রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন আরআরএফ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন আরআরএফ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ (Rural Reconstruction Foundation RRF Job Circular 2024)

রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন আরআরএফ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ (Rural Reconstruction Foundation RRF Job Circular 2024) তাদের নিজস্ব অফিসিয়াল ওয়েবসাইটে (www.rrf-bd.org) প্রকাশিত হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এনজিও বিষয়ক ব্যুরো অনুমোদিত রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন আরআরএফ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। ০৯ টি পদে কিছু সংখ্যক লোক নিয়োগ দেওয়া হবে। পদগুলোতে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন আরআরএফ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এ আবেদনের অপেক্ষায় থাকা প্রার্থীরা এই বিজ্ঞপ্তি অনুসারে আবেদন করতে পারেন। রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন আরআরএফ নিয়োগ ২০২৪ সার্কুলারটির আবেদন যোগ্যতা সহ প্রয়োজনীয় তথ্যাবলী তুলে ধরা হয়েছে।

রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন আরআরএফ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এর চাকরি অন্য সব এনজিও চাকরির মধ্যে একটি। আপনারা যারা Rural Reconstruction Foundation RRF Job Circular 2024 এ আগ্রহী তারা রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন আরআরএফ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ অনুযায়ী আবেদন করতে পারেন। প্রার্থীর আবেদন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত যোগ্যতা থাকা বাধ্যতামূলক।

সময়ে সময়ে রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন আরআরএফ বিভিন্ন পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে। আপনি যদি আগ্রহী প্রার্থী হন তবে যত তাড়াতাড়ি সম্ভব কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী আবেদন করুন। রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন আরআরএফ সম্পর্কে আরও জানতে নীচের অফিসিয়াল বিজ্ঞপ্তিটি সাবধানে পড়ুন।

Rural Reconstruction Foundation RRF Job Circular 2024 - রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন আরআরএফ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

দেশের সকল যোগ্য নাগরিক রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন আরআরএফ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এর জন্য আবেদন করতে পারেন। আপনার জন্য, আমরা আমাদের ওয়েবসাইটে রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন আরআরএফ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ প্রকাশ করেছি। যারা Rural Reconstruction Foundation RRF Job Circular 2024 চাকরিতে আগ্রহী তারা এই বিজ্ঞপ্তিতে দেওয়া সময়ের মধ্যে আবেদন করতে পারেন। আপনি যদি চান তবে আপনি Rural Reconstruction Foundation RRF Job Circular 2024 এর অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করতে পারেন।

Rural Reconstruction Foundation RRF Job Circular

আপনি যদি রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন আরআরএফ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এ চাকরিতে আগ্রহী হন, তাহলে দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী আবেদন করুন।

Rural Reconstruction Foundation RRF Job Circular 2024 সরাসরি নিয়োগের মাধ্যমে নিম্নলিখিত শূন্য পদগুলি পূরণ করার জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে। আপনি যদি যোগ্য এবং আগ্রহী হন তবে আবেদন করতে পারেন। সব ধরনের সরকারি ও বেসরকারি চাকরির খবর সবার আগে পেতে bdlatestjobs.com ভিজিট করুন অথবা চাকরির খবর প্রকাশিত হওয়ার সাথে সাথে বিজ্ঞপ্তি পেতে নোটিফিকেশন বাটনে ক্লিক করুন। নীচে বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে (Rural Reconstruction Foundation RRF Job Circular 2024):

সংক্ষেপে রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন আরআরএফ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ দেখুনঃ

  • নিয়োগকারী প্রতিষ্ঠানঃ রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন (আরআরএফ)
  • চাকরির ধরনঃ এনজিও চাকরি
  • শূন্যপদের সংখ্যাঃ ০৯ টি
  • লোক সংখ্যাঃ নির্দিষ্ট নয়
  • আবেদনের ধরনঃ ডাকযোগে
  • বয়সঃ অনূর্ধ্ব ৪৫ বছর
  • শিক্ষাগত যোগ্যতাঃ ডিপ্লোমা / স্নাতক / স্নাতকোত্তর
  • বেতন স্কেলঃ নিচে দেখুন
  • অফিসিয়াল ওয়েব সাইটঃ www.rrf-bd.org
  • ই-মেইলঃ info@rrf-bd.org
  • আবেদন শুরুর তারিখঃ ২৬ মার্চ ২০২৪ ইং
  • আবেদনের শেষ তারিখঃ ০৮ এপ্রিল ২০২৪ ইং
  • ঠিকানাঃ RRF Bhaban, C&B Road Karbala, Jashore-7400, Bangladesh
  • সূত্রঃ দৈনিক প্রথম আলো
  • প্রকাশের তারিখঃ ২৬ মার্চ ২০২৪ ইং
রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন (আরআরএফ) জাতীয় পর্যায়ের একটি বেসরকারি সংস্থা। ১৯৮২ সন থেকে দরিদ্র জনগোষ্টির উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন এর আর্থিক সহায়তায় আরআরএফ কর্তৃক বাস্তবায়িতব্য “Resilient Homestead and Livelihood Support to the Vulnerable Coastal People of Bangladesh (RHL)” প্রকল্পটি বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলায় বাস্তবায়নের জন্য নিম্নলিখিত পদসমূহের দরখাস্ত আহ্বান করা যাচ্ছে ।

০১) পদের নামঃ প্রজেক্ট কো-অর্ডিনেটর
পদের সংখ্যাঃ ০১ জন
শিক্ষাগত যোগ্যতাঃ যে কোন বিষয়ে মাস্টার্স
অন্যান্য যোগ্যতাঃ প্রজেক্ট ম্যানেজমেন্ট এ ০৩ বছর সহ বছর ন্যূনতম ০৭ বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সঃ অনূর্ধ্ব-৪৫ বছর
বেতনঃ ৬০,০০০ টাকা

০২) পদের নামঃ এডমিন ও একাউন্টস অফিসার
পদের সংখ্যাঃ ০১ জন
শিক্ষাগত যোগ্যতাঃ ব্যাচেলর ডিগ্রি (একাউন্টস/ফ্যাইন্যন্স/ বিবিএ)
অন্যান্য যোগ্যতাঃ সংশ্লিষ্ট ক্ষেত্রে ০২ বছর সহ বছর ন্যূনতম ০৫ বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সঃ অনূর্ধ্ব-৪০ বছর
বেতনঃ ৪৫,০০০ টাকা

০৩) পদের নামঃ টেকনিক্যাল অফিসার (এনভায়রনমেন্ট ও মনিটরিং)
পদের সংখ্যাঃ ০১ জন
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতকোত্তর ডিগ্রি (এনভায়রনমেন্টাল সায়েন্স/জিওগ্রাফি/এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং/ডেভেলপমেন্ট স্ট্যাডিজ/ ডিজাস্টার ম্যানেজমেন্ট/ন্যাচারাল রিসোর্স ম্যানেজমেন্ট/জিআইএস এন্ড রিমোট সেনসিং/ কোষ্টাল ইঞ্জিনিয়ারিং এবং ০৪ বছর মেয়াদী স্নাতক)
অন্যান্য যোগ্যতাঃ সংশ্লিষ্ট ক্ষেত্রে ০২ বছর সহ বছর ন্যূনতম ০৫ বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সঃ অনূর্ধ্ব-৪০ বছর
বেতনঃ ৫৫,০০০ টাকা

০৪) পদের নামঃ টেকনিক্যাল অফিসার (এ্যাকুয়াকালচার)
পদের সংখ্যাঃ ০১ জন
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতকোত্তর ডিগ্রি (এ্যাকুয়াকালচার/ ফিসারিজ টেকনোলজি / ফিস প্রোসেসিং এন্ড কোয়ালিটি কন্ট্রোল/ফিস জেনেটিকস এন্ড বায়োটেকনোলজি এবং ০৪ বছর মেয়াদী স্নাতক)
অন্যান্য যোগ্যতাঃ সংশ্লিষ্ট ক্ষেত্রে ০২ বছর সহ বছর ন্যূনতম ০৫ বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সঃ অনূর্ধ্ব-৪০ বছর
বেতনঃ ৫৫,০০০ টাকা

০৫) পদের নামঃ কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার (সিভিল)
পদের সংখ্যাঃ ০১ জন
শিক্ষাগত যোগ্যতাঃ ন্যূনতম ডিপ্লোমা (সিভিল ইঞ্জিনিয়ারিং)
অন্যান্য যোগ্যতাঃ সংশ্লিষ্ট ক্ষেত্রে ০১ বছর সহ ন্যূনতম ০৩ বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সঃ অনূর্ধ্ব-৩৫ বছর
বেতনঃ ৪০,০০০ টাকা

০৬) পদের নামঃ কমিউনিটি মোবিলাইজেশন অফিসার (এগ্রিকালচার)
পদের সংখ্যাঃ নির্দিষ্ট নয়
শিক্ষাগত যোগ্যতাঃ ন্যূনতম ডিপ্লোমা (এগ্রিকালচার)
অন্যান্য যোগ্যতাঃ সংশ্লিষ্ট ক্ষেত্রে ০২ বছর সহ ন্যূনতম ০৩ বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সঃ অনূর্ধ্ব-৩৫ বছর
বেতনঃ ৩০,০০০ টাকা

০৭) পদের নামঃ কমিউনিটি মোবিলাইজেশন অফিসার (ফিসারিজ)
পদের সংখ্যাঃ নির্দিষ্ট নয়
শিক্ষাগত যোগ্যতাঃ ন্যূনতম ডিপ্লোমা (ফিসারিজ)
অন্যান্য যোগ্যতাঃ সংশ্লিষ্ট ক্ষেত্রে ০২ বছর সহ ন্যূনতম ০৩ বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সঃ অনূর্ধ্ব-৩৫ বছর
বেতনঃ ৩০,০০০ টাকা

০৮) পদের নামঃ কমিউনিটি মোবিলাইজেশন অফিসার (লাইভস্টক)
পদের সংখ্যাঃ নির্দিষ্ট নয়
শিক্ষাগত যোগ্যতাঃ ন্যূনতম ডিপ্লোমা (লাইভস্টক)
অন্যান্য যোগ্যতাঃ সংশ্লিষ্ট ক্ষেত্রে ০২ বছর সহ ন্যূনতম ০৩ বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সঃ অনূর্ধ্ব-৩৫ বছর
বেতনঃ ৩০,০০০ টাকা

০৯) পদের নামঃ কমিউনিটি মোবিলাইজেশন অফিসার (ফরেস্ট্রি)
পদের সংখ্যাঃ নির্দিষ্ট নয়
শিক্ষাগত যোগ্যতাঃ ন্যূনতম ডিপ্লোমা (ফরেস্ট্রি)
অন্যান্য যোগ্যতাঃ সংশ্লিষ্ট ক্ষেত্রে ০১ বছর সহ ন্যূনতম ০২ বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সঃ অনূর্ধ্ব-৩৫ বছর
বেতনঃ ৩০,০০০ টাকা

অন্যান্য সুবিধাঃ
  • উৎসব ভাতা, 
  • মোবাইল ভাতা, 
  • যাতায়াত ভাতা

রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন আরআরএফ বিজ্ঞপ্তি ২০২৪ এর মূল বিজ্ঞপ্তিটি নিচে দেখুনঃ

রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন আরআরএফ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

সূত্রঃ দৈনিক প্রথম আলো
আবেদন পদ্ধতিঃ
উপরোক্ত পদগুলিতে আগ্রহী প্রার্থীগণ ০৮ এপ্রিল ২০২৪ ইং তারিখের মধ্যে বিজ্ঞপ্তিতে উল্লেখিত ঠিকানায় ডাকযোগে আবেদন করতে হবে।

আবেদনের শর্তাবলিঃ 
আগ্রহী ও যোগ্য প্রার্থীদের নির্বাহী পরিচালক, রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন (আরআরএফ), আরআরএফ ভবন, সিএন্ডবি রোড, কারবালা, যশোর-৭৪০০ বরাবর আবেদনপত্র (টেলিফোন/ মোবাইল নম্বর ও অভিজ্ঞাতা উল্লেখ অতি আবশ্যক) এবং জীবনবৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতা, নাগরিকত্ব সদনপত্র ও জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি এবং পাসপোর্ট সাইজের সদ্য তোলা ০২ কপি রঙ্গিন ছবিসহ আবেদন আগামী ০৮ এপ্রিল, ২০২৪ খ্রিঃ তারিখের (সোমবার) মধ্যে ডাক/কুরিয়ার/সরাসরি অফিস সময়ের মধ্যে জমা দেবার জন্য অনুরোধ করা গেল। প্রাপ্ত আবেদনসমূহ বাছাই পূর্বক নির্বাচিত প্রার্থীদের একটি প্রাথমিক ও সংক্ষিপ্ত তালিকা প্রস্তুত করা হবে এবং পরীক্ষার তারিখ ও স্থান পরবর্তীতে জানানো হবে ।

শর্তাবলীঃ
ক) পরীক্ষার সময় সকল মূল সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের মূল কপি সঙ্গে আনতে হবে ।
খ) প্রকল্প এলাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে ।
গ) অধ্যায়নরতদের আবেদন করার প্রয়োজন নেই ।

Rural Reconstruction Foundation RRF Job Circular 2024 এর জন্য আবেদন করতে চান তাহলে আপনি উপরের বিজ্ঞপ্তি অনুযায়ী চাকরির জন্য আবেদন করতে পারেন। যে কোনো প্রতিষ্ঠানের দ্বারা নতুন চাকরি প্রকাশিত হওয়ার সাথে সাথে আমরা আমাদের BD Latest Jobs ওয়েবসাইটে সংশ্লিষ্ট চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করি। BD Job Circular 2024 পেতে BD Latest Jobs নোটিফিকেশন অন করুন।

চাকরির খবর প্রকাশিত হওয়া মাত্র নোটিফিকেশন পেতে BD Latest Jobs নোটিফিকেশন বক্সের হ্যাঁ বাটনে ক্লিক করুন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url