BANSDOC Job Circular 2022
বাংলাদেশ ন্যাশনাল সায়েন্টিফিক অ্যান্ড টেকনিক্যাল ডকুমেন্টেশন সেন্টার নিয়োগ - BANSDOC Job Circular 2022

বাংলাদেশ ন্যাশনাল সায়েন্টিফিক অ্যান্ড টেকনিক্যাল ডকুমেন্টেশন সেন্টার নিয়োগ বিজ্ঞপ্তিঃ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ ন্যাশনাল সায়েন্টিফিক অ্যান্ড টেকনিক্যাল ডকুমেন্টেশন সেন্টার (ব্যান্সডক)-এর নিম্নবর্ণিত স্থায়ী পদসমূহে অস্থায়ীভাবে নিয়োগের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে (Online) অনলাইনে দরখাস্ত আহবান করা যাচ্ছে। যোগ্যতা ও আগ্রহ থাকলে আবেদন করতে পারবেন আপনিও। নারী ও পুরুষ উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন। সরকারি এবং বেসরকারি সকল ধরনের চাকরির খবর সবার আগে পেতে ভিজিট করুন bdlatestjobs.com। নিচে বিস্তারিত (BANSDOC Job Circular 2022) দেওয়া হলঃ
BANSDOC Job Circular 2022 - বাংলাদেশ ন্যাশনাল সায়েন্টিফিক অ্যান্ড টেকনিক্যাল ডকুমেন্টেশন সেন্টার নিয়োগ
01. চাকরির (পদের) নামঃ সায়েন্টিফিক অফিসারপদের সংখ্যাঃ ০১ (এক) টি
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) যে কোন স্বীকৃত ইউনিভার্সিটি হতে পদার্থ বিজ্ঞান, ফলিত পদার্থ বিজ্ঞান, পরিসংখ্যান, রসায়ন অথবা ব্যবসা প্রশাসনে স্নাতকোত্তর অথবা সমমানের ডিগ্রি;
(খ) স্নাতকোত্তর পর্যন্ত পরীক্ষায় অন্যূন ২ (দুই) টি প্রথম বিভাগ, শ্রেণি অথবা সমমানের সিজিপিএ থাকতে হবে; এবং
(গ) কম্পিউটার পরিচালনায় দক্ষতা।
বেতন (স্কেল)ঃ ২২০০০-৫৩০৬০ টাকা।
গ্রেডঃ ৯ম
02. চাকরির (পদের) নামঃ একাউন্টস্ অফিসার
পদের সংখ্যাঃ ০১ (এক) টি
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) যে কোন স্বীকৃত ইউনিভার্সিটি হতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রিসহ কোন প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট কাজে অন্যূন ৫ (পাঁচ) বৎসরের অভিজ্ঞতা।
বেতন (স্কেল)ঃ ২২০০০-৫৩০৬০ টাকা।
গ্রেডঃ ৯ম
03. চাকরির (পদের) নামঃ ফটোগ্রাফিক সহকারী
পদের সংখ্যাঃ ০১ (এক) টি
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) যে কোন স্বীকৃত বোর্ড হতে এইচএসসি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ ফটোগ্রাফিক কাজে অন্যূন ৩ (তিন) বৎসরের চাকুরির অভিজ্ঞতা।
বেতন (স্কেল)ঃ ১১০০০-২৬৫৯০ টাকা।
গ্রেডঃ ১৩তম
04. চাকরির (পদের) নামঃ টেকনিশিয়ান
পদের সংখ্যাঃ ০১ (এক) টি
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) যে কোন স্বীকৃত বোর্ড হতে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ অথবা কোন স্বীকৃত ইনস্টিটিউট হইতে সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা।
বেতন (স্কেল)ঃ ১১০০০-২৬৫৯০ টাকা।
গ্রেডঃ ১৩তম
05. চাকরির (পদের) নামঃ কম্পিউটার অপারেটর
পদের সংখ্যাঃ ০১ (এক) টি
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) অথবা সমমানের ডিগ্রি এবং
(খ) কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে ৩০ শব্দ এবং বাংলায় ২৫ শব্দের গতি (প্রতি মিনিটে) সহ সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test এ উত্তীর্ণ হতে হবে।
বেতন (স্কেল)ঃ ১১০০০-২৬৫৯০ টাকা।
গ্রেডঃ ১৩তম
06. চাকরির (পদের) নামঃ সর্টার
পদের সংখ্যাঃ 02 (দুই) টি
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) যে কোন স্বীকৃত বোর্ড হতে এইচএসসি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ গ্রন্থাগার বিজ্ঞানে সার্টিফিকেট কোর্স এ সনদপ্রাপ্ত এবং
(খ) কোন গ্রন্থাগারে অন্যূন ৫ (পাঁচ) বৎসরের চাকুরির অভিজ্ঞতা।
বেতন (স্কেল)ঃ ৯৩০০-২২৪৯০ টাকা।
গ্রেডঃ ১৬তম
07. চাকরির (পদের) নামঃ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদের সংখ্যাঃ ০১ (এক) টি
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) যে কোন স্বীকৃত বোর্ড হতে এইচএসসি অথবা সমমানের শিক্ষাগত যোগ্যতা এবং
(খ) কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদির সর্বনিম্ন গতি বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে।
বেতন (স্কেল)ঃ ৯৩০০-২২৪৯০ টাকা।
গ্রেডঃ ১৬তম
08. চাকরির (পদের) নামঃ ইলেকট্রিশিয়ান
পদের সংখ্যাঃ ০১ (এক) টি
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) যে কোন স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএসহ বিজ্ঞানে এসএসসি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং
(খ) যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান হতে ইলেকট্রিক্যাল বিষয়ে ২ (দুই) বৎসরের ট্রেড কোর্সে উত্তীর্ণসহ সংশ্লিষ্ট কাজে অন্যূন ২ (দুই) বৎসরের বাস্তব কর্ম অভিজ্ঞতা। তবে শর্ত থাকে যে, 'ক' অথবা 'খ' শ্রেণির লাইসেন্সধারী ইলেকট্রিশিয়ান অগ্রাধিকার পাবেন।
বেতন (স্কেল)ঃ ৯৩০০-২২৪৯০ টাকা।
গ্রেডঃ ১৬তম
09. চাকরির (পদের) নামঃ পিএবিএক্স অপারেটর
পদের সংখ্যাঃ ০১ (এক) টি
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) যে কোন স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞানে এইচএসসি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন (স্কেল)ঃ ৯৩০০-২২৪৯০ টাকা।
গ্রেডঃ ১৬তম
10. চাকরির (পদের) নামঃ সিনিয়র রেকর্ড কিপার
পদের সংখ্যাঃ 02 (দুই) টি
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) যে কোন স্বীকৃত বোর্ড হতে এসএসসি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ কোন গ্রন্থাগারে অন্যূন ৫ (পাঁচ) বৎসরের চাকুরির অভিজ্ঞতা।
বেতন (স্কেল)ঃ ৯০০০-২১৮০০ টাকা।
গ্রেডঃ ১৭ তম
11. চাকরির (পদের) নামঃ ফটোকপি অপারেটর
পদের সংখ্যাঃ ০১ (এক) টি
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) যে কোন স্বীকৃত বোর্ড হতে এসএসসি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ ফটোকপি মেশিন চালনায় ০২ (দুই) বৎসরের বাস্তব অভিজ্ঞতা।
বেতন (স্কেল)ঃ ৮৮০০-২১৩১০ টাকা।
গ্রেডঃ ১৮ তম
12. চাকরির (পদের) নামঃ ফটোগ্রাফিক এ্যাটেনডেন্ট
পদের সংখ্যাঃ ০১ (এক) টি
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) যে কোন স্বীকৃত বোর্ড হতে এসএসসি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন (স্কেল)ঃ ৮২৫০-২০০১০ টাকা।
গ্রেডঃ ২০ তম
13. চাকরির (পদের) নামঃ অফিস সহায়ক
পদের সংখ্যাঃ 05 (পাঁচ) টি
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) যে কোন স্বীকৃত বোর্ড হতে এসএসসি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন (স্কেল)ঃ ৮২৫০-২০০১০ টাকা।
গ্রেডঃ ২০ তম
14. চাকরির (পদের) নামঃ মালি
পদের সংখ্যাঃ ০১ (এক) টি
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) যে কোন স্বীকৃত বোর্ড হতে জেএসসি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
(খ) সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতাসম্পন্নদের অগ্রাধিকার দেয়া হবে।
বেতন (স্কেল)ঃ ৮২৫০-২০০১০ টাকা।
গ্রেডঃ ২০ তম
14. চাকরির (পদের) নামঃ পরিচ্ছন্নতা কর্মী
পদের সংখ্যাঃ ০১ (এক) টি
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) যে কোন স্বীকৃত বোর্ড হতে জেএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। তবে শর্ত থাকে যে, মোট পদের শতকরা ৮০ ভাগ পদ জাত হরিজনদের জন্য বরাদ্দ থাকবে;
(খ) আরও শর্ত থাকে যে, জাত হরিজন প্রার্থী না পাওয়া গেলে সে সকল পদ সাধারণ প্রার্থীদের দ্বারা পুরণ করা হবে।
বেতন (স্কেল)ঃ ৮২৫০-২০০১০ টাকা।
গ্রেডঃ ২০ তম
অনলাইনে আবেদন শুরুর তারিখঃ ০১ ডিসেম্বর ২০২২, সকাল ১০:০০ ঘটিকা।
অনলাইনে আবেদনের শেষ তারিখঃ 15 ডিসেম্বর ২০২২, বিকাল ০৫:০০ ঘটিকা।
আবেদন পদ্ধতিঃ আগ্রহী প্রার্থীদেরকে http://bansdoc.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।
মূল বিজ্ঞপ্তিটি নিচে দেখুন…
