পেট্রোবাংলা নিয়োগ বিজ্ঞপ্তি 2023
পেট্রোবাংলা নিয়োগ বিজ্ঞপ্তি 2023 - Petrobangla job circular 2023

২৯.১২.২০২২ খ্রিঃ তারিখে পেট্রোবাংলা নিয়োগ বিজ্ঞপ্তি 2023 প্রকাশিত হয়েছে পেট্রোবাংলা নিয়োগ (petrobangla.org.bd) এর অফিসিয়াল ওয়েবসাইটে। যেসব প্রার্থীরা পেট্রোবাংলা নিয়োগ বিজ্ঞপ্তিটিতে অ্যাপ্লাই করার জন্য অপেক্ষা করছিলেন তারা এই সার্কুলার মোতাবেক আবেদন করতে পারেন।
বর্তমানে অন্যান্য সকল সরকারি চাকরির মধ্যে অন্যতম হচ্ছে পেট্রোবাংলা এর চাকরি। আপনারা যারা সরকারি চাকরি করতে ইচ্ছুুক তারা পেট্রোবাংলা নিয়োগ বিজ্ঞপ্তিটিতে অ্যাপ্লাই করতে পারেন। আবেদন করার জন্য কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত যোগ্যতা থাকতে হবে।
Petrobangla job circular 2023 - পেট্রোবাংলা নিয়োগ বিজ্ঞপ্তি 2023
বিভিন্ন সময়ে পেট্রোবাংলা বিভিন্ন পদে লোক নিয়োগের জন্য সার্কুলার দিয়ে থাকে। আপনি যদি আগ্রহী প্রার্থী হন তাহলে দ্রুত কর্তৃপক্ষের দেওয়া নির্দেশনা মোতাবেক আবেদন করুন। পেট্রোবাংলা চাকরির খবর সম্পর্কে বিস্তারিত জানতে নিচে থাকা অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ুন।আপনাদের জন্য আমরা পেট্রোবাংলা নিয়োগ বিজ্ঞপ্তিটি আমাদের ওয়েবসাইটে প্রকাশ করেছি। সরকারি চাকরি করতে যারা আগ্রহী তারা এই সার্কুলারে দেওয়া সময়ের মধ্যে আবেদন করতে পারেন।
পেট্রোবাংলা (কেজিডিসিএল)-এর রাজস্ব খাতভুক্ত নিম্নলিখিত শূন্য পদসমূহ সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে শর্ত সাপেক্ষে নির্ধারিত ছকে অনলাইন-এ দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোন আবেদন গ্রহণ করা হবে না। যোগ্যতা ও আগ্রহ থাকলে আবেদন করতে পারবেন আপনিও। নারী ও পুরুষ উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন। সরকারি এবং বেসরকারি সকল ধরনের চাকরির খবর সবার আগে পেতে ভিজিট করুন bdlatestjobs.com অথবা চাকরির খবর প্রকাশিত হওয়া মাত্র নোটিফিকেশন পেতে ডাউনলোড করুন BD Latest Jobs অ্যাপস। নিচে বিস্তারিত (Petrobangla job circular 2023) দেওয়া হলঃ
সংক্ষেপে পেট্রোবাংলা নিয়োগ বিজ্ঞপ্তি 2023 দেখুন
01. চাকরির (পদের) নামঃ স্টোর কিপার
পদের সংখ্যাঃ ০৩ (তিন) টি ।
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) স্নাতক ডিগ্রী অথবা ন্যূনতম এইচএসসি পাশসহ
(খ) সংশ্লিষ্ট বিষয়ে ৪(চার) বৎসরের অভিজ্ঞতা ।
বেতন (স্কেল)ঃ ১১,৩০০-২৭,৩০০ টাকা।
গ্রেডঃ ১২ তম
বয়সঃ 18/02/2023 তারিখে সর্বনিম্ন 18 বছর এবং 25/03/2020 তারিখে সর্বোচ্চ 30 বছর।
02. চাকরির (পদের) নামঃ ভাঙার সহকারী
পদের সংখ্যাঃ ০১ (এক) টি ।
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) স্নাতক ডিগ্রী অথবা ন্যূনতম এইচএসসি পাশসহ
(খ) সংশ্লিষ্ট বিষয়ে ৪(চার) বৎসরের অভিজ্ঞতা ।
বেতন (স্কেল)ঃ ১১,৩০০-২৭,৩০০ টাকা।
গ্রেডঃ ১২ তম
বয়সঃ 18/02/2023 তারিখে সর্বনিম্ন 18 বছর এবং 25/03/2020 তারিখে সর্বোচ্চ 30 বছর।
03. চাকরির (পদের) নামঃ পরিবহন সহকারী
পদের সংখ্যাঃ ২ (দুই) টি ।
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) স্নাতক ডিগ্রী অথবা ন্যূনতম এইচএসসি পাশসহ
(খ) সংশ্লিষ্ট বিষয়ে ৪(চার) বৎসরের অভিজ্ঞতা ।
বেতন (স্কেল)ঃ ১১,৩০০-২৭,৩০০ টাকা।
গ্রেডঃ ১২ তম
বয়সঃ 18/02/2023 তারিখে সর্বনিম্ন 18 বছর এবং 25/03/2020 তারিখে সর্বোচ্চ 30 বছর।
04. চাকরির (পদের) নামঃ রাজস্ব সহকারী
পদের সংখ্যাঃ 09 (নয়) টি ।
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) ন্যূনতম এইচএসসি (বাণিজ্য) পাশসহ
(খ) হিসাব/অডিট/অর্থ বিষয়ে কমপক্ষে 8 বছরের অভিজ্ঞতা ।
বেতন (স্কেল)ঃ ১১,৩০০-২৭,৩০০ টাকা।
গ্রেডঃ ১২ তম
বয়সঃ 18/02/2023 তারিখে সর্বনিম্ন 18 বছর এবং 25/03/2020 তারিখে সর্বোচ্চ 30 বছর।
05. চাকরির (পদের) নামঃ ক্যাশিয়ার
পদের সংখ্যাঃ ০২ (দুই) টি ।
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) ন্যূনতম এইচএসসি (বাণিজ্য) পাশসহ
(খ) হিসাব/অডিট/অর্থ বিষয়ে কমপক্ষে 8 বছরের অভিজ্ঞতা ।
বেতন (স্কেল)ঃ ১১,৩০০-২৭,৩০০ টাকা।
গ্রেডঃ ১২ তম
বয়সঃ 18/02/2023 তারিখে সর্বনিম্ন 18 বছর এবং 25/03/2020 তারিখে সর্বোচ্চ 30 বছর।
06. চাকরির (পদের) নামঃ সার্ভেয়ার
পদের সংখ্যাঃ 09 (নয়) টি ।
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) যে কোন স্বীকৃত ইনস্টিটিউট হতে সার্ভে বিষয়ে ডিপ্লোমা অথবা
(খ) সার্ভে বিষয়ে কমপক্ষে ৬ মাস মেয়াদি অনুমোদিত সার্টিফিকেট কোর্স পাশ ও প্রয়োজনীয় বৈধ লাইসেন্সসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ২ বৎসর কাজের অভিজ্ঞতা।
বেতন (স্কেল)ঃ ১১,৩০০-২৭,৩০০ টাকা।
গ্রেডঃ ১২ তম
বয়সঃ 18/02/2023 তারিখে সর্বনিম্ন 18 বছর এবং 25/03/2020 তারিখে সর্বোচ্চ 30 বছর।
07. চাকরির (পদের) নামঃ নির্মাণ পরিদর্শক
পদের সংখ্যাঃ ০২ (দুই) টি ।
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) যে কোন স্বীকৃত ইনস্টিটিউট হতে সিভিল/স্থাপত্য/ইলেক্ট্রিক্যাল/অটেমোবাইল/মেকানিক্যাল/কম্পিউটার বিষয়ে ডিপ্লোমা অথব
(খ) সিভিল/স্থাপত্য/ইলেক্ট্রিক্যাল/অটেমোবাইল/মেকানিক চাল / কম্পিউটার বিষয়ে কমপক্ষে ৬ মাস মেয়াদি অনুমোদিত সার্টিফিকেট কোর্স পাশ ও
(গ) প্রয়োজনীয় বৈধ লাইসেন্সসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ২ বৎসর কাজের অভিজ্ঞতা।
বেতন (স্কেল)ঃ ১১,৩০০-২৭,৩০০ টাকা।
গ্রেডঃ ১২ তম
বয়সঃ 18/02/2023 তারিখে সর্বনিম্ন 18 বছর এবং 25/03/2020 তারিখে সর্বোচ্চ 30 বছর।
08. চাকরির (পদের) নামঃ রেডিওগ্রাফার
পদের সংখ্যাঃ ০১ (এক) টি ।
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) কোন স্বীকৃত ইনস্টিটিউট হতে রেডিওলজি/মেকানিক্যাল/ইলেক্ট্রিক্যাল বিষয়ে ডিপ্লোমা অথবা
(খ) রেডিওলজি/মেকানিক্যাল/ইলেক্ট্রিক্যাল বিষয়ে কমপক্ষে ৬ মাস মেয়াদি অনুমোদিত সার্টিফিকেট কোর্স পাশ ও
(গ) প্রয়োজনীয় বৈধ লাইসেন্সসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ২ বৎসর কাজের অভিজ্ঞতা।
বেতন (স্কেল)ঃ ১১,৩০০-২৭,৩০০ টাকা।
গ্রেডঃ ১২ তম
বয়সঃ 18/02/2023 তারিখে সর্বনিম্ন 18 বছর এবং 25/03/2020 তারিখে সর্বোচ্চ 30 বছর।
09. চাকরির (পদের) নামঃ ফোরম্যান
পদের সংখ্যাঃ ২ (দুই) টি ।
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) কোন স্বীকৃত ইনস্টিটিউট হতে অটোমেকানিক্যাল/মেকানিক্যাল/ইলেক্ট্রিক্যাল/অটোে মাবাইল/ কম্পিউটার বিষয়ে ডিপ্লোমা অথবা
(খ) অটোমেকানিক্যাল/মেকানিক্যাল/ইলেক্ট্রিক্যাল/অটোে মাবাইল / কম্পিউটার বিষয়ে কমপক্ষে ৬ মাস মেয়াদি অনুমোদিত সার্টিফিকেট কোর্স পাশ ও
(গ) প্রয়োজনীয় বৈধ লাইসেন্সসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ২ বৎসর কাজের অভিজ্ঞতা ।
বেতন (স্কেল)ঃ ১১,৩০০-২৭,৩০০ টাকা।
গ্রেডঃ ১২ তম
বয়সঃ 18/02/2023 তারিখে সর্বনিম্ন 18 বছর এবং 25/03/2020 তারিখে সর্বোচ্চ 30 বছর।
10. চাকরির (পদের) নামঃ জিআইএস অপারেটর
পদের সংখ্যাঃ 04 (চার) টি ।
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) যে কোন স্বীকৃত ইনস্টিটিউট হতে কম্পিউটার/ স্থাপত্য / সিভিল বিষয়ে ডিপ্লোমা অথবা
(খ) কম্পিউটার/ স্থাপত্য/সিভিল বিষয়ে কমপক্ষে ৬ মাস মেয়াদি অনুমোদিত সার্টিফিকেট কোর্স পাশ ও (গ) প্রয়োজনীয় বৈধ লাইসেন্সসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ২ বৎসর কাজের অভিজ্ঞতা ।
বেতন (স্কেল)ঃ ১১,৩০০-২৭,৩০০ টাকা।
গ্রেডঃ ১২ তম
বয়সঃ 18/02/2023 তারিখে সর্বনিম্ন 18 বছর এবং 25/03/2020 তারিখে সর্বোচ্চ 30 বছর।
11. চাকরির (পদের) নামঃ চিকিৎসা সহকারী
পদের সংখ্যাঃ 01 (এক) টি ।
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বৎসর কাজের অভিজ্ঞতা সমেত যে কোন স্বীকৃত ইনস্টিটিউট হতে ডিপ্লোমা ইন মেডিসিনবাডিপ্লোমা ইন সার্জারী (ডিএমডিএস) বিষয়ে ৪ (১ বছর ইন্টারনশীপসহ) বৎসর মেয়াদি ডিপ্লোমা অথবা
(খ) সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বৎসর কাজের অভিজ্ঞতা সমেত যে কোন স্বীকৃত ইনস্টিটিউট হতেডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স বা ডিপ্লোমা ইন মিডওয়াইফারি বিষয়ে 3 বৎসর মেয়াদি ডিপ্লোমা পাশ অথবা
(গ) যে কোন স্বীকৃত মেডিকেল এ্যাসিসটেন্ট ট্রেনিং স্কুল (এমএটিএস) হতে বৎসর মেয়াদি কোর্স ও ১ বৎসর ইন্টারনশীপসহ ডিপ্লোমা।
বেতন (স্কেল)ঃ ১১,৩০০-২৭,৩০০ টাকা।
গ্রেডঃ ১২ তম
বয়সঃ 18/02/2023 তারিখে সর্বনিম্ন 18 বছর এবং 25/03/2020 তারিখে সর্বোচ্চ 30 বছর।
12. চাকরির (পদের) নামঃ বোরিং/বেডিং/কম প্রসার অপাঃ কাম মেশিনিস্ট
পদের সংখ্যাঃ 01 (এক) টি ।
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) ন্যূনতম ৮ম শ্রেণি/ জেএসসি/সমমান পাশ ও
(খ) যে কোন স্বীকৃত ইনস্টিটিউট হতে মেকানিক্যাল/অটো- মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল বিষয়ে কমপক্ষে ৬ মাস মেয়াদি অনুমোদিত ট্রেড/সার্টিফিকেট কোর্সসহ
(গ) সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে 02 বৎসর কাজের অভিজ্ঞতা ।
বেতন (স্কেল)ঃ ১০,২০০-২৪,৬৮০ টাকা।
গ্রেডঃ ১৪ তম
বয়সঃ 18/02/2023 তারিখে সর্বনিম্ন 18 বছর এবং 25/03/2020 তারিখে সর্বোচ্চ 30 বছর।
13. চাকরির (পদের) নামঃ জেনারেটর অপারেটর
পদের সংখ্যাঃ ০২ (দুই) টি ।
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) ন্যূনতম ৮ম শ্রেণি/জেএসসি/সমমান পাশ ও
(খ) যে কোন স্বীকৃত ইনস্টিটিউট হতে মেকানিক্যাল/অটো- মেকানিক্যাল/ইলেট্রিক্যাল বিষয়ে কমপক্ষে ৬ মাস মেয়াদি অনুমোদিত ট্রেড/সার্টিফিকেট কোর্সসহ
(খ) সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ২ বৎসর কাজের অভিজ্ঞতা ।
বেতন (স্কেল)ঃ ১০,২০০-২৪,৬৮০ টাকা।
গ্রেডঃ ১৪ তম
বয়সঃ 18/02/2023 তারিখে সর্বনিম্ন 18 বছর এবং 25/03/2020 তারিখে সর্বোচ্চ 30 বছর।
14. চাকরির (পদের) নামঃ ড্রাফটসম্যান
পদের সংখ্যাঃ ০২ (দুই) টি ।
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) ন্যূনতম এসএসসি/সমমান পাশ ও
(খ) যে কোন স্বীকৃত ইনস্টিটিউট হতে সার্ভে/সিভিল/স্থাপত্য বিষয়ে কমপক্ষে 06 মাস মেয়াদি অনুমোদিত ট্রেড/ সার্টিফিকেট কোর্সসহ
(গ) সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ২ বৎসর কাজের অভিজ্ঞতা।
বেতন (স্কেল)ঃ ১০,২০০-২৪,৬৮০ টাকা।
গ্রেডঃ ১৪ তম
বয়সঃ 18/02/2023 তারিখে সর্বনিম্ন 18 বছর এবং 25/03/2020 তারিখে সর্বোচ্চ 30 বছর।
15. চাকরির (পদের) নামঃ টেকনিশিয়ান
পদের সংখ্যাঃ 32 (বত্রিশ) টি ।
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) কোন স্বীকৃত ইনস্টিটিউট সিভিল/মেকানিক্যাল/ইলেক্ট্রিক্যাল/ ওয়েল্ডিং/অটোমোবাইল/ প্লাম্বার বিষয়ে ডিপ্লোমা অথবা
(খ) সিভিল/ মেকানিক্যাল/ ইলেক্ট্রিক্যাল/ ওয়েল্ডিং/ অটোমোবাইল/ প্লাম্বার বিষয়ে কমপক্ষে ৬ মাস মেয়াদি অনুমোদিত সার্টিফিকেট কোর্স পাশ ও
(খ) প্রয়োজনীয় বৈধ লাইসেন্সসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ২ বৎসর কাজের অভিজ্ঞতা।
বেতন (স্কেল)ঃ ১০,২০০-২৪,৬৮০ টাকা।
গ্রেডঃ ১৪ তম
বয়সঃ 18/02/2023 তারিখে সর্বনিম্ন 18 বছর এবং 25/03/2020 তারিখে সর্বোচ্চ 30 বছর।
16. চাকরির (পদের) নামঃ ওয়েল্ডিং সুপারভাইজার
পদের সংখ্যাঃ 01 (এক) টি ।
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) যে কোন স্বীকৃত ইনস্টিটিউট হতে মেকানিক্যাল/ ওয়েল্ডিং বিষয়ে ডিপ্লোমা অথবা
(খ) মেকানিক্যাল বিষয়ে কমপক্ষে ৬ মাস মেয়াদি অনুমোদিত সার্টিফিকেট কোর্স পাশ ও
(গ) প্রয়োজনীয় বৈধ লাইসেন্সসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ২ বৎসর কাজের অভিজ্ঞতা।
বেতন (স্কেল)ঃ ১০,২০০-২৪,৬৮০ টাকা।
গ্রেডঃ ১৪ তম
বয়সঃ 18/02/2023 তারিখে সর্বনিম্ন 18 বছর এবং 25/03/2020 তারিখে সর্বোচ্চ 30 বছর।
17. চাকরির (পদের) নামঃ প্ল্যান্ট অপারেটর
পদের সংখ্যাঃ 16 (ষোল) টি ।
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) ন্যূনতম ৮ম শ্রেণি/জেএসসি/সমমান পাশ এবং
(খ)সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ১ বৎসর কাজের অভিজ্ঞতা সমেত
(গ) যে কোন স্বীকৃত ইনস্টিটিউট হতে সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ৬ মাস মেয়াদি অনুমোদিত ট্রেড/সার্টিফিকেট কোর্স ।
বেতন (স্কেল)ঃ ১০,২০০-২৪,৬৮০ টাকা।
গ্রেডঃ ১৪ তম
বয়সঃ 18/02/2023 তারিখে সর্বনিম্ন 18 বছর এবং 25/03/2020 তারিখে সর্বোচ্চ 30 বছর।
আবেদন পদ্ধতিঃ পেট্রোবাংলা এর চাকরির জন্য আগ্রহী প্রার্থীদেরকে http://kgdcl.teletalk.com.bd/ ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।
পেট্রোবাংলা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ এ অনলাইনের মাধ্যমে আবেদন শুরুর তারিখ ১৯ জানুয়ারি ২০২৩ সকাল ১০:০০ টা এবং শেষ তারিখ ১৮ ফেব্রুয়ারি ২০২৩ বিকাল: ০৫:০০ টা।
পেট্রোবাংলা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ বিজ্ঞপ্তি ২০২৩ এর মূল বিজ্ঞপ্তিটি নিচে দেখুনঃ

যদি আপনি পেট্রোবাংলা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ বিজ্ঞপ্তিটিতে আবেদন করতে চান তাহলে উপরে দেওয় লিঙ্কে ক্লিক করে চাকরির জন্য আবেদন করতে পারেন। যে কোন প্রতিষ্ঠান কর্তৃক নতুন চাকরির খবর প্রকাশ হওয়া মাত্রই আমরা সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তিটি আমাদের BD Latest Jobs ওয়েবসাইটে প্রকাশ করি। নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে ডাউনলোড করুন BD Latest Jobs অ্যাপস।