ফরিদপুর পৌরসভা নিয়োগ বিজ্ঞপ্তি
ফরিদপুর পৌরসভা নিয়োগ বিজ্ঞপ্তি - Faridpur Pourashava Job Circular 2022

Faridpur Pourashava Job Circular 2022: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, পৌর-১ শাখা এর স্মারক নং ৪৬,০০,০০০০.০৬৩.১১.০০৮.২২- ১৪৮০, তারিখ : ২৪ কার্তিক ১৪২৯ বঙ্গাব্দ, ০৯ নভেম্বর ২০২২ এর ছাড়পত্রের আলোকে ফরিদপুর পৌরসভা কার্যালয়ে নিম্নবর্ণিত শূন্যপদ সমূহ অস্থায়ী ভিত্তিতে পূরণের নিমিত্তে নিম্নের শর্তানুযায়ী উপযুক্ত যোগ্যতা সম্পন্ন বাংলাদেশের প্রকৃত নাগরিকবৃন্দের নিকট হতে স্বহস্তে লিখিত আবেদন আহ্বান করা যাচ্ছে। যোগ্যতা ও আগ্রহ থাকলে আবেদন করতে পারবেন আপনিও। নারী ও পুরুষ উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন। সরকারি এবং বেসরকারি সকল ধরনের চাকরির খবর সবার আগে পেতে ভিজিট করুন bdlatestjobs.com। নিচে বিস্তারিত (ফরিদপুর পৌরসভা নিয়োগ বিজ্ঞপ্তি 2022) দেওয়া হলঃ
Faridpur Pourashava Job Circular 2022 - ফরিদপুর পৌরসভা নিয়োগ বিজ্ঞপ্তি
01. চাকরির (পদের) নামঃ সহকারী এ্যাসেসরবিবেচনাযোগ্য পদ সংখ্যাঃ ০১ (এক)টি ।
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) স্বীকৃত ইউনিভার্সিটি হইতে স্নাতক ডিগ্রি ।
বেতন (স্কেল)ঃ ৯৭০০-২৩৪৯০ টাকা।
গ্রেডঃ ১৫ তম
02. চাকরির (পদের) নামঃ সহকারী লাইসেন্স পরিদর্শক
বিবেচনাযোগ্য পদ সংখ্যাঃ ০১ (এক) টি ।
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) স্বীকৃত শিক্ষাবোর্ড হইতে এইচএসসি পাস অথবা সমমানের শিক্ষাগত যোগ্যতা ।
বেতন (স্কেল)ঃ ৯৩০০-২২৪৯০ টাকা।
গ্রেডঃ ১৬ তম
03. চাকরির (পদের) নামঃ সহকারী কর আদায়কারী
বিবেচনাযোগ্য পদ সংখ্যাঃ ০১ (এক) টি ।
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) স্বীকৃত ইউনিভার্সিটি হইতে স্নাতক ডিগ্রি।
বেতন (স্কেল)ঃ ৯৭০০-২৩৪৯০ টাকা।
গ্রেডঃ ১৫ তম
04. চাকরির (পদের) নামঃ হিসাব রক্ষক
বিবেচনাযোগ্য পদ সংখ্যাঃ ০১ (এক) টি ।
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) স্বীকৃত ইউনিভার্সিটি হইতে বাণিজ্যিক বিভাগে স্নাতক ডিগ্রি
(খ) হিসাবরক্ষণ কাজে ন্যূনতম ২ বৎসরের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হইবে।
বেতন (স্কেল)ঃ ১১০০০-২৬৫৯০ টাকা।
গ্রেডঃ ১৩ তম
05. চাকরির (পদের) নামঃ বাজার পরিদর্শক
বিবেচনাযোগ্য পদ সংখ্যাঃ ০১ (এক) টি ।
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) স্বীকৃত ইউনিভার্সিটি হইতে স্নাতক ডিগ্রি।
(খ) অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হইবে।
বেতন (স্কেল)ঃ ১০২০০-২৪৬৮০ টাকা।
গ্রেডঃ ১৪ তম
06. চাকরির (পদের) নামঃ কঞ্জারডেন্সী ইন্সপেক্টর
বিবেচনাযোগ্য পদ সংখ্যাঃ ০১ (এক) টি ।
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) স্বীকৃত শিক্ষাবোর্ড হইতে এইচ,এস,সি পাস।
(খ) কঞ্জারডেন্সী কাজে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হইবে ।
বেতন (স্কেল)ঃ ৯৭০০-২৩৪৯০ টাকা।
গ্রেডঃ ১৫ তম
07. চাকরির (পদের) নামঃ স্বাস্থ্য সহকারী
বিবেচনাযোগ্য পদ সংখ্যাঃ ০১ (এক) টি ।
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) স্বীকৃত শিক্ষাবোর্ড হইতে এইচ,এস,সি পাস (বিজ্ঞান/জীব বিজ্ঞানসহ)
(খ) বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হইবে।
বেতন (স্কেল)ঃ ৯৩০০-২২৪৯০ টাকা।
গ্রেডঃ ১৬ তম
08. চাকরির (পদের) নামঃ হিসাব সহকারী
বিবেচনাযোগ্য পদ সংখ্যাঃ ০১ (এক) টি ।
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) স্বীকৃত শিক্ষাবোর্ড হইতে এইচএসসি অথবা সমমানের পরীক্ষা পাস ।
বেতন (স্কেল)ঃ ৯৩০০-২২৪৯০ টাকা।
গ্রেডঃ ১৬ তম
09. চাকরির (পদের) নামঃ পাইপ লাইন মেকানিক
বিবেচনাযোগ্য পদ সংখ্যাঃ ০২ (দুই) টি ।
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) ৮ম শ্রেণি পাস।
(খ) সংশ্লিষ্ট কাজে ৩ বৎসরের বাস্তব অভিজ্ঞতা থাকিতে হবে।
বেতন (স্কেল)ঃ ৯০০০-২১৮০० টাকা।
গ্রেডঃ ১৭ তম
10. চাকরির (পদের) নামঃ নলকূপ মিস্ত্রি
বিবেচনাযোগ্য পদ সংখ্যাঃ ০১ (এক) টি ।
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) ৮ম শ্রেণি পাস।
(খ) পাম্প চালনা ও পানি সরবরাহের কাজে ৩ বৎসরের বাস্তব অভিজ্ঞতা থাকিতে হবে।
বেতন (স্কেল)ঃ ৯৩০০-২২৪৯০ টাকা।
গ্রেডঃ ১৬ তম
11. চাকরির (পদের) নামঃ স্টোরকিপার
বিবেচনাযোগ্য পদ সংখ্যাঃ ০১ (এক) টি ।
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) স্নাতক ডিগ্রিসহ স্টোর রক্ষণাবেক্ষণে ৩ বৎসরের বাস্তব অভিজ্ঞতা
বেতন (স্কেল)ঃ ৯৭০০-২৩৪৯০ টাকা।
গ্রেডঃ ১৫ তম
12. চাকরির (পদের) নামঃ কার্য সহকারী
বিবেচনাযোগ্য পদ সংখ্যাঃ ০১ (এক) টি ।
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) সংশ্লিষ্ট ক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতাসহ স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে এইচএসসি পাশ অথবা সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকিতে হইবে ।
বেতন (স্কেল)ঃ ৯৩০০-২২৪৯০ টাকা।
গ্রেডঃ ১৬ তম
13. চাকরির (পদের) নামঃ বিদ্যুৎ মিস্ত্রি
বিবেচনাযোগ্য পদ সংখ্যাঃ ০১ (এক) টি ।
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) স্বীকৃত শিক্ষাবোর্ড হইতে এসএসসি অথবা সমমানের শিক্ষাগত যোগ্যতাসহ সংশ্লিষ্ট কোর্সে বি-সেকশন লাইসেন্সধারী হইতে হইবে।
বেতন (স্কেল)ঃ ৯৩০০-২২৪৯০ টাকা।
গ্রেডঃ ১৬ তম
14. চাকরির (পদের) নামঃ লাইনম্যান
বিবেচনাযোগ্য পদ সংখ্যাঃ ০১ (এক) টি ।
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) স্বীকৃত প্রতিষ্ঠান হইতে বৈদ্যুতিক সংযোগ কাজে প্রশিক্ষণ কোর্সের সনদপত্র প্রাপ্ত।
(খ) অবশ্যই বি -শ্রেণির বৈদ্যুতিক ওয়ার্ক পারমিট থাকিতে হইবে।
(গ) ন্যূনতম ৮ম শ্রেণি পাস হইতে হইবে।
বেতন (স্কেল)ঃ ৮৮০০- ২১৩১০ টাকা।
গ্রেডঃ ১৮ তম
15. চাকরির (পদের) নামঃ ট্রাক চালক
বিবেচনাযোগ্য পদ সংখ্যাঃ ০২ (দুই) টি ।
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) ৮ম শ্রেণি পাশসহ যানবাহন চালকের বৈধ লাইসেন্স এবং সংশ্লিষ্ট বিষয়ে ৩ বৎসরের বাস্তব অভিজ্ঞতা থাকিতে হইবে।
বেতন (স্কেল)ঃ ৯৭০০-২৩৪৯০ টাকা।
গ্রেডঃ ১৫ তম
আবেদন পাঠানোর শেষ তারিখঃ 29/12/2022 বিকাল ৫.০০ ঘটিকা
মূল বিজ্ঞপ্তিটি নিচে দেখুন……