ধর্ম বিষয়ক মন্ত্রণালয় নিয়ােগ বিজ্ঞপ্তি 2022
MORA Job Circular 2022 ধর্ম বিষয়ক মন্ত্রণালয় নিয়ােগ বিজ্ঞপ্তি
ধর্ম বিষয়ক মন্ত্রণালয় নিয়ােগ বিজ্ঞপ্তিঃ ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট কর্তৃক বাস্তবায়নাধীন “মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম-৬ষ্ঠ পর্যায়’ শীর্ষক প্রকল্পের আওতায় সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে প্রকল্প মেয়াদকালীন (ডিসেম্বর ২০১৫ পর্যন্ত) নিমােক্ত পদসমূহ পূরণের নিমিত্ত প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহবান করা যাচ্ছে। আগ্রহী ও যােগ্য প্রার্থী হলে আপনিও আবেদন করতে পারবেন। সরকারি এবং বেসরকারি সকল ধরনের চাকরির খবর সবার আগে পেতে ভিজিট করুন bdlatestjobs.com। নিচে বিস্তারিত (MORA Job Circular 2022) দেওয়া হলঃ
ধর্ম বিষয়ক মন্ত্রণালয় নিয়ােগ বিজ্ঞপ্তি MORA Job Circular 2022
01. চাকরির (পদের) নামঃ উপ প্রকল্প পরিচালক
পদের সংখ্যাঃ ০২ টি।
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
ক) দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রী।
খ) সরকারি/আধাসরকারি/স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট/সমমানের পদে ০২ বছরের বাস্তব অভিজ্ঞতাসহ ১ম শ্রেণির কর্মকর্তা হিসেবে ০৮ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
গ) প্রার্থীকে অবশ্যই সনাতন ধর্মের অনুসারী হতে হবে।
ঘ) মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের ৫ম পর্যায়ে কাজ করা প্রার্থীদের ক্ষেত্রে বয়স ও অভিজ্ঞতা শিথিলযােগ্য এবং তাঁদের অগ্রাধিকার দেয়া হবে।
সাকুল্যে বেতনঃ ৫৬,৫২৫ টাকা।
গ্রেডঃ ৬
বয়সঃ সর্বোচ্চ ৪০ বৎসর।
02. চাকরির (পদের) নামঃ সহকারী প্রকল্প পরিচালক
পদের সংখ্যাঃ 67 টি।
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
ক) দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রী অথবা এইচ.এস.সি এর পরে ০৪ (চার) বছর মেয়াদী ডিগ্রী।
খ) সরকারি/আধাসরকারি/স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট/সমমানের পদে ০২ (দুই) বছর চাকরির বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
গ) মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের ৫ম পর্যায়ে কাজ করা প্রার্থীদের ক্ষেত্রে বয়স ও অভিজ্ঞতা শিথিলযােগ্য এবং তাঁদের অগ্রাধিকার দেয়া হবে।
সাকুল্যে বেতনঃ ৩৫,৬০০/৩৩,৪০০/৩২,৩০০ টাকা।
গ্রেডঃ ৯
বয়সঃ সর্বোচ্চ ৩০ বৎসর।
03. চাকরির (পদের) নামঃ সহকারী প্রকল্প পরিচালক (আইসিটি)
পদের সংখ্যাঃ ০১ টি।
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
ক) স্বীকৃত সরকারি বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স/সিএসই/আইসিটি/আইটি বিষয়ে চার বছরের স্নাতক (সম্মান) ডিগ্রি।
খ) কম্পিউটার সায়েন্সইঞ্জিনিয়ারিং সিএসই বিষয়ে মাস্টার্স ডিগ্রি সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
গ) সরকারি/আধাসরকারি/স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে আইসিটি/আইটি। প্রােগ্রামিং সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ০২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং অধিক অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি অগ্রাধিকার পাবেন।
ঘ) মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের ৫ম পর্যায়ে কাজ করা প্রার্থীদের ক্ষেত্রে বয়স ও অভিজ্ঞতা শিথিলযােগ্য এবং তাঁদের অগ্রাধিকার দেয়া হবে।
সাকুল্যে বেতনঃ ৩৫,৬০০ টাকা।
গ্রেডঃ ৯
বয়সঃ সর্বোচ্চ ৩০ বৎসর।
04. চাকরির (পদের) নামঃ মাস্টার ট্রেইনার কাম ফ্যাসিলিটেটর
পদের সংখ্যাঃ ০৮ টি।
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
ক) স্নাতকোত্তর ডিগ্রী।
খ) সংশ্লিষ্ট বিষয়ে জ্ঞান ও অভিজ্ঞতা থাকতে হবে।
গ) ToT/B-Ed/C-in-Ed এবং মাস্টার ট্রেইনার হিসেবে খ্যাতি সম্পন্ন ব্যক্তিদের অগ্রাধিকার দেয়া হবে।
ঘ). বাংলা ও ইংরেজি ভাষায় ভালাে জ্ঞান থাকতে হবে।
ঙ) যে কোন স্বীকৃত কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে ০৩ (তিন) মাস প্রশিক্ষণ গ্রহণের সনদ থাকতে হবে।
চ) সরকারি/আধাসরকারি/স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট/সমমানের পদে ০২ (দুই) বছর চাকরির বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
ছ) মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের ৫ম পর্যায়ে একই গ্রেডে কাজ করা প্রার্থীদের ক্ষেত্রে বয়স ও অভিজ্ঞতা শিথিলযােগ্য এবং তাঁদের অগ্রাধিকার দেয়া হবে।
জ) প্রার্থীকে অবশ্যই সনাতন ধর্মের অনুসারী হতে হবে।
সাকুল্যে বেতনঃ ২৭,১০০/২৫,৫০০ টাকা।
গ্রেডঃ ১০
বয়সঃ সর্বোচ্চ ৩০ বৎসর।
আবেদন শেষঃ 30/11/2022 তারিখ বিকাল ০৫:০০ টা
মূল বিজ্ঞপ্তিটি নিচে দেখুন…
Post Related Things: BD Latest Jobs, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি 2022, govt job circular 2022, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি, ধর্ম মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি 2022, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২, ধর্ম মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি 2022 আবেদন ফরম, নিয়োগ বিজ্ঞপ্তি 2022, ধর্ম মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি, mora job circular 2022, job circular 2022, govt job circular 2022, ministry of religious affairs mora job circular 2022, ministry of religious affairs job circular 2022, bd job circular 2022, new job circular 2022, all govt job circular 2022, job circular, mora teltalk job circular 2022, all job circular 2022, bd govt job circular 2022, new govt job circular 2022, latest govt job circular 2022, new jobs circular 2022