ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিঃ নিয়োগ 2022

ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিঃ নিয়োগ Dockyard and Engineering Works Limited Job Circular 2022

ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিঃ নিয়োগ Dockyard and Engineering Works Limited Job Circular 2022
ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিঃ নিয়োগ বিজ্ঞপ্তিঃ বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক পরিচালিত ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিঃ, সােনাকান্দা, নারায়ণগঞ্জ এর প্ল্যানিং এন্ড ডিজাইন বিভাগের জন্য নিম্নেবর্ণিত পদে চুক্তিভিত্তিক জনবল নিয়ােগের লক্ষ্যে নিম্নোক্ত শর্তে বাংলাদেশের নাগরিকদের নিকট হতে ডাকযোগে আবেদনপত্র আহবান করা যাচ্ছে। যোগ্যতা ও আগ্রহ থাকলে আবেদন করতে পারবেন আপনিও। নারী ও পুরুষ উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন। সরকারি এবং বেসরকারি সকল ধরনের চাকরির খবর সবার আগে পেতে ভিজিট করুন bdlatestjobs.com। নিচে বিস্তারিত (BBA Job Circular 2022) দেওয়া হলঃ

ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিঃ নিয়োগ Dockyard and Engineering Works Limited Job Circular 2022

01. চাকরির (পদের) নামঃ উপ-সহকারী প্রকৌশলী
পদের সংখ্যাঃ ০১ টি।
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) বিএসসি ইঞ্জিনিয়ারিং ইন নেভাল আর্কিটেকচার।
(খ) সিজিপিএ ন্যূনতম ৩.০০।
নিম্নলিখিত যােগ্যতাসম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে।
(ক) যে কোন স্বীকৃত শিপইয়ার্ড ডকইয়ার্ডে জাহাজ নির্মাণ/মেরামত কাজে ন্যূনতম ০২ (দুই) বছরের বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন।
(খ) শিপবিল্ডিং সংক্রান্ত সফ্টওয়্যার AutoCAD, Maxsurf, Rhino/Ship Constructor এ পারদর্শী।
বেতনঃ অত্র প্রতিষ্ঠানের নিজস্ব বেতন কাঠামো অনুযায়ী
নিয়োগের ধরনঃ চুক্তিভিত্তিক
বয়সঃ অনূর্ধ্ব ৩৫ বছর

02. চাকরির (পদের) নামঃ সহকারী প্রকৌশলী
পদের সংখ্যাঃ ০১ টি।
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) সরকার অনুমােদিত পলিটেকনিক ইন্সটিটিউট হতে মেকানিক্যাল/ সিভিল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা।
নিম্নলিখিত যােগ্যতাসম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে।
(ক) সিভিল কনস্ট্রাকশন সংক্রান্ত কাজের মাঠ পর্যায়ে ন্যূনতম ০২ (দুই) বছরের বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন।
(খ) এমএস ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এক্সেল ও অটোক্যাডসহ কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে।
বেতনঃ অত্র প্রতিষ্ঠানের নিজস্ব বেতন কাঠামো অনুযায়ী
নিয়োগের ধরনঃ চুক্তিভিত্তিক
বয়সঃ অনূর্ধ্ব ৩২ বছর

শর্তাবলী
01. মূল বেতনের সাথে অন্যান্য ভাতাদি প্রতিষ্ঠানের বেতন কাঠামাে, নিয়ােগ নীতিমালা ও প্রচলিত নিয়মানুযায়ী প্রদান করা হবে।

02. অত্র প্রতিষ্ঠানের মেডিক্যাল সেকশন কর্তৃক প্রদত্ত মেডিক্যাল ফিটনেস সার্টিফিকেট সন্তোষজনক প্রতিপাদিত হলে নিয়ােগ প্রদান করা হবে।

03. আগ্রহী প্রার্থীদেরকে পূর্ণাঙ্গ

(ক) জীবন বৃত্তান্ত,

(খ) সদ্য তােলা ০৪ (চার) কপি পাসপাের্ট সাইজের ছবি,

(গ) স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/ পৌরসভা/সিটি কর্পোরেশনের মেয়র/কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব/ জাতীয়তা সনদপত্র,

(ঘ) জাতীয় পরিচয়পত্র, জন্মনিবন্ধন (যদি থাকে),

(ঙ) শিক্ষাগত যােগ্যতার সনদ/প্রত্যয়নপত্র ও

(চ) সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা সংক্রান্ত সকল সনদপত্রসমূহের সত্যায়িত কপি

(ছ) ব্যবস্থাপনা পরিচালক বরাবর আবেদনপত্র “ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিঃ, বাংলাদেশ নৌবাহিনী, সােনাকান্দা, বন্দর, নারায়ণগঞ্জ” এর ঠিকানায় আগামী ৩০ নভেম্বর ২০২২ তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে প্রেরণ করতে হবে।

(জ) প্রেরিত খামের উপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে।

04. প্রার্থীকে বাছাই কমিটি কর্তৃক নির্ধারিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

05. লিখিত/মৌখিক/ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীকে কোন প্রকার টিএ/ডিএ দেওয়া হবে না।

06. পদের সংখ্যা হ্রাসবৃদ্ধি হতে পারে।

07. উল্লিখিত পদসমূহে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন।

08. দেশে করােনা পরিস্থিতির বিষয়টি বিবেচনায় নিরাপত্তার স্বার্থে নিয়ােগ সংশ্লিষ্ট পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই স্বাস্থ্যবিধি ও সচেতনতা অবলম্বন করতে হবে।

09. নিয়ােগ সংক্রান্ত বিষয়ে ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।

মূল বিজ্ঞপ্তিটি নিচে দেখুন…

ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিঃ নিয়োগ Dockyard and Engineering Works Limited Job Circular 2022


Post Related Things: BD Latest Jobs, ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিঃ বাংলাদেশ নৌবাহিনী অধীনস্ত চাকরি, ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লি, ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিঃ নিয়োগ, ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড, ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডে চাকরি, ডকইয়ার্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস নিয়োগ বিজ্ঞপ্তি 2022, ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড dewbn, ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং, ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি, dockyard and engineering works limited, dockyard and engineering works limited job circular 2022, dockyard and engineering works limited job circular 2022, dockyard and engineering works limited job-2022, dockyard and engineering works limited job-2021, job circular 2022, govt job circular 2022, dockyard and engineering works, dockyard and engineering works job circular 2022, bangladesh navy dockyard and engineering works limited job-2022
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url