পল্লী বিকাশ কেন্দ্রে নিয়ােগ বিজ্ঞপ্তি
পল্লী বিকাশ কেন্দ্রে নিয়ােগ বিজ্ঞপ্তি Palli Bikas Kendra Job Circular 2022

পিকেএসএফ এর অর্থায়নে পরিচালিত পল্লী বিকাশ কেন্দ্রে গ্রাম পর্যায়ে কাজ করতে আগ্রহী পুরুষ/মহিলা প্রার্থীদের নিকট হতে নিম্নলিখিত পদের জন্য দরখাস্ত আহ্বান করা হচ্ছেঃ
01. পদের নামঃ সহকারী ব্যবস্থাপক (প্রশিক্ষণ)
শিক্ষাগত যােগ্যতা ও অভিজ্ঞতাঃ প্রার্থীকে স্নাতকোত্তর পাশ হতে হবে। কমপক্ষে ২টি পরীক্ষায় দ্বিতীয় বিভাগ। জিপিএ ৩.০ থাকতে হবে। জাতীয় পর্যায়ের এন.জি.ও তে কমপক্ষে ৩ বছর মাইক্রোফাইন্যান্স কর্মসূচীতে প্রশিক্ষণ করানাের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সঃ অনুর্ধ্ব ৪২ বছর
বেতনঃ প্রবেশনাল সময়ে সর্বসাকুল্যে হবে বেতন ৩৫,০০০ টাকা ৬ মাস প্রবেশনকাল শেষে বেতন হবে ৪০,০০০ টাকা। (ফেরতযােগ্য জামানত ১০,০০০ টাকা)।
02. পদের নামঃ ফিল্ড অফিসার (ক্ষুদ্র ঋণ কার্যক্রম)
শিক্ষাগত যােগ্যতা ও অভিজ্ঞতাঃ প্রার্থীকে স্নাতক/ স্নাতকোত্তর পাশ হতে হবে। কমপক্ষে ২টি পরীক্ষায় দ্বিতীয় বিভাগ। জিপিএ ৩.০ থাকতে হবে। স্নাতক/ স্নাতকোত্তর পাশ প্রার্থীদের ক্ষেত্রে অভিজ্ঞতার প্রয়ােজন নাই তবে জাতীয় পর্যায়ের এন.জি.ও তে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
বয়সঃ অনুর্ধ্ব ৩২ বছর
বেতনঃ প্রবেশনাল সময়ে সর্বসাকুল্যে বেতন ১৬,০০০ টাকা। ৬ মাস প্রবেশনকাল শেষে বেতন হবে ১৮,০০০ টাকা। (ফেরতযােগ্য জামানত ১০,০০০ টাকা)।
শর্তাবলীঃ
প্রার্থীদের কর্ম এলাকা হবে ঢাকা, কিশােরগঞ্জ, গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ জেলার গ্রাম পর্যায়ে। সকল পদের প্রার্থীকে কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে। ২ নং পদের প্রার্থীদের বাইসাইকেল/মােটরসাইকেল চালনায় পারদর্শী হতে হবে। ফিল্ড অফিসার পদের আবেদনকারীদের প্রাথমিক নির্বাচনের পর উক্ত প্রতিষ্ঠানের শাখা অফিসে কমপক্ষে ১ মাস হাতে কলমে প্রশিক্ষণ নিতে হবে। প্রশিক্ষণ সফলভাবে সমাপ্তির পর আবেদনকারীদের শাখা অফিসে ফিল্ড অফিসার হিসেবে নিয়ােগ দেওয়া হবে। ফিল্ড অফিসার পদের প্রার্থীদের সফলভাবে প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণকালীন সময়ের জন্য ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা এককালীন ভাতা প্রদান করা হবে। জাতীয় পর্যায়ের এনজিওতে কাজ করা অভিজ্ঞ প্রার্থীদের বেলায় ১মাস প্রশিক্ষণের প্রয়ােজন নাই। এছাড়া সকল পদের প্রার্থীদের ৬মাস সফলভাবে প্রবেশনকাল অতিক্রম করার পর সংস্থার পলিসি অনুযায়ী স্থায়ী বেতন কাঠামােতে অন্তর্ভূক্ত করা হবে এবং বছরে ৩টি উৎসব ভাতা, মােটরসাইকেল ভাতা, মােবাইল বিল, প্রভিডেন্ড ফান্ড ও গ্র্যাচুইটিসহ অন্যান্য সুবিধার আওতাভুক্ত হবে। মাঠ পর্যায়ে একক আবাসন ফ্রি।
আগ্রহী প্রার্থীদেরকে আবেদনপত্র, জীবন বৃত্তান্ত (মােবাইল নম্বরসহ), সকল সার্টিফিকেট ও জন্ম নিবন্ধনের ফটোকপি, সর্বশেষ কর্মস্থলের বৈধ প্রত্যয়নপত্র (অভিজ্ঞ ফিল্ড অফিসারদের বেলায়) এবং ১ কপি পাসপাের্ট সাইজের রঙিন ছবিসহ আগামী ২০.১১.২০২২ইং তারিখ এর মধ্যে দরখাস্ত ই-মেইল করতে হবে:- pbkhrd@gmail.com এই ঠিকানায়।
বি:দ্র:-সকল পদের জন্য জামানত ১০,০০০/-(দশ হাজার) টাকা। আরাে উল্লেখ্য যে, সকল পদের প্রার্থীদের নিয়ােগ সংক্রান্ত বিষয়ে নিয়ােগের পূর্বে কোনরকম আর্থিক লেনদেন সরেজমিনে অফিসে উপস্থিত হওয়া ব্যতীত অন্য কারাে সাথে অন্য কোন উপায়ে যোগাযোগ না করার জন্য অনুরােধ করা হচ্ছে।
আবেদন পাঠানোর ঠিকানাঃ
প্রধান নির্বাহী কর্মকর্তা,
পল্লী বিকাশ কেন্দ্র,
ওয়াসী টাওয়ার, ৫৭২/কে (১১তলা),
মিরপুর ডিওএইচএস রােড,
মাটিকাটা, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা-১২০৬।
মূল বিজ্ঞপ্তিটি নিচে দেখুন…