সুন্দরবন গ্যাস কোম্পানী লিঃ নিয়োগ বিজ্ঞপ্তি

সুন্দরবন গ্যাস কোম্পানী লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি sgcl Job Circular 2022

সুন্দরবন গ্যাস কোম্পানী লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তিঃ পেট্রোবাংলার একটি কোম্পানি সুন্দরবন গ্যাস কোম্পানী লিমিটেড এর শূন্য পদে লোক নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সুন্দরবন গ্যাস কোম্পানী লিমিটেড এ মোট 16 জনকে নিয়োগ দেবে 08 টি পদে। সংশ্লিষ্ট পদের জন্য দেশের সব জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে। যোগ্যতা ও আগ্রহ থাকলে আবেদন করতে পারবেন আপনিও। নারী ও পুরুষ উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। সরকারি এবং বেসরকারি সকল ধরনের চাকরির খবর সবার আগে পেতে ভিজিট করুন bdlatestjobs.com। নিচে বিস্তারিত ( sgcl Job Circular 2022) দেওয়া হলঃ

সুন্দরবন গ্যাস কোম্পানী লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি  sgcl Job Circular 2022

01. চাকরির (পদের) নামঃ চিকিৎসা সহকারী
পদের সংখ্যাঃ 01 টি
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) মেডিকেল এ্যাসিসটেন্ট বিষয়ে ডিপ্লোমা সনদ প্রাপ্ত।
বেতন (স্কেল)ঃ ১১০০০-২৬৫৯০ টাকা।
গ্রেডঃ ১৩ তম

02. চাকরির (পদের) নামঃ সার্ভেয়ার
পদের সংখ্যাঃ 01 টি
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) ন্যূনতম এস,এস,সি, পাশ এবং সংশ্লিষ্ট কারিগরি বিষয়ে ট্রেড কোর্স অনুমােদিত সাটিফিকেট কোর্স
পাশসহ কমপক্ষে ২ বৎসরের অভিজ্ঞতা।
বেতন (স্কেল)ঃ ১১০০০-২৬৫৯০ টাকা।
গ্রেডঃ ১৩ তম

03. চাকরির (পদের) নামঃ সিনিয়র টেকনিশিয়ান
পদের সংখ্যাঃ 08 টি
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) ন্যূনতম এস,এস,সি, পাশ এবং সংশ্লিষ্ট কারিগরি বিষয়ে ট্রেড কোর্স অনুমােদিত সাটিফিকেট কোর্স
পাশসহ কমপক্ষে ২ বৎসরের অভিজ্ঞতা।
বেতন (স্কেল)ঃ ১১০০০-২৬৫৯০ টাকা।
গ্রেডঃ ১৩ তম

04. চাকরির (পদের) নামঃ সিনিয়র স্টোর কিপার
পদের সংখ্যাঃ 01 টি
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) সংশ্লিষ্ট ক্ষেত্রে ১২ (বার) বৎসরের অভিজ্ঞতাসহ দ্বিতীয় বিভাগ/সমতুল্য সিজিপিএসহ এইচ,এস,সি, পাশ।
বেতন (স্কেল)ঃ ১১০০০-২৬৫৯০ টাকা।
গ্রেডঃ ১৩ তম

05. চাকরির (পদের) নামঃ স্টোর কিপার
পদের সংখ্যাঃ 02 টি
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ০৬ (ছয়) বৎসরের অভিজ্ঞতাসহ দ্বিতীয় বিভাগ/সমতুল্য সিজিপিএসহ
এইচ,এস,সি, পাশ।
বেতন (স্কেল)ঃ ১০২০০-২৪৬৮০ টাকা।
গ্রেডঃ ১৪ তম

06. চাকরির (পদের) নামঃ রেকর্ড কিপার
পদের সংখ্যাঃ 01 টি
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ০৬ (ছয়) বৎসরের অভিজ্ঞতাসহ দ্বিতীয় বিভাগ/সমতুল্য সিজিপিএসহ
এইচ,এস,সি, পাশ।
বেতন (স্কেল)ঃ ১০২০০-২৪৬৮০ টাকা।
গ্রেডঃ ১৪ তম

07. চাকরির (পদের) নামঃ জুনিয়র স্টোর কিপার
পদের সংখ্যাঃ 01 টি
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) দ্বিতীয় বিভাগ/সমতুল্য সিজিপিএসহ এইচ.এস.সি. পাশ।
বেতন (স্কেল)ঃ ৯৩০০-২২৪৯০ টাকা।
গ্রেডঃ ১৬ তম

08. চাকরির (পদের) নামঃ জুনিয়র রেকর্ড কিপার
পদের সংখ্যাঃ 01 টি
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) দ্বিতীয় বিভাগ/সমতুল্য সিজিপিএসহ এইচ.এস.সি. পাশ।
বেতন (স্কেল)ঃ ৯৩০০-২২৪৯০ টাকা।
গ্রেডঃ ১৬ তম

১। অনলাইন (Online)-এ আবেদনপত্র পূরণ এবং পরীক্ষার ফি জমাদান শুরু ও শেষ হওয়ার তারিখ ও সময়ঃ
(ক) আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ২৩/১০/২০১২ তারিখ, সকলে ১০:০০ ঘটিকা।
(খ) আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়ঃ ১২/১১/২০১২ তারিখ, বিকাল ৫:০০ ঘটিক।
(গ) উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit এর সময় থেকে পরবর্তী ৭২ (বৃহত্তর) ঘণ্টার মধ্যে Teletalk Pre-Paid Mobile নম্বর দ্বারা SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। নির্ধারিত তারিখ ও সময়ের পরে কোনাে আবেদনপত্র গ্রহণ করা হবে না।

২। অনলাইন (Online)-এ আবেদন করার পদ্ধতিঃ
আগ্রহী প্রার্থীগণ টেলিটক বাংলাদেশ লিমিটেড-এর ওয়েবসাইট (http://sgcl.teletalk.com.bd)-এ প্রবেশ করে আবেদনপত্র পূরণ করতে পারবেন। অনলাইনে আবেদন করার পর ৭২ ঘণ্টার মধ্যে মোবাইলে এসএমএসের মাধ্যমে অবশ্যই পরীক্ষার ফি জমা দিতে হবে।

মূল বিজ্ঞপ্তিটি নিচে দেখুন…

সুন্দরবন গ্যাস কোম্পানী লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি  sgcl Job Circular 2022
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url