ডেলিভারি টাইগার -এ নিয়োগ বিজ্ঞপ্তি
ডেলিভারি টাইগার -এ নিয়োগ বিজ্ঞপ্তি Delivery Tiger Job Circular 2022

ডেলিভারি টাইগার -এ নিয়োগ বিজ্ঞপ্তিঃ কেরানীগঞ্জ এর জন্য ডেলিভারিম্যান ফ্রিলেন্সার (সাইকেল/বাইক রাইডার) নিয়োগ করবে ডেলিভারি টাইগার। ডেলিভারি টাইগারে কমিশনের টাকা জমা হবে অ্যাপতে, তুলতে পারবেন যখন খুশি তখন, প্রয়োজনে দিনে একাধিকবার কমিশনের টাকা তোলা যাবে। অপেক্ষা করার কোন প্রয়োজন নেই মাস কিংবা সপ্তাহ শেষ হওয়ার জন্য।
পদসংখ্যাঃ নির্দিষ্ট নয়
দ্বায়িত্বঃ
সাইকেল বা বাইক চালিয়ে পণ্য সংগ্রহ করা ও গ্রাহক এবং মার্চেন্টদের ডেলিভারি করা।
নিজস্ব বাইক অথবা সাইকেল থাকতে হবে।
অফিসে রিপোর্টিং টাইমঃ প্রতিদিন সকাল ৯ঃ৩০
প্রতিদিন কমপক্ষে ২৫ থেকে ৩০ টি অথবা এরচেয়ে বেশি পণ্য ডেলিভারি অথবা কালেকশন করা।
কর্মসংস্থানের ধরনঃ ফ্রিল্যান্স
কর্মস্থলঃ ঢাকা (দক্ষিণ কেরানীগঞ্জ, কেরানীগঞ্জ, )
অতিরিক্ত আবশ্যকঃ
বয়সঃ ১৮ থেকে ৩৫ বছর।
শুধুমাত্র পুরুষরা আবেদন করতে পারবেন।
এই মুহূর্তে শুধুমাত্র যারা ঢাকা সিটিতে অবস্থান করছেন তারাই আবেদন করতে পারবেন।
সহজ, ফুডপান্ডা , পাঠাও অথবা অন্য যেকোন ডেলিভারি কম্পানিতে কাজ করার অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয় হবে।
অবশ্যই স্মার্টফোন থাকতে হবে ও অপারেট করার দক্ষতা থাকতে হবে।
যদি স্মার্টফোন ও নিজস্ব সাইকেল না থাকে তাহলে আবেদন করার প্রয়োজন নেই।
বাংলা এবং ইংরেজিতে মৌলিক জ্ঞান থাকতে হবে।
উদ্যমী ও স্মার্ট হতে হবে।
জাতীয় পরিচয় পত্র অথবা পাসপোর্ট থাকতে হবে।
বেতনঃ
সাইকেল রাইডারঃ ৩০ টাকা করে কমিশন দেওয়া হবে (প্রতি ডেলিভারি বা কালেকশনতে)
বাইক রাইডারঃ ৩৫ টাকা করে কমিশন দেওয়া হবে (প্রতি ডেলিভারি বা কালেকশনতে)
অন্যান্য সুবিধাঃ
সাইকেল রাইডারদের জন্য প্রতিদিন ১০০ টাকা এলাউন্স
বাইক রাইডারদের জন্য প্রতিদিন ২০০ টাকা এলাউন্স
*শর্ত সাপেক্ষে
আবেদন করার আগে পড়ুনঃ
কালেক্টর / ফ্রীল্যান্সার ডেলিভারিম্যান / বাইক রাইডার পদে যোগ দেয়ার জন্য প্রয়োজনীয় সকল কাগজ পত্র সঙ্গে আনতে হবে।
১) ৩ (তিন) কপি পাসপোর্ট সাইজে ছবি।
২) ১ (এক) কপি জাতীয় পরিচয় পত্র অথবা স্মার্ট কার্ডের ফটোকপি।
৩) যিনি অভিভাবক আছেন তার জাতীয় পরিচয় পত্রের ফটোকপি অথবা পাসপোর্ট সাইজের ছবি ১ (এক) কপি।
৪) সকল সার্টিফিকেটের ফটোকপি। (যদি থাকে)
৫) বাইক রাইডার এর জন্য ড্রাইভিং লাইন্সেস এর ফটোকপি এবং বাইক এর প্রয়োজনীয় সকল কাগজপত্রের ফটোকপি।
৬) বিদ্যুৎ বিল এর ফটো কপি ।
আবেদন পদ্ধতিঃ
ওয়াক ইন ইন্টারভিউ এর জন্য সরাসরি সাক্ষাতের জন্য ১ (এক) কপি পাসপোর্ট সাইজ ছবি এবং ১ (এক) টি পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত সহ নিচের ঠিকানায় যোগাযোগ করতে হবে।
ডেলিভারি টাইগারঃ
বাড়ী - ১/১০ মায়ের আঁচল, ব্লক- এ, নিচ তলা, লালমাটিয়া, ঢাকা।
মোবাইলঃ 01682881919
আবেদনের শেষ তারিখঃ 25/11/2022
সাইকেল রাইডারঃ ৩০ টাকা করে কমিশন দেওয়া হবে (প্রতি ডেলিভারি বা কালেকশনতে)
বাইক রাইডারঃ ৩৫ টাকা করে কমিশন দেওয়া হবে (প্রতি ডেলিভারি বা কালেকশনতে)
অন্যান্য সুবিধাঃ
সাইকেল রাইডারদের জন্য প্রতিদিন ১০০ টাকা এলাউন্স
বাইক রাইডারদের জন্য প্রতিদিন ২০০ টাকা এলাউন্স
*শর্ত সাপেক্ষে
আবেদন করার আগে পড়ুনঃ
কালেক্টর / ফ্রীল্যান্সার ডেলিভারিম্যান / বাইক রাইডার পদে যোগ দেয়ার জন্য প্রয়োজনীয় সকল কাগজ পত্র সঙ্গে আনতে হবে।
১) ৩ (তিন) কপি পাসপোর্ট সাইজে ছবি।
২) ১ (এক) কপি জাতীয় পরিচয় পত্র অথবা স্মার্ট কার্ডের ফটোকপি।
৩) যিনি অভিভাবক আছেন তার জাতীয় পরিচয় পত্রের ফটোকপি অথবা পাসপোর্ট সাইজের ছবি ১ (এক) কপি।
৪) সকল সার্টিফিকেটের ফটোকপি। (যদি থাকে)
৫) বাইক রাইডার এর জন্য ড্রাইভিং লাইন্সেস এর ফটোকপি এবং বাইক এর প্রয়োজনীয় সকল কাগজপত্রের ফটোকপি।
৬) বিদ্যুৎ বিল এর ফটো কপি ।
আবেদন পদ্ধতিঃ
ওয়াক ইন ইন্টারভিউ এর জন্য সরাসরি সাক্ষাতের জন্য ১ (এক) কপি পাসপোর্ট সাইজ ছবি এবং ১ (এক) টি পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত সহ নিচের ঠিকানায় যোগাযোগ করতে হবে।
ডেলিভারি টাইগারঃ
বাড়ী - ১/১০ মায়ের আঁচল, ব্লক- এ, নিচ তলা, লালমাটিয়া, ঢাকা।
মোবাইলঃ 01682881919
আবেদনের শেষ তারিখঃ 25/11/2022
মূল বিজ্ঞপ্তিটি নিচে দেখুন…