বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ নিয়োগ ২০২৩

বিসিএসআইআর (বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ - BCSIR Job Circular 2023

বিসিএসআইআর (বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
01/01/2023 ইং তারিখে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ প্রকাশিত হয়েছে বিসিএসআইআর (বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ) (www.bcsir.gov.bd) এর অফিসিয়াল ওয়েবসাইটে। যেসব প্রার্থীরা বিসিএসআইআর (বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ) নিয়োগ বিজ্ঞপ্তিটিতে অ্যাপ্লাই করার জন্য অপেক্ষা করছিলেন তারা এই সার্কুলার মোতাবেক আবেদন করতে পারেন।

বর্তমানে অন্যান্য সকল সরকারি চাকরির মধ্যে অন্যতম হচ্ছে বিসিএসআইআর (বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ) এর চাকরি। আপনারা যারা সরকারি চাকরি করতে ইচ্ছুুক তারা বিসিএসআইআর (বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ) নিয়োগ বিজ্ঞপ্তিটিতে অ্যাপ্লাই করতে পারেন। আবেদন করার জন্য কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত যোগ্যতা থাকতে হবে।

BCSIR Job Circular 2023 - বিসিএসআইআর (বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

বিভিন্ন সময়ে বিসিএসআইআর (বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ) বিভিন্ন পদে লোক নিয়োগের জন্য সার্কুলার দিয়ে থাকে। আপনি যদি আগ্রহী প্রার্থী হন তাহলে দ্রুত কর্তৃপক্ষের দেওয়া নির্দেশনা মোতাবেক আবেদন করুন। বিসিএসআইআর (বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ) চাকরির খবর সম্পর্কে বিস্তারিত জানতে নিচে থাকা অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ুন।

আপনাদের জন্য আমরা বিসিএসআইআর (বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ) নিয়োগ বিজ্ঞপ্তিটি আমাদের ওয়েবসাইটে প্রকাশ করেছি। সরকারি চাকরি করতে যারা আগ্রহী তারা এই সার্কুলারে দেওয়া সময়ের মধ্যে আবেদন করতে পারেন।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ২২.০৯.২০২২ তারিখের ৩৯.০০.০০০০.০০৫.১১.০১২.১৭-২৯৩ সংখ্যক স্মারকের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)-এর রাজস্ব খাতের নিম্নবর্ণিত পদসমূহ পূরণের জন্য বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে অনলাইনে পূরণকৃত আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোন আবেদন গ্রহণ করা হবে না। যোগ্যতা ও আগ্রহ থাকলে আবেদন করতে পারবেন আপনিও। নারী ও পুরুষ উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন। সরকারি এবং বেসরকারি সকল ধরনের চাকরির খবর সবার আগে পেতে ভিজিট করুন bdlatestjobs.com অথবা চাকরির খবর প্রকাশিত হওয়া মাত্র নোটিফিকেশন পেতে ডাউনলোড করুন BD Latest Jobs অ্যাপস। নিচে (মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩) বিস্তারিত দেওয়া হলঃ

সংক্ষেপে বিসিএসআইআর (বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ দেখুনঃ

নিয়োগকারী প্রতিষ্ঠানবিসিএসআইআর (বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ)
চাকরির ধরনসরকারি চাকরি
শূন্য পদের সংখ্যা১৯+০২ টি
অনলাইনে আবেদন শুরু০১ জানুয়ারি ২০২৩
অনলাইনে আবেদন শেষ২২ জানুয়ারি ২০২৩

01. চাকরির (পদের) নামঃ সাইন্টিফিক অফিসার - কেমিস্ট্রি (স্থায়ী পদ)
পদের সংখ্যাঃ 03 (তিন) টি।
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) সংশ্লিষ্ট বিষয়ে প্রথম শ্রেণিতে বি.এসসি. (অনার্স) সহ এম.এস.সি অথবা
(খ) প্রথম শ্রেণিতে এম.এসসি. ডিগ্রি অথবা
(গ) উভয় পরীক্ষায় ২য় শ্রেণি।
(ঘ) শিক্ষা জীবনে পরীক্ষার কোনটিতেই তৃতীয় বিভাগ অথবা শ্রেণি থাকা চলিবে না।
বেতন (স্কেল)ঃ ২২০০০ - ৫৩০৬০ টাকা।
গ্রেডঃ ৯ তম
বয়সঃ 25/03/2020 তারিখে অনূর্ধ্ব বছর।

02. চাকরির (পদের) নামঃ সাইন্টিফিক অফিসার - ফার্মেসি (স্থায়ী পদ)
পদের সংখ্যাঃ 02 (দুই) টি।
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) সংশ্লিষ্ট বিষয়ে প্রথম শ্রেণিতে বি.এসসি. (অনার্স) সহ এম.এস.সি অথবা
(খ) প্রথম শ্রেণিতে এম.এসসি. ডিগ্রি অথবা
(গ) উভয় পরীক্ষায় ২য় শ্রেণি।
(ঘ) শিক্ষা জীবনে পরীক্ষার কোনটিতেই তৃতীয় বিভাগ অথবা শ্রেণি থাকা চলিবে না।
বেতন (স্কেল)ঃ ২২০০০ - ৫৩০৬০ টাকা।
গ্রেডঃ ৯ তম
বয়সঃ 25/03/2020 তারিখে অনূর্ধ্ব বছর।

03. চাকরির (পদের) নামঃ সাইন্টিফিক অফিসার - মাইক্রোবায়োলজি (স্থায়ী পদ)
পদের সংখ্যাঃ 01 (এক) টি।
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) সংশ্লিষ্ট বিষয়ে প্রথম শ্রেণিতে বি.এসসি. (অনার্স) সহ এম.এস.সি অথবা
(খ) প্রথম শ্রেণিতে এম.এসসি. ডিগ্রি অথবা
(গ) উভয় পরীক্ষায় ২য় শ্রেণি।
(ঘ) শিক্ষা জীবনে পরীক্ষার কোনটিতেই তৃতীয় বিভাগ অথবা শ্রেণি থাকা চলিবে না।
বেতন (স্কেল)ঃ ২২০০০ - ৫৩০৬০ টাকা।
গ্রেডঃ ৯ তম
বয়সঃ 25/03/2020 তারিখে অনূর্ধ্ব বছর।

04. চাকরির (পদের) নামঃ সাইন্টিফিক অফিসার - ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিকস ইঞ্জিনিয়ারিং (অস্থায়ী পদ)
পদের সংখ্যাঃ 01 (এক) টি।
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) সংশ্লিষ্ট বিষয়ে প্রথম শ্রেণিতে বি.এসসি. (অনার্স) সহ এম.এস.সি অথবা
(খ) প্রথম শ্রেণিতে এম.এসসি. ডিগ্রি অথবা
(গ) উভয় পরীক্ষায় ২য় শ্রেণি।
(ঘ) শিক্ষা জীবনে পরীক্ষার কোনটিতেই তৃতীয় বিভাগ অথবা শ্রেণি থাকা চলিবে না।
বেতন (স্কেল)ঃ ২২০০০ - ৫৩০৬০ টাকা।
গ্রেডঃ ৯ তম
বয়সঃ 25/03/2020 তারিখে অনূর্ধ্ব বছর।

05. চাকরির (পদের) নামঃ সাইন্টিফিক অফিসার - কেমিষ্টি (অস্থায়ী পদ)
পদের সংখ্যাঃ 01 (এক) টি।
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) সংশ্লিষ্ট বিষয়ে প্রথম শ্রেণিতে বি.এসসি. (অনার্স) সহ এম.এস.সি অথবা
(খ) প্রথম শ্রেণিতে এম.এসসি. ডিগ্রি অথবা
(গ) উভয় পরীক্ষায় ২য় শ্রেণি।
(ঘ) শিক্ষা জীবনে পরীক্ষার কোনটিতেই তৃতীয় বিভাগ অথবা শ্রেণি থাকা চলিবে না।
বেতন (স্কেল)ঃ ২২০০০ - ৫৩০৬০ টাকা।
গ্রেডঃ ৯ তম
বয়সঃ 25/03/2020 তারিখে অনূর্ধ্ব বছর।

06. চাকরির (পদের) নামঃ সাইন্টিফিক অফিসার - রোবোটিক্স এন্ড মেকাট্রনিকস ইঞ্জিনিয়ারিং (অস্থায়ী পদ)
পদের সংখ্যাঃ 01 (এক) টি।
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) সংশ্লিষ্ট বিষয়ে প্রথম শ্রেণিতে বি.এসসি. (অনার্স) সহ এম.এস.সি অথবা
(খ) প্রথম শ্রেণিতে এম.এসসি. ডিগ্রি অথবা
(গ) উভয় পরীক্ষায় ২য় শ্রেণি।
(ঘ) শিক্ষা জীবনে পরীক্ষার কোনটিতেই তৃতীয় বিভাগ অথবা শ্রেণি থাকা চলিবে না।
বেতন (স্কেল)ঃ ২২০০০ - ৫৩০৬০ টাকা।
গ্রেডঃ ৯ তম
বয়সঃ 25/03/2020 তারিখে অনূর্ধ্ব বছর।

07. চাকরির (পদের) নামঃ সাইন্টিফিক অফিসার - লেদার ইঞ্জিনিয়ারিং (অস্থায়ী পদ)
পদের সংখ্যাঃ 01 (এক) টি।
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) সংশ্লিষ্ট বিষয়ে প্রথম শ্রেণিতে বি.এসসি. (অনার্স) সহ এম.এস.সি অথবা
(খ) প্রথম শ্রেণিতে এম.এসসি. ডিগ্রি অথবা
(গ) উভয় পরীক্ষায় ২য় শ্রেণি।
(ঘ) শিক্ষা জীবনে পরীক্ষার কোনটিতেই তৃতীয় বিভাগ অথবা শ্রেণি থাকা চলিবে না।
বেতন (স্কেল)ঃ ২২০০০ - ৫৩০৬০ টাকা।
গ্রেডঃ ১১ তম
বয়সঃ 25/03/2020 তারিখে অনূর্ধ্ব বছর।

08. চাকরির (পদের) নামঃ রিসার্চ কেমিস্ট - কেমিষ্টি (স্থায়ী)
পদের সংখ্যাঃ 01 (এক) টি।
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) সংশ্লিষ্ট বিষয়সহ দ্বিতীয় বিভাগ/শ্রেণিতে বি.এস.সি ডিগ্রি অথবা এম.এস.সি ।
(খ) শিক্ষা জীবনের কোন স্তরেই তৃতীয় শ্রেণি অথবা বিভাগ থাকা চলিবে না।
বেতন (স্কেল)ঃ ১২৫০০ -৩০২৩০ টাকা।
গ্রেডঃ ১৫ তম
বয়সঃ 25/03/2020 তারিখে অনূর্ধ্ব বছর।

09. চাকরির (পদের) নামঃ জুনিয়র টেকনিশিয়ান (স্থায়ী)
পদের সংখ্যাঃ 01 (এক) টি।
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক (বিজ্ঞান) পরীক্ষায় পাস অথবা
(খ) সংশ্লিষ্ট ক্ষেত্রে ট্রেড কোর্স সার্টিফিকেট।
বেতন (স্কেল)ঃ ৯৭০০ - ২৩৪৯০ টাকা।
গ্রেডঃ ১৫ তম
বয়সঃ 25/03/2020 তারিখে অনূর্ধ্ব বছর।

10. চাকরির (পদের) নামঃ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (স্থায়ী)
পদের সংখ্যাঃ 02 (দুই) টি।
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও তৎসহ
(খ) ইংরেজি টাইপে মিনিটে ৩৫ শব্দ গতিসম্পন্ন ও বাংলায় ২৫ শব্দ লিখনের গতি।
বেতন (স্কেল)ঃ ৯৩০০ - ২২৪৯০ টাকা।
গ্রেডঃ ১৬ তম
বয়সঃ 25/03/2020 তারিখে অনূর্ধ্ব বছর।

11. চাকরির (পদের) নামঃ অফিস সহায়ক (স্থায়ী)
পদের সংখ্যাঃ 03 (তিন) টি।
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) ৮ম শ্রেণি পাস।
বেতন (স্কেল)ঃ ৮২৫০-২০০১০ টাকা।
গ্রেডঃ ২০ তম
বয়সঃ 25/03/2020 তারিখে অনূর্ধ্ব বছর।

12. চাকরির (পদের) নামঃ সিকিউরিটি গার্ড (স্থায়ী)
পদের সংখ্যাঃ 02 (দুই) টি।
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) ভূতপূর্ব প্রতিরক্ষা কর্মচারী অথবা
(খ) ৮ম শ্রণি পাসসহ
(গ) নিরাপত্তা কর্মে ২ বৎসরের অভিজ্ঞতা।
বেতন (স্কেল)ঃ ৮২৫০-২০০১০ টাকা।
গ্রেডঃ ২০ তম
বয়সঃ 25/03/2020 তারিখে অনূর্ধ্ব বছর।

13. চাকরির (পদের) নামঃ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (অস্থায়ী)
পদের সংখ্যাঃ 01 (এক) টি।
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) এইচএসসি পাশ।
(খ) শিক্ষা জীবনে পরীক্ষার কোনটিতেই তৃতীয় বিভাগ অথবা শ্রেণি গ্রহণযোগ্য নয়।
(খ) তৎসহ ইংরেজি টাইপে মিনিটে ৩৫ শব্দ গতিসম্পন্ন ও বাংলায় ২৫ শব্দ লিখনের গতি।
গ্রেডঃ ১৬ তম
বয়সঃ 25/03/2020 তারিখে অনূর্ধ্ব বছর।

14. চাকরির (পদের) নামঃ ইলেক্ট্রিশিয়ান (অস্থায়ী)
পদের সংখ্যাঃ 01 (এক) টি।
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) এসএসসি পাশ।
(খ) সংশ্লিষ্ট ক্ষেত্রে ট্রেড কোর্স সনদপ্রাপ্ত এবং ৫ (পাঁচ) বছরের অভিজ্ঞতা।
(গ) কম্পিউটার চালনার অভিজ্ঞতা।
গ্রেডঃ ১৬ তম
বয়সঃ 25/03/2020 তারিখে অনূর্ধ্ব বছর।

আবেদন পদ্ধতিঃ বিসিএসআইআর (বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ https://alljobs.teletalk.com.bd/bcsir16  ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।

বিসিএসআইআর (বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ এ আবেদন শুরুর তারিখ ০১ জানুয়ারি ২০২৩ সকাল ১০.০০ টা এবং শেষ তারিখ ৩১ জানুয়ারি ২০২৩ বিকাল: ০৫:০০ টা।

বিসিএসআইআর (বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ এর মূল বিজ্ঞপ্তিটি নিচে দেখুনঃ

বিসিএসআইআর (বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

বিসিএসআইআর (বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

বিসিএসআইআর (বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
 
দি আপনি বিসিএসআইআর (বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ এ আবেদন করতে চান তাহলে বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় ডাকযোগে চাকরির জন্য আবেদন করতে পারেন। যে কোন প্রতিষ্ঠান কর্তৃক নতুন চাকরির খবর প্রকাশ হওয়া মাত্রই আমরা সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তিটি আমাদের BD Latest Jobs ওয়েবসাইটে প্রকাশ করি। নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে ডাউনলোড করুন BD Latest Jobs অ্যাপস।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url