জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে নিয়োগ
nmst govt job circular 2022 জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে নিয়োগ

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে নিয়োগ বিজ্ঞপ্তিঃ জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের রাজস্ব খাতের নিম্নোক্ত শূন্য পদগুলােতে অস্থায়ীভাবে লােক নিয়ােগের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে অনলাইনে পূরণকৃত আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। অনলাইন (Online) ব্যতীত কোন আবেদন গ্রহণ করা হবে না। যোগ্যতা ও আগ্রহ থাকলে আবেদন করতে পারবেন আপনিও। নারী ও পুরুষ উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন। সরকারি এবং বেসরকারি সকল ধরনের চাকরির খবর সবার আগে পেতে ভিজিট করুন bdlatestjobs.com। নিচে বিস্তারিত (DAM Job Circular 2022) দেওয়া হলঃ
01. চাকরির (পদের) নামঃ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদের সংখ্যাঃ ০১ টি।
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) যে কোন স্বীকৃত বাের্ড হতে দ্বিতীয় বিভাগে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং
(খ) টাইপিং এ বাংলা ও ইংরেজীতে অন্যূন ২০ ও ২৮ শব্দ গতিসহ কম্পিউটার পরিচালনায় পারদর্শী হইতে হইবে।
বেতন স্কেল)ঃ ৯,৩০০-২২,৪৯০ টাকা।
গ্রেডঃ ১৬
বয়সঃ অনুর্ধ্ব ৩০ বৎসর
যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন নাঃ ঢাকা, গাজীপুর, মুন্সিগঞ্জ, গােপালগঞ্জ, টাঙ্গাইল, কিশােরগঞ্জ, ময়মনসিংহ, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, গাইবান্ধা, পটুয়াখালী। এছাড়া সকল বিভাগের সকল জেলার এতিম ও শারীরিক প্রতিবন্ধী আবেদন করতে পারবেন।
02. চাকরির (পদের) নামঃ ইলেক্ট্রিশিয়ান
পদের সংখ্যাঃ ০১ টি।
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) কোন স্বীকৃত বাের্ড হতে বিজ্ঞানে দ্বিতীয় বিভাগে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং
(খ) কোন স্বীকৃত প্রতিষ্ঠান হতে ২ (দুই) বৎসরের ইলেক্ট্রিক্যাল বিষয়ে ট্রেড কোর্স উত্তীর্ণসহ সংশ্লিষ্ট কাজে। অন্যূন ২ (দুই) বৎসরের বাস্তব কর্ম অভিজ্ঞতা। তবে শর্ত থাকে যে, ‘ক’ অথবা ‘খ’ শ্রেণির লাইসেন্সধারী জেলায় আবেদন প্রার্থীগণকে অগ্রাধিকার দেয়া হবে।
বেতন স্কেল)ঃ ৯,৩০০-২২,৪৯০ টাকা।
গ্রেডঃ ১৬
বয়সঃ অনুর্ধ্ব ৩০ বৎসর
যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন নাঃ ঢাকা, গাজীপুর, মুন্সিগঞ্জ, গােপালগঞ্জ, টাঙ্গাইল, কিশােরগঞ্জ, ময়মনসিংহ, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, গাইবান্ধা, পটুয়াখালী। এছাড়া সকল বিভাগের সকল জেলার এতিম ও শারীরিক প্রতিবন্ধী আবেদন করতে পারবেন।
03. চাকরির (পদের) নামঃ মিউজিয়াম এ্যাটেনডেন্ট
পদের সংখ্যাঃ ০১ টি।
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) কোন স্বীকৃত বাের্ড হতে বিজ্ঞানে দ্বিতীয় বিভাগে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন স্কেল)ঃ ৮৮০০-২১৩১০ টাকা।
গ্রেডঃ ১৮
বয়সঃ অনুর্ধ্ব ৩০ বৎসর
যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন নাঃ রাজবাড়ী, জয়পুরহাট, যশাের, কুষ্টিয়া ও কুমিল্লা। এছাড়া সকল বিভাগের সকল জেলার এতিম ও শারীরিক প্রতিবন্ধী আবেদন করতে পারবেন।
আবেদন পদ্ধতিঃ আগ্রহী প্রার্থীদেরকে টেলিটকের http://nmst.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদন শুরুঃ 07/11/2022 তারিখ সকাল ১০:০০ টা
আবেদন শেষঃ 26/11/2022 তারিখ বিকাল ০৫:০০ টা
মূল বিজ্ঞপ্তিটি নিচে দেখুন…
Post Related Things: BD Latest Jobs, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে নিয়োগ বিজ্ঞপ্তি 2022, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর নিয়োগ বিজ্ঞপ্তি, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে নিয়োগ 2022, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর নিয়োগ, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর নিয়োগ ২০২২, nmst job circular 2022, job circular 2022, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, সরকারি চাকরির নিয়োগ 2022, govt job circular 2022, nmst job circular 2022,job circular 2022, new govt job circular 2022, bd job circular 2022, all govt job circular 2022, govt job circular, job circular,bd government job circular 2022 today, job circular today, nmst job circular, all government job circular 2022, recent government job circular, www.gov.bd job circular 2022, nmst govt job circular, bangladesh national museum job circular 2022