আনসার ভিডিপিতে নিয়োগ বিজ্ঞপ্তি
আনসার ভিডিপিতে নিয়োগ বিজ্ঞপ্তি Ansar VDP Job Circular 2022

Ansar VDP Job Circular 2022: বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অন্যতম সহযোগী সাধারণ আনসার। বর্তমানে ৫১১৫ টি সংস্থায় অঙ্গীভূত রয়েছেন ৫৪১০৭ জন প্রশিক্ষিত সাধারণ আনসার সদস্য । উক্ত সদস্যবৃন্দ সমুদ্রবন্দর, বিমানবন্দর, পাওয়ার স্টেশন এর মত গুরুত্বপূর্ণ কেপিআই, মহানগরীতে ট্রাফিক কন্ট্রোল, শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, নৌ, রেল স্টেশন ও অন্যান্য গণ-পরিবহন এবং অন্যান্য সরকারী ও বেসরকারী স্থাপনার নিরাপত্তা দিয়ে আসছে। আপনিও সাধারণ অনসার মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করে আনসার বাহিনীর একজন গর্বিত সদস্য হতে পারেন। তাছাড়াও আপনি নিরাপত্তা সেবায় অংশগ্রহণের সুযােগ পেতে পারেন অঙ্গীভূত আনসার হিসেবে। আগ্রহী ও যােগ্য প্রার্থী হলে আপনিও অন-লাইনে আবেদন করবেন ও আপনাকে বাছাইয়ের জন্য নির্দিষ্ট তারিখ ও স্থানে সময়সূচি অনুযায়ী বাছাই কমিটির কাছে উপস্থিত হতে হবে। ১০ সপ্তাহ মেয়াদী সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে চুড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের। প্রার্থীদের নিম্নলিখিত যােগ্যতা থাকতে হবে । সরকারি এবং বেসরকারি সকল ধরনের চাকরির খবর সবার আগে পেতে ভিজিট করুন bdlatestjobs.com। নিচে বিস্তারিত (Ansar VDP Job Circular 2022) দেওয়া হলঃ
বয়সঃ ০৬/১১/২০২২ খ্রিষ্টাব্দ হতে ১২/১১/২০২২ খ্রিষ্টাব্দ এর মধ্যে নূন্যতম বয়স ১৮ বছর এবং সর্বোচ্চ বয়স ৩০ বছর।
শিক্ষাগত যােগ্যতাঃ নূন্যতম জেএসসি বা সমমান পাশ |
শারীরিক যােগ্যতাঃ উচ্চতা - সর্বনিম্ন ৫ ফুট ৪ ইঞ্চি, বুকের মাপ - ৩০/৩২ ইঞ্চি, দৃষ্টিশক্তি - ৬/৬, কোন দুরারােগ্য ব্যাধি থাকলে প্রার্থীকে প্রাথমিক বাছাই-এ নির্বাচন করা হবে না।
অগ্রাধিকারঃ অধিক উচ্চতা, শহীদ পরিবার, ক্রীড়া ও সংস্কৃতি ক্ষেত্রে অধিক যােগ্যতা সম্পন্ন, (ভিডিপি/টিডিপি) মৌলিক প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থকে অগ্রাধিকার দেয়া হবে।
জাতীয়তাঃ বাংলাদেশী
অন-লাইন রেজিস্ট্রেশন পদ্ধতিঃ
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ওয়েব সাইট (www.ansarvdp.gov.bd) এ 'সাধারণ আনসার (পুরুষ) মৌলিক প্রশিক্ষণের জন্য আবেদন’ লিংকে ক্লিক করে আবেদনপত্র পূরণ করে সাবমিট করা যাবে যে কোন অন-লাইন সুবিধা সম্পন্ন কম্পিউটার থেকে। উক্ত লিংকটি ০৬/১১/২০২২ খ্রিঃ রাত ১২ টা থেকে ১২/১১/২০২২ খ্রিঃ রাত ১১.৫৯ টা পর্যন্ত ওপেন থাকবে। টাকা জমা দেওয়ার শেষ সময় ১২/১১/২০২২ খ্রিঃ সন্ধ্যা ০৬.০০ টা পর্যন্ত। অনলাইনে প্রদর্শিত মানি ট্রান্সফার পদ্ধতি (নগদ) এর মাধ্যমে রেজিস্ট্রেশন এর জন্য অফেরতযােগ্য ২০০ (দুইশত) টাকা জমা দিতে হবে। আবেদনপত্র দাখিল ও ফি পরিশােধ করতে কোন ধরনের সমস্যা হলে পরামর্শের জন্য ০৯৬৪৩২০৭০০৪ নম্বরে কল করা যাবে। রেজিস্ট্রেশন সম্পন্ন হলে বাছাইয়ের সময় অবশ্যই তা প্রদর্শনের জন্য প্রবেশপত্রটি প্রিন্ট করে সংরক্ষণ করতে হবে।
যাচাই-বাছাইয়ে অংশগ্রহণের জন্য প্রয়ােজনীয় কাগজপত্র
(ক) শিক্ষাগত যােগ্যতার মূল সনদপত্র ।
(খ) জাতীয় পরিচয়পত্রের মূল কপি।
(গ) চারিত্রিক সনদপত্রের মূল কপি।
(ঘ) নাগরিকত্ব সনদপত্রের মূল কপি।
(ঙ) অনলাইন রেজিস্ট্রেশনের পর ডাউনলোডকৃত প্রবেশপত্রের মূল কপি।
(চ) সকল ডকুমেন্টের সত্যায়িত ফটোকপি (গেজেটেড অফিসার কর্তৃক)।
(ছ) সদ্যতােলা ০৪ (চার) কপি পাসপাের্ট সাইজের রঙ্গিন ছবি (গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত)।
(জ) প্রার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের জন্য কলম, পেন্সিল, স্কেল ও ক্লিপবাের্ড সঙ্গে আনতে হবে।
অঙ্গীভূত হওয়ার পর সুযােগ-সুবিধা ঃ
(ক) প্রশিক্ষণ শেষে অঙ্গীভূত হলে মাসিক পার্বত্য এলাকায় ১৭,৪০০ টাকা ও সমতল এলাকায় ১৬,২০০ টাকা ভাতা প্রাপ্য হবেন।
(খ) বছরে ১০,০০০ টাকা হারে দুটি উৎসব ভাতা প্রাপ্য হবেন।
(গ) ভর্তুকি মূল্যে দুই ইউনিট রেশন প্রদান করা হবে।
(ঘ) ছয় লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে কর্তব্যরত অবস্থায় মৃত্যুবরণ করলে এবং তিন লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে স্থায়ী পঙ্গুত্ববরণ করলে।
আবেদন শুরুঃ 06/11/2022 তারিখ
আবেদন শেষঃ 12/11/2022 তারিখ রাত ১১:৫৯ মিনিট
মূল বিজ্ঞপ্তিটি নিচে দেখুন…
Post Related Things: BD Latest Jobs, বাংলাদেশ সাধারণ আনসার নিয়োগ বিজ্ঞপ্তি, ansar vdp job circular 2022, বাংলাদেশ সাধারণ আনসার নতুন নিয়োগ, বাংলাদেশ সাধারণ আনসার বিজ্ঞপ্তি, আনসার ভিডিপি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২, আনসার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২, ansar vdp new circular 2022, আনসার ভিডিপি নিয়োগ 2022, ব্যাটালিয়ান আনসার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২, বাংলাদেশ আনসার ব্যাটালিয়ন নিয়োগ বিজ্ঞপ্তি 2022, আনসার ভিডিপির নিয়োগ ২০২২, ansar vdp training circular 2022, বাংলাদেশ সাধারণ আনসার যোগ দিন, ansar vdp job circular 2022, ansar vdp new circular 2022, bangladesh ansar battalion job circular 2022, ansar vdp training circular 2022, bangladesh ansar vdp job circular 2022, bangladesh battalion job circular 2022, answer battalion circular 2022, ansar job circular 2022, ansar battalion job circular 2022, ansar job 2022, bangladesh ansar job circular 2022, job circular 2022, bangladesh answer battalion circular 2022, bangladesh ansar battalion job circular