পায়রা বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

পায়রা বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ - PPA Job Circular 2023

পায়রা বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ - PPA Job Circular 2023
২৭ পৌষ, ১৪২৯ বঙ্গাব্দ, ১১ জানুয়ারি, ২০২৩ খ্রিষ্টাব্দ তারিখে পায়রা বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ প্রকাশিত হয়েছে পায়রা বন্দর কর্তৃপক্ষ (www.ppa.gov.bd) এর অফিসিয়াল ওয়েবসাইটে। যেসব প্রার্থীরা পায়রা বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তিটিতে অ্যাপ্লাই করার জন্য অপেক্ষা করছিলেন তারা এই সার্কুলার মোতাবেক আবেদন করতে পারেন।

বর্তমানে অন্যান্য সকল সরকারি চাকরির মধ্যে অন্যতম হচ্ছে পায়রা বন্দর কর্তৃপক্ষ এর চাকরি। আপনারা যারা সরকারি চাকরি করতে ইচ্ছুুক তারা পায়রা বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তিটিতে অ্যাপ্লাই করতে পারেন। আবেদন করার জন্য কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত যোগ্যতা থাকতে হবে।

PPA Job Circular 2023 - পায়রা বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

বিভিন্ন সময়ে পায়রা বন্দর কর্তৃপক্ষ বিভিন্ন পদে লোক নিয়োগের জন্য সার্কুলার দিয়ে থাকে। আপনি যদি আগ্রহী প্রার্থী হন তাহলে দ্রুত কর্তৃপক্ষের দেওয়া নির্দেশনা মোতাবেক আবেদন করুন। পায়রা বন্দর কর্তৃপক্ষ এর চাকরির খবর সম্পর্কে বিস্তারিত জানতে নিচে থাকা অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ুন।

আপনাদের জন্য আমরা পায়রা বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তিটি আমাদের ওয়েবসাইটে প্রকাশ করেছি। সরকারি চাকরি করতে যারা আগ্রহী তারা এই সার্কুলারে দেওয়া সময়ের মধ্যে আবেদন করতে পারেন।

পায়রা বন্দর কর্তৃপক্ষের প্রাথমিক বিদ্যালয়ের জন্য ওয়ার্কচার্জ (Work Charge) ভিত্তিতে প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও অন্যান্য কর্মচারীদের নিয়োগের লক্ষ্যে অস্থায়ীভাবে নিম্নলিখিত পদসমূহে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে। যোগ্যতা ও আগ্রহ থাকলে আবেদন করতে পারবেন আপনিও। নারী ও পুরুষ উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন। সরকারি এবং বেসরকারি সকল ধরনের চাকরির খবর সবার আগে পেতে ভিজিট করুন bdlatestjobs.com অথবা চাকরির খবর প্রকাশিত হওয়া মাত্র নোটিফিকেশন পেতে ডাউনলোড করুন BD Latest Jobs অ্যাপস। নিচে (PPA Job Circular 2023) বিস্তারিত দেওয়া হলঃ

সংক্ষেপে পায়রা বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ দেখুনঃ

নিয়োগকারী প্রতিষ্ঠানপায়রা বন্দর কর্তৃপক্ষ
চাকরির ধরনসরকারি চাকরি
শূন্য পদের সংখ্যা14 টি
ডাকযোগে আবেদন শুরুশুরু হয়েছে
ডাকযোগে আবেদন শেষ২৬ জানুয়ারি ২০২৩

01. চাকরির (পদের) নামঃ প্রধান শিক্ষক
পদের সংখ্যাঃ 01 (এক) টি।
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) যে কোন স্বীকৃত ইউনিভার্সিটি হইতে ১ম শ্রেণি অথবা সমমানের সিজিপিএসহ স্নাতকোত্তর ডিগ্রী; অথবা
(খ) ২য় শ্রেণি অথবা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি; এবং
(গ) যে কোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান হতে প্রধান শিক্ষক/সহকারী শিক্ষক পদে ন্যূনতম ০৫ (পাঁচ) বছরের চাকরির বাস্তব অভিজ্ঞতা।
বেতন (স্কেল)ঃ ১৯,৮২৫ (সাকুল্য বেতন) টাকা।
গ্রেডঃ ১১ তম
বয়সঃ 01/01/2023 তারিখে অনুর্ধ্ব ৪৫ বছর।

02. চাকরির (পদের) নামঃ সহকারী শিক্ষক (পুরুষ)
পদের সংখ্যাঃ 02 (দুই) টি।
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) যে কোন স্বীকৃত ইউনিভার্সিটি হইতে ২য় শ্রেণি অথবা সমমানের সিজিপিএসহ স্নাতক অথবা স্নাতক (সম্মান) অথবা সমমানের ডিগ্রি ।
(খ) অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হইবে।
বেতন (স্কেল)ঃ ১৭,৬৫০ (সাকুল্য বেতন) টাকা।
গ্রেডঃ ১৩ তম
বয়সঃ 01/01/2023 তারিখে অনুর্ধ্ব ৩৫ বছর।

03. চাকরির (পদের) নামঃ সহকারী শিক্ষক (মহিলা)

পদের সংখ্যাঃ 03 (তিন) টি।
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) যে কোন স্বীকৃত ইউনিভার্সিটি হইতে ২য় শ্রেণি অথবা সমমানের সিজিপিএসহ স্নাতক অথবা স্নাতক (সম্মান) অথবা সমমানের ডিগ্রি ।
(খ) অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হইবে।
বেতন (স্কেল)ঃ ১৭,৬৫০ (সাকুল্য বেতন) টাকা।
গ্রেডঃ ১৩ তম
বয়সঃ 01/01/2023 তারিখে অনুর্ধ্ব ৩৫ বছর।

04. চাকরির (পদের) নামঃ সহকারী শিক্ষক (আইসিটি)
পদের সংখ্যাঃ 01 (এক) টি।
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) যে কোন স্বীকৃত ইউনিভার্সিটি হইতে বিজ্ঞান বিভাগে ন্যূনতম স্নাতক অথবা স্নাতক (সম্মান) অথবা সমমানের ডিগ্রি।
(খ) যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান হতে কমপক্ষে ০১ (এক) বছরের আইসিটি/কম্পিউটার সম্পর্কিত কোর্স থাকিতে হইবে।
(গ) অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হইবে।
বেতন (স্কেল)ঃ ১৭,৬৫০ (সাকুল্য বেতন) টাকা।
গ্রেডঃ ১৩ তম
বয়সঃ 01/01/2023 তারিখে অনুর্ধ্ব ৩৫ বছর।

05. চাকরির (পদের) নামঃ সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা)
পদের সংখ্যাঃ 01 (এক) টি।
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) যে কোন স্বীকৃত ইউনিভার্সিটি/ইন্সটিটিউট হইতে বিপিএড/এমপিএড পাশ; অথবা
(খ) যে কোন স্বীকৃত ইউনিভার্সিটি হইতে স্নাতক অথবা স্নাতক (সম্মান) অথবা সমমানের ডিগ্রিসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ৬ (ছয়) মাসের প্রশিক্ষণ সনদ।
(খ) অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হইবে।
বেতন (স্কেল)ঃ ১৭,৬৫০ (সাকুল্য বেতন) টাকা।
গ্রেডঃ ১৩ তম
বয়সঃ 01/01/2023 তারিখে অনুর্ধ্ব ৩৫ বছর।

06. চাকরির (পদের) নামঃ সহকারী শিক্ষক (চারুকলা/ড্রয়িং)
পদের সংখ্যাঃ 01 (এক) টি।
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) যে কোন স্বীকৃত ইউনিভার্সিটি/কলেজ/ইন্সটিটিউট হতে ২য় শ্রেণি অথবা সমমানের সিজিপিএসহ ব্যাচেলর অব ফাইন আর্টস অথবা সমমানের ডিগ্রি ।
(খ) অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হইবে।
বেতন (স্কেল)ঃ ১৭,৬৫০ (সাকুল্য বেতন) টাকা।
গ্রেডঃ ১৩ তম
বয়সঃ 01/01/2023 তারিখে অনুর্ধ্ব ৩৫ বছর।

07. চাকরির (পদের) নামঃ প্রধান সহকারী
পদের সংখ্যাঃ 01 (এক) টি।
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) কোন স্বীকৃত ইউনিভার্সিটি হইতে স্নাতক অথবা সমমানের ডিগ্রি;
(খ) সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ (তিন) বৎসরের অভিজ্ঞতা;
(গ) কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং এর গতি ন্যূনতম ইংরেজি ৩০ এবং বাংলা ২৫ শব্দ (প্রতি মিনিটে) থাকিতে হইবে।
বেতন (স্কেল)ঃ ১৭,৬৫০ (সাকুল্য বেতন) টাকা।
গ্রেডঃ ১৩ তম
বয়সঃ 01/01/2023 তারিখে অনুর্ধ্ব ৩৫ বছর।

08. চাকরির (পদের) নামঃ অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদের সংখ্যাঃ 01 (এক) টি।
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) যে কোন স্বীকৃত বোর্ড হইতে (এইচএসসি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং
(খ) কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং এর গতি ইংরেজী ২০ শব্দ এবং বাংলা ২০ শব্দ (প্রতি মিনিটে অন্যূন)।
বেতন (স্কেল)ঃ ১৫,৬৫০ (সাকুল্য বেতন) টাকা।
গ্রেডঃ ১৬ তম
বয়সঃ 01/01/2023 তারিখে অনুর্ধ্ব ৩০ বছর।

09. চাকরির (পদের) নামঃ অফিস সহায়ক
পদের সংখ্যাঃ 01 (এক) টি।
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) অষ্টম শ্রেণি পাশ অথবা যে কোন স্বীকৃত বোর্ড হইতে জেএসসি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং
(খ) সংশ্লিষ্ট ক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতা থাকিতে হইবে।
বেতন (স্কেল)ঃ ১৪,০৭৫ (সাকুল্য বেতন) টাকা।
গ্রেডঃ ২০ তম
বয়সঃ 01/01/2023 তারিখে অনুর্ধ্ব ৩০ বছর।

10. চাকরির (পদের) নামঃ দপ্তরি/আয়া
পদের সংখ্যাঃ 01 (এক) টি।
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) অষ্টম শ্রেণি পাশ অথবা যে কোন স্বীকৃত বোর্ড হইতে জেএসসি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ;
বেতন (স্কেল)ঃ ১৪,০৭৫ (সাকুল্য বেতন) টাকা।
গ্রেডঃ ২০ তম
বয়সঃ 01/01/2023 তারিখে অনুর্ধ্ব ৩০ বছর।

11. চাকরির (পদের) নামঃ পরিচ্ছন্নতাকর্মী

পদের সংখ্যাঃ 01 (এক) টি।
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) অষ্টম শ্রেণি পাশ অথবা যে কোন স্বীকৃত বোর্ড হইতে জেএসসি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং
(খ) সংশ্লিষ্ট ক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতা থাকিতে হইবে।
বেতন (স্কেল)ঃ ১৪,০৭৫ (সাকুল্য বেতন) টাকা।
গ্রেডঃ ২০ তম
বয়সঃ 01/01/2023 তারিখে অনুর্ধ্ব ৩০ বছর।

আবেদন পদ্ধতিঃ পায়রা বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ - এ উল্লেখিত পদে আগ্রহী প্রার্থীদেরকে আগামী ২৬ জানুয়ারি, ২০২৩ খ্রি. তারিখের মধ্যে www.ppa.gov.bd ওয়েবসাইটে আপলোডকৃত নির্ধারিত ফর্মে আবেদন করতে হবে।

পায়রা বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ এ আবেদন ২৬ জানুয়ারি ২০২৩ অফিস চলাকালীন সময়ের মধ্যে পৌঁছাতে হবে।

পায়রা বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ এর মূল বিজ্ঞপ্তিটি নিচে দেখুনঃ

পায়রা বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ - PPA Job Circular 2023

পায়রা বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ এ আবেদন করতে চান তাহলে ডাকযোগে চাকরির জন্য আবেদন করতে পারেন। যে কোন প্রতিষ্ঠান কর্তৃক নতুন চাকরির খবর প্রকাশ হওয়া মাত্রই আমরা সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তিটি আমাদের BD Latest Jobs ওয়েবসাইটে প্রকাশ করি। নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে ডাউনলোড করুন BD Latest Jobs অ্যাপস।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url