিশ) বছরের মধ্যে হতে হবে।
আবেদন শেষঃ:25/11/2022 তারিখ বিকাল ০৫:০০ টা ।
আবেদন পদ্ধতিঃ http://bogmc.teletalk.com.bd এই ওয়েবসাইট অথবা বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ করপােরেশন (পেট্রোবাংলা)-এর ওয়েবসাইট www.petrobangla.org.bd-এর নির্ধারিত ফরমে আবেদনপত্র পূরণ করে Online Registration কার্যক্রম এবং ফি জমা প্রদানকরতে হবে।
মূল বিজ্ঞপ্তিটি নিচে দেখুন…