বাংলাদেশ পুলিশে নিয়োগ বিজ্ঞপ্তি 2022

বাংলাদেশ পুলিশে নিয়োগ বিজ্ঞপ্তি Police Job Circular 2022

বাংলাদেশ পুলিশে নিয়োগ বিজ্ঞপ্তি Police Job Circular 2022
বাংলাদেশ পুলিশে নিয়োগ বিজ্ঞপ্তিঃ হাইওয়ে পুলিশে নিম্নবর্ণিত শূন্য পদ সমূহ পূরণের নিমিত্ত পার্শ্বে উল্লেখিত জেলার নির্দেশনা অনুযায়ী বাংলাদেশী স্থায়ী নাগরিকদের নিকট হতে শর্তসাপেক্ষে অনলাইনে পূরণকৃত আবেদন আহবান করা যাচ্ছে। অনলাইনে ব্যতিত কোন আবেদন গ্রহণ করা হবে না।  প্রার্থীদের নিম্নলিখিত যােগ্যতা থাকতে হবে । সরকারি এবং বেসরকারি সকল ধরনের চাকরির খবর সবার আগে পেতে ভিজিট করুন bdlatestjobs.com। নিচে বিস্তারিত (Police Job Circular 2022) দেওয়া হলঃ

01. চাকরির (পদের) নামঃ কম্পিউটার অপারেটর
পদের সংখ্যাঃ ০৩ টি।
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
ক) যে কোন স্বীকৃত ইউনিভার্সিটি থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) অথবা সমমানের ডিগ্রি; এবং
খ) তফসিল-২ মোতাবেক কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে ৩০ এবং বাংলায় ২৫ শব্দ শব্দের গতিসহ (প্রতি মিনিটে ) সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test এ উত্তীর্ণ হতে হবে।
বেতন স্কেল)ঃ ১১,০০০ – ২৬,৫৯০ টাকা।
গ্রেডঃ ১৩
বয়সঃ ১৮-৩০ বৎসর (বীর মুক্তিযােদ্ধা/শহিদ বীর মুক্তিযােদ্ধার সন্তান এবং প্রতিবন্ধীদের ক্ষেত্রে ৩২ বৎসর)।
যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেনঃ জামালপুর, চাঁদপুর, রাজশাহী, সিরাজগঞ্জ, নাটোর, বগুড়া, রংপুর, ঠাকুরগাঁও এবং পটুয়াখালী জেলা ব্যতীত দেশের সকল জেলার প্রার্থীগন আবেদন করতে পারবেন। এছাড়া সকল বিভাগের সকল জেলার শারীরিক প্রতিবন্ধী ও এতিম প্রার্থীগন আবেদন করতে পারবেন।

02. চাকরির (পদের) নামঃ ডাটা এন্ট্রি অপারেটর
পদের সংখ্যাঃ ০২ (দুই)টি।
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
ক) যে কোন স্বীকৃত বাের্ড হতে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ;
খ) তফসিল-৩ অনুযায়ী কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test এ উত্তীর্ণ হতে হবে।
বেতন স্কেল)ঃ ৯৩০০-২২৪৯০ টাকা।
গ্রেডঃ ১৬
বয়সঃ ১৮-৩০ বৎসর (বীর মুক্তিযােদ্ধা/শহিদ বীর মুক্তিযােদ্ধার সন্তান এবং প্রতিবন্ধীদের ক্ষেত্রে ৩২ বৎসর)।
যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেনঃ জামালপুর, চাঁদপুর, রাজশাহী, সিরাজগঞ্জ, নাটোর, বগুড়া, রংপুর, ঠাকুরগাঁও এবং পটুয়াখালী জেলা ব্যতীত দেশের সকল জেলার প্রার্থীগন আবেদন করতে পারবেন। এছাড়া সকল বিভাগের সকল জেলার শারীরিক প্রতিবন্ধী ও এতিম প্রার্থীগন আবেদন করতে পারবেন।

03. চাকরির (পদের) নামঃ অফিস সহায়ক
পদের সংখ্যাঃ ০৩ (তিন) টি।
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(১) যে কোন স্বীকৃত বাের্ড হতে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং
(২) তপশিল-৫ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন স্কেল)ঃ ৮২৫০-২০০১০ টাকা।
গ্রেডঃ ২০
বয়সঃ ১৮-৩০ বৎসর (বীর মুক্তিযােদ্ধা/শহিদ বীর মুক্তিযােদ্ধার সন্তান এবং প্রতিবন্ধীদের ক্ষেত্রে ৩২ বৎসর)।
যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেনঃ গাজীপুর, কিশােরগঞ্জ, শেরপুর চট্টগ্রাম, কুমিল্লা, চাঁদপুর, ফেনী,নোয়াখালী, খাগড়াছড়ি, রাজশাহী, জয়পুরহাট, নাটোর, বগুড়া, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, বাগেরহাট, মাগুরা এবং পিরােজপুর জেলা ব্যতীত দেশের সকল জেলার প্রার্থীগন আবেদন করতে পারবেন। এছাড়া সকল বিভাগের সকল জেলার শারীরিক প্রতিবন্ধী ও এতিম প্রার্থীগন আবেদন করতে পারবেন।

আবেদন পদ্ধতিঃ আগ্রহী প্রার্থীদেরকে http://highway.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদন শুরুঃ 10/11/2022 তারিখ সকাল ১০:০০ টা

আবেদন শেষঃ 30/11/2022 তারিখ বিকাল ০৫:০০ টা

মূল বিজ্ঞপ্তিটি নিচে দেখুন…

বাংলাদেশ পুলিশে নিয়োগ বিজ্ঞপ্তি Police Job Circular 2022
বাংলাদেশ পুলিশে নিয়োগ বিজ্ঞপ্তি Police Job Circular 2022
বাংলাদেশ পুলিশে নিয়োগ বিজ্ঞপ্তি Police Job Circular 2022


Post Related Things: BD Latest Jobs, police job circular 2022, বাংলাদেশ পুলিশ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২, বাংলাদেশ পুলিশ নিয়োগ ২০২২, পুলিশে নতুন নিয়োগ 2022, বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ ২০২২ কবে দিবে, police constable job circular 2022, পুলিশে নিয়োগ ২০২২, কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২, বাংলাদেশ পুলিশ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২, পুলিশ কনস্টেবল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২, পুলিশ কনস্টেবল নিয়োগ ২০২২, বাংলাদেশ পুলিশ নিয়োগ ২০২২ নতুন, bd police job circular 2022, বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ ২০২২ মাঠ কবে, পুলিশ নিয়োগ ২০২২, police job circular 2022, police constable job circular 2022, bangladesh police constable job circular 2022, bd police job circular 2022, govt job circular 2022, police constable circular 2022, bangladesh police job circular 2022, jail police job circular 2022, bangladesh police jobs 2022, bd police constable job circular 2022, নতুন পুলিশ নিয়োগ ২০২২, bangladesh police job circular 2022, constable police jobs 2022, police sp office job circular 2022, bd job circular 2022
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url