বেপজা পাবলিক স্কুল ও কলেজে নিয়োগ
বেপজা পাবলিক স্কুল ও কলেজে নিয়োগ Bepza Public School and College Job Circular 2022

বেপজা পাবলিক স্কুল ও কলেজে নিয়োগ বিজ্ঞপ্তিঃ বেপজা পাবলিক স্কুল ও কলেজ চট্টগ্রাম ইপিজেডের নিম্নবর্ণিত পদসমূহে পূর্ণকালীন নিয়ােগের লক্ষ্যে বিধি অনুযায়ী এবং শর্ত সাপেক্ষে বাংলাদেশী প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। ডাকযোগে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন আহবান করা যাচ্ছে। ডাকযোগ ব্যতীত অন্য কোন মাধ্যমে প্রেরিত আবেদন গ্রহণ করা হবে না। বেপজা পাবলিক স্কুল ও কলেজে মোট 07 জনকে নিয়োগ দেবে 07 টি পদে। যোগ্যতা ও আগ্রহ থাকলে আবেদন করতে পারবেন আপনিও। নারী ও পুরুষ উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন। সরকারি এবং বেসরকারি সকল ধরনের চাকরির খবর সবার আগে পেতে ভিজিট করুন bdlatestjobs.com। নিচে বিস্তারিত (Bepza Public School and College Job Circular 2022) দেওয়া হলঃ
01. চাকরির (পদের) নামঃ প্রদর্শক (কম্পিউটার/আই.সি.টি)
পদের সংখ্যাঃ ০১টি
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) কম্পিউটার বিজ্ঞান/কম্পিউটার ইঞ্জিনিয়ারিং/তথ্য প্রযুক্তি (আই.টি.)/তথ্য ও যােগাযােগ প্রযুক্তি বিষয়ে স্নাতক (সম্মান)/সমমান।
অথবা
(খ) বাংলাদেশ কারিগরি শিক্ষা বাের্ড হতে ৩ (তিন) বছর মেয়াদি ডিপ্লোমা-ইন-কম্পিউটার সায়েন্স ডিগ্রি।
বেতন স্কেল)ঃ ১৬০০০-৩৮৬৪০ টাকা ও ১২৫০০-৩০২৩০ টাকা
গ্রেডঃ ১০ ও ১১
সর্বোচ্চ বয়সসীমাঃ 35 বৎসর
02. চাকরির (পদের) নামঃ সহকারী শিক্ষক (বাংলা)
পদের সংখ্যাঃ ০১টি
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
ক) স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে ৪ বছরের অনার্স ডিগ্রি/৩ বছরের অনার্সসহ স্নাতকোত্তর ডিগ্রি/স্নাতক পর্যায়ে ন্যূনতম ৩০০ নম্বরের বাংলাসহ স্নাতক ডিগ্রি ও বিএড ডিগ্রি/সমমান।
অথবা
খ) স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে ৪ বছরের অনার্স ডিগ্রি/৩ বছরের অনার্সসহ স্নাতকোত্তর ডিগ্রি/স্নাতক পর্যায়ে ন্যূনতম ৩০০ নম্বরের বাংলাসহ স্নাতক ডিগ্রি।
বেতন স্কেল)ঃ ১৬০০০-৩৮৬৪০ টাকা ও ১২৫০০-৩০২৩০ টাকা
গ্রেডঃ ১০ ও ১১
সর্বোচ্চ বয়সসীমাঃ 35 বৎসর
03. চাকরির (পদের) নামঃ সহকারী শিক্ষক (গণিত)
পদের সংখ্যাঃ ০১টি
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
ক) স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে ৪ বছরের অনার্স ডিগ্রি/ ৩ বছরের অনার্সসহ স্নাতকোত্তর ডিগ্রি/গণিতসহ বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি ও বিএড ডিগ্রি/সমমান।
অথবা
খ) স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে ৪ বছরের অনার্স ডিগ্রি /৩ বছরের অনার্সসহ স্নাতকোত্তর ডিগ্রি/গণিতসহ বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি।
বেতন স্কেল)ঃ ১৬০০০-৩৮৬৪০ টাকা ও ১২৫০০-৩০২৩০ টাকা
গ্রেডঃ ১০ ও ১১
সর্বোচ্চ বয়সসীমাঃ 35 বৎসর
04. চাকরির (পদের) নামঃ সহকারী শিক্ষক (জীববিজ্ঞান)
পদের সংখ্যাঃ ০১টি
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
ক) স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে ৪ বছরের অনার্স ডিগ্রি/৩ বছরের অনার্সসহ স্নাতকোত্তর ডিগ্রি/ প্রাণিবিজ্ঞান বা উদ্ভিদ বিজ্ঞানসহ স্নাতক ডিগ্রি ও বিএড ডিগ্রি/সমমান।
অথবা
খ) স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে ৪ বছরের অনার্স ডিগ্রি/৩ বছরের অনার্সসহ স্নাতকোত্তর ডিগ্রি/ প্রাণিবিজ্ঞান বা উদ্ভিদ বিজ্ঞানসহ স্নাতক ডিগ্রি।
বেতন স্কেল)ঃ ১৬০০০-৩৮৬৪০ টাকা ও ১২৫০০-৩০২৩০ টাকা
গ্রেডঃ ১০ ও ১১
সর্বোচ্চ বয়সসীমাঃ 35 বৎসর
05. চাকরির (পদের) নামঃ সহকারী শিক্ষক (পদার্থবিজ্ঞান)
পদের সংখ্যাঃ ০১টি
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
ক) স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে ৪ বছরের অনার্স ডিগ্রি/ ৩ বছরের অনার্সসহ স্নাতকোত্তর ডিগ্রি/পদার্থ বিজ্ঞানসহ বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি ও বিএড ডিগ্রি/সমমান।।
অথবা
খ) স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে ৪ বছরের অনার্স ডিগ্রি/ ৩ বছরের অনার্সসহ স্নাতকোত্তর ডিগ্রি/পদার্থ বিজ্ঞানসহ বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি।
বেতন স্কেল)ঃ ১৬০০০-৩৮৬৪০ টাকা ও ১২৫০০-৩০২৩০ টাকা
গ্রেডঃ ১০ ও ১১
সর্বোচ্চ বয়সসীমাঃ 35 বৎসর
06. চাকরির (পদের) নামঃ সহকারী শিক্ষক (ইসলাম ধর্ম ও নৈতিক শিক্ষা)
পদের সংখ্যাঃ ০১টি
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
ক) স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে ৪ বছরের অনার্স ডিগ্রি/ ৩ বছরের অনার্সসহ স্নাতকোত্তর ডিগ্রি/ফাজিল/কামিল ডিগ্রি ও বিএড ডিগ্রি/সমমান।
অথবা
খ) স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে ৪ বছরের অনার্স ডিগ্রি/ ৩ বছরের অনার্সসহ স্নাতকোত্তর ডিগ্রি/ ফাজিল/কামিল ডিগ্রি।
বেতন স্কেল)ঃ ১৬০০০-৩৮৬৪০ টাকা ও ১২৫০০-৩০২৩০ টাকা
গ্রেডঃ ১০ ও ১১
সর্বোচ্চ বয়সসীমাঃ 35 বৎসর
07. চাকরির (পদের) নামঃ অফিস সহকারী-কাম কম্পিউটার অপারেটর
পদের সংখ্যাঃ ০১টি
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
ক) শিক্ষা বাের্ড হতে এইচ.এস.সি/সমমানসহ সরকার অনুমােদিত প্রতিষ্ঠান হতে ০২ (দুই) বছর মেয়াদি কম্পিউটার ডিপ্লোমাধারী হতে হবে।
বেতন স্কেল)ঃ 9300 -22490 টাকা
গ্রেডঃ 16
সর্বোচ্চ বয়সসীমাঃ 35 বৎসর
মূল বিজ্ঞপ্তিটি নিচে দেখুন…