তাঁত বোর্ড চাকরির খবর 2023
তাঁত বোর্ড চাকরির খবর 2023 - BHB Job Circular 2023
১৬ চৈত্র ১৪২১ বঙ্গাব্দ, ৩০ মার্চ ২০২৩ খ্রিস্টাব্দ তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তাঁত বোর্ড চাকরির খবর ২০২৩ প্রকাশিত হয়েছে তাঁত বোর্ড (www.bhb.gov.bd) এর অফিসিয়াল ওয়েবসাইটে। যেসব প্রার্থীরা তাঁত বোর্ড এর নিয়োগ বিজ্ঞপ্তিটিতে অ্যাপ্লাই করার জন্য অপেক্ষা করছিলেন তারা এই সার্কুলার মোতাবেক আবেদন করতে পারেন।
বর্তমানে অন্যান্য সকল সরকারি চাকরির মধ্যে অন্যতম হচ্ছে তাঁত বোর্ড এর চাকরি। আপনারা যারা তাঁত বোর্ড এর চাকরি করতে ইচ্ছুুক তারা তাঁত বোর্ড এর এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে অ্যাপ্লাই করতে পারেন। আবেদন করার জন্য কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত যোগ্যতা থাকতে হবে।
বিভিন্ন সময়ে তাঁত বোর্ড বিভিন্ন পদে লোক নিয়োগের জন্য সার্কুলার দিয়ে থাকে। আপনি যদি আগ্রহী প্রার্থী হন তাহলে দ্রুত কর্তৃপক্ষের দেওয়া নির্দেশনা মোতাবেক আবেদন করুন। তাঁত বোর্ড এর চাকরির খবর সম্পর্কে বিস্তারিত জানতে নিচে থাকা অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ুন।
BHB Job Circular 2023 - তাঁত বোর্ড চাকরির খবর 2023
তাঁত বোর্ড এর নিয়োগ বিজ্ঞপ্তিটিতে দেশের সকল যোগ্যতাসম্পন্ন নাগরিকগণ আবেদন করতে পারবেন। আপনাদের জন্য আমরা তাঁত বোর্ড এর নিয়োগ বিজ্ঞপ্তিটি আমাদের ওয়েবসাইটে প্রকাশ করেছি। সরকারি চাকরি করতে যারা আগ্রহী তারা এই সার্কুলারে দেওয়া সময়ের মধ্যে আবেদন করতে পারেন। আপনি চাইলে তাঁত বোর্ড এর নিয়োগ বিজ্ঞপ্তির অফিশিয়াল নোটিশ ডাউনলোড করতে পারবেন।আপনি যদি তাঁত বোর্ড এর চাকরি করতে আগ্রহী হন তাহলে দেরি না করে দ্রুতই কর্তৃপক্ষের দেওয়া নির্দেশনা মোতাবেক নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করুন।
তাঁত বোর্ড এর নিম্নলিখিত শূন্য পদসমূহ সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। যোগ্যতা ও আগ্রহ থাকলে আবেদন করতে পারবেন আপনিও। সরকারি এবং বেসরকারি সকল ধরনের চাকরির খবর সবার আগে পেতে ভিজিট করুন bdlatestjobs.com অথবা চাকরির খবর প্রকাশিত হওয়া মাত্র নোটিফিকেশন পেতে ডাউনলোড করুন BD Latest Jobs অ্যাপস। নিচে বিস্তারিত ( BHB Job Circular 2023 ) দেওয়া হলঃ
সংক্ষেপে তাঁত বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি 2023 দেখুন
01. চাকরির (পদের) নামঃ মূল্যায়ন কর্মকর্তা
পদের সংখ্যাঃ ০১ টি।
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) কমপক্ষে ২য় শ্রেণিতে স্নাতকোত্তর ডিগ্রী (পরিসংখ্যান)
(খ) তবে সম্মান ডিগ্রীধারীদের অগ্রাধিকার দেওয়া হইবে।
বেতন (স্কেল)ঃ ২২,০০০-৫৩,০৬০ টাকা।
গ্রেডঃ 09 তম
বয়সঃ 30/04/2023 খ্রি. তারিখে অনূর্ধ্ব ৩০ বৎসর।
02. চাকরির (পদের) নামঃ হিসাবরক্ষণ কর্মকর্তা
পদের সংখ্যাঃ ০১ টি।
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) কমার্সে স্নাতকোত্তর ডিগ্রী অথবা
(খ) কোন প্রতিষ্ঠানে সহকারী হিসাবরক্ষক/সহকারী অর্থ কর্মকর্তা/সহকারী নিরীক্ষা কর্মকর্তা হিসাবে কমপক্ষে ৩ বৎসরের অভিজ্ঞতাসহ কমার্সে ডিগ্রী।
(গ) স্বায়ত্তশাসিত অথবা সরকারী প্রতিষ্ঠানে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন (স্কেল)ঃ ২২,০০০-৫৩,০৬০ টাকা।
গ্রেডঃ 09 তম
বয়সঃ 30/04/2023 খ্রি. তারিখে অনূর্ধ্ব ৩০ বৎসর।
03. চাকরির (পদের) নামঃ সহকারী লাইব্রেরীয়ান
পদের সংখ্যাঃ ০১ টি।
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) লাইব্রেরী সাইন্সে ডিপ্লোমা অথবা
(খ) লাইব্রেরী সাইন্সে সার্টিফিকেট কোর্স সহ ৩ বৎসরের অভিজ্ঞতা।
বেতন (স্কেল)ঃ ১২,৫০০ - ৩০,২৩০ টাকা।
গ্রেডঃ 19 তম
বয়সঃ 30/04/2023 খ্রি. তারিখে অনূর্ধ্ব ৩০ বৎসর।
04. চাকরির (পদের) নামঃ ফিল্ড সুপারভাইজার
পদের সংখ্যাঃ ২৮ টি।
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) স্নাতক ডিগ্রী এবং
(খ) প্রার্থীকে কম্পিউটার জ্ঞানসম্পন্ন হতে হবে।
বেতন (স্কেল)ঃ ১১,০০০-২৬,৫৯০ টাকা।
গ্রেডঃ 13 তম
বয়সঃ 30/04/2023 খ্রি. তারিখে অনূর্ধ্ব ৩০ বৎসর।
05. চাকরির (পদের) নামঃ অফিস সহকারী
পদের সংখ্যাঃ ০১ টি।
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) স্নাতক ডিগ্রী এবং
(খ) প্রার্থীকে কম্পিউটার জ্ঞানসম্পন্ন হতে হবে।
বেতন (স্কেল)ঃ ১১,০০০-২৬,৫৯০টাকা।
গ্রেডঃ 13 তম
বয়সঃ 30/04/2023 খ্রি. তারিখে অনূর্ধ্ব ৩০ বৎসর।
06. চাকরির (পদের) নামঃ উচ্চমান সহকারী
পদের সংখ্যাঃ ০১ টি।
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) স্নাতক ডিগ্রী এবং
(খ) প্রার্থীকে কম্পিউটার জ্ঞানসম্পন্ন হতে হবে।
বেতন (স্কেল)ঃ ১১,০০০-২৬,৫৯০টাকা।
গ্রেডঃ 13 তম
বয়সঃ 30/04/2023 খ্রি. তারিখে অনূর্ধ্ব ৩০ বৎসর।
07. চাকরির (পদের) নামঃ হিসাব সহকারী
পদের সংখ্যাঃ ০২ টি।
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) স্নাতক ডিগ্রী এবং
(খ) প্রার্থীকে কম্পিউটার জ্ঞানসম্পন্ন হতে হবে।
বেতন (স্কেল)ঃ ১১,০০০-২৬,৫৯০টাকা।
গ্রেডঃ 13 তম
বয়সঃ 30/04/2023 খ্রি. তারিখে অনূর্ধ্ব ৩০ বৎসর।
08. চাকরির (পদের) নামঃ নিরীক্ষক
পদের সংখ্যাঃ ০১ টি।
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) স্নাতক ডিগ্রী এবং
(খ) প্রার্থীকে কম্পিউটার জ্ঞানসম্পন্ন হতে হবে।
বেতন (স্কেল)ঃ ১১,০০০-২৬,৫৯০টাকা।
গ্রেডঃ 13 তম
বয়সঃ 30/04/2023 খ্রি. তারিখে অনূর্ধ্ব ৩০ বৎসর।
09. চাকরির (পদের) নামঃ সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর
পদের সংখ্যাঃ ০১ টি।
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস।
(খ) তৎসহ word processing অথবা Data Entry Typing এ গতি হতে হবেঃ
(i) বাংলা: প্রতি মিনিটে সর্বনিম্ন ২০ শব্দ।
(ii) ইংরেজিঃ প্রতি মিনিটে সর্বনিম্ন ২৫ শব্দ।
বেতন (স্কেল)ঃ ১১,০০০-২৬,৫৯০টাকা।
গ্রেডঃ 13 তম
বয়সঃ 30/04/2023 খ্রি. তারিখে অনূর্ধ্ব ৩০ বৎসর।
10. চাকরির (পদের) নামঃ সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর
পদের সংখ্যাঃ ০৩ টি।
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস।
(খ) তৎসহ word processing অথবা Data Entry Typing এ গতি হতে হবেঃ
(i) বাংলা: প্রতি মিনিটে সর্বনিম্ন ২০ শব্দ।
(ii) ইংরেজিঃ প্রতি মিনিটে সর্বনিম্ন ২৫ শব্দ।
বেতন (স্কেল)ঃ ১০,২০০ - ২৪,৬৮০ টাকা।
গ্রেডঃ 14 তম
বয়সঃ 30/04/2023 খ্রি. তারিখে অনূর্ধ্ব ৩০ বৎসর।
11. চাকরির (পদের) নামঃ ক্রাফটসম্যান
পদের সংখ্যাঃ ০২ টি।
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) তাঁত বুনন সংশ্লিষ্ট কাজে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা এবং
(খ) অষ্টম শ্রেণি পাস।
বেতন (স্কেল)ঃ ৯,৩০০-২২,৪৯০ টাকা।
গ্রেডঃ 16 তম
বয়সঃ 30/04/2023 খ্রি. তারিখে অনূর্ধ্ব ৩০ বৎসর।
12. চাকরির (পদের) নামঃ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদের সংখ্যাঃ ২০ টি।
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস।
(খ) তৎসহ word processing অথবা Data Entry Typing এ গতি হতে হবেঃ
(i) বাংলা: প্রতি মিনিটে সর্বনিম্ন ১৫ শব্দ।
(ii) ইংরেজিঃ প্রতি মিনিটে সর্বনিম্ন ২০ শব্দ।
বেতন (স্কেল)ঃ ৯,৩০০-২২,৪৯০ টাকা।
গ্রেডঃ 16 তম
বয়সঃ 30/04/2023 খ্রি. তারিখে অনূর্ধ্ব ৩০ বৎসর।
13. চাকরির (পদের) নামঃ কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদের সংখ্যাঃ ০১ টি।
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস।
(খ) তৎসহ word processing অথবা Data Entry Typing এ গতি হতে হবেঃ
(i) বাংলা: প্রতি মিনিটে সর্বনিম্ন ১৫ শব্দ।
(ii) ইংরেজিঃ প্রতি মিনিটে সর্বনিম্ন ২০ শব্দ।
বেতন (স্কেল)ঃ ৯,৩০০-২২,৪৯০ টাকা।
গ্রেডঃ 16 তম
বয়সঃ 30/04/2023 খ্রি. তারিখে অনূর্ধ্ব ৩০ বৎসর।
14. চাকরির (পদের) নামঃ ক্লার্ক-কাম-টাইপিস্ট
পদের সংখ্যাঃ ০১ টি।
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস।
(খ) তৎসহ word processing অথবা Data Entry Typing এ গতি হতে হবেঃ
(i) বাংলা: প্রতি মিনিটে সর্বনিম্ন ১৫ শব্দ।
(ii) ইংরেজিঃ প্রতি মিনিটে সর্বনিম্ন ২০ শব্দ।
বেতন (স্কেল)ঃ ৯,৩০০-২২,৪৯০ টাকা।
গ্রেডঃ 16 তম
বয়সঃ 30/04/2023 খ্রি. তারিখে অনূর্ধ্ব ৩০ বৎসর।
15. চাকরির (পদের) নামঃ দক্ষ তাঁতী
পদের সংখ্যাঃ ০২ টি।
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) ৮ম শ্রেণি পাসসহ
(খ) সুতা হইতে কাপড় তৈরি পর্যন্ত বিভিন্ন প্রক্রিয়ায় সম্যক ও বাস্তবজ্ঞান সম্পন্ন হতে হবে।
(গ) সিএইচপিইডি, নরসিংদী ও বস্ত্র দপ্তরের প্রশিক্ষণ কেন্দ্র হতে সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রশিক্ষণ প্রাপ্তদের অগ্রাধিকার দেয়া হবে।
(ঘ) আবেদনকারীকে প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ দানে সক্ষম হইতে হবে।
বেতন (স্কেল)ঃ ৯,৩০০-২২,৪৯০ টাকা।
গ্রেডঃ 16 তম
বয়সঃ 30/04/2023 খ্রি. তারিখে অনূর্ধ্ব ৩০ বৎসর।
16. চাকরির (পদের) নামঃ অফিস সহায়ক
পদের সংখ্যাঃ ০৯ টি।
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) ৮ম শ্রেণি পাস
বেতন (স্কেল)ঃ ৮,২৫০-২০,০১০ টাকা।
গ্রেডঃ 20 তম
বয়সঃ 30/04/2023 খ্রি. তারিখে অনূর্ধ্ব ৩০ বৎসর।
17. চাকরির (পদের) নামঃ বার্তাবাহক
পদের সংখ্যাঃ ০৩ টি।
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) ৮ম শ্রেণি পাস
বেতন (স্কেল)ঃ ৮,২৫০-২০,০১০ টাকা।
গ্রেডঃ 20 তম
বয়সঃ 30/04/2023 খ্রি. তারিখে অনূর্ধ্ব ৩০ বৎসর।
18. চাকরির (পদের) নামঃ সাহায্যকারী
পদের সংখ্যাঃ ০১ টি।
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) ৮ম শ্রেণি পাস
বেতন (স্কেল)ঃ ৮,২৫০-২০,০১০ টাকা।
গ্রেডঃ 20 তম
বয়সঃ 30/04/2023 খ্রি. তারিখে অনূর্ধ্ব ৩০ বৎসর।
19. চাকরির (পদের) নামঃ নিরাপত্তা প্রহরী
পদের সংখ্যাঃ ০৫ টি।
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) ৮ম শ্রেণি পাস
বেতন (স্কেল)ঃ ৮,২৫০-২০,০১০ টাকা।
গ্রেডঃ 20 তম
বয়সঃ 30/04/2023 খ্রি. তারিখে অনূর্ধ্ব ৩০ বৎসর।
20. চাকরির (পদের) নামঃ পরিচ্ছন্নতাকর্মী
পদের সংখ্যাঃ ০১ টি।
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) ৮ম শ্রেণি পাস
বেতন (স্কেল)ঃ ৮,২৫০-২০,০১০ টাকা।
গ্রেডঃ 20 তম
বয়সঃ 30/04/2023 খ্রি. তারিখে অনূর্ধ্ব ৩০ বৎসর।
আবেদন পদ্ধতিঃ তাঁত বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ - এ উল্লেখিত পদে আগ্রহী প্রার্থীদেরকে আগামী ৩০ এপ্রিল ২০২৩ তারিখ তারিখের মধ্যে http://bhb.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদন করতে হবে।
তাঁত বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ এ আবেদন শুরুর তারিখ 30/03/2023 খ্রি:, সকাল ১০:০০ টা এবং শেষ তারিখ 30/04/2023 খ্রি., বিকাল ০৫:০০ টা।
তাঁত বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ এর মূল বিজ্ঞপ্তিটি নিচে দেখুনঃ

যদি আপনি তাঁত বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ বিজ্ঞপ্তিটিতে আবেদন করতে চান তাহলে উপরে দেওয়া সার্কুলার মোতাবেক চাকরির জন্য আবেদন করতে পারেন। যে কোন প্রতিষ্ঠান কর্তৃক নতুন চাকরির খবর প্রকাশ হওয়া মাত্রই আমরা সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তিটি আমাদের BD Latest Jobs ওয়েবসাইটে প্রকাশ করি। নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে ডাউনলোড করুন BD Latest Jobs অ্যাপস।
Post Related Things: govt job circular 2023, চাকরির খবর, job circular 2023, bhb job circular 2023, bd job circular 2023, new job circular 2023, বাংলাদেশ তাঁত বোর্ড, all govt job circular 2023, সরকারি চাকরির খবর, job circular 2023 today, bd govt job circular 2023, বাংলাদেশ তাঁত বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি, বাংলাদেশ তাঁত বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩, bangladesh weaving board job circular 2023, bd job circular 2023, চাকরির খবর প্রথম আলো, সরকারী চাকরির খবর, নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩, চাকরির বাজার, নিয়োগ বিজ্ঞপ্তি 2023, আজকের চাকরির খবর, চাকরির ডাক, আজকের চাকরির পত্রিকা, চাকরির পত্রিকা আজকের, নিয়োগ বিজ্ঞপ্তি, চাকরির খবর paper, daily education, চাকরির খবর পত্রিকা, চাকরির খবর ২০২৩, চাকরির ডাক পত্রিকা, চাকরির খবর bd jobs, চাকরির খবর apk, চাকরীর নিয়োগ বিজ্ঞপ্তি, চাকরির খবর.com, daily চাকরির খবর, e চাকরির খবর, চাকরির খবর govt, চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩, চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি, চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি 2023, চাকরী নিয়োগ বিজ্ঞপ্তি, new চাকরির খবর, চাকরির খবর পত্রিকা, সাপ্তাহিক চাকরির পত্রিকা, চাকরির বাজার পত্রিকা,