বাসা ফাউন্ডেশন চাকরির খবর 2023
বাসা ফাউন্ডেশন চাকরির খবর - BASA Foundation Job Circular 2023

এনজিও চাকরির খবরঃ BASA Foundation একটি জাতীয় পর্যায়ের বেসরকারী উন্নয়ন সংস্থা, যা মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি কর্তৃক সনদ প্রাপ্ত (সনদ নম্বর : ০০৩৭৭-০০১১৫-০০০৪৬)। "BASA Foundation" দেশের বিভিন্ন জেলায় ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনার পাশাপাশি বিদেশী এবং দেশী দাতা সংস্থার সহযোগীতায় বিভিন্ন ধরনের সামাজিক উন্নয়নমুলক কার্যক্রম পরিচালনা করে আসছে। "বাসা ফাউন্ডেশন" এর ক্ষ্রদ্র ঋণ কার্যক্রম বাস্তবায়ন এর্ং সম্প্রসারণের লক্ষ্যে নিম্নলিখিত পদসমূহে জনবল নিয়োগের জন্য আবেদনপত্র আহবান করা হচ্ছে। যোগ্যতা ও আগ্রহ থাকলে আবেদন করতে পারবেন আপনিও। সরকারি এবং বেসরকারি সকল ধরনের চাকরির খবর সবার আগে পেতে ভিজিট করুন bdlatestjobs.com। নিচে বিস্তারিত (BASA Foundation Job Circular 2023) দেওয়া হলঃ
BASA Foundation Job Circular 2023 - বাসা ফাউন্ডেশন চাকরির খবর
01. চাকরির (পদের) নামঃ মাঠ সংগঠক- গ্রেড ০৩ (ঋণ কর্মসূচী)পদের সংখ্যাঃ 30 টি।
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ এইচ.এস.সি/সমমান
বেতনঃ শিক্ষানবীশকালে মাসিক বেতন সর্বসাকুল্যে ১৩,৫০০/- টাকা।
বয়সঃ সর্বোচ্চ ২৮ বছর (অভিজ্ঞ প্রাথীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর)
চাকরির ধরনঃ ফুলটাইম
কর্মস্থলঃ বাংলাদেশের যেকোনো স্থানে
যে সকল জেলার আবেদনকারীদের আবেদন করতে পারবেনঃ বংলাদেশের সকল জেলা।
চাকুরীতে স্থায়ী হলে প্রাপ্য সুবিধাদিঃ
সন্তোষজনকভাবে ৬ মাস শিক্ষানবীশকাল অতিক্রম শেষে উল্লেখিত পদের কর্মকর্তাদের মূল্যায়ন সাপেক্ষে চাকুরী স্থায়ী করা হবে। চাকুরীতে স্থায়ী হলে সংস্থার বেতন কাঠামো অনুযায়ী
** বেতন ভাতা,
** বাড়ী ভাড়া,
** মাঠ ভাতা,
** চিকিৎসা ভাতা,
** প্রভিডেন্ট ফান্ড,
** গ্র্যাচ্যুইটি,
** অর্জিত ছুটি,
** কল্যাণ তহবিল,
** মোবাইল ভাতা
** দুপুরের লাঞ্চ ভাতা সুবিধা
** একক আবাসন ফ্রি
** বৎসরে দুটি উৎসব বোনাস ও
**বৈশাখী বোনাসসহ অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন ।
02. চাকরির (পদের) নামঃ মাঠ সংগঠক- গ্রেড ০২ (ঋণ কর্মসূচী)
পদের সংখ্যাঃ 50 টি।
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ স্নাতক বা তদুর্দ্ধ /সমমান
বেতনঃ শিক্ষানবীশকালে মাসিক বেতন সর্বসাকুল্যে ১৬,০০০/- টাকা।
বয়সঃ সর্বোচ্চ সর্বোচ্চ ৩০ বছর (অভিজ্ঞ প্রাথীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩৫ বছর)
চাকরির ধরনঃ ফুলটাইম
কর্মস্থলঃ বাংলাদেশের যেকোনো স্থানে
যে সকল জেলার আবেদনকারীদের আবেদন করতে পারবেনঃ বংলাদেশের সকল জেলা।
চাকুরীতে স্থায়ী হলে প্রাপ্য সুবিধাদিঃ
সন্তোষজনকভাবে ৬ মাস শিক্ষানবীশকাল অতিক্রম শেষে উল্লেখিত পদের কর্মকর্তাদের মূল্যায়ন সাপেক্ষে চাকুরী স্থায়ী করা হবে। চাকুরীতে স্থায়ী হলে সংস্থার বেতন কাঠামো অনুযায়ী
** বেতন ভাতা,
** বাড়ী ভাড়া,
** মাঠ ভাতা,
** চিকিৎসা ভাতা,
** প্রভিডেন্ট ফান্ড,
** গ্র্যাচ্যুইটি,
** অর্জিত ছুটি,
** কল্যাণ তহবিল,
** মোবাইল ভাতা
** দুপুরের লাঞ্চ ভাতা সুবিধা
** একক আবাসন ফ্রি
** বৎসরে দুটি উৎসব বোনাস ও
**বৈশাখী বোনাসসহ অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন ।
আবেদন পদ্ধতিঃ আগ্রহী প্রাথীদের লিখিত আবেদনপত্রের সাথে ফোন নম্বর সহ জীবন বৃত্তান্ত, দুই জন উপযুক্ত ব্যাক্তির রেফারেন্স, সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সমূহের সত্যায়িত ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং চাকুরীর অভিজ্ঞতা সহ নির্বাহী পরিচালক, বাসা ফাউন্ডেশন বরাবর আবেদন করতে হবে।
এছাড়াও শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সকল কাগজ পত্র সংযুক্ত করা সহ পদের নাম উল্লেখ করে shormina@gmail.com মেইলে সিভি পাঠাতে হবে।
উল্লেখ্য যে, পরীক্ষায় অংশগ্রহনের জন্য কোন টিএ অখবা ডিএ প্রদান করা হবে না এবং খামের উপর পদের নাম উল্লেখ করতে হবে।
আবেদন পত্র পাঠানোর ঠিকানাঃ বাসা ভবন, হাউজ নং: ৪২, রোড নং : ০৪, প্রিয়াংকা রানওয়ে সিটি, বাউনিয়া,তুরাগ, উত্তরা, ঢাকা-১২৩০।
আবেদনের শেষ তারিখঃ 23/01/2023