সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি 2023

সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি Army Sainik Job Circular 2023

সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি  Army Sainik Job Circular 2023
সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি 2023: ২০২৩ সালে সেনাবাহিনীর সৈনিক পদে নির্ধারিত সেনানিবাসে পুরুষ এবং মহিলা প্রার্থীদের ভর্তি করা হবে। যোগ্যতা ও আগ্রহ থাকলে আবেদন করতে পারবেন আপনিও। নারী ও পুরুষ উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন। সরকারি এবং বেসরকারি সকল ধরনের চাকরির খবর সবার আগে পেতে ভিজিট করুন bdlatestjobs.com। নিচে বিস্তারিত (Army Sainik Job Circular 2023) দেওয়া হলঃ

চাকরির (পদের) নামঃ সৈনিক
প্রয়োজনীয় যোগ্যতাঃ
১। আবেদনকারীদের প্রয়োজনীয় যোগ্যতা স্বাপেক্ষে সাধারণ (GD) এবং টেকনিক্যাল ট্রেড (TT) এ আবেদন করার সুযোগ রয়েছে। তাছাড়াও সেনা সদস্যদের সন্তান (SS), বিএনসিসি (BNCC) এর সদস্য এবং টিটিটিআই (TTTI) সমূহ হতে প্রশিক্ষণ প্রাপ্ত আবেদনকারীরা পৃথকভাবে আবেদন করতে পারবেন। সকল ক্ষেত্রে এসএমএস এবং অনলাইন এর মাধ্যমে আবেদন করতে হবে।

ভর্তি পরীক্ষার ফিঃ বাবদ ২০০/- টাকা।

২। যোগ্যতাঃ

ক। সাধারণ ট্রেড (GD) - পুরুষ ও মহিলা ।

(১) (১) বয়সঃ 03/03/2024 ইং তারিখে ১৭ বছর এর কম এবং ২১ বছরের বেশি হবে না (কোন ধরনের এফিডেভিট গ্রহণযোগ্য নয়)।

(২) শিক্ষাগত যোগ্যতাঃ এসএসসি/সমমান (মাদ্রাসা/কারিগরি/উন্মুক্ত) পরীক্ষায় ন্যূনতম জিপিএ-৩.০০ পেয়ে উত্তীর্ণ।

খ। টেকনিক্যাল ট্রেড (TT) - (পুরুষ এবং মহিলা)।

(২) শিক্ষাগত/কারিগরি যোগ্যতাঃ

ক। ভোকেশনাল হতে এসএসসি পাশসহ সংশ্লিষ্ট কারিগরি বিষয়সহ ন্যূনতম জিপিএ-৩.০০ থাকতে হবে ।

খ। এসএসসি অথবা সমমান (মাদ্রাসা/কারিগরি/উন্মুক্ত) পরীক্ষায় ন্যূনতম জিপিএ-৩.০০ থাকতে হবে এবং কারিগরি শিক্ষাবোর্ড অনুমোদিত প্রতিষ্ঠান থেকে নিম্নে নিম্নোক্ত টেবিল ১ অনুযায়ী কমপক্ষে ৬ মাস মেয়াদী সংশ্লিষ্ট ট্রেড কোর্স থাকতে হবে। বিজ্ঞান বিভাগ অথবা ডিপ্লোমা কোর্স সম্পন্নকারী প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে।

গ। শারীরিক মান (পুরুষ প্রার্থী)
উচ্চতা (ন্যূনতম)ঃ ১.৬৮ মিটার (৫ ফুট ৬ ইঞ্চি) বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সম্প্রদায় ব্যতীত । বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়ের জন্য ১.৬৩ মিটার (৫ ফুট ৪ ইঞ্চি) ।
ওজন (ন্যূনতম)ঃ ৪৯.৯০ কেজি (১১০ পাউন্ড)।
বুক (ন্যূনতম)ঃ স্বাভাবিক ০.৭৬ মিটার (৩০ ইঞ্চি), স্ফীত ০.৮১ মিটার (৩২ ইঞ্চি) ।

শারীরিক মান (মহিলা প্রার্থী)
উচ্চতা (ন্যূনতম)ঃ ১.৬০ মিটার (৫ ফুট ৩ ইঞ্চি) বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সম্প্রদায় ব্যতীত । বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়ের জন্য ১.৫৬ মিটার (৫ ফুট ১ ইঞ্চি)।
ওজন (ন্যূনতম)ঃ ৪৭ কেজি (১০৪ পাউন্ড)। স্বাভাবিক ০.৭১ মিটার (২৮ ইঞ্চি),
বুক (ন্যূনতম)ঃ স্ফীত ০.৭৬ মিটার (৩০ ইঞ্চি) ।

ঘ। স্বাস্থ্য পরীক্ষা।

ঙ। সাঁতার ঃ সাঁতার জানা অত্যাবশ্যক (ন্যূনতম ৫০ মিটার)।

চ। বৈবাহিক অবস্থাঃ অবিবাহিত হতে হবে (বিপত্নীক অথবা বিবাহ বিচ্ছেদকারী নয়)।

আবেদন শুরুঃ 10/12/2022 ইং তারিখ

আবেদন শেষঃ 31/01/2023 ইং তারিখ

মূল বিজ্ঞপ্তিটি নিচে দেখুন…

সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি  Army Sainik Job Circular 2023

সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি  Army Sainik Job Circular 2023

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url