বর্ডার গার্ড বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি 2022

বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) নিয়োগ বিজ্ঞপ্তি - BGB Job Circular 2022

BGB Job Circular 2022 - বর্ডার গার্ড বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি
BGB Job Circular 2022: বর্ডার গার্ড বাংলাদেশ এ নিম্নবর্ণিত অসামরিক পদসমূহে ভর্তির জন্য ইচ্ছুক প্রার্থীদেরকে বিজ্ঞপ্তিতে বর্ণিত পদ্ধতি অনুসরণ করত আবেদন করতে বলা হয়েছে। যোগ্যতা ও আগ্রহ থাকলে আবেদন করতে পারবেন আপনিও। নারী ও পুরুষ উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন। সরকারি এবং বেসরকারি সকল ধরনের চাকরির খবর সবার আগে পেতে ভিজিট করুন bdlatestjobs.com। নিচে বিস্তারিত (BGB Job Circular 2022) দেওয়া হলঃ

BGB Job Circular 2022 - বর্ডার গার্ড বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি

01. চাকরির (পদের) নামঃ ইমাম/আরটি (পুরুষ)
পদের সংখ্যাঃ ০৩ টি।
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) যে কোন স্বীকৃত বোর্ড হইতে ফাজিল পরীক্ষায় অন্যূন দ্বিতীয় বিভাগ অথবা সমমানের সিজিপিএতে উত্তীর্ণ
(খ) সংশ্লিষ্ট কাজে অন্যূন ২ (দুই) বৎসরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকিতে হইবে।
বেতন (স্কেল)ঃ ১০২০০-২৪৬৮০/- টাকা

02. চাকরির (পদের) নামঃ অফিস সহকারী (পুরুষ)
পদের সংখ্যাঃ ১৯ টি।
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) যে কোন স্বীকৃত বোর্ড হইতে অন্যুন জিপিএ-২.৫০ সহ এইচএসসি অথবা সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ ৩.০০ সহ এসএসসি অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হইতে হইবে।
(খ) কম্পিউটারে টাইপের গতি বাংলায় প্রতি মিনিটে ২০ শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে ২০ শব্দ থাকিতে হইবে
বেতন (স্কেল)ঃ ৯৩০০-২২৪৯০/- টাকা

03. চাকরির (পদের) নামঃ মিডওয়াইফ (মহিলা)
পদের সংখ্যাঃ ০৪ টি।
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) যে কোন স্বীকৃত বোর্ড হইতে অন্যুন জিপিএ-৩.০০ সহ এসএসসি অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হইতে হইবে হইতে
(খ) যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান হইতে মিডওয়াইফারী সার্টিফিকেটধারী হইতে হইবে।
(গ) সংশ্লিষ্ট কাজে অন্যূন ১ (এক) বৎসরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকিতে হইবে
বেতন (স্কেল)ঃ ৯০০০-২১৮০০/- টাকা

04. চাকরির (পদের) নামঃ সহকারী ওবিএম ড্রাইভার (পুরুষ)
পদের সংখ্যাঃ ০৯ টি।
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) যে কোন স্বীকৃত বোর্ড হইতে অন্যূন জিপিএ-৩.০০ সহ এসএসসি অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হইতে হইবে।
(খ) কোন স্বীকৃত প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট বিষয়ে সার্টিফিকেটধারী হইতে হইবে।
(গ) সংশ্লিষ্ট কাজে অন্যূন ১ (এক) বৎসরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকিতে হইবে।
বেতন (স্কেল)ঃ ৯০০০-২১৮০০/- টাকা

05. চাকরির (পদের) নামঃ গ্রীজার (পুরুষ)
পদের সংখ্যাঃ ০৬ টি।
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) যে কোন স্বীকৃত বোর্ড হইতে এসএসসি অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হইতে হইবে।
(খ) সংশ্লিষ্ট কাজে অন্যূন ২ (দুই) বৎসরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকিতে হইবে।
বেতন (স্কেল)ঃ ৮৮০০-২১৩১০/- টাকা

06. চাকরির (পদের) নামঃ কমিউনিকেশন টেকনিশিয়ান গ্রেড-৩ (পুরুষ)
পদের সংখ্যাঃ ০৯ টি।
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) যে কোন স্বীকৃত পলিটেকনিক্যাল ইনস্টিটিউট হইতে কম্পিউটার অথবা ইলেক্ট্রনিক্স বিষয়ে ডিপ্লোমা ডিগ্রিসহ কম্পিউটার হার্ডওয়ার ও সফটওয়ার বিষয়ে অন্যূন ১ (এক) বৎসরের বাস্তব অভিজ্ঞতা থাকিতে হইবে।
বেতন (স্কেল)ঃ ৯৩০০-২২৪৯০/- টাকা

07. চাকরির (পদের) নামঃ কমিউনিকেশন টেকনিশিয়ান গ্রেড-৪ (পুরুষ)
পদের সংখ্যাঃ ২৭ টি।
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) কোন স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে অনূন্য জিপিএ ২.৫০ সহ এসএসসি অথবা সমমানের পরীক্ষায় এবং অনূন্য জিপিএ ৩.০০ সহ এইচএসসি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হইতে হইবে।
(খ) কোন স্বীকৃত প্রতিষ্ঠান হইতে কম্পিউটার বা ইলেকট্রনিক্স বিষয়ে সার্টিফিকেট কোর্স সম্পন্ন করিতে হইবে।
(গ) সংশ্লিষ্ট কাজে অন্যূন ২ (দুই) বৎসরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকিতে হইবে।
বেতন (স্কেল)ঃ ৯৩০০-২২৪৯০/- টাকা

08. চাকরির (পদের) নামঃ সহকারী কিউরেটর (পুরুষ)
পদের সংখ্যাঃ ০১ টি।
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) কোন স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে অনূন্য জিপিএ ২.৫০ সহ এসএসসি অথবা সমমানের পরীক্ষায় এবং অনূন্য জিপিএ ৩.০০ সহ এইচএসসি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হইতে হইবে।
বেতন (স্কেল)ঃ ৯৩০০-২২৪৯০/- টাকা

09. চাকরির (পদের) নামঃ ড্রাফটসম্যান (পুরুষ)
পদের সংখ্যাঃ ১৭ টি।
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) যে কোন স্বীকৃত বোর্ড হইতে অন্যূন জিপিএ ৩.০০ সহ এসএসসি অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হইতে হইবে।
(খ) কোন স্বীকৃত প্রতিষ্ঠান হইতে ড্রাফটসম্যান বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি থাকিতে হইবে
(গ) সংশ্লিষ্ট কাজে অন্যূন ২ (দুই) বৎসরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকিতে হইবে।
বেতন (স্কেল)ঃ ৯৩০০-২২৪৯০/- টাকা

10. চাকরির (পদের) নামঃ বয়লার অপারেটর (পুরুষ)
পদের সংখ্যাঃ ০১ টি।
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) কোন স্বীকৃত বোর্ড হইতে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হইতে হইবে।
(খ) কোন স্বীকৃত প্রতিষ্ঠান হইতে বয়লার অপারেশন বিষয়ে সার্টিফিকেট কোর্স সম্পন্ন থাকিতে হইবে।
(গ) সংশ্লিষ্ট কাজে অন্যুন 02 (দুই) বৎসরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকিতে হইবে।
বেতন (স্কেল)ঃ ৮৮০০-২১৩১০/- টাকা

11. চাকরির (পদের) নামঃ এসি মেকানিক (পুরুষ)
পদের সংখ্যাঃ 03 টি।
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) কোন স্বীকৃত বোর্ড হইতে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হইতে হইবে।
(খ) কোন স্বীকৃত প্রতিষ্ঠান হইতে এসি রক্ষনাবেক্ষন বিষয়ে সার্টিফিকেট কোর্স সম্পন্ন থাকিতে হইবে।
(গ) সংশ্লিষ্ট কাজে অন্যুন 01 (এক) বৎসরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকিতে হইবে।
বেতন (স্কেল)ঃ ৮৮০০-২১৩১০/- টাকা

12. চাকরির (পদের) নামঃ সহকারী ইএম টেকনিশিয়ান (পুরুষ)
পদের সংখ্যাঃ 01 টি।
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) কোন স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে অন্যূন জিপিএ ৩.০০ সহ এসএসসি অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হইতে হইবে।
(খ) ইলেকট্রনিক্স এবং অপটিক্যাল ইলেকট্রিসিটি বিষয়ে তান্ত্রিক ও ব্যবহারিক কাজের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকিতে হইবে।
(গ) কোন স্বীকৃত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র বা ভোকেশনাল ইনস্টিটিউট হইতে ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স কোর্স ধারীদের অগ্রাধিকার দেওয়া হইবে।
বেতন (স্কেল)ঃ ৯০০০-২১৮০০/- টাকা

13. চাকরির (পদের) নামঃ সহকারী আইএম 'টেকনিশিয়ান (পুরুষ)
পদের সংখ্যাঃ 01 টি।
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) কোন স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে অন্যূন জিপিএ ৩.০০ সহ এসএসসি অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হইতে হইবে।
(খ) ইলেকট্রনিক্স বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক কাজের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকিতে হইবে
(গ) সরকার স্বীকৃত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র অথবা ভোকেশনাল ইনস্টিটিউট হইতে ইলেকট্রিক্যাল অথবা ইলেকট্রনিক্স কোর্স সনদ ধারীদের অগ্রাধিকার দেওয়া হইবে।
বেতন (স্কেল)ঃ ৯০০০-২১৮০০/- টাকা

14. চাকরির (পদের) নামঃ সহকারী ভিএম (যানবাহন মেকানিক) (পুরুষ)
পদের সংখ্যাঃ 03 টি।
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) কোন বিভাগে জিপিএ ৩.০০ সহ এসএসসি অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হইতে হইবে।
(খ) কোন যানবাহন ওয়ার্কশপে অন্যূন ২ (দুই) বৎসরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকিতে হইবে।
(গ) কোন স্বীকৃত কারিগরি প্রতিষ্ঠান হইতে অটোমোবাইল মেরামত ও রক্ষণাবেক্ষণ সার্টিফিকেট কোর্স সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হইবে।
বেতন (স্কেল)ঃ ৯০০০-২১৮০০/- টাকা

15. চাকরির (পদের) নামঃ ইলেক্ট্রিশিয়ান (পুরুষ)
পদের সংখ্যাঃ ৬৪ টি।
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) কোন স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে অন্যূন জিপিএ ৩.০০ সহ এসএসসি অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হইতে হইবে ।
(খ) কোন স্বীকৃত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হইতে ইলেক্ট্রিক্যাল কোর্সের সনদপত্রসহ ইলেক্ট্রিশিয়ান কাজে অন্যূন ২ (দুই) বৎসরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকিতে হইবে।
বেতন (স্কেল)ঃ ৯০০০-২১৮০০/- টাকা

16. চাকরির (পদের) নামঃ কম্পাউন্ডার কাম ড্রেসার (পুরুষ)

পদের সংখ্যাঃ 01 টি।
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) কোন স্বীকৃত বোর্ড হইতে অন্যূন জিপিএ-৩.০০ সহ এসএসসি অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হইতে হইবে
(খ) কোন স্বীকৃত ভেটিরিনারি শিক্ষা প্রতিষ্ঠান হইতে পেশাগত সনদপ্রাপ্তসহ অন্যূন ২ (দুই) বৎসরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকিতে হইবে
বেতন (স্কেল)ঃ ৯৩০০-২২৪৯০/- টাকা

17. চাকরির (পদের) নামঃ ক্যাটালগার (পুরুষ)
পদের সংখ্যাঃ 02 টি।
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) কোন্ স্বীকৃত বোর্ড হইতে এসএসসি অথবা সমমান পরীক্ষায় অন্যূন জিপিএ ৩.০০ সহ উত্তীর্ণ হইতে হইবে।
(খ) কোন স্বীকৃত প্রতিষ্ঠান হইতে লাইব্রেরি সাইন্সে সার্টিফিকেট কোর্স সম্পন্ন থাকিতে হইবে।
(গ) সংশ্লিষ্ট কাজে অন্যূন ২ (দুই) বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকিতে হইবে।
বেতন (স্কেল)ঃ ৯০০০-২১৮০০/- টাকা

18. চাকরির (পদের) নামঃ ইলেক্ট্রো মেডিক্যাল টেকনিশিয়ান (পুরুষ)
পদের সংখ্যাঃ 01 টি।
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) কোন স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে মাধ্যমিক স্কুল এসএসসি অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হইতে হইবে।
(খ) সংশ্লিষ্ট কাজে অন্যূন ২ (দুই) বৎসরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকিতে হইবে।
বেতন (স্কেল)ঃ ৮৮০০-২১৩১০/- টাকা

19. চাকরির (পদের) নামঃ যানবাহন চালক (হালকা লাইসেন্সধারী) (পুরুষ)
পদের সংখ্যাঃ 04 টি।
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) কোন স্বীকৃত বোর্ড হইতে অন্যূন এসএসসি অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হইতে হইবে।
(খ) বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকিতে হইবে।
(গ) জীপ, মাইক্রোবাস, পিকআপ, ট্রাক বা অন্যান্য ভারী যানবাহন চালনায় ৩ (তিন) বৎসরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকিতে হইবে।
বেতন (স্কেল)ঃ ৯৩০০-২২৪৯০/- টাকা

20. চাকরির (পদের) নামঃ যানবাহন চালক (ল্যান্স নায়েক সমমান) (পুরুষ)
পদের সংখ্যাঃ 03 টি।
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) কোন স্বীকৃত বোর্ড হইতে অন্যূন এসএসসি অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হইতে হইবে।
(খ) বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকিতে হইবে।
(গ) জীপ, মাইক্রোবাস, পিকআপ, ট্রাক বা অন্যান্য ভারী যানবাহন চালনায় ৩ (তিন) বৎসরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকিতে হইবে।
বেতন (স্কেল)ঃ ৯৩০০-২২৪৯০/- টাকা

21. চাকরির (পদের) নামঃ যানবাহন চালক (সিপাহী সমমান) (পুরুষ)
পদের সংখ্যাঃ 03 টি।
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) কোন স্বীকৃত বোর্ড হইতে অন্যূন এসএসসি অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হইতে হইবে।
(খ) বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকিতে হইবে।
(গ) জীপ, মাইক্রোবাস, পিকআপ চালনায় ৩ (তিন) বৎসরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকিতে হইবে।
বেতন (স্কেল)ঃ ৯০০০-২১৮০০/- টাকা

22. চাকরির (পদের) নামঃ জলযান মেকানিক/ ডব্লিউসি টেকনিশিয়ান (পুরুষ)
পদের সংখ্যাঃ 02 টি।
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) কোন স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে অন্যূন জিপিএ ৩.০০সহ এসএসসি অথবা সমমান হইবে।
(খ) কোন স্বীকৃত প্রতিষ্ঠান হইতে নৌযান মেরামত ও রক্ষণাবেক্ষণ সংক্রান্ত সার্টিফিকেট কোর্স সম্পন্ন থাকিতে হইবে।
(গ) সংশ্লিষ্ট কাজে অন্যূন ১ (এক) বৎসরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকিতে হইবে ।
বেতন (স্কেল)ঃ ৯৩০০-২২৪৯০/- টাকা

23. চাকরির (পদের) নামঃ সহকারী ডব্লিউসি টেকনিশিয়ান (পুরুষ)
পদের সংখ্যাঃ 02 টি।
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) কোন স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে অন্যূন জিপিএ ৩.০০ সহ এসএসসি অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হইতে হইবে
(খ) সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন ২ (দুই) বৎসরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকিতে হইবে।
(গ) নৌযান মেরামত ও রক্ষণাবেক্ষণ সংক্রান্ত সার্টিফিকেট কোর্স সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হইবে।
বেতন (স্কেল)ঃ ৯০০০-২১৮০০/- টাকা

24. চাকরির (পদের) নামঃ ইউএসএম (পুরুষ)
পদের সংখ্যাঃ 05 টি।
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) কোন স্বীকৃত বোর্ড হইতে জেএসসি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হইতে হইবে
(খ) কর্মঠ এবং সুঠাম দেহের অধিকারী হইতে হইবে।
বেতন (স্কেল)ঃ ৮২৫০-২০০১০/- টাকা

25. চাকরির (পদের) নামঃ ওয়েল্ডার (পুরুষ)
পদের সংখ্যাঃ 01 টি।
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) কোন স্বীকৃত বোর্ড হইতে জেএসসি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হইতে হইবে।
(খ) কোন স্বীকৃত প্রতিষ্ঠান হইতে পেশাগত কাজের সনদ পত্রসহ সংশ্লিষ্ট কাজে অন্যূন ২ (দুই) বৎসরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকিতে হইবে।
বেতন (স্কেল)ঃ ৯০০০-২১৮০০/- টাকা

26. চাকরির (পদের) নামঃ টেইলর (পুরুষ)
পদের সংখ্যাঃ 02 টি।
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) কোন স্বীকৃত বোর্ড হইতে জেএসসি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হইতে হইবে।
(খ) কোন স্বীকৃত প্রতিষ্ঠান হইতে পেশাগত কাজের সনদ পত্রসহ সংশ্লিষ্ট কাজে অন্যূন ২ (দুই) বৎসরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকিতে হইবে।
বেতন (স্কেল)ঃ ৮৮০০-২১৩১০/- টাকা

27. চাকরির (পদের) নামঃ পেইন্টার (পুরুষ)
পদের সংখ্যাঃ 02 টি।
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) কোন স্বীকৃত বোর্ড হইতে জেএসসি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হইতে হইবে।
(খ) সংশ্লিষ্ট কাজে অন্যূন ২ (দুই) বৎসরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকিতে হইবে।
বেতন (স্কেল)ঃ ৯০০০-২১৮০০/- টাকা

28. চাকরির (পদের) নামঃ কার্পেন্টার (পুরুষ)
পদের সংখ্যাঃ 03 টি।
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) কোন স্বীকৃত বোর্ড হইতে জেএসসি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হইতে হইবে।
(খ) সংশ্লিষ্ট কাজে অন্যূন ২ (দুই) বৎসরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকিতে হইবে।
বেতন (স্কেল)ঃ ৯৩০০-২২৪৯০/- টাকা

29. চাকরির (পদের) নামঃ প্লাম্বার (পুরুষ)
পদের সংখ্যাঃ 01 টি।
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) কোন স্বীকৃত বোর্ড হইতে জেএসসি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হইতে হইবে।
(খ) সংশ্লিষ্ট কাজে অন্যূন ২ (দুই) বৎসরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকিতে হইবে।
বেতন (স্কেল)ঃ ৮৮০০-২১৩১০/- টাকা

30. চাকরির (পদের) নামঃ ফিটার গ্যাস (পুরুষ)
পদের সংখ্যাঃ 01 টি।
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) কোন স্বীকৃত বোর্ড হইতে জেএসসি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হইতে হইবে।
(খ) সংশ্লিষ্ট কাজে অন্যূন ২ (দুই) বৎসরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকিতে হইবে।
বেতন (স্কেল)ঃ ৮৮০০-২১৩১০/- টাকা

31. চাকরির (পদের) নামঃ বুটমেকার (পুরুষ)
পদের সংখ্যাঃ 05 টি।
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) কোন স্বীকৃত বোর্ড হইতে জেএসসি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হইতে হইবে।
(খ) সংশ্লিষ্ট কাজে অন্যূন ২ (দুই) বৎসরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকিতে হইবে।
বেতন (স্কেল)ঃ ৮৮০০-২১৩১০/- টাকা

32. চাকরির (পদের) নামঃ অফিস সহায়ক (এমএলএসএস) (পুরুষ)
পদের সংখ্যাঃ 05 টি।
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) কোন স্বীকৃত বোর্ড হইতে জেএসসি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হইতে হইবে।
(খ) সংশ্লিষ্ট কাজে অন্যূন ২ (দুই) বৎসরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকিতে হইবে।
বেতন (স্কেল)ঃ ৮২৫০-২০০১০/- টাকা

33. চাকরির (পদের) নামঃ ওয়ার্ড বয় (পুরুষ)
পদের সংখ্যাঃ 01 টি।
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) কোন স্বীকৃত বোর্ড হইতে জেএসসি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হইতে হইবে।
বেতন (স্কেল)ঃ ৮২৫০-২০০১০/- টাকা

34. চাকরির (পদের) নামঃ বাবুর্চি (পুরুষ)
পদের সংখ্যাঃ ৬৩ টি।
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) কোন স্বীকৃত বোর্ড হইতে জেএসসি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হইতে হইবে।
বেতন (স্কেল)ঃ ৮২৫০-২০০১০/- টাকা

35. চাকরির (পদের) নামঃ মালী (পুরুষ)
পদের সংখ্যাঃ 10 টি।
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) কোন স্বীকৃত বোর্ড হইতে জেএসসি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হইতে হইবে।
(খ) সংশ্লিষ্ট কাজে বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকিতে হইবে।
বেতন (স্কেল)ঃ ৮২৫০-২০০১০/- টাকা

36. চাকরির (পদের) নামঃ পরিচ্ছন্নতাকর্মী (পুরুষ)
পদের সংখ্যাঃ 16 টি।
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) কোন স্বীকৃত বোর্ড হইতে জেএসসি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হইতে হইবে।
বেতন (স্কেল)ঃ ৮২৫০-২০০১০/- টাকা

শারীরিক যোগ্যতাঃ

উচ্চতাঃ
(১) পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম ১.৫২৪ মিটার (5 ফুট - 6 ইঞ্চি) ।
(২) মহিলা প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম ১.৪২২ মিটার (4 ফুট-8 ইঞ্চি)।

বুকের মাপঃ
(১) পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে ৮১.২৮ ৮৬.৩৬ সেঃ মিঃ (৩২ ইঞ্চি -৩৪ ইঞ্চি)।
(২) মহিলা প্রার্থীদের ক্ষেত্রে ৭৬.২০ - ৮১.২৮ সেঃ মিঃ (৩০ ইঞ্চি -৩২ ইঞ্চি)।
(৩) উভয় ক্ষেত্রে সম্প্রসারণ- ৫.০৮ সেঃ মিঃ (( কমপক্ষে 02 ইঞ্চি)

ওজনঃ
(২) মহিলা প্রার্থীদের ক্ষেত্রে ৩৬.৩৬ কেজি
(১) পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে ৪৮.৬৩ কেজি । তবে বয়স ও উচ্চতার উপর ভিত্তি করে ওজন কম/বেশী হবে।

দৃষ্টিশক্তিঃ ৬/৬ হতে হবে।

বয়সঃ
ক। ৩১-৩-২০২৩ তারিখে সাধারণ প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা ১৮ হতে ৩০ বৎসর। তবে বীর মুক্তিযোদ্ধা/শহিদ বীর মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যার বয়সসীমা ১৮ হতে ৩২ বৎসর। উল্লেখ্য, বয়স প্রমানের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।

বৈবাহিক অবস্থাঃ বিবাহিত/অবিবাহিত।

রেজিস্ট্রেশন শুরুঃ 28/11/2022 তারিখ সকাল ১০ টা

রেজিস্ট্রেশন শেষঃ 07/12/2022 রাত ১২ টা

মূল বিজ্ঞপ্তিটি নিচে দেখুন…

BGB Job Circular 2022 - বর্ডার গার্ড বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি


BGB Job Circular 2022 - বর্ডার গার্ড বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url