কর কমিশনার (আপীল) কার্যালয়ে নিয়োগ
Tax appeal zone job circular 2022 কর কমিশনার (আপীল) কার্যালয়ে নিয়োগ
কর কমিশনার (আপীল) কার্যালয়ে নিয়োগঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর অর্থ মন্ত্রণালয় অভ্যন্তরীণ সম্পদ বিভাগ কর্তৃপক্ষ কর কমিশনের শূন্য পদে লোক নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। কর আপীল অঞ্চল-খুলনা মোট ১১ জনকে নিয়োগ দেবে ০৫টি পদে। সংশ্লিষ্ট পদের জন্য নির্দিষ্ট কিছু জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে। যোগ্যতা ও আগ্রহ থাকলে আবেদন করতে পারবেন আপনিও। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। সরকারি এবং বেসরকারি সকল ধরনের চাকরির খবর সবার আগে পেতে ভিজিট করুন bdlatestjobs.com। নিচে বিস্তারিত (Tax appeal zone job circular 2022) দেওয়া হলঃচাকরির (পদের) নামঃ সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর
পদের সংখ্যাঃ ০৪ টি।
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) স্নাতক বা সমমানের ডিগ্রি।
(খ) সাঁট লিপি স্কীলঃ সাঁট লিপিতে প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ৫০ ও ৮০,
(গ) কম্পিউটার স্কীলঃ কম্পিউটার টাইপিং-এ প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ২৫ ও ৩০।
বেতন (স্কেল)ঃ ১১,০০০-২৬,৫৯০ টাকা।
চাকরির (পদের) নামঃ উচ্চমান সহকারী
পদের সংখ্যাঃ ০৩ টি।
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) স্নাতক বা সমমানের ডিগ্রি।
(খ) কম্পিউটার স্কীলঃ কম্পিউটার ব্যবহারে দক্ষতা।
বেতন (স্কেল)ঃ ১০,২০০-২৪,৬৮০ টাকা।
চাকরির (পদের) নামঃ সাঁট-মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর
পদের সংখ্যাঃ ০২ টি।
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) এসএসসি পাশ।
বেতন (স্কেল)ঃ ১০,২০০-২৪,৬৮০ টাকা।
চাকরির (পদের) নামঃ অফিস সহায়ক
পদের সংখ্যাঃ ০১ টি।
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) এসএসসি পাশ।
বেতন (স্কেল)ঃ ৮,২৫০-২০,০১০ টাকা।
চাকরির (পদের) নামঃ নিরাপত্তা প্রহরী
পদের সংখ্যাঃ ০১ টি।
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) এসএসসি পাশ।
বেতন (স্কেল)ঃ ৮,২৫০-২০,০১০ টাকা।
আবেদন শুরুঃ16/10/2022 তারিখ সকাল ১০:০০ টা ।
আবেদন শেষঃ 14/11/2022 তারিখ রাত ১১:৫৯ মিনিট ।
আবেদন পদ্ধতিঃ http://katax.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার পর ৭২ ঘণ্টার মধ্যে মোবাইলে এসএমএসের মাধ্যমে অবশ্যই পরীক্ষার ফি জমা দিতে হবে।
মূল বিজ্ঞপ্তিটি নিচে দেখুন…