পরিকল্পনা বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি
পরিকল্পনা বিভাগে নিয়োগ Planning Division Job Circular 2022

পরিকল্পনা বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তিঃ পরিকল্পনা বিভাগের রাজস্ব খাতভুক্ত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়ােগের মাধ্যমে পূরণের জন্য নিম্নে বর্ণিত শর্তসাপেক্ষে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোন আবেদন গ্রহণ করা হবে না। যোগ্যতা ও আগ্রহ থাকলে আবেদন করতে পারবেন আপনিও। নারী ও পুরুষ উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন। সরকারি এবং বেসরকারি সকল ধরনের চাকরির খবর সবার আগে পেতে ভিজিট করুন bdlatestjobs.com। নিচে বিস্তারিত (Planning Division Job Circular 2022) দেওয়া হলঃ
01. চাকরির (পদের) নামঃ সাঁট-মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর
পদের সংখ্যাঃ ০৪ (চার) টি
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) যে কোন স্বীকৃত ইউনিভার্সিটি হতে স্নাতক বা সমমানের ডিগ্রী;
(খ) কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত; এবং ইংরেজি ও বাংলা সাঁটলিপিতে যথাক্রমে ৭০ ও ৪৫ শব্দ গতিসম্পন্ন (প্রতি মিনিটে);
(গ) বাংলা ও ইংরেজি কম্পিউটার টাইপে যথাক্রমে ২৫ ও ৩০ শব্দ গতিসম্পন্ন (প্রতি মিনিটে)।
বেতন স্কেল)ঃ ১১,০০০-২৬,৫৯০ টাকা।
গ্রেডঃ ১৩
যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেনঃ সকল জেলার আবেদনকারী আবেদন করতে পারবেন।
02. চাকরির (পদের) নামঃ সর্টার
পদের সংখ্যাঃ ০১ (এক) টি
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) যে কোন স্বীকৃত বাের্ড হতে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ
(খ) যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে তথ্য বিজ্ঞান এবং গ্রন্থাগার ব্যবস্থাপনা বিষয়ে সার্টিফিকেট কোর্সে উত্তীর্ণ।
বেতন স্কেল)ঃ ৮,৫০০ -২০,৫৭০ টাকা।
গ্রেডঃ ১৯
যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেনঃ ঢাকা, গাজীপুর, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, শরীয়তপুর, শেরপুর, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, চাঁদপুর, কুমিল্লা, লক্ষ্মীপুর, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, রংপুর, মাগুরা, নড়াইল, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, ভােলা, বরগুনা, পটুয়াখালী, সিলেট, হবিগঞ্জ জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এছাড়া সকল বিভাগের সকল জেলার এতিম ও শারীরিক প্রতিবন্ধী আবেদন করতে পারবেন।
03. চাকরির (পদের) নামঃ অফিস সহায়ক
পদের সংখ্যাঃ ০৮ (আট) টি
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) যে কোন স্বীকৃত বাের্ড হতে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ;
বেতন স্কেল)ঃ ৮,২৫০ -২০,০১০ টাকা।
গ্রেডঃ ২০
যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেনঃ ঢাকা, গাজীপুর, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, শরীয়তপুর, শেরপুর, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, চাঁদপুর, কুমিল্লা, লক্ষ্মীপুর, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, রংপুর, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, মাগুরা, নড়াইল, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, ভােলা, বরগুনা, পটুয়াখালী, সিলেট, হবিগঞ্জ জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এছাড়া সকল বিভাগের সকল জেলার এতিম ও শারীরিক প্রতিবন্ধী আবেদন করতে পারবেন।
আবেদন পদ্ধতিঃ আগ্রহী প্রার্থীদেরকে টেলিটকের http://plandiv.teletalk.com.bd ওয়েব সাইটের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদন শুরুঃ 06/11/2022 সকাল 10.00 ঘটিকা
আবেদন শেষঃ 20/11/2022 বিকাল 05.00 ঘটিকা
মূল বিজ্ঞপ্তিটি নিচে দেখুন…
Post Related Things: BD Larest Jobs, পরিকল্পনা বিভাগে নিয়োগ, Planning Division Job Circular 2022, পরিকল্পনা বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি,পরিবার পরিকল্পনা নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি 2022, পরিকল্পনা বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি 2022,পরিকল্পনা মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২,পরিবার পরিকল্পনা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২, পরিকল্পনা কমিশনে নিয়োগ বিজ্ঞপ্তি 2022, planning division job circular 2022, govt job circular 2022, bd job circular 2022, job circular 2022, govt job circular 2021, planning division job circular 2021, family planning job circular 2022, plandiv job circular 2022, upazila family planning job circular 2022, job circular, planning division job circular, bd job circular 2022, upazila family planning job circular 2022, new job circular 2022, govt job circular, govt job circular 2022 bd