ভিলেজ এডুকেশন রির্সোস সেন্টার (ভার্ক) এ নিয়োগ 2023
ভিলেজ এডুকেশন রির্সোস সেন্টার (ভার্ক) এ নিয়োগ বিজ্ঞপ্তি - VERC Job circular 2023
ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার (VERC) হল একটি বেসরকারী সংস্থা যা সেভ দ্য চিলড্রেন, ইউএসএ এবং ইউনিসেফের সহযোগী প্রকল্প হিসাবে 1977 সালে যাত্রা শুরু করে। এটি 1981 সালে সোসাইটির রেজিস্ট্রেশন অ্যাক্টের অধীনে, 1989 সালে সমাজসেবা অধিদপ্তর এবং এনজিও অ্যাফেয়ার্স ব্যুরো, বাংলাদেশের সাথে একটি আইনি সত্তা হয়ে ওঠে। VERC দরিদ্র এবং প্রান্তিক জনগোষ্ঠীর সাথে কাজ করছে তাদের ক্ষমতায়নের জন্য স্বনির্ভরতা অর্জনের মাধ্যমে তাদের অবস্থার উন্নতির মাধ্যমে। এটি সর্বদা শ্রমজীবী সম্প্রদায়ের উদীয়মান চাহিদাগুলিকে মোকাবেলা করার চেষ্টা করে এবং বিভিন্ন স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক এনজিও এবং সরকারী বিভাগের সাথে তাদের সামাজিক উন্নয়নের সাধারণ লক্ষ্য অর্জনে সহযোগিতা করে। প্রতিষ্ঠার পর থেকে, VERC সারা দেশে ছড়িয়ে থাকা বিভিন্ন উন্নয়নের দিকে কাজ করছে। VERC সম্প্রদায়ের লোকজন এবং অন্যান্য উন্নয়ন অংশীদারদের সাথে পরামর্শ করে পরিকল্পিতভাবে এর কার্যক্রমগুলিকে সুশৃঙ্খলভাবে বাস্তবায়ন করে৷%20%E0%A6%8F%20%E0%A6%A8%E0%A6%BF%E0%A7%9F%E0%A7%8B%E0%A6%97%20%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%9C%E0%A7%8D%E0%A6%9E%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BF%20-%20NGO%20Job%20circular%202023.jpg)
যেসব প্রার্থীরা ভিলেজ এডুকেশন রির্সোস সেন্টার (ভার্ক) নিয়োগ বিজ্ঞপ্তিটিতে অ্যাপ্লাই করার জন্য অপেক্ষা করছিলেন তারা এই সার্কুলার মোতাবেক আবেদন করতে পারেন।
বর্তমানে অন্যান্য সকল এনজিও চাকরির মধ্যে অন্যতম হচ্ছে ভিলেজ এডুকেশন রির্সোস সেন্টার (ভার্ক) এর চাকরি। আপনারা যারা এনজিও চাকরি করতে ইচ্ছুুক তারা ভিলেজ এডুকেশন রির্সোস সেন্টার (ভার্ক) এর নিয়োগ বিজ্ঞপ্তিটিতে অ্যাপ্লাই করতে পারেন। আবেদন করার জন্য কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত যোগ্যতা থাকতে হবে।
VERC Job circular 2023 - ভিলেজ এডুকেশন রির্সোস সেন্টার (ভার্ক) এ নিয়োগ বিজ্ঞপ্তি
বিভিন্ন সময়ে ভিলেজ এডুকেশন রির্সোস সেন্টার (ভার্ক) লোক নিয়োগের জন্য সার্কুলার দিয়ে থাকে। আপনি যদি আগ্রহী প্রার্থী হন তাহলে দ্রুত কর্তৃপক্ষের দেওয়া নির্দেশনা মোতাবেক আবেদন করুন। ভিলেজ এডুকেশন রির্সোস সেন্টার (ভার্ক) চাকরির খবর সম্পর্কে বিস্তারিত জানতে নিচে থাকা অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ুন।আপনাদের জন্য আমরা ভিলেজ এডুকেশন রির্সোস সেন্টার (ভার্ক) নিয়োগ বিজ্ঞপ্তিটি আমাদের ওয়েবসাইটে প্রকাশ করেছি। এনজিও চাকরি করতে যারা আগ্রহী তারা এই সার্কুলারে দেওয়া সময়ের মধ্যে আবেদন করতে পারেন।
ভিলেজ এডুকেশন রির্সোস সেন্টার (ভার্ক) নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে। যোগ্যতা ও আগ্রহ থাকলে আবেদন করতে পারবেন আপনিও। নারী ও পুরুষ উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন। সরকারি এবং বেসরকারি সকল ধরনের চাকরির খবর সবার আগে পেতে ভিজিট করুন bdlatestjobs.com অথবা চাকরির খবর প্রকাশিত হওয়া মাত্র নোটিফিকেশন পেতে ডাউনলোড করুন BD Latest Jobs অ্যাপস। নিচে (VERC Job circular 2023) বিস্তারিত দেওয়া হলঃ
সংক্ষেপে ভিলেজ এডুকেশন রির্সোস সেন্টার (ভার্ক) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ দেখুনঃ
01. চাকরির (পদের) নামঃ প্রোগ্রাম অর্গানাইজার
পদের সংখ্যাঃ নির্দিষ্ট নয়।
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) যে কোন বিষয় স্নাতক/ ডিগ্রী পাশ
(খ) তবে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে অগ্রাধিকার দেয়া হবে।
(গ) মোটর সাইকেল অথবা বাই সাইকেল চালনায় পারদর্শী হতে হবে।
বেতনঃ ১৮,৯৭৮ টাকা
বয়সঃ 18-35 বছর।
আবেদন পদ্ধতিঃ আবেদনকারীদের আগামী ৩১ মার্চ, ২০২৩ইং তারিখের মধ্যে আবেদনপত্র (Cover Letter with CV), সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, ২ কপি পাসপোর্ট সাইজের ছবি, মার্কসীট এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সহ প্রয়োজনীয় সকল কাগজপত্র নিম্নবর্ণিত ঠিকানায় পাঠাতে হবে। আবেদন পত্র ও খামের উপর অবশ্যই আবেদনকারীর মোবাইল ফোন নাম্বার পদের নাম লিখতে হবে।
আবেদন পত্র পাঠাবার ঠিকানাঃ
নির্বাহী পরিচালক,
ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার (ভার্ক),
বি-৩০, এখলাস উদ্দিন খান রোড, আনন্দপুর, সাভার, ঢাকা-১৩৪০।
ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার (ভার্ক) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ এর বিজ্ঞপ্তিটি নিচে দেখুনঃ
ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার (ভার্ক) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ এ আবেদন করতে চান তাহলে ডাকযোগে চাকরির জন্য আবেদন করতে পারেন। যে কোন প্রতিষ্ঠান কর্তৃক নতুন চাকরির খবর প্রকাশ হওয়া মাত্রই আমরা সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তিটি আমাদের BD Latest Jobs ওয়েবসাইটে প্রকাশ করি। নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে ডাউনলোড করুন BD Latest Jobs অ্যাপস।
Post Related Things: ভিলেজ এডুকেশন রির্সোস সেন্টার (ভার্ক) এ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, ভিলেজ এডুকেশন রির্সোস সেন্টার নিয়োগ বিজ্ঞপ্তি, ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি 2023, all ngo job circular 2023, সকল এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি, ভিলেজ এডুকেশন রির্সোস সেন্টার, verc ngo job circular 2023, ngo job circular 2023, ভার্ক এনজিওতে নিয়োগ বিজ্ঞপ্তি 2023, ভার্ক এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি 2023, ভার্ক এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি 2023, ngo job circular, চাকরির খবর প্রথম আলো, সরকারী চাকরির খবর, নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩, চাকরির বাজার, নিয়োগ বিজ্ঞপ্তি 2023, আজকের চাকরির খবর, চাকরির ডাক, আজকের চাকরির পত্রিকা, চাকরির পত্রিকা আজকের, নিয়োগ বিজ্ঞপ্তি, চাকরির খবর paper, daily education, চাকরির খবর পত্রিকা, চাকরির খবর ২০২৩, চাকরির ডাক পত্রিকা, চাকরির খবর bd jobs, চাকরির খবর apk, চাকরীর নিয়োগ বিজ্ঞপ্তি, চাকরির খবর.com, daily চাকরির খবর, e চাকরির খবর, চাকরির খবর govt, চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩, চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি, চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি 2023, চাকরী নিয়োগ বিজ্ঞপ্তি, new চাকরির খবর, চাকরির খবর পত্রিকা, সাপ্তাহিক চাকরির পত্রিকা, চাকরির বাজার পত্রিকা,