মোংলা কাস্টম হাউস নিয়োগ বিজ্ঞপ্তি
মোংলা কাস্টম হাউস নিয়োগ বিজ্ঞপ্তি - MCH Job Circular 2022

Mongla Custom House Job Circular: অর্থ মন্ত্রণালয়, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের স্মারক নং-০৮.০০.০০০০.০৩8.11.032.20.16১, তারিখঃ ০৫/০৬/২০২২ খ্রিঃ ২২ জৈষ্ঠ ১৪২৯ বঙ্গাব্দ এর মাধ্যমে প্রাপ্ত ছাড়পত্র অনুযায়ী মোংলা কাস্টম হাউস, মোংলা'র ৩য় ও ৪র্থ শ্রেণীর শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে বিধি মোতাবেক সরাসরি কোটায় জনবল নিয়োগের জন্য নিম্নবর্ণিত পদসমূহে শর্তসাপেক্ষে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হইতে অনলাইনে নির্ধারিত সময়ের মধ্যে দরখাস্ত আহবান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত অন্য কোন মাধ্যমে প্রেরিত আবেদন গ্রহণ করা হবে না এবং একজন প্রার্থী একটি পদের বেশী আবেদন করতে পারবেন না। যোগ্যতা ও আগ্রহ থাকলে আবেদন করতে পারবেন আপনিও। নারী ও পুরুষ উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন। সরকারি এবং বেসরকারি সকল ধরনের চাকরির খবর সবার আগে পেতে ভিজিট করুন bdlatestjobs.com। নিচে বিস্তারিত (Mongla Custom House Job Circular 2022) দেওয়া হলঃ
Mongla Custom House Job Circular 2022 - মোংলা কাস্টম হাউস নিয়োগ বিজ্ঞপ্তি
01. চাকরির (পদের) নামঃ ইঞ্জিন ড্রাইভারপদের সংখ্যাঃ ০২ টি।
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) প্রথম শ্রেণী সনদধারী মেরিন ইঞ্জিন ড্রাইভার (ইনল্যান্ড);
(খ) নূন্যতম 200 B. H. P (Brake Horse Power ) ক্ষমতাসম্পন্ন সমুদ্রগামী জাহাজ চালানোর লাইসেন্সধারী
বেতন (স্কেল)ঃ ১১,৩০০ – ২৭,৩০০ টাকা।
গ্রেডঃ ১২ তম
যে সকল জেলার আবেদনকারীদের আবেদন করার প্রয়োজন নেইঃ
(ক) ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী, শরীয়তপুর, শেরপুর, রাজশাহী, খুলনা, নড়াইল, সাতক্ষীরা, মেহেরপুর, পিরোজপুর, বরগুনা।
(খ) তবে, সকল জেলার এতিম ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীগণ আবেদন করতে পারবেন।
02. চাকরির (পদের) নামঃ এমএল ড্রাইভার (২য় শ্রেণী)
পদের সংখ্যাঃ ০২ টি।
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) মেরিন ইঞ্জিন ড্রাইভার (ইনল্যান্ড) এর ২য় শ্রেণী সনদপত্র ।
বেতন (স্কেল)ঃ ১১,০০০-২৬,৫৯০ টাকা।
গ্রেডঃ ১৩ তম
যে সকল জেলার আবেদনকারীদের আবেদন করার প্রয়োজন নেইঃ
(ক) ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী, শরীয়তপুর, শেরপুর, রাজশাহী, খুলনা, নড়াইল, সাতক্ষীরা, মেহেরপুর, পিরোজপুর, বরগুনা।
(খ) তবে, সকল জেলার এতিম ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীগণ আবেদন করতে পারবেন।
03. চাকরির (পদের) নামঃ উচ্চমান সহকারী
পদের সংখ্যাঃ ০৪ টি।
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন দ্বিতীয় শ্রেণী অথবা সমমানের সিজিপিএ-তে স্নাতক অথবা সমমানের ডিগ্রী;
(খ) কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং
(গ) কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি ইংরেজিতে ৩০ শব্দ এবং বাংলায় ২৫ শব্দ (প্রতি মিনিটে)।
বেতন (স্কেল)ঃ ১০,২০০-২৪,৬৮০ টাকা।
গ্রেডঃ ১৪ তম
যে সকল জেলার আবেদনকারীদের আবেদন করার প্রয়োজন নেইঃ
(ক) ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী, শরীয়তপুর, শেরপুর, রাজশাহী, খুলনা, নড়াইল, সাতক্ষীরা, মেহেরপুর, পিরোজপুর, বরগুনা।
(খ) তবে, সকল জেলার এতিম ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীগণ আবেদন করতে পারবেন।
04. চাকরির (পদের) নামঃ ক্যাশিয়ার
পদের সংখ্যাঃ ০১ টি ।
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) কোন অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে ডিগ্রী পাস, তবে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রীধারীকে অগ্রাধিকার দেয়া হবে;
(খ) চাকুরীতে যোগদানের সময় বিধি মোতাবেক প্রয়োজনীয় জামানত জমা দিতে হবে।
বেতন (স্কেল)ঃ ১০,২০০-২৪,৬৮০ টাকা।
গ্রেডঃ ১৪ তম
যে সকল জেলার আবেদনকারীদের আবেদন করার প্রয়োজন নেইঃ
(ক) ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী, শরীয়তপুর, শেরপুর, রাজশাহী, খুলনা, নড়াইল, সাতক্ষীরা, মেহেরপুর, পিরোজপুর, বরগুনা।
(খ) তবে, সকল জেলার এতিম ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীগণ আবেদন করতে পারবেন।
05. চাকরির (পদের) নামঃ সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পদের সংখ্যাঃ ০১ টি ।
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) কোন স্বীকৃত ইউনিভার্সিটি হইতে অন্যূন দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ তে স্নাতক বা সমমানের ডিগ্রি:
(খ) কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং
(গ) কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি ইংরেজিতে ৩০ শব্দ এবং বাংলায় ২৫ শব্দ (প্রতি মিনিটে): সাঁটলিপিতে সর্বনিম্ন গতি ইংরেজিতে ৭০ শব্দ এবং বাংলায় ৪৫ শব্দ (প্রতি মিনিটে)।
বেতন (স্কেল)ঃ ১০,২০০-২৪,৬৮০ টাকা।
গ্রেডঃ ১৪ তম
যে সকল জেলার আবেদনকারীদের আবেদন করার প্রয়োজন নেইঃ
(ক) ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী, শরীয়তপুর, শেরপুর, রাজশাহী, খুলনা, নড়াইল, সাতক্ষীরা, মেহেরপুর, পিরোজপুর, বরগুনা।
(খ) তবে, সকল জেলার এতিম ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীগণ আবেদন করতে পারবেন।
06. চাকরির (পদের) নামঃ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদের সংখ্যাঃ ০১ টি ।
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) কোন স্বীকৃত বোর্ড হইতে অন্যূন ২য় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চমান মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ:
(খ) কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং
(গ) কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২০ এবং ইংরেজিতে ২০ শব্দ।
বেতন (স্কেল)ঃ ৯,৩০০-২২,৪৯০
গ্রেডঃ ১৬ তম
যে সকল জেলার আবেদনকারীদের আবেদন করার প্রয়োজন নেইঃ
(ক) ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী, শরীয়তপুর, শেরপুর, রাজশাহী, খুলনা, নড়াইল, সাতক্ষীরা, মেহেরপুর, পিরোজপুর, বরগুনা।
(খ) তবে, সকল জেলার এতিম ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীগণ আবেদন করতে পারবেন।
07. চাকরির (পদের) নামঃ স্পীডবোট ড্রাইভার
পদের সংখ্যাঃ ০৩ টি ।
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) স্পীডবোট চালনায় ০২ বৎসরের কাজের অভিজ্ঞতা এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স।
বেতন (স্কেল)ঃ ৯,৩০০-২২,৪৯০
গ্রেডঃ ১৬ তম
যে সকল জেলার আবেদনকারীদের আবেদন করার প্রয়োজন নেইঃ
(ক) ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী, শরীয়তপুর, শেরপুর, রাজশাহী, খুলনা, নড়াইল, সাতক্ষীরা, মেহেরপুর, পিরোজপুর, বরগুনা।
(খ) তবে, সকল জেলার এতিম ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীগণ আবেদন করতে পারবেন।
08. চাকরির (পদের) নামঃ সিপাই
পদের সংখ্যাঃ ০২ টি ।
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) কোন স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং
(খ) উচ্চতাঃ ৫ ফুট -8 ইঞ্চি (পুরুষ), ৫ ফুট -২ ইঞ্চি (মহিলা), বুকের মাপঃ ন্যূনতম ৩০ হতে ৩২ (উভয় ক্ষেত্রে)।
বেতন (স্কেল)ঃ ৯,০০০-২১,৮০০
গ্রেডঃ ১৭ তম
যে সকল জেলার আবেদনকারীদের আবেদন করার প্রয়োজন নেইঃ
(ক) গোপালগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, খুলনা, যশোর, মাগুড়া, বাগেরহাট, বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী।
(খ) তবে, সকল জেলার এতিম ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীগণ আবেদন করতে পারবেন।
09. চাকরির (পদের) নামঃ রেকর্ড সাপ্লায়ার
পদের সংখ্যাঃ ০২ টি ।
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) ০৩ বছরের অফিস সহায়ক পদে কাজের অভিজ্ঞতাসহ কোন স্বীকৃত বোর্ড হতে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন (স্কেল)ঃ ৮,৫০০-২০,৫৭০
গ্রেডঃ ১৯ তম
যে সকল জেলার আবেদনকারীদের আবেদন করার প্রয়োজন নেইঃ
(ক) গোপালগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, খুলনা, যশোর, মাগুড়া, বাগেরহাট, বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী।
(খ) তবে, সকল জেলার এতিম ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীগণ আবেদন করতে পারবেন।
10. চাকরির (পদের) নামঃ ভান্ডারী
পদের সংখ্যাঃ ০১ টি ।
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) অষ্টম শ্রেণী পাশ এবং ভান্ডারী হিসেবে অভ্যন্তরীণ জাহাজে ০২ বৎসরের কাজের অভিজ্ঞতা।
বেতন (স্কেল)ঃ ৮,৫০০-২০,৫৭০
গ্রেডঃ ১৯ তম
যে সকল জেলার আবেদনকারীদের আবেদন করার প্রয়োজন নেইঃ
(ক) গোপালগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, খুলনা, যশোর, মাগুড়া, বাগেরহাট, বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী।
(খ) তবে, সকল জেলার এতিম ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীগণ আবেদন করতে পারবেন।
11. চাকরির (পদের) নামঃ টোপাস
পদের সংখ্যাঃ ০১ টি ।
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) অষ্টম শ্রেণী পাশ এবং টোপাস হিসেবে প্রাইভেট মেরিন ভেসেলে ০৩ বৎসরের কাজের অভিজ্ঞতা।
বেতন (স্কেল)ঃ ৮,৫০০-২০,৫৭০
গ্রেডঃ ১৯ তম
যে সকল জেলার আবেদনকারীদের আবেদন করার প্রয়োজন নেইঃ
(ক) গোপালগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, খুলনা, যশোর, মাগুড়া, বাগেরহাট, বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী।
(খ) তবে, সকল জেলার এতিম ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীগণ আবেদন করতে পারবেন।
12. চাকরির (পদের) নামঃ বোটম্যান
পদের সংখ্যাঃ ০২ টি ।
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) অষ্টম শ্রেণী পাশ। বোটম্যান হিসেবে কমপক্ষে ০৩ বৎসর কাজের অভিজ্ঞতা।
বেতন (স্কেল)ঃ ৮,৫০০-২০,৫৭০
গ্রেডঃ ২০ তম
যে সকল জেলার আবেদনকারীদের আবেদন করার প্রয়োজন নেইঃ
(ক) গোপালগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, খুলনা, যশোর, মাগুড়া, বাগেরহাট, বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী।
(খ) তবে, সকল জেলার এতিম ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীগণ আবেদন করতে পারবেন।
13. চাকরির (পদের) নামঃ নিরাপত্তা প্রহরী (দারোয়ান )
পদের সংখ্যাঃ ০২ টি ।
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) অষ্টম শ্রেণী পাশসহ সুস্বাস্থের অধিকারী।
বেতন (স্কেল)ঃ ৮,৫০০-২০,৫৭০
গ্রেডঃ ২০ তম
যে সকল জেলার আবেদনকারীদের আবেদন করার প্রয়োজন নেইঃ
(ক) গোপালগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, খুলনা, যশোর, মাগুড়া, বাগেরহাট, বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী।
(খ) তবে, সকল জেলার এতিম ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীগণ আবেদন করতে পারবেন।
14. চাকরির (পদের) নামঃ লস্কর
পদের সংখ্যাঃ ১২টি ।
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) অষ্টম শ্রেণী পাশ। মেরিন ট্রেনিং সেন্টার বা সরকার স্বীকৃত কোন মেরিন সংস্থাপন হতে ট্রেড সার্টিফিকেট ও লক্ষর হিসেবে অভ্যন্তরীণ জাহাজে কমপক্ষে ০২ বৎসর কাজের অভিজ্ঞতা।
বেতন (স্কেল)ঃ ৮,৫০০-২০,৫৭০
গ্রেডঃ ২০ তম
যে সকল জেলার আবেদনকারীদের আবেদন করার প্রয়োজন নেইঃ
(ক) গোপালগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, খুলনা, যশোর, মাগুড়া, বাগেরহাট, বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী।
(খ) তবে, সকল জেলার এতিম ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীগণ আবেদন করতে পারবেন।
অনলাইনে আবেদন শুরুর তারিখঃ ০১ ডিসেম্বর ২০২২, সকাল ০৯ ঘটিকা।
অনলাইনে আবেদনের শেষ তারিখঃ ২১ ডিসেম্বর ২০২২, বিকাল ০৪ ঘটিকা।
আবেদন পদ্ধতিঃ আগ্রহী প্রার্থীদেরকে http://mch.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।
মূল বিজ্ঞপ্তিটি নিচে দেখুন…
