পল্লী বিকাশ কেন্দ্রে চাকরির খবর ২০২৩

পল্লী বিকাশ কেন্দ্রে চাকরির খবর ২০২৩ Pally Bikash Kendra Job Circular 2023

জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা, পিকেএসএফ এর অর্থায়নে পরিচালিত পল্লী বিকাশ কেন্দ্রে প্রধান কার্য্যালয় এবং গ্রাম পর্যায়ে কাজ করতে আগ্রহী পুরুষ/ মহিলা প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা হচ্ছে।
pally-bikash-kendra-job-circular 01
বেসরকারি সংস্থা পল্লী বিকাশ কেন্দ্রে - প্রধান কার্যালয়/শাখা কার্যালয়ের জন্য নিম্নে উল্লেখিত পদসমূহে কর্মী নিয়োগ দেয়া হবে। প্রার্থীকে অবশ্যই সৎ, কর্মঠ, উদ্যমী এবং বাংলাদেশের যে কোন স্থানে কাজ করার মানসিকতা সম্পন্ন হতে হবে।

পল্লী বিকাশ কেন্দ্রে চাকরির খবর ২০২৩ আবেদনের অপেক্ষায় থাকা প্রার্থীরা এই বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন করতে পারবেন।

Pally Bikash Kendra Job Circular 2023 - পল্লী বিকাশ কেন্দ্রে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

বর্তমানে, পল্লী বিকাশ কেন্দ্র এর চাকরি অন্য সব এনজিও চাকরির মধ্যে একটি। আপনারা যারা পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি করতে আগ্রহী তারা এই নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে আবেদন করতে পারেন। প্রার্থীকে আবেদন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত যোগ্যতা থাকা বাধ্যতামূলক।

সময়ে সময়ে পল্লী বিকাশ কেন্দ্র বিভিন্ন পদে লোক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করে। আপনি যদি আগ্রহী প্রার্থী হন তবে যত তাড়াতাড়ি সম্ভব কর্তৃপক্ষের দেওয়া নির্দেশনা অনুযায়ী আবেদন করুন। পল্লী বিকাশ কেন্দ্রে চাকরির খবর সম্পর্কে আরও জানতে নীচের অফিসিয়াল বিজ্ঞপ্তিটি মনোযোগ সহকারে পড়ুন।

Pally Bikash Kendra Job Circular 2023 - পল্লী বিকাশ কেন্দ্রে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

দেশের সকল যোগ্য নাগরিক পল্লী বিকাশ কেন্দ্রে নিয়োগ বিজ্ঞপ্তির জন্য আবেদন করতে পারবেন। আপনার জন্য, আমরা আমাদের ওয়েবসাইটে Pally Bikash Kendra Job Circular 2023 প্রকাশ করেছি। যারা এনজিও’র চাকরিতে আগ্রহী তারা এই বিজ্ঞপ্তিতে দেওয়া সময়ের মধ্যে আবেদন করতে পারবেন। আপনি যদি চান তাহলে পল্লী বিকাশ কেন্দ্র চাকরির খবর ২০২৩ এর অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখতে পারেন।

আপনি যদি পল্লী বিকাশ কেন্দ্রের চাকরিতে আগ্রহী হন, তাহলে দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব নির্দিষ্ট সময়ের মধ্যে কর্তৃপক্ষের প্রদত্ত নির্দেশনা অনুযায়ী আবেদন করুন।

পল্লী বিকাশ কেন্দ্র নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ এর নিম্নোক্ত শূন্য পদে সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে। আপনি যদি যোগ্য এবং আগ্রহী হন তবে আপনি আবেদন করতে পারেন। সব ধরনের সরকারি ও বেসরকারি চাকরির খবর সবার আগে পেতে bdlatestjobs.com ভিজিট করুন অথবা চাকরির খবর প্রকাশিত হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেতে BD Latest Jobs অ্যাপ ডাউনলোড করুন। নীচে বিশদ বিবরণ রয়েছে (Pally Bikash Kendra Job Circular 2023)ঃ

সংক্ষেপে পল্লী বিকাশ কেন্দ্র নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ দেখুনঃ

  • নিয়োগকারী প্রতিষ্ঠানঃ বুরো বাংলাদেশ
  • চাকরির ধরনঃ এনজিও
  • শূন্যপদের সংখ্যাঃ ৬৭ টি
  • আবেদনের ধরনঃ ইমেইল
  • আবেদন শুরুর তারিখঃ ১০ সেপ্টেম্বর ২০২৩ ইং
  • আবেদনের শেষ তারিখঃ ৩০ সেপ্টেম্বর, ২০২৩ ইং
01. চাকরির (পদের) নামঃ শাখা ব্যবস্থাপক (ক্ষুদ্রঋণ কার্যক্রম)
পদের সংখ্যাঃ ১৫ টি
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) প্রার্থীকে অবশ্যই কমপক্ষে ২টি পরীক্ষায় দ্বিতীয় বিভাগ সহ স্নাতক/ স্নাতকোত্তর পাশ হতে হবে।
(খ) শাখা ব্যবস্থাপক পদে জাতীয় পর্যায়ের এন.জি.ও তে কমপক্ষে ৩ বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সঃ অনুর্ধ্ব ৪০ বছর
বেতনঃ ৬ মাস প্রবেশনকালে বেতন সর্বসাকুল্যে ৩২,০০০ টাকা। স্থায়ীকরণ এর পর বেতন হবে ৩৪,০০০/- টাকা।

02. চাকরির (পদের) নামঃ ফিল্ড অফিসার (ক্ষুদ্রঋণ কার্যক্রম)
পদের সংখ্যাঃ ৫০ টি
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) প্রার্থীকে অবশ্যই কমপক্ষে ২টি পরীক্ষায় দ্বিতীয় বিভাগ/ জি.পি.এ-৩ সহ স্নাতক পাশ হতে হবে।
(খ) অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে অগ্রাধিকার দেয়া হবে।
বয়সঃ অনুর্ধ্ব ৩২ বছর
বেতনঃ ৬ মাস প্রবেশনকালে বেতন সর্বসাকুল্যে ২২,০০০ টাকা। স্থায়ীকরণ এর পর বেতন হবে ২৪,০০০/- টাকা।

03. চাকরির (পদের) নামঃ এইচ আর অফিসার (প্রধান কার্য্যালয়ের জন্য)
পদের সংখ্যাঃ ০২ টি
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) প্রার্থীকে অবশ্যই কমপক্ষে ২টি পরীক্ষায় দ্বিতীয় বিভাগ সহ স্নাতকোত্তর (ব্যবস্থাপনা/এইচ.আর) পাশ হতে হবে।
(খ) কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে। বাংলা ও ইংরেজী টাইপ জানা আবশ্যক।
বয়সঃ অনুর্ধ্ব ৩০ বছর
বেতনঃ ৬ মাস প্রবেশনকালে বেতন সর্বসাকুল্যে ২৬,০০০ টাকা। স্থায়ীকরণ এর পর বেতন হবে ২৮,০০০/- টাকা।

শর্তাবলীঃ 

১ ও ২নং পদের প্রার্থীদের কর্ম এলাকা হবে কিশোরগঞ্জ, গাজীপুর, নরসিংদী, নারায়নগঞ্জ, কুমিল্লা ও ঢাকা জেলার প্রত্যন্ত অঞ্চলের গ্রাম পর্যায়ে। ১নং পদের প্রার্থীদের কর্মএলাকা হবে প্রধান কাৰ্য্যালয়, ঢাকা কিন্তু কাজের ধরন ও প্রয়োজন অনুযায়ী প্রার্থীকে ফিল্ডে অবস্থান করতে হবে। সকল পদের প্রার্থীকে কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে এবং ১ ও ২নং পদের প্রার্থীদের মোটর সাইকেল চালনায় পারদর্শী হতে হবে। ২ ও ৩নং পদের প্রার্থীদের নিজস্ব মোটরসাইকেল থাকলে অগ্রাধিকার দেয়া হবে। ফিল্ড অফিসার (২নং পদ-যাদের অভিজ্ঞতা নাই) পদের প্রার্থীদের বেলায় প্রাথমিক নির্বাচনের পর পল্লী বিকাশ কেন্দ্রের শাখা অফিসে কমপক্ষে ১মাস হাতে কলমে প্রশিক্ষণ নিতে হবে। সফলভাবে প্রশিক্ষণ সমাপ্তির পর প্রার্থীদের শাখা অফিসে ফিল্ড অফিসার হিসেবে নিয়োগ প্রদান করা হবে। ফিল্ড অফিসার (২নং পদ-যাদের অভিজ্ঞতা নাই) পদের প্রার্থীদের সফলভাবে প্রশিক্ষন শেষে প্রশিক্ষনকালীন সময়ের জন্য ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা এককালীন ভাতা প্রদান করা হবে। এছাড়া সকল পদের প্রার্থীদের ৬মাস সফলভাবে প্রবেশনকাল অতিক্রম করার পর সংস্থার পলিসি অনুযায়ী স্থায়ী বেতন কাঠামোতে অন্তর্ভূক্ত করা হবে এবং বছরে ৩টি উৎসব ভাতা, মোটরসাইকেল ভাতা, মোবাইল বিল এবং প্রভিডেন্ড ফান্ড, গ্র্যাচুইটি ও বিভিন্ন ইনসেনটিভ সুবিধার অর্ন্তভুক্ত হবে।

আগ্রহী প্রার্থীদেরকে স্ব স্ব পদে আবেদনপত্র, জীবন বৃত্তান্ত (মোবাইল নম্বরসহ), সকল সার্টিফিকেট ও জন্ম নিবন্ধনের ফটোকপি, অভিজ্ঞ কর্মীদের বেলায় সর্বশেষ কর্মস্থলের বৈধ প্রত্যয়নপত্র এবং ১ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সহ আগামী ৩০.০৯.২০২৩ ইং তারিখ এর মধ্যে দরখাস্ত নিম্নলিখিত ঠিকানায় ডাকযোগে/ই-মেইলের মাধ্যমে পাঠানোর জন্য অনুরোধ করা হলো। বর্তমানে উপরোক্ত যেসব অভিজ্ঞ প্রার্থী সর্বশেষ ৬(ছয়) মাসের অধিক ক্ষুদ্রঋণ কার্যক্রমের সাথে কাজের সম্পৃত্ততা নেই তাদের আবেদন করার প্রয়োজন নাই। বি:দ্র:- ফেরতযোগ্য জামানত:- শাখা ব্যবস্থাপক-২০,০০০/- (বিশ হাজার) টাকা। এইচ.আর অফিসার-১৫,০০০/-(পনের হাজার) টাকা। ফিল্ড অফিসার-১২,০০০/-(বার হাজার) টাকা।

আবেদন ও যোগাযোগের ঠিকানাঃ 

প্রধান নির্বাহী কর্মকর্তা, পল্লী বিকাশ কেন্দ্র, ওয়ার্সী টাওয়ার, ৫৭২/কে (১১তলা), মিরপুর ডিওএইচএস রোড (ইসিবি চত্বরের কাছে), মাটিকাটা, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা-১২০৬। ই-মেইল- pbkhrd0007@gmail.com

বুরো বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ এর মূল বিজ্ঞপ্তিটি নিচে দেখুনঃ

pally-bikash-kendra-job-circular
আপনি যদি Pally Bikash Kendra Job Circular 2023 - এর জন্য আবেদন করতে চান তবে আপনি উপরে দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী চাকরির জন্য আবেদন করতে পারেন। যেকোনো প্রতিষ্ঠানের দ্বারা নতুন চাকরি প্রকাশিত হওয়ার সাথে সাথে আমরা আমাদের BD Latest Jobs ওয়েবসাইটে সংশ্লিষ্ট চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করি। সর্বশেষ চাকরির সার্কুলার পেতে BD Latest Jobs অ্যাপস ডাউনলোড করুন।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url