কৃষি গবেষণা ফাউন্ডেশন নিয়োগ

কৃষি গবেষণা ফাউন্ডেশন নিয়োগ KRISHI GOBESHONA FOUNDATION Job Circular 2022

কৃষি গবেষণা ফাউন্ডেশন নিয়োগ KRISHI GOBESHONA FOUNDATION Job Circular 2022
কৃষি গবেষণা ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তিঃ কৃষি গবেষণা ফাউন্ডেশন এর নিম্নবর্ণিত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে নিয়ােগের নিমিত্ত বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হইতে আবেদন আহ্বান করা যাইতেছে। যোগ্যতা ও আগ্রহ থাকলে আবেদন করতে পারবেন আপনিও। নারী ও পুরুষ উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন। সরকারি এবং বেসরকারি সকল ধরনের চাকরির খবর সবার আগে পেতে ভিজিট করুন bdlatestjobs.com। নিচে বিস্তারিত (KRISHI GOBESHONA FOUNDATION Job Circular 2022) দেওয়া হলঃ

01. চাকরির (পদের) নামঃ ব্যবস্থাপক (অর্থ ও হিসাব)
পদের সংখ্যাঃ ০১ টি।
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক)কোনাে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে এমকম/এমবিএ/সিএ ডিগ্রি থাকিতে হইবে।
(খ)শিক্ষাগত যােগ্যতায় কোনাে পর্যায়ে তৃতীয় শ্রেণি/বিভাগ/সমতুল্য গ্রেড গ্রহণযােগ্য নয়।

অভিজ্ঞতাঃ
(ক) সরকারি/বেসরকারি প্রতিষ্ঠানে অর্থ ও হিসাব ব্যবস্থাপনায় ন্যূনতম ১০ (দশ) বৎসরের অভিজ্ঞতা থাকিতে হইবে
(খ) বাজেট তৈরি এবং বাজেট নিয়ন্ত্রণ বিষয়ে বাস্তব অভিজ্ঞতা থাকিতে হইবে
(গ) উন্নয়ন সহযােগী সংস্থায় ও বৈদেশিক সাহায্যপুষ্ট প্রকল্পে আর্থিক ব্যবস্থাপনার অভিজ্ঞতা অতিরিক্ত যােগ্যতা হিসাবে গণ্য হইবে
(ঘ) প্রাতিষ্ঠানিক বাজেট, অ্যাকাউন্টস, অডিট, ফান্ড ব্যবস্থাপনা ও ব্যাংকিং সিস্টেম সম্পর্কিত বাস্তব অভিজ্ঞতা থাকিতে হইবে
(ঙ) হিসাব ব্যবস্থাপনায় অনলাইন ব্যাংকিং সংক্রান্ত সফ্টওয়্যার ব্যবহারের বাস্তব অভিজ্ঞতা থাকিতে হইবে
(চ) আইসিটি সম্পর্কে ধারণা থাকিতে হইবে এবং কম্পিউটার ব্যবহারে পারদর্শী হইতে হইবে।


নিয়ােগের শর্তাবলীঃ
(১) আবেদনকারীরগণকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হইতে হইবে
(২) আবেদনকারীর নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ ও নিজ জেলাসহ অন্যান্য সকল তথ্য সংশ্লিষ্ট সনদে যেভাবে লিখিত রহিয়াছে আবেদনে হুবহু সেইভাবে লিখিতে হইবে
(৩) বয়স সীমাঃ অনূর্ধ্ব ৪৫ বৎসর
(ক) বিজ্ঞপ্তি প্রকাশের তারিখে উল্লেখিত বয়স সীমার উর্ধ্বে নয়
(খ) কেজিএফ এর বিভাগীয় প্রার্থী হিসাবে প্রযােজ্য ক্ষেত্রে শিক্ষাগত যােগ্যতা, বয়স ও অভিজ্ঞতা শিথিলযােগ্য
(৪)প্রার্থীদের অবশ্যই ICT/কম্পিউটারে দক্ষ হইতে হইবে
(৫) চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করিতে হইবে
(৬) প্রার্থীকে অবশ্যই আগামী ২২/১১/২০২২ ইং তারিখের মধ্যে চেয়ারম্যান, নিয়ােগ কমিটি, কৃষি গবেষণা ফাউন্ডেশন (কেজিএফ), এআইসি বিল্ডিং, ৪র্থ তলা, বিএআরসি ক্যাম্পাস, ফার্মগেট, ঢাকা-১২১৫ বরাবরে দরখাস্ত করিতে হইবে
(৭) অবশ্যই কেজিএফ এর নির্ধারিত আবেদন পত্রে (Prescribed format) দরখাস্ত দাখিল করিতে হইবে (৮) আবেদন পত্র (Prescribed format) কেজিএফ এর ওয়েবসাইট (www.kgf.org.bd) থেকে সংগ্রহ করিতে হইবে
(৯) আবেদন পত্রের সাথে অবশ্যই সদ্য তােলা পিপি সাইজের ২ (দুই) কপি ছবি সংযুক্ত করতে হবে
(১০) লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনাে প্রকার টিএ/ডিএ প্রদান করা হইবে না
(১১) মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্রে মূল কপি প্রদর্শন করিতে হইবে
(১২) জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণক হিসাবে ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত সনদ, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দাখিল করিতে হইবে
(১৩) সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি অথবা বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করে।
(১৪) নিয়ােগ সংক্রান্ত বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলিয়া বিবেচিত হইবে।

মূল বিজ্ঞপ্তিটি নিচে দেখুন…

কৃষি গবেষণা ফাউন্ডেশন নিয়োগ KRISHI GOBESHONA FOUNDATION Job Circular 2022
কৃষি গবেষণা ফাউন্ডেশন নিয়োগ KRISHI GOBESHONA FOUNDATION Job Circular 2022
কৃষি গবেষণা ফাউন্ডেশন নিয়োগ KRISHI GOBESHONA FOUNDATION Job Circular 2022

Post Related Things: BD Latest Jobs, কৃষি গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি 2022, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি 2022, বাংলাদেশ কৃষি গবেষণা চাকরির নিয়োগ 2022, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২, govt job circular 2022, job circular 2022, কৃষি মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি 2022, bari job circular 2022, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি, কৃষি গবেষণা ফাউন্ডেশন (কেজিএফ) নিয়োগে বিজ্ঞপ্তি 2022, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট নিয়োগ, কৃষি গবেষণা ফাউন্ডেশন নিয়োগ ২০২২, job circular 2022, govt job circular 2022, bd job circular 2022, bari job circular 2022, job circular, ngo job circular 2022, bangladesh agricultural research institute job circular 2022, krisi gobesona institute job circular 2022, bd job circular 2022 today, new govt job circular 2022, all govt job circular 2022, new job circular 2022,
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url