পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ চাকরির খবর 2023

পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ চাকরির খবর - RDCD Job Circular 2023

পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ চাকরির খবর - RDCD Job Circular 2023
পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি 2023 প্রকাশিত হয়েছে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ (www.sfdf.gov.bd) এর অফিসিয়াল ওয়েবসাইটে। যেসব প্রার্থীরা পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তিটিতে অ্যাপ্লাই করার জন্য অপেক্ষা করছিলেন তারা এই সার্কুলার মোতাবেক আবেদন করতে পারেন।

বর্তমানে অন্যান্য সকল সরকারি চাকরির মধ্যে অন্যতম হচ্ছে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ এর চাকরি। আপনারা যারা সরকারি চাকরি করতে ইচ্ছুুক তারা পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তিটিতে অ্যাপ্লাই করতে পারেন। আবেদন করার জন্য কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত যোগ্যতা থাকতে হবে।

RDCD Job Circular 2023 - পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি 2023

বিভিন্ন সময়ে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ বিভিন্ন পদে লোক নিয়োগের জন্য সার্কুলার দিয়ে থাকে। আপনি যদি আগ্রহী প্রার্থী হন তাহলে দ্রুত কর্তৃপক্ষের দেওয়া নির্দেশনা মোতাবেক আবেদন করুন। পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ চাকরির খবর সম্পর্কে বিস্তারিত জানতে নিচে থাকা অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ুন।

আপনাদের জন্য আমরা পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তিটি আমাদের ওয়েবসাইটে প্রকাশ করেছি। সরকারি চাকরি করতে যারা আগ্রহী তারা এই সার্কুলারে দেওয়া সময়ের মধ্যে আবেদন করতে পারেন।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন প্রতিষ্ঠান "ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন এর স্থায়ী শূন্য পদের বিপরীতে জাতীয় বেতনস্কেল, ২০১৫ অনুসারে ফাউন্ডেশনের নিম্নোক্ত বেতন গ্রেডে সরাসরি জনবল নিয়োগ ও প্যানেলভূক্তির লক্ষ্যে পদের পার্শ্বে বর্ণিত শর্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনপত্র আহবান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোন আবেদন গ্রহণ করা হবে না। যোগ্যতা ও আগ্রহ থাকলে আবেদন করতে পারবেন আপনিও। নারী ও পুরুষ উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন। সরকারি এবং বেসরকারি সকল ধরনের চাকরির খবর সবার আগে পেতে ভিজিট করুন bdlatestjobs.com অথবা চাকরির খবর প্রকাশিত হওয়া মাত্র নোটিফিকেশন পেতে ডাউনলোড করুন BD Latest Jobs অ্যাপস। নিচে বিস্তারিত (Petrobangla job circular 2023) দেওয়া হলঃ

সংক্ষেপে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি 2023 দেখুন

নিয়োগকারী প্রতিষ্ঠানপল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ
চাকরির ধরনসরকারি চাকরি
শূন্য পদের সংখ্যা117 টি
অনলাইনে আবেদন শুরু04/01/2023
অনলাইনে আবেদন শেষ03/02/2023

01. চাকরির (পদের) নামঃ উপ-মহাব্যবস্থাপক (আইসিটি)
পদের সংখ্যাঃ ০১ (এক) টি।
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) যে কোন স্বীকৃত ইউনিভার্সিটি হতে কম্পিউটার বিজ্ঞান অথবা Computer Science and Engineering (CSE) অথবা Information and Communication Technology (ICT) সংশ্লিষ্ট বিষয়ে ২য় শ্রেণি অথবা সমমানের সিজিপিএসহ ৪ বছর মেয়াদি স্নাতক অথবা সমমানের ডিগ্রিসহ
(খ) সরকারি, আধা সরকারি, স্বায়ত্ত্বশাসিত সংস্থায় ৬নং গ্রেডের (৩৫৫০০-৬৭০১০) পদে অথবা বেসরকারি পর্যায়ে সহকারী মহাব্যবস্থাপক/ আঞ্চলিক ব্যবস্থাপক সমপর্যায়ের কমপক্ষে সর্বমোট 56,525.00 (ছাপ্পান্ন হাজার পাঁচশত পঁচিশ) টাকা বেতন পদে সফটওয়্যার ডেভেলপমেন্ট (প্রোগ্রামিং ও ডাটাবেইজ) এর উপর কমপক্ষে ৫ বছরের কর্ম অভিজ্ঞতাসহ
(গ) সর্বমোট ১৫ (পনের) বছরের অভিজ্ঞতা।
(ঘ) অভিজ্ঞতাসম্পন্ন ও স্বীকৃত কোন কম্পিউটার সোসাইটির সহযোগী সদস্যকে অগ্রাধিকার প্রদান করা হবে।
বেতন (স্কেল)ঃ ৪৩০০০-৬৯৮৫০ টাকা।
গ্রেডঃ ৫ তম
বয়সঃ ২৫।০৩।২০২০ তারিখে সর্বোচ্চ বয়সসীমা ৪৫ বছর।

02. চাকরির (পদের) নামঃ সহকারী মহাব্যবস্থাপক (প্রোগ্রামার)
পদের সংখ্যাঃ ০১ (এক) টি।
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) কোন স্বীকৃত ইউনিভার্সিটি হতে কম্পিউটার বিজ্ঞান অথবা Computer Science and Engineering (CSE) অথবা Information and Communication Technology (ICT) সংশ্লিষ্ট বিষয়ে ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ ৪ (চার) বছর মেয়াদি স্নাতক অথবা সমমানের ডিগ্রিসহ
(খ) সরকারি, আধা সরকারি, স্বায়ত্ত্বশাসিত সংস্থায় ৯নং গ্রেডের (২২০০০-৫৩০৬০) পদে অথবা বেসরকারি পর্যায়ে ব্যবস্থাপক/সিনিয়র উপজেলা ব্যবস্থাপক সমপর্যায়ের কমপক্ষে সর্বমোট ৩৭,১৫০.০০ (সাঁইত্রিশ হাজার একশত পঞ্চাশ) টাকা বেতন পদে ০৫ (পাঁচ) বছরের কর্ম অভিজ্ঞতা।
বেতন (স্কেল)ঃ ৩৫৫০০-৬৭০১০ টাকা।
গ্রেডঃ ৫ তম
বয়সঃ ২৫।০৩।২০২০ তারিখে সর্বোচ্চ বয়সসীমা ৪০ বছর।

03. চাকরির (পদের) নামঃ উপ-ব্যবস্থাপক (হিসাব)
পদের সংখ্যাঃ ০১ (এক) টি।
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) সংশ্লিষ্ট ক্ষেত্রে ০৫ বছরের অভিজ্ঞতাসহ
(খ) হিসাব বিজ্ঞানে সম্মানসহ মাস্টার্স অথবা হিসাব বিজ্ঞানে সম্মানসহ মাষ্টার্স এবং সিএ কোর্স সম্পন্ন (সিসি) হতে হবে ।
(গ) কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে ।
বেতন (স্কেল)ঃ ২২,০০০ – ৫৩,০৬০ টাকা।
গ্রেডঃ ৯ তম
বয়সঃ ২৫।০৩।২০২০ তারিখে সর্বোচ্চ বয়সসীমা ৪০ বছর।

04. চাকরির (পদের) নামঃ উপজেলা ব্যবস্থাপক
পদের সংখ্যাঃ ১৭ (সতের) টি।
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) যে কোন স্বীকৃত ইউনিভার্সিটি হতে যে কোন বিষয়ে ২য় শ্রেণীর স্নাতকোত্তর/সমমান ডিগ্রী।
(খ) সরকারি/বেসরকারী সংস্থার দারিদ্র্য বিমোচন/ ক্ষুদ্র ঋণ কার্যক্রম বাস্তবায়নের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে এবং
(গ) কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে।
(ঘ) সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতাসহ স্নাতক/সমমান ডিগ্রীধারী ০৩ বছরের অভিজ্ঞতা ও
(ঘ) জ্ঞানসম্পন্ন বিভাগীয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন।
বেতন (স্কেল)ঃ ১৬০০০-৩৮৬৪০ টাকা।
গ্রেডঃ ৯ তম
বয়সঃ ২৫।০৩।২০২০ তারিখে সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর।

05. চাকরির (পদের) নামঃ মাঠ কর্মকর্তা
পদের সংখ্যাঃ ২০ (বিশ) টি।
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) এইচএসসি অথবা সমমান ডিগ্রী ।
(খ) সরকারি, আধা সরকারি, স্বায়ত্ত্বশাসিত ও বেসরকারি সংস্থায় ঋণ কার্যক্রম এবং
(গ) কম্পিউটার পরিচালনায় অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে ।
বেতন (স্কেল)ঃ ১০২০০-২৪৬৮০ টাকা।
গ্রেডঃ ১৪ তম
বয়সঃ ২৫।০৩।২০২০ তারিখে সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর।

06. চাকরির (পদের) নামঃ সহকারী হিসাব রক্ষক
পদের সংখ্যাঃ ০২ (দুই) টি।
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) বাণিজ্য বিভাগে এইচএসসি পরীক্ষায় ২য় শ্রেণি অথবা সমমান পাসসহ
(খ) কম্পিউটার পরিচালনা ও হিসাবরক্ষণ কার্যক্রমে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন (স্কেল)ঃ ৯৩০০-২২৪৯০ টাকা।
গ্রেডঃ ১৬ তম
বয়সঃ ২৫।০৩।২০২০ তারিখে সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর।

07. চাকরির (পদের) নামঃ মাঠ সংগঠক
পদের সংখ্যাঃ ৭৫ (পচাত্তর) টি।
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) এইচএসসি অথবা সমমান ডিগ্রী ।
(খ) সরকারি, আধা সরকারি, স্বায়ত্ত্বশাসিত সংস্থায় ঋণ কার্যক্রম এবং
(গ) কম্পিউটার পরিচালনায় অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন (স্কেল)ঃ ৯৩০০-২২৪৯০ টাকা।
গ্রেডঃ ১৬ তম
বয়সঃ ২৫।০৩।২০২০ তারিখে সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর।

আবেদন পদ্ধতিঃ পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ এর চাকরির জন্য আগ্রহী প্রার্থীদেরকে http://sfdf.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।

পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ এ অনলাইনের মাধ্যমে আবেদন শুরুর তারিখ 04/01/2023 সকাল ১০:০০ টা এবং শেষ তারিখ 03/02/2023 বিকাল: ০৫:০০ টা।

পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ বিজ্ঞপ্তি ২০২৩ এর মূল বিজ্ঞপ্তিটি নিচে দেখুনঃ

পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ চাকরির খবর - RDCD Job Circular 2023

পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ চাকরির খবর - RDCD Job Circular 2023


যদি আপনি পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ এ আবেদন করতে চান তাহলে উপরে দেওয় লিঙ্কে ক্লিক করে চাকরির জন্য আবেদন করতে পারেন। যে কোন প্রতিষ্ঠান কর্তৃক নতুন চাকরির খবর প্রকাশ হওয়া মাত্রই আমরা সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তিটি আমাদের BD Latest Jobs ওয়েবসাইটে প্রকাশ করি। নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে ডাউনলোড করুন BD Latest Jobs অ্যাপস।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url