বন অধিদপ্তর নিয়ােগ বিজ্ঞপ্তি
Forest Department Job Circular 2022 বন অধিদপ্তর নিয়ােগ বিজ্ঞপ্তি
বন অধিদপ্তর নিয়ােগ বিজ্ঞপ্তিঃ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের আওতাধীন বন অধিদপ্তরের নিম্নবর্ণিত রাজস্ব খাতভূক্ত শূণ্য পদসমূহে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিয়ােগের জন্য প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হইতে অনলাইনে পূরণকৃত আবেদনপত্র আহবান করা যাইতেছে। অনলাইন (Online) ব্যতীত কোন আবেদন গ্রহণ করা হইবে না। বন অধিদপ্তর মোট 275 জনকে নিয়োগ দেবে 09 টি পদে। যোগ্যতা ও আগ্রহ থাকলে আবেদন করতে পারবেন আপনিও। নারী ও পুরুষ উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন। সরকারি এবং বেসরকারি সকল ধরনের চাকরির খবর সবার আগে পেতে ভিজিট করুন bdlatestjobs.com। নিচে বিস্তারিত (বন অধিদপ্তর নিয়ােগ বিজ্ঞপ্তি) দেওয়া হলঃ
01. চাকরির (পদের) নামঃ ইঞ্জিন ড্রাইভার/ইঞ্জিনম্যান
পদের সংখ্যাঃ ১৩ (তেরাে) টি
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) যে কোন স্বীকৃত বাের্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ (দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ সহ);
(খ) দ্বিতীয় শ্রেণির ইঞ্জিন ড্রাইভার যােগ্যতা সনদ; এবং
(গ) “বন অধিদপ্তরের কর্মচারী নিয়ােগ সংক্রান্ত বিধিমালা, ২০১৯” এর তফসিল ২ মোতাবেক গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন স্কেল)ঃ ১১৩০০-২৭৩০০ টাকা।
গ্রেডঃ ১২
যেসকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেনঃ ফরিদপুর, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বাগেরহাট, নড়াইল, বরিশাল, ঝালকাঠী ও পিরােজপুর ব্যতীত সকল জেলার প্রার্থীগণ আবেদন করিতে পারিবেন। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থী আবেদন করিতে পারিবেন।
02. চাকরির (পদের) নামঃ সাঁটমুদ্রাক্ষরিক-কাম- কম্পিউটার অপারেটর
পদের সংখ্যাঃ ১৩ (তেরাে) টি
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) যে কোন স্বীকৃত ইউনিভার্সিটি থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি; এবং
(খ) “বন অধিদপ্তরের কর্মচারী নিয়ােগ সংক্রান্ত বিধিমালা, ২০১৯” এর তফসিল ২ ও ৪ মোতাবেক গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন স্কেল)ঃ ১০,২০০-২৪৬৮০ টাকা।
গ্রেডঃ ১৪
যেসকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেনঃ ফরিদপুর, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বাগেরহাট, নড়াইল, বরিশাল, ঝালকাঠী ও পিরােজপুর ব্যতীত সকল জেলার প্রার্থীগণ আবেদন করিতে পারিবেন। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থী আবেদন করিতে পারিবেন।
03. চাকরির (পদের) নামঃ বেতারযন্ত্র চালক/ ওয়ারলেস অপারেটর
পদের সংখ্যাঃ ০৯ (নয়) টি
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) (অ) যে কোন স্বীকৃত বাের্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ (বিজ্ঞান বিভাগে);
(আ) সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড কোর্স উত্তীর্ণ;
অথবা
প্রতিরক্ষা বাহিনীর সিগন্যাল কোরের অবসরপ্রাপ্ত সদস্য; এবং
(খ) “বন অধিদপ্তরের কর্মচারী নিয়ােগ সংক্রান্ত বিধিমালা, ২০১৯” এর তফসিল ২ মোতাবেক গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন স্কেল)ঃ ১০,২০০-২৪৬৮০ টাকা।
গ্রেডঃ ১৪
যেসকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেনঃ ফরিদপুর, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বাগেরহাট, নড়াইল, বরিশাল, ঝালকাঠী ও পিরােজপুর ব্যতীত সকল জেলার প্রার্থীগণ আবেদন করিতে পারিবেন। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থী আবেদন করিতে পারিবেন।
04. চাকরির (পদের) নামঃ উচ্চমান সহকারী
পদের সংখ্যাঃ ০৩(তিন) টি
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) যে কোন স্বীকৃত ইউনিভার্সিটি হইতে স্নাতক বা সমমানের ডিগ্রি; এবং
(খ) “বন অধিদপ্তরের কর্মচারী নিয়ােগ সংক্রান্ত বিধিমালা, ২০১৯” এর তফসিল ২ মোতাবেক গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন স্কেল)ঃ ৯,৭০০-২৩,৪৯০ টাকা।
গ্রেডঃ ১৫
যেসকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেনঃ ফরিদপুর, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বাগেরহাট, নড়াইল, বরিশাল, ঝালকাঠী ও পিরােজপুর ব্যতীত সকল জেলার প্রার্থীগণ আবেদন করিতে পারিবেন। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থী আবেদন করিতে পারিবেন।
05. চাকরির (পদের) নামঃ সারেং
পদের সংখ্যাঃ ১৫ (পনেরাে) টি
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) যে কোন স্বীকৃত বাের্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ;
(খ) নৌ পরিবহন অধিদপ্তর কর্তৃক প্রদত্ত দ্বিতীয় শ্রেণির মাস্টার যােগ্যতা সনদপত্র এবং
(খ) “বন অধিদপ্তরের কর্মচারী নিয়ােগ সংক্রান্ত বিধিমালা, ২০১৯” এর তফসিল ৩ মোতাবেক গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন স্কেল)ঃ ৯,৭০০-২৩,৪৯০ টাকা।
গ্রেডঃ ১৫
যেসকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেনঃ ফরিদপুর, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বাগেরহাট, নড়াইল, বরিশাল, ঝালকাঠী ও পিরােজপুর ব্যতীত সকল জেলার প্রার্থীগণ আবেদন করিতে পারিবেন। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থী আবেদন করিতে পারিবেন।
06. চাকরির (পদের) নামঃ অফিস সহকারী-কাম- কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদের সংখ্যাঃ ১৬৯ (একশত উনসত্তর) টি
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) যে কোন স্বীকৃত বাের্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং
(খ) “বন অধিদপ্তরের কর্মচারী নিয়ােগ সংক্রান্ত বিধিমালা, ২০১৯” এর তফসিল ২ ও ৫ মোতাবেক গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন স্কেল)ঃ ৯,৩০০-২২,৪৯০ টাকা।
গ্রেডঃ ১৬
যেসকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেনঃ ফরিদপুর, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বাগেরহাট, নড়াইল, বরিশাল, ঝালকাঠী ও পিরােজপুর ব্যতীত সকল জেলার প্রার্থীগণ আবেদন করিতে পারিবেন। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থী আবেদন করিতে পারিবেন।
07. চাকরির (পদের) নামঃ ডাটা এন্ট্রি অপারেটর
পদের সংখ্যাঃ ০৭ (সাত) টি
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) যে কোন স্বীকৃত বাের্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ;
(খ) “সরকারি নিয়ােগ বিধিমালা ২০১৯” এর তফসিল ৩ অনুযায়ী গৃহীত কম্পিউটার পার্সোনেল পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন স্কেল)ঃ ৯,৩০০-২২,৪৯০ টাকা।
গ্রেডঃ ১৬
যেসকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেনঃ ফরিদপুর, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বাগেরহাট, নড়াইল, বরিশাল, ঝালকাঠী ও পিরােজপুর ব্যতীত সকল জেলার প্রার্থীগণ আবেদন করিতে পারিবেন। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থী আবেদন করিতে পারিবেন।
08. চাকরির (পদের) নামঃ গাড়ী চালক
পদের সংখ্যাঃ ২৯ (ঊনত্রিশ) টি
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অষ্টম শ্রেণি অথবা যে কোন স্বীকৃত বাের্ড থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ;
(খ) বৈধ ড্রাইভিং লাইসেন্স (বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত);
(গ) ভারী বা হালকা যানবাহন চালনায় পারদর্শী; এবং
(ঘ) “বন অধিদপ্তরের কর্মচারী নিয়ােগ সংক্রান্ত বিধিমালা, ২০১৯” এর তফসিল ৩ মোতাবেক গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন স্কেল)ঃ ৯,৩০০-২২,৪৯০ টাকা।
গ্রেডঃ ১৬
যেসকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেনঃ ফরিদপুর, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বাগেরহাট, নড়াইল, বরিশাল, ঝালকাঠী, পিরােজপুর ব্যতীত সকল জেলার প্রার্থীগণ আবেদন করিতে পারিবেন। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থী আবেদন করিতে পারিবেন।
09. চাকরির (পদের) নামঃ স্পিড বােট ড্রাইভার
পদের সংখ্যাঃ ১৭ (সতেরাে) টি
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) (অ) যে কোন স্বীকৃত বাের্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ;
(আ) স্পীড বােট ড্রাইভার হিসেবে ০৩ (তিন) বৎসরের অভিজ্ঞতা;
অথবা
(অ) যে কোন স্বীকৃত বাের্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ;
(আ) স্পীড বােট অপারেটর সনদধারী; এবং
(খ) “বন অধিদপ্তর কর্তৃক কর্মচারী নিয়ােগ সংক্রান্ত বিধিমালা, ২০১৯ এর তফসিল ৩ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ।
গ্রেডঃ ১৬
যেসকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেনঃ ফরিদপুর, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বাগেরহাট, নড়াইল, বরিশাল, ঝালকাঠী, পিরােজপুর ব্যতীত সকল জেলার প্রার্থীগণ আবেদন করিতে পারিবেন। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থী আবেদন করিতে পারিবেন।
বিঃ দ্রঃ অনলাইনে আবেদন পত্র গ্রহণ ও পরীক্ষার ফি জমা দেয়ার শুরুর তারিখ ও সময় ৩১.১০.২০২২ তারিখ সকাল ১০:০০ ঘটিকা। অনলাইনে আবেদন পত্র জমা দেয়ার শেষ তারিখ ও সময় ৩০.১১.২০২২ তারিখ বিকাল ০৫:০০ ঘটিকা
আবেদন পদ্ধতিঃ http://ccffd.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।
মূল বিজ্ঞপ্তিটি নিচে দেখুন…