নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ

নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ Naogaon District Commissioner's office Job Circular 2022

নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ  Naogaon District Commissioner's office Job Circular 2022

নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তিঃ স্থানীয় সরকার বিভাগের মনিটরিং-১ শাখার ২৫/০৮/২০২২ তারিখের ৪৬.০০.০০০০.০৯৯.১৯.০০১.২২.৯ নং স্মারকে প্রদত্ত ছাড়পত্রের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসকের কার্যালয়, নওগাঁ এর স্থানীয় সরকার শাখার নিম্নবর্ণিত শূন্য পদসমূহ অস্থায়ী ভিত্তিতে নিয়ােগের মাধ্যমে পূরণের নিমিত্ত নওগাঁ জেলার স্থায়ী বাসিন্দাগণের নিকট হতে নিম্নবর্ণিত শর্তে Online-এ আবেদনপত্র আহবান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোন আবেদন গ্রহণ করা হবে না। যোগ্যতা ও আগ্রহ থাকলে আবেদন করতে পারবেন আপনিও। নারী ও পুরুষ উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন। সরকারি এবং বেসরকারি সকল ধরনের চাকরির খবর সবার আগে পেতে ভিজিট করুন bdlatestjobs.com। নিচে বিস্তারিত (Naogaon District Commissioner's office Job Circular 2022) দেওয়া হলঃ

01. চাকরির (পদের) নামঃ সহকারী প্রশাসনিক কর্মকর্তা
পদের সংখ্যাঃ ০১ (এক) টি
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) যে কোনাে স্বীকৃত ইউনিভার্সিটি হতে স্নাতক বা সমমানের ডিগ্রি;
(খ) স্প্রেডসিট, প্রেজেন্টেশন, ওয়ার্ড প্রসেসিং, ও বেসিক কম্পিউটার ট্রাবলসুটিং-এ দক্ষতা;
(গ) কম্পিউটার হার্ডওয়্যার সম্পর্কে বেসিক ধারণা;
(ঘ) কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং-এ প্রতি মিনিটে ন্যূনতম ইংরেজিতে ২০ শব্দ এবং বাংলায় ২০ শব্দের গতি সম্পন্ন হতে হবে।
বেতন স্কেল)ঃ ১০,২০০-২৪৬৮০ টাকা।
গ্রেডঃ ১৪

02. চাকরির (পদের) নামঃ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদের সংখ্যাঃ 02 (দুই) টি
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) যে কোনাে স্বীকৃত বাের্ড হতে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ;
(খ) কম্পিউটার চালনায় অভিজ্ঞতা;
(গ) স্প্রেডসিট ও প্রেজেন্টেশন-এ দক্ষতা; এবং
(ঘ) কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ডাটা এন্ট্রি ও টাইপিং-এ কমপক্ষে বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দের গতি (প্রতি মিনিটে ) সম্পন্ন হতে হবে।
বেতন স্কেল)ঃ 9,300 - 22,490 টাকা।
গ্রেডঃ ১৬

03. চাকরির (পদের) নামঃ অফিস সহায়ক
পদের সংখ্যাঃ ০৩ (তিন) টি
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) কোনাে স্বীকৃত বাের্ড হতে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ;
বেতন স্কেল)ঃ ৮২৫০-২০,০১০ টাকা।
গ্রেডঃ ২০

আবেদন পদ্ধতিঃ আগ্রহী প্রার্থীদেরকে টেলিটকের http://dcnaogaon.teletalk.com.bd ওয়েব সাইটের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদন শুরুঃ 06/11/2022 সকাল 10.00 ঘটিকা

আবেদন শেষঃ 30/11/2022 বিকাল 05.00 ঘটিকা

শর্তাবলী:

১. আবেদনকারীকে অবশ্যই নওগাঁ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।

২. বিবাহিত মহিলা আবেদনকারীদের স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে।

৩. নওগাঁর জেলা প্রশাসক বরাবর আবেদন করতে হবে।

৪. বিভাগীয়/চাকরিরত প্রার্থীগণকে যথাযথ কর্তৃপক্ষের নিকট হতে লিখিত অনাপত্তি গ্রহণ করে নির্ধিারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে এবং উক্ত অনাপত্তিপত্র মৌখিক পরীক্ষার সময় সাক্ষাৎকার বাের্ডের নিকট দাখিল করতে হবে। বিভাগীয় অথবা চাকরিরত আবেদনকারীদের আবেদনের কোনাে অগ্রিম কপি গ্রহণযােগ্য হবে না।

৫. লিখিত ও ব্যবহারিক (গ্রযােজ্য ক্ষেত্রে পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিম্নোক্ত কাগজপত্রাদির মূল কপি উপস্থাপন/দাখিল করতে হবে:

ক) অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের কপি (Applicant's copy)

খ) শিক্ষাগত যােগ্যতার প্রমাণস্বরূপ সকল সনদপত্র/সাময়িক সনদপত্র।

গ) ইউপি চেয়ারম্যান অথবা পৌরসভার মেয়র কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র [০১ (এক) কপি] দাখিল করতে হবে।

মূল বিজ্ঞপ্তিটি নিচে দেখুন…

নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ  Naogaon District Commissioner's office Job Circular 2022
নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ  Naogaon District Commissioner's office Job Circular 2022
নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ  Naogaon District Commissioner's office Job Circular 2022
নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ  Naogaon District Commissioner's office Job Circular 2022
নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ  Naogaon District Commissioner's office Job Circular 2022
নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ  Naogaon District Commissioner's office Job Circular 2022
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url