নৌবাহিনীতে কমিশন্ড অফিসার পদে নিয়োগ

নৌবাহিনীতে কমিশন্ড অফিসার পদে নিয়োগ NAVY Officer Job Circular 2022

নৌবাহিনীতে কমিশন্ড অফিসার পদে নিয়োগ  NAVY Officer Job Circular 2022

নৌবাহিনীতে কমিশন্ড অফিসার পদে নিয়োগঃ বাংলাদেশ নৌবাহিনীতে সরাসরি কমিশন্ড অফিসার পদে 2023 বি ডিইও ব্যাচে যোগ দিন। বাংলাদেশ নৌবাহিনীতে সরাসরি কমিশন্ড অফিসার পদে নিয়ােগের জন্য প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হইতে অনলাইনে পূরণকৃত আবেদনপত্র আহবান করা যাইতেছে। অনলাইন (Online) ব্যতীত কোন আবেদন গ্রহণ করা হইবে না। যোগ্যতা ও আগ্রহ থাকলে আবেদন করতে পারবেন আপনিও। নারী ও পুরুষ উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন। সরকারি এবং বেসরকারি সকল ধরনের চাকরির খবর সবার আগে পেতে ভিজিট করুন bdlatestjobs.com। নিচে বিস্তারিত (নৌবাহিনীতে কমিশন্ড অফিসার পদে নিয়োগ) দেওয়া হলঃ

উপযুক্ততাঃ
১। ইঞ্জিনিয়ারিং ও ইলেকট্রিক্যাল শাখা - পুরুষ।
ক। বয়সঃ ০১ জুলাই ২০২৩ তারিখে অনূর্ধ্ব ২৮ বছর (এফিডেভিট গ্রহণযােগ্য নয়)।
খ। শিক্ষাগত যােগ্যতা (ন্যূনতম)ঃ সরকার কর্তৃক স্বীকৃত স্বনামধন্য বিশ্ববিদ্যালয় হতে নেভাল আর্কিটেকচার/ মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স বিষয়ে বি.এসসি ইঞ্জিনিয়ারিং। প্রার্থীকে এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ ৪.৫০ সহ বি.এসসি ইঞ্জিনিয়ারিং-এ সিজিপিএ ৩.০০ (৪-স্কেলে) প্রাপ্ত হতে হবে।
গ। বৈবাহিক অবস্থাঃ অবিবাহিত।

২। সাপ্লাই শাখা-পুরুষ ও মহিলা।
ক। বয়সঃ ০১ জুলাই ২০১৩ তারিখে অনূর্ধ্ব ২৮ বছর (এফিডেভিট গ্রহণযােগ্য নয়)।
খ। শিক্ষাগত যােগ্যতা (ন্যুনতম)ঃ সরকার কর্তৃক স্বীকৃত স্বনামধন্য বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য/পরিসংখ্যান/অর্থনীতি বিষয়ে সম্মান অথবা বিবিএ। প্রার্থীকে এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় বিজ্ঞান বিভাগে জিপিএ ৪.৫০ সহ স্নাতক (সম্মান) পরীক্ষায় সিজিপিএ ৩.০০ (৪-স্কেলে) প্রাপ্ত হতে হবে।
গ। বৈবাহিক অবস্থা। অবিবাহিত।

৩। শিক্ষা শাখা - পুরুষ ও মহিলা।
ক। বয়সঃ ০১ জুলাই ২০২৩ তারিখে অনূর্ধ্ব ৩০ বছর (এফিডেভিট গ্রহণযােগ্য নয়) (ব্যারিষ্টার/ আইন বিষয়ে পিএইচডি ডিগ্রীধারী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযােগ্য)।
খ। শিক্ষাগত যােগ্যতাঃ সরকার কর্তৃক স্বীকৃত স্বনামধন্য বিশ্ববিদ্যালয় হতে নিম্নবর্ণিত বিষয়ে স্নাতক (সম্মান)। প্রার্থীকে এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ-৪.০০ এবং স্নাতক (সম্মান) পরীক্ষায় ন্যূনতম সিজিপিএ ৩.০০ (৪-স্কেলে) প্রাপ্ত হতে হবে। | (১) বাংলা (২) ইংরেজি (৩) পদার্থ (৪) গণিত (৫) রসায়ন (৬) মনােবিজ্ঞান (৭) আইন গ। আইন বিষয়ের প্রার্থীদের ক্ষেত্রে বাংলাদেশ বার কাউন্সিলের এ্যাডভােকেটশীপ সনদসহ আইন পেশায় বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীগণকে অগ্রাধিকার প্রদান করা হবে।
গ। বৈবাহিক অবস্থাঃ বিবাহিত/অবিবাহিত।

৪। শিক্ষা শাখা (ইঞ্জিনিয়ার) - মহিলা ও পুরুষ
ক। বয়সঃ ০১ জুলাই ২০২৩ তারিখে অনূর্ধ্ব ৩০ বছর (এফিডেভিট গ্রহণযােগ্য নয়)।
খ। শিক্ষাগত যােগ্যতাঃ সরকার কর্তৃক স্বীকৃত স্বনামধন্য পাবলিক/প্রকৌশল বিশ্ববিদ্যালয় হতে নিম্নবর্ণিত যেকোন বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং। প্রার্থীকে এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ ৪.৫০ সহ বি.এসসি ইঞ্জিনিয়ারিং-এ সিজিপিএ ৩.০০ (৪-স্কেলে) প্রাপ্ত হতে হবে।
(১) সিভিল ইঞ্জিনিয়ারিং (২) আর্কিটেকচার
গ। বৈবাহিক অবস্থাঃ বিবাহিত/অবিবাহিত।

আবেদনের শেষ তারিখঃ 10/01/2023

আবেদনের লিঙ্কঃ http://joinnavy.navy.mil.bd/

মূল বিজ্ঞপ্তিটি নিচে দেখুন…

নৌবাহিনীতে কমিশন্ড অফিসার পদে নিয়োগ  NAVY Officer Job Circular 2022
নৌবাহিনীতে কমিশন্ড অফিসার পদে নিয়োগ  NAVY Officer Job Circular 2022
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url