শিল্প মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি
শিল্প মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি MOIND Job Circular 2022

Ministry of Industries Job Circular 2022: আয় থেকে ব্যয়ের মাধ্যমে পরিচালিত (ঋণ বিতরণের মাধ্যমে অর্জিত মুনাফার অর্থে পরিচালিত) শিল্প মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন ক্ষুদ্র, মাইক্রো ও কুটির শিল্প ফাউন্ডেশন (এসএমসিআইএফ)-এর জেলা কার্যালয়সমূহে নিম্নবর্ণিত শূন্য পদে অস্থায়ীভিত্তিতে জনবল নিয়ােগের লক্ষ্যে নিম্নোক্ত শর্তে বাংলাদেশের নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনপত্র আহবান করা যাচ্ছে। যোগ্যতা ও আগ্রহ থাকলে আবেদন করতে পারবেন আপনিও। নারী ও পুরুষ উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন। সরকারি এবং বেসরকারি সকল ধরনের চাকরির খবর সবার আগে পেতে ভিজিট করুন bdlatestjobs.com। নিচে বিস্তারিত (Ministry of Industries Job Circular 2022) দেওয়া হলঃ
01. চাকরির (পদের) নামঃ ঋণ তত্ত্বাবধায়ক
পদের সংখ্যাঃ ২০ টি।
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রী;
(খ) কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে।
(গ) সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন স্কেল)ঃ ১১,৩০০ – ২৭,৩০০ টাকা।
গ্রেডঃ ১২
বয়সঃ ১৮-৩০ বৎসর
যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন নাঃ ঢাকা, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, শরিয়তপুর, বাগেরহাট, মেহেরপুর, পাবনা, দিনাজপুর, কুড়িগ্রাম, রংপুর, কক্সবাজার, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ, মৌলভীবাজার, শেরপুর ও নড়াইল। এছাড়া সকল বিভাগের সকল জেলার এতিম ও শারীরিক প্রতিবন্ধী আবেদন করতে পারবেন।
02. চাকরির (পদের) নামঃ হিসাবরক্ষক- তথ্য কোষাধ্যক্ষ
পদের সংখ্যাঃ ২০ টি।
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রী;
(খ) কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে।
(গ) সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন স্কেল)ঃ ১১,৩০০ – ২৭,৩০০ টাকা।
গ্রেডঃ ১২
বয়সঃ ১৮-৩০ বৎসর
যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন নাঃ ঢাকা, নারায়নগঞ্জ, মাদারীপুর, শরিয়তপুর, মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ, গাজীপুর, গােপালগঞ্জ, শেরপুর, কিশােরগঞ্জ, নেত্রকোনা, চুয়াডাঙ্গা, মাগুরা, সাতক্ষীরা, সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ, চট্টগ্রাম, চাঁদপুর, কুমিল্লা, ফেনী, রাঙ্গামটি, খাগড়াছড়ি, বান্দরবান, কক্সবাজার, ভােলা, পটুয়াখালী, বরিশাল, পঞ্চগড়, কুড়িগ্রাম, লালমনিরহাট, নাটোর ও রাজশাহী। এছাড়া সকল বিভাগের সকল জেলার এতিম ও শারীরিক প্রতিবন্ধী আবেদন করতে পারবেন।
আবেদন পদ্ধতিঃ আগ্রহী প্রার্থীদেরকে http://Smcif.teletalk.com.bd অথবা https://alljobs.teletalk.com.bd/smcif ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদন শুরুঃ 10/11/2022 তারিখ সকাল ১০:০০ টা
আবেদন শেষঃ 10/12/2022 তারিখ বিকাল ০৫:০০ টা
মূল বিজ্ঞপ্তিটি নিচে দেখুন…
Post Related Things: BD Latest Jobs, শিল্প মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি 2022, শিল্প মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২, শিল্প মন্ত্রণালয় চাকরির নিয়োগ প্রকাশ 2022, শিল্প মন্ত্রণালয় নতুন নিয়োগ বিজ্ঞপ্তি 2022, শিল্প মন্ত্রণালয় নিয়োগ প্রকাশ 2022, শিল্প মন্ত্রণালয় সরকারি নিয়োগ 2022, শিল্প মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি, শিল্প মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি 2022, শিল্প মন্ত্রণালয় সার্কুলার 2022, job circular 2022, govt job circular 2022, শিল্প মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি 2022, govt job circular 2022, job circular 2022, bd job circular 2022, job circular, govt job circular 2021, government job circular 2022, shilpo montronaloy job circular 2022, moind job circular 2021, new job circular 2022, bd job circular, ptd job circular 2022, moind job circular 2022, moind job circular, ministry of industries job circular 2022